নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"মস্তিষ্ক বিকৃত, কিন্তু বিক্রীত নয়\" (never care for what they say......)

পুরোনো পাপী

"তোমার মনের মইধ্যে আলেকের বাস, সে না কাউরে শোনে, না কাউরে বোঝে। তুমি যা বোঝাও সে তাই বোঝে।"

পুরোনো পাপী › বিস্তারিত পোস্টঃ

জহির রায়হান (বাংলাদেশের হিচকক না হলেও কোন অংশে কম নয়) এর গল্প অবলম্বনে ক্ষুদ্র চলচ্ছবি

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৭

প্রয়াত পরিচালক ও লেখক জহির রায়হানের গল্প অবলম্বনে ক্ষুদ্র চলচ্ছবি "পোস্টার" শীঘ্রই আসছে আপনাদের কাছে। আলফ্রেড হিচকক নিয়ে বেশ কিছুদিন বিভিন্ন ব্লগে আর ফেসবুকে বেশ কিছু পোষ্ট দেখছি। আমাদের দেশীয় অসাধারণ নির্মাতাদের মাঝে জহির রায়হান অন্যতম। আমি বলছিনা হিচককের সাথে একই কাতারে। কিন্তু কোন অংশে কমও বলতে রাজী নই। তার অনন্য এক গল্পের উপরে দাড় করানো হয়েছে



"পোস্টার"



দেশীয় মহান এই নির্মাতার গল্পও নিয়ে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা এই ক্ষুদ্র চলচ্ছবিটি। আশাকরি দেশীয় আরো অনেক গল্পকার ও নির্মাতাদের কাজ নিয়ে আপনাদের সাথে থাকতে পারি সেই প্রচেষ্টায় আছি। এই সিনেমাটি



"সিনেমা পিপলস"




নিবেদিত।



পরিচালকঃ আহসিফ খান

স্ক্রিণপ্লেঃ মাহদী হাসান

প্রোডিউসারঃ নৃত্য আমি নৃত্য

সিনেমাটোগ্রাফিঃ বিদ্রোহী দীপন



নির্মাতার বক্তব্যঃ শুরুটা হয়েছিলো ফেসবুকেই..আমরা ঠিক করেছিলাম নিজেদের নয় অন্য কারো গল্প নিয়ে কাজ করব. সেই মতে মাহদী ভাইকে গল্প সিলেক্ট করে দিলাম লিখা হলো স্ক্রিপ্ট ক্যামেরার জন্য ঠিক ছিল দীপন ভাই. জহির রায়হানের গল্প অবলম্বনে এভাবেই পোস্টার - Poster এর শুরু হয়. গল্পের প্রয়োজনে মানুষের পুরো দেয়াল রঙ করে ফেলা কিমবা পোস্টারে ছেয়ে ফেলা হলো সব দেয়াল...এর চেয়ে বোধহয় আনন্দের ছিল মাছ বাজার এ শুটিং অথবা ঢাকা টি এস সির সেই মিছিল!!! . এরকম হাজারও গল্প আছে জানতে আমাদের সাথে থাকুন।



পোস্টারের অফিসিয়াল পেইজঃ পোস্টার



নৃত্য সিনেমাটির জিন্যে আমরা একটা পুরা মশাল মিছিলের আয়োজন করেছিলাম





আশাকরি সবাই দোয়া করবেন যাতে ভাল ভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি।

ফেসবুকে সাথেই থাকুন। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আপডেট পেতে।

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৯

আমিই মিসিরআলি বলেছেন: অনেক ভালো লাগলো পোষ্টটা দেখে +++

৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪১

পুরোনো পাপী বলেছেন: ধন্যবাদ

২| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ভাল লাগলো । জহির রায়হানের সৃষ্ট অসাধারণ মুভিগুলো প্রমান করে তার মেধা যোগ্যতা আর দেশেপ্রেম।

৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৭

পুরোনো পাপী বলেছেন: ধন্যবাদ। আশাকরি জহির রায়হানকে তার সৃষ্টির মাঝেই মানুষ মনে রাখুক সারা জীবন।

৩| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:১৯

মগজ ভরা মাথা বলেছেন: ইন্টারনেট আর মোবাইল খরচটা নিজেই আয় করুন খুব সহজে Click This Link

০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:০৩

পুরোনো পাপী বলেছেন: াইরে দোকান দিয়া বসি নাই এইখানে :/ ভালয় ভালয় ভাগেন মান সম্মান নিয়া

৪| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৫

অজানিতা বলেছেন: ভালোলাগা জানবেন। জহির রায়হান আমার প্রিয় সাহিত্যিক ও পরিচালক। সিনেমার গল্প কোন গল্প থেকে নেয়া?

০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:৫৯

পুরোনো পাপী বলেছেন: গল্পের নামও "পোস্টার"

ধন্যবাদ শুভকামনার জন্যে :)

৫| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো

০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:০০

পুরোনো পাপী বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.