নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"মস্তিষ্ক বিকৃত, কিন্তু বিক্রীত নয়\" (never care for what they say......)

পুরোনো পাপী

"তোমার মনের মইধ্যে আলেকের বাস, সে না কাউরে শোনে, না কাউরে বোঝে। তুমি যা বোঝাও সে তাই বোঝে।"

পুরোনো পাপী › বিস্তারিত পোস্টঃ

চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে "আবার যুদ্ধ হলে রাজাকার হব"

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:২২

"আবার যুদ্ধ হলে রাজাকার হব"



মুক্তিযুদ্ধ তিন যুগ পেরিয়ে গেল, কেউকথা রাখেনি।

আমার বাবার কথা কেউ মনে রাখেনি।

কেউ খুঁজে দেখেনি আমার হারানো ভাইয়ের লাশ।

কেউ মনে রাখেনি আমার বোনের সর্বনাশ।

তাই আজ আমি বিদ্রোহী…আবার যুদ্ধ হলে আমি রাজাকার হব,

আবার যুদ্ধ হলে আমি বন্দুকহাতে নেব,তারপর… …

একটা একটা করে “বাংলারসোনার ছেলে” গুলি করে মারব।

আবার যুদ্ধ হলে আমি রাজাকার হব,

আবার যুদ্ধ হলে লাল-সবুজ পতাকাটা আমি টুকরো টুকরো করে খাব



গত তিন যুগেও ওরা আমারপিতৃহত্যার কোন প্রতিশোধ নেয়নি।

কোন মূল্য পায়নি আমার বোনের সর্বস্ব বিসর্জন,

ওরা ভুলে গেছে শত শত মায়ের গণধর্ষণ।

তাইতো আজ পতাকাটা পত পত করে ওড়ে গাড়িতে,

কুকুর ছানা রাজাকারগুলো সবশাসকের গদিতে।

আবার যুদ্ধ হলে আমি রাজাকারহব,তারপর…

যুদ্ধ শেষে গদি হবে আমার, লালগালিচা আমার,

পতাকা আমার,আমি হব শাসক রাজাকার।

তারপর?কুকুর ছানাদের হাত থেকে কেড়ে নেব ঐ লাল-সবুজ“পতাকা”

আমার বাবার রক্ত, বোনের লজ্জ্বায় হয়েছিলো যা আঁকা।

হায়, সেই পতাকায় আজ ছোপ ছোপ কালো দাগ !

পতাকার পানে চেয়ে আমার ভাইয়ের লাশ আজ নির্বাক !

আবার যুদ্ধ হলে আমি রাজাকার হব…

সাবধান হ হারামজাদার দল,তোদের আমি চিবিয়ে খাব।

হে ত্রিশ লাখ আত্মা, তোমাদের রক্ত ছুঁয়ে শপথ নিলাম,

আবার যুদ্ধ হলে আমি রাজাকার হব।

শুধু সেই দিনটির প্রতীক্ষা…কবে হবে সেই যুদ্ধ?

আমি যুদ্ধ চাই, শুধু আর একবার…

কবে হব আমি রাজাকার?



কার্টেসিঃ- তারিক মাহমুদ

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪০

গরম কফি বলেছেন: আবার যুদ্ধ হলে আমি রাজাকার হব…

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৬

পুরোনো পাপী বলেছেন: "বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে
রাজনীতিবীদের ধমনী শিরায় সুবিধাবাদের পাপ
বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে
বুদ্ধিজীজীর রক্তে স্নায়ুতে সচেতন অপরাধ "

২| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৬

বটবৃক্ষ~ বলেছেন: হায়, সেই পতাকায় আজ ছোপ ছোপ কালো দাগ !
পতাকার পানে চেয়ে আমার ভাইয়ের লাশ আজ নির্বাক !



++++++++++++ লেখককে।

১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৫

পুরোনো পাপী বলেছেন: অসাধারণ লিখছেন উনি

৩| ১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৩

আমিনুর রহমান বলেছেন:


আবার যুদ্ধ হলে আমি রাজাকার হব…

লেখক এর প্রতি শুভ কামনা। অসাধারণ একটা কবিতা লিখেছেন।

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৯

পুরোনো পাপী বলেছেন: এই কবিতাটি লেখক তার ছোট বেলায় লিখেছিলেন বলে মনেহয়। :/

ইস্কুলের সময়ে :/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.