নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"মস্তিষ্ক বিকৃত, কিন্তু বিক্রীত নয়\" (never care for what they say......)

পুরোনো পাপী

"তোমার মনের মইধ্যে আলেকের বাস, সে না কাউরে শোনে, না কাউরে বোঝে। তুমি যা বোঝাও সে তাই বোঝে।"

পুরোনো পাপী › বিস্তারিত পোস্টঃ

অচিন পাখি (The Unknown Bird) – STORY OF FOKIR LALON SHAH {আবারো ক্ষুদ্র মস্তিষ্কে বিশ্লেষণের অপচেষ্টা}

২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

সিনেমাতো আমরা দেখিই। কিন্তু ডকুমেন্টারি কয়জন দেখি?? বা দেখলেও কয়জন অন্যের সাথে শেয়ার করি? আমি বলছিনা যে সব ডকুমেন্টারিই খুব ভালো মানের হয়। কিন্তু তারপরেও এইগুলো নিয়েও আমাদের কথা বলা উচিৎ, নয়তো ডকুমেন্টারির মেকিং বৃথা। সেইরকমই এক ডকু ফিল্ম অচিন পাখি (The Unknown Bird)।





তানভীর মোকাম্মেল নিবেদিত “অচিন পাখি (The Unknown Bird) – STORY OF FOKIR LALON SHAH” দেখে শেষ করলাম মাত্র। লালন সাঁই এর কাছে থেকে তো আর সম্ভব হয়নি, তাই তার নিজ স্থানে যেয়ে যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই করেছেন তিনি। শাকুর মজিদ স্যারের “ভাটির পুরুষ” এ যেমন সম্ভব হয়েছিল বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সরাসরি অংশ গ্রহণ, তেমনটি না হলেও বেশ ভালো ভাবেই হারিয়ে গিয়েছিলাম কোথায় যেন।



বায়ু + উল = বাউল যারা ধর্মীয় পন্থায় বায়ুর সাথে যোগাযোগ রেখে আত্মসাধনা বা ভজন সাধনা কর্ম সম্পাদন করে তারাই বাউল।

বায়ু সাধনার মূল উৎস বাতাস। বাতাসের তিনটি গতি। উর্ধ, অধঃ এবং মধ্যম গতি। এই তিন গতির মাধ্যমে যোগ সাধনায় ব্যয়াম, অপাল, ন্যাস, কুম্ভ এবং মক্ষ এই পাঁচটি সাধনের মাধ্যমে যে ব্যাক্তি উন্নীত হতে পারে, সেই বাউল।।



স্রষ্টা এবং সৃষ্টি কে যদি বুঝতে হয় তবে ধর্মের মূল বিধানে দাঁড়িয়ে নিজেকে চিনতে হবে। এটিই বাউলদের মূল উপজীব্য।

অসাধারণ সব দেহতত্ত্ব সহ লালণের আদর্শে আজও অনেক বাউলের মিলণমেলা বসে কুষ্টিয়ায়। অসাধারণ এই শিল্পী এবং অসংখ্য গানের স্রষ্টার রচিত সকল সৃষ্টিই যে কাউকে নিয়ে যাবে কোন এক অজানা জায়গায়। যেখানে মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকবে না। সবাই মনের মানুষের সন্ধানে ছুটে বেড়াবে।



ওরে বেদে নাই যার রূপ রেখা

পাবে সামান্যে কি তার দেখা।।



এই দেখার আশায়ই বাউলরা ছিল, আছে এবং আশাকরি যুগ যুগ ধরে থাকবে। ছোট থাকতে একটা লালন গীতি শুনে ভিন্ন অর্থে চিন্তা করেছিলাম।

“মিলন হবে কতদিনে

আমার মনের মানুষের সনে।।”



কিন্তু বড় হওয়ার সাথে সাথেই চিন্তাধারায় পরিবর্তন আসতে থাকে। খুজতে শুরু করি আসলেই নিজের মনের মাঝে যে বাস করে তাকে। এখনো খুজে পাইনি। পাব কিনা তারও ঠিক নেই। তবে খোজার পরিধি বাড়ছে।



আগেই একবার বলছিলাম মনেহয়,

“মাঝে মাঝে নিজেরই বাউল হইতে ইচ্ছা করে, কিন্তু পর্যাপ্ত সাহসের অভাবে সম্ভব হয়ে ওঠে না।” অপেক্ষায় আছি সেই সাহস সঞ্চয়ের।



আশাকরি ১ ঘন্টা সময় নিয়ে দেখে ফেলবেন সবাই।



ইয়ুটিউবে দেখার লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=jgoTE2DXkl0



The Unknown Bard (Achin Pakhi)

(A Documentary film on the Bauls)

length : 60 minutes

photography : Anwar Hossain

editing : Mahadeb Shi

music: Syed Shabab Ali Arzoo

year of production : 1996

script & direction : Tanvir Mokammel

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দেখছি......

২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

পুরোনো পাপী বলেছেন: শুধু নিজে দেখলে কি হবে?? :) :) অন্যদেরও দেখতে উৎসাহিত করুন :)

২| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

বোকামন বলেছেন:





আত্মতত্ত্ব যে জেনেছে
দিব্যজ্ঞানী সেই হয়েছে,
কুবৃক্ষে সুফল পেয়েছে
আমার মনের ঘোর গেল না


পোস্টে ১+
বিশ্লেষণ ভালো লাগলো ....।

২৯ শে জুন, ২০১৩ রাত ৮:০০

পুরোনো পাপী বলেছেন: প্নের কমেন্টে প্লাস দেওনের জায়গা আতি পাতি কইরা খুইজ্জাও পাইলাম না :)

ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.