নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"মস্তিষ্ক বিকৃত, কিন্তু বিক্রীত নয়\" (never care for what they say......)

পুরোনো পাপী

"তোমার মনের মইধ্যে আলেকের বাস, সে না কাউরে শোনে, না কাউরে বোঝে। তুমি যা বোঝাও সে তাই বোঝে।"

পুরোনো পাপী › বিস্তারিত পোস্টঃ

সম্পর্ক, এক জটিল ক্রিয়া। সম্পর্কের বেড়াজাল ছিড়ে বেড়িয়ে আসাটা খুব সহজ নয়। তেমনই এক সম্পর্কের গল্প "দোটানা"।

১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

সম্পর্ক, এক জটিল ক্রিয়া।

সম্পর্কের বেড়াজাল ছিড়ে বেড়িয়ে আসাটা খুব সহজ নয়।

তেমনই এক সম্পর্কের গল্প "দোটানা"।




আসলে প্রতিটি কাজেই কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে থাকে। একটা মিললে আরেকটা মেলে না। কাস্ট রেডী থাকলে ক্রু থাকে না। সময়ের অভাবে সঠিক শ্যুট করা যায় না। ক্যামেরার সমস্যা। কখনো বাজেট স্বল্পতা। এইরকমের হাজারো ঝুট ঝামেলা।



কিন্তু এইবারের সমস্যা হল আমরা কোন প্রকারের কষ্ট ছাড়াই(প্রায়) এই শর্ট ফিল্ম তৈরী করেছি। কষ্ট কিভাবে করে তা জানি না। তবে অনেক গুলা বন্ধু যখন একসাথে কোন কাজ করে, সেখানে কষ্ট ব্যাপারটা থাকে না। আমাদের সাথে কাজ করেছিল আইয়ুব রিয়ন, আসিফ রেমান আরমেন, নুরুল আলম শুভ, নিয়াজ মোর্শেদ, তুষার সহ সোহেল অভি ভাই। যাদের প্রত্যেকের সাহায্যে এই "দোটানা" 'র এই রূপে দাঁড়ায়। ধন্যবাদ দেয়া যায় অপরিচিত মানুষকে। কিন্তু স্কুলের বন্ধুদের ধন্যবাদ দিয়ে ছোট করাটা আমার স্বভাবে নাই। সকলকে ধন্যবাদ যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে এর সাথে জড়িত ছিলেন। সকলের সাহায্য ছাড়া "দোটানা" 'র জন্ম হইতো না। এবং অবশ্যই দেখে ফিডব্যাক জানাবেন। ভালো কি লাগছে তা না, খারাপ কোথায় ছিল তাই জানান। তবে আমরা পরের কাজে সেই ব্যাপার গুলো সম্পর্কে সতর্ক থাকব। প্রথম কাজ বলে কেউ খারাপ বিষয়গুলো বলতে কার্পন্য না করলেই খুশি হব।



গল্প, চিত্রনাট্য ও পরিচালনাঃ ফারাবী

সহকারী পরিচালকঃ আইয়ুব রিয়ন

চিত্রগ্রহন ও সম্পাদনাঃ স্কোহেইল অভি

প্রযোজনা ও ব্যাবস্থাপনাঃ আসিফ রেমান আরমান

প্রযোজনা ও ব্যাবস্থাপনা সহকারীঃ নিয়াজ মোর্শেদ ও নুরুল আলম শুভ

কারিগরী সহযোগীতাঃ ছক্কা



যারা দেখেননি এখনো, দেখে জানাবেন কেমন লাগলো খুশি নিজের কাজ শেয়ার করতে যদিও লইজ্জা পাইতাছি জলদস্যু



ফেসবুক লিঙ্কঃ Click This Link



ইয়ুটিউব লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=2sCWUvinAEI



ভিমো লিঙ্কঃ https://vimeo.com/62950891

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪৪

আমিনুর রহমান বলেছেন:

দেখে আবার আসবো। আপাতত প্লাস +++

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২১

পুরোনো পাপী বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.