নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"মস্তিষ্ক বিকৃত, কিন্তু বিক্রীত নয়\" (never care for what they say......)

পুরোনো পাপী

"তোমার মনের মইধ্যে আলেকের বাস, সে না কাউরে শোনে, না কাউরে বোঝে। তুমি যা বোঝাও সে তাই বোঝে।"

পুরোনো পাপী › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিচারণ (ছবি ব্লগ)

৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২২

১৩ মাস কাটিয়েছিলাম একটা নির্দিষ্ট জায়গায়। প্রথমে ভাবতাম সময় বুঝি এক জায়গায় স্থির। ধীরে ধীরে সময়ের গতি বাড়তে থাকে, সাথে নিজেও এগিয়ে যেতে থাকি। প্রায় ২ বছর হতে চলল সেই অনুভূতি থেকে বিচ্ছিন্ন। আবার হয়তো কখনো ছুটে যাব সাগরের ডাকে।



এই ছবির দায়-দায়িত্ব আমার নহে। আমার মতন ভাল মানুষ এই জিনিষ কখনোই তুলতে পারে না







উপরের দুইটা কানাডার পোর্ট নিউ ওয়েস্ট মিনিস্টার







উপরের ২ টা জাপানের নাকানোসেকি





পেরুর পোর্ট কায়াও Callao লিখলেও ওরা উচ্চারণ করে কায়াও









পক্ষী বিষ্ঠা সহ :( এই জিনিষ মানে পাখি গুলান আমি ২ চোক্ষে দেখতে পারি না









এইটা ইংল্যান্ড এর সাউথ হ্যাম্পটনে। আমার জাহাজের পাশেই ছিল প্রমোদ তরী "কুইন এলিজাবেথ-১" আর একই জায়গায় আরো একটা প্রমোদ তরী





এইটা USA র টাকোমায়



একই জায়গায়, এইটা আমার ক্যামেরার প্রথম ছবি। নতুন ক্যামেরা কিন্না সিরাম ভাবে আছিলাম



লস এঞ্জেলস



লস এঞ্জেলসে আমরা ৭ দিন আটকা পরেছিলাম ইঞ্জিনের সমস্যায়। তখন এই মহারাজের আবাসস্থল হয়ে গিয়েছিল আমাদের জাহাজের রাডার।



কোথায় ঠিক মনে নাই। চারিদিকে পানি ছিল এইটা মনে আছে





ম্যাক্সিকো আকাপুলকো বীচ আমার সবচেয়ে প্রিয় জায়গা এইটা



ওইযে আমার জাহাজ দেখা যায়



আকাপুলকো বীচ থেকে মিউজিয়ামে যাওয়ার রাস্তা





এইটা আকাপুলকো মিউজিয়াম







উপরের চারটা পানামা র বালবোয়ায়





এই দুটো নিকারাগুয়ায়





এইডা কোস্টারিকা





কলাম্বিয়ার বুনাভেঞ্চুরা



চিলির ইকিকে







এইডা পানামায়





এই গুলি নিকারাগুয়ায়





চিলির একটা রেগুলেশন আছে, তা হল প্রতিটি জাহাজের কলসাইন দিয়ে এইরকম ভাবে সাজিয়ে রাখতে হবে পোর্টে ঢুকার আগে।







এইটা কোথায় আবারো জানিনা। হবে কোন সাগর বা মহা সাগরের মাঝে





ইকুয়েডর





আবারো চিলিতেই





সুয়েজ খাল ট্রানজিটের সময়ে





জার্মানীর ব্রেমারহেভেন







চিলির ভ্যালপারাইসো





পানামা খাল ট্রানজিট



আমার ১৩ মাসের একটি ক্ষুদ্র অংশ এইখানে। কারণ প্রায় ৮ মাস পরে আমি ক্যামেরা কিনি। তার আগের কিছুই নেই

ছবি গুলো প্রথমে ফেসবুকেই আপলোড করি। তারপরে মনেহল এইখানেও শেয়ার করি সবার সাথে। :)

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪৪

নানাভাই বলেছেন: চমৎকার দেখাইছেন।
পিলাচ আর পিলাচ......। :P

৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১৫

পুরোনো পাপী বলেছেন: ধন্যবাদ :)

২| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪৭

খেয়া ঘাট বলেছেন: অনেক বেশি সুন্দর লাগলো।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

৩| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪৮

খেয়া ঘাট বলেছেন: অনেক বেশি সুন্দর লাগলো।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

৪| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০২

খেয়া ঘাট বলেছেন: অনেক সুন্দর লাগলো । এর আগে কমেন্ট লিখলাম।কোথায় হারিয়ে গেলো।

৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৩

পুরোনো পাপী বলেছেন: ধন্যবাদ। সামুর ঝামেলার কারণে খুজে পাওয়াযাচ্ছে না বোধকরি :)

৫| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৩২

সাদা মনের মানুষ বলেছেন: মাগ্গ মাহ্ কতো দেশের ছবি, আপনি কি জাহাজ চালান ? ++++++

৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩২

পুরোনো পাপী বলেছেন: :) অনেকটা ঐ রকমই :)

৬| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০০

ইকরাম বাপ্পী বলেছেন: Jiboner ekta boro akkhep....marinar hote cheyeo pari ni....... Ojante hoito eta ajibon thakbe......

:( :( :( :( :((


Ischa chilo mariner hoye evabe ghurar r chobi tolar.....bt ...... Jini chobigula tulechen tar jonno onek shuvo kamona r irsha.......

৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৬

পুরোনো পাপী বলেছেন: :) হিংসা কইরা কি হবে
যা হইবার তা হইয়া গেছে :)

৭| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০৬

ইকরাম বাপ্পী বলেছেন: Bar bar chobigulo dekhe mon kharap hoye jasse......ish....ekhn o jodi hote partam......

৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৬

পুরোনো পাপী বলেছেন: "নদীর এই পাড় কহে ছাড়িয়া নিঃশ্বাস

ঐ পাড়েতেই সর্ব সুখ আমার বিশ্বাস" :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.