নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"মস্তিষ্ক বিকৃত, কিন্তু বিক্রীত নয়\" (never care for what they say......)

পুরোনো পাপী

"তোমার মনের মইধ্যে আলেকের বাস, সে না কাউরে শোনে, না কাউরে বোঝে। তুমি যা বোঝাও সে তাই বোঝে।"

পুরোনো পাপী › বিস্তারিত পোস্টঃ

হে প্রভু, রেখেছ হুজুইগ্যা বাঙ্গালী কইরা, মানুষ কর নাই

২২ শে জুন, ২০১৩ বিকাল ৩:০২

অনেক দিন চুপ কইরা আছিলাম। কিন্তু মাথায় রক্ত উডাইয়া দিল আমাদের হাম্বালীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ।



১) মানুষের সামনে মূলা ঝুলাইতে কি খুব মজা লাগে??

২) মানুষের ইমোশন নিয়া খেলা করতে কি খুব মজা লাগে??

৩) নিজের প্রয়োজনে মানুষের কাজে সাপোর্ট দিতে আবার প্রয়োজন ফুরাইয়া গেলে মানুষেরে জায়গাত্থে বাইড়াইয়া উডাইতেও কি তগো মজা লাগে??

৪) যুদ্ধাপরাধী শব্দের অর্থ কি তরা জানস??

৫) পুরা ৪ টা বছর এই এক শব্দ ভাঙ্গাইয়া খাইলি, তগো কোষ্ঠ কাঠিন্য হইলেও যুদ্ধাপরাধী বাচানের চেষ্টা বইলা বিম্পির দোষ দেস, খুব মজা লাগে তখন??

৬) এখন আইসা গান গাইতাছস যে যুধাপরাধীর বিচারের অসম্পুর্ণ কাজ করতে আবার ভুট দেও, কি , মজা পাইছস??



বজ্জাতের ধাড়ি সব, আসলে তরা সবই এক টয়লেটের গু। বিম্পি জীবনেও বিচার করব না। তারা কোলে বসে ক্ষমতায় আসতে বিশ্বাসী। আর তরা মূলা ঝুলাইয়া। আবার ভোট চাস লজ্জা করে না একটুও??

আসলে আমারই দোষ, লজ্জা থাকবো তগো এইডা আশা করা উচিৎ নাই।



আয় দেখি তাইলে এইবার কেম্নে ক্ষমতায় আইবি আমিও দেখতাম চাই। যুদ্ধাপরাধীর বিচার যখন করতেই পারস নাই, এইবার যুদ্ধাপরাধীর হাতে মাইর খাইয়াই মরবি।



আমরা সাধারণ জনগন আর কি করুম, চাইয়া দেখুম। হয় তো ২-৩ দিন আবারো বিচার চাই বিচার চাই বইলা খারাইয়া, বইয়া, শুইয়া থাকুম। পরে আবার সব ঠান্ডা হইয়া যাইবো।



বাঙ্গালী আসলেই হুজুইগ্যা জাতি। মুক্তি যুদ্ধও তরা করছিলি হুজুগে। শেখ মুজিব ও তৈরী হইছিল হুজুগে। জামাতের হাতে ক্ষমতাও দিছে হুজুগে। চান্দে আল্লামা চান্দনী রেও দেখা যায় হুজুগে। আবার যুদ্ধাপরাধীর বিচারও চায় হুজুগে।



মাঝে মাঝে কান্তে মুঞ্চায় দেইখা।



Click This Link



দেখেন কেউ আর ইচ্ছা হইলে উনাদের ভোট ও দিয়েন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.