নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"মস্তিষ্ক বিকৃত, কিন্তু বিক্রীত নয়\" (never care for what they say......)

পুরোনো পাপী

"তোমার মনের মইধ্যে আলেকের বাস, সে না কাউরে শোনে, না কাউরে বোঝে। তুমি যা বোঝাও সে তাই বোঝে।"

পুরোনো পাপী › বিস্তারিত পোস্টঃ

"দেহ কেন্দ্রিক ভালবাসা আর আত্মকেন্দ্রিক ধর্ম"

২৩ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৩৮

আমাদের ধর্মটারে সস্তা থেইক্কা সস্তাতর বানাইয়া ফেলতেছি দিন দিন। ভালবাসার চেয়েও সস্তায় বোধকরি এখন ধর্মীয় মূল্যবোধ পাওয়া যায়। আর ধর্মের ব্যাপারেতো বাঙ্গালী সৃষ্টির শুরু থেকেই দূর্বল। আর যাই হোক কোন ধর্ষক ধর্ষণের পরে দাড়ি টুপি লাগাইয়া হুজুর সাজলে তার ভিতরের ধর্ষক পাল্টাক আর নাই পাল্টাক আমরা ঠিকি ধারণা পাল্টাই তার সম্পর্কে।



সহজেই বিশ্বাস করি সবাইকে। সহজেই বিশ্বাস করি ধর্মের নামে যে কোন কুকর্ম কেও।



কেউ জানতে চাইতেই পারে, ভালবাসা আর ধর্ম দুইটা বিষয়কে কেন একসাথে টানলাম?

কারণ এই দুইটারই মূল বিশ্বাস।আর আগেই বলেছি, আমরা সহজেই বিশ্বাস করি। সবাইকে বিশ্বাস করতে চাই।



ধার্মিক মানুষদের জন্যে এই পোস্ট না। এই পোস্ট তাদের জন্যে যারা দিনের বেলায় ধার্মিক সাজে আর রাতের আধারে কোন পতিতালয়ে দেহের চাহিদা মিটায়।



এই পোস্ট তাদের জন্যে যারা ধার্মিক হিসেবে গলা ফাটাইয়া চিৎকার করে, তারপরে গার্লফ্রেন্ড নামক বস্তুর ফোন আসলে (বাসায় কেউ নাই, বাসা খালি টাইপের খবর পাওয়ার পরে) দৌড়াইয়া ছুইটা যায়।



এই পোস্ট তাদের জন্যে যারা ধর্মের দোহাই দিয়ে রাজনীতিকে একটা নোংড়া নর্দমার কীটে পরিণত করে।



এই পোস্ট তাদের জন্যে যারা জাত গেল জাত গেল বলে চিৎকার করে সারাদিন, দিন শেষে ঠিকই পর্ণগ্রাফীতে নিজের লালসা পূর্ণ করে।



এই পোস্ট তাদের জন্যে যারা ভালবাসা বলতে বুঝে শুধুই দৈহিক চাহিদার খোরাক। মনের চাহিদা, সে চিন্তা নাহয় পরে হবে।



এই পোস্ট তাদের জন্যে যাদের কাছে ভালবাসা দেহ কেন্দ্রিক আর ধর্ম আত্মকেন্দ্রিক।



কি কারণে এই লেখা তা নিজেও জানিনা, অবজার্ভেশন হইতে পারে। কারো ভাল না লাগলে কিছুই করার নাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫০

মুহাম্মদ তাইফ বলেছেন: ধর্মটাকে কিছু লোক মুখোশ হিসেবে ব্যাবহার করতে চায় ।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.