নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"মস্তিষ্ক বিকৃত, কিন্তু বিক্রীত নয়\" (never care for what they say......)

পুরোনো পাপী

"তোমার মনের মইধ্যে আলেকের বাস, সে না কাউরে শোনে, না কাউরে বোঝে। তুমি যা বোঝাও সে তাই বোঝে।"

পুরোনো পাপী › বিস্তারিত পোস্টঃ

"ভরা যৌবনে উর্বর্শী সমুদ্র ও তাহার সৌন্দর্য্য"

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:২০





সমুদ্র তাহার উর্বর্শীপণা কোন ভাবেই বোধকরি ত্যাগ করিবেনা। তাইতো একের পরে এক ভিন্ন রূপে একই ভাবে উর্বর্শীতার প্রমাণ দিতে উথাল পাথাল করিয়া তুলিতেছে "বিস্কি" নামক উপসাগরকে। যতবারই এর স্বরণাপন্ন হইনা কেন তাহার রূপ অবলোকন ব্যাতীত এই স্থান ত্যাগ করা সম্ভবপর নহে।

উত্তর অতলান্তিক মহাসাগরের একটা উপসাগরের নাম বিস্কি। (নামের সাথে বিস্কিটের সাদৃশ্য আছে )



এই সাগরের জলকন্যাদের বসন্ত আসে ইংরেজী বছরের সেপ্টেম্বরে। বসন্তে জলকন্যারা তাদের রূপ যৌবন উজার করিয়া তাদের সৌন্দর্য্য প্রকাশে ব্যাস্ত হইয়া থাকে। কারো পৌষ মাস হইলে কারো না কারো তো সর্বনাশ অবশ্যম্ভাবী। সেই দিক দিয়ে এই স্থান যারা পারি দেয় তাদের সর্বনাশ সম্পর্কে নাহয় আর কিছু নাই বললাম। সাধারণত সেপ্টেম্বর থেকে পরের বছরের মার্চ পর্যন্ত জলকন্যাদের জলকেলি চলতে থাকে।



ওই সময়টাতেই জলকন্যাদের কল্যানেই হোক আর সাগরের নিজস্বতার কারণেই হোক সাগরের দিকে তাকাইলেই অসাধারণ সৌন্দর্য চোখেপরে। এই শেষকালে আইসা বোধ করি এইবার জলকন্যারা জলকেলিতে ক্লান্ত হইয়া ক্ষ্যামা দেওয়ার চিন্তা ভাবনায় আছে।



তবে এই সময় ছাড়া অন্য সময়ে বোধকরি এই স্থান নিরান্দময়তা নিয়েই উপস্থিত হবে। সৌন্দর্যরূপ একবার দেখিবার পরে তা বিলীন হইলে দেখিতে কেমন লাগে দেখা যাক।।



কতিপয় মনুষ্যকুল এই সৌন্দর্য্য হজম করিতে না পারিয়া উগলাইয়া দেওয়ারও প্রমাণ মিলে



থাক, ওই দিকে না যাই।



//মূল কথাঃ সমুদ্রের সৌন্দর্য্য তাহার উত্তালতার মাঝেই নিহিত//

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৫০

আফ্রি আয়েশা বলেছেন: মূল কথাঃ //সমুদ্রের সৌন্দর্য্য তাহার উত্তালতার মাঝেই নিহিত//

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৮

পুরোনো পাপী বলেছেন: এই কথা আমি বরাবরই বলি :)

সকলে সৌন্দর্য্য সহ্য করার ক্ষমতা রাখে না :)

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২২

সাদা মনের মানুষ বলেছেন:

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন: ঠিকই বলেছেন

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৭

মামুন রশিদ বলেছেন: বিস্কে উপসাগরের উত্তাল সৌন্দর্য্যের কথা শুনেছি । আরো কয়েকটা ছবি দিলে ভালো হত ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩

পুরোনো পাপী বলেছেন: আসলে ছবি উদ্দেশ্য ছিল না :) :) এইকারণেই দেয়া হয় নাই। আর উত্তাল সমুদ্রের ছবি বেশি তুলি না :)

সকল সৌন্দর্য্য সবার মাঝে ভাগ কইরা দিলে পরে নিজের জন্যে কম পরতে পারে :)

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২০

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৫

পুরোনো পাপী বলেছেন: :)

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো সমুদ্রকথন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪

পুরোনো পাপী বলেছেন: :)

৭| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:৪০

অথৈ সাগর বলেছেন: এত বছর হয়ে গেল সাগরে কিন্তু সাগরের জলকন্যাদের সাথে দেখা হল না ;) লেখা ভাল লেগেছে।

০৭ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৫২

পুরোনো পাপী বলেছেন: আমার যদিও দেখা হয় নাই ;)

তবে তাহাদের জলকেলি মাঝে মাঝেই অনুভব করি এই আরকি ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.