নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"মস্তিষ্ক বিকৃত, কিন্তু বিক্রীত নয়\" (never care for what they say......)

পুরোনো পাপী

"তোমার মনের মইধ্যে আলেকের বাস, সে না কাউরে শোনে, না কাউরে বোঝে। তুমি যা বোঝাও সে তাই বোঝে।"

পুরোনো পাপী › বিস্তারিত পোস্টঃ

"বাড়ির বোঝা গাড়ির থেকে কই নামাই"

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৯

//আমার মাত্র দুইখান চাকা, এক খান গাড়ি
তাহার উপর বানাইছ সাঁই, তিন মহলা বাড়ি
সে গাড়ি খালে, বিলে, ডাঙায় চলে
দুপুর বেলানাইবে জলে,
ও সাঁই আমার পরমপুজ্জি গুরু গোসাঁই
বল বাড়ীর বোঝা গাড়ি থেকে কই নামাই ?



গাড়ি আমার বাড়ির ভারে টলমলায়,
আমি কারে ছাইরে কারে রাখি
এখন কি উপায় ?
ও সাঁই এখন কি উপায়//

দেহতত্ত্বের সুন্দর উপস্থাপন করেছেন লালনতার এই গানে।

“আমার মাত্র দুইখান চাকা একখান গাড়ি
তাহার উপর বানাইছ সাঁই তিন মহলা বাড়ি”

গাড়ি মানব দেহ। আর চাকা তার পদযুগল। পায়েরউপরে ভর করেই পুরো শরীর দাড়িয়ে। তিন মহলা বাড়ির ব্যাপারটাও বোঝা দূর্বোধ্য কিছুনয়। মাথা থেকে পা পর্যন্ত তিনটা ভাগে বিভক্ত করে এই কথা লেখা। কিন্তু সবচাইতে মজারব্যাপারটা এইখানেই। প্রতিটা অংশেরই আলাদা নিজস্বতা আছে। প্রথমটা মাথা যারসম্পূর্ণটাই মস্তিষ্ককে বোঝানো হয়েছি। আর নীচে আসে হার্ট। যেখানে ধারণা করা হয়মানুষের হৃদয়ের বসবাস। আর তার নীচে উদর।

কিন্তু এই তিন মহলের ভার দুই পায়ে কিআসলেই সহ্য করা সম্ভব? আপাতদৃষ্টিতে যতটা দেখা যায় আসলে তার চাইতেও অনেক বেশি ভারআমরা বহন করি মস্তিষ্ক সহ অন্যান্য স্থানে। কিসের ভার সেই দিকে যদি না যাই গানেরঅর্থই অপূর্ণ থেকে যায়। মস্তিষ্কে মানুষের স্মৃতি সহ সকল মানসিক কন্ট্রোল ক্ষমতাথাকে। সেই দিক থেকে চিন্তা করলে, মাথার ভারই সবচাইতে বেশি। তার নীচে নামলে হৃদয়েরকথা আসে। সেইখানে কতটুকু ভার একজন মানুষ বহন করে সেইটা আশা করি কাউকে বুঝিয়ে বলারপ্রয়োজন পরবে না। তার নীচে আসলে নিজের শরীরের স্পর্শকাতর অঙ্গের ভার বহন করে চলিআমরা সবাই। কেউ সেই ভার সহ্য করতে পারি কেউ পারি না। টু বি অনেস্ট এর চাইতে ভালশুদ্ধ ভাসা খুজে পাচ্ছি না। তাই সেই দিকে আর আগাতেও চাচ্ছি না।

এই তিন মহলের ভার সামলানো আসলেই কতটাকঠিন যদি কেউ চেষ্টা না করে কখনোই হয়তোবুঝবে না। মস্তিষ্ক সহ নিজের আত্মা আর শরীরের ভার শুধু বহনই নয়, নিজের রাস্তায়চলাও খুব সহজ না বলেই মনে হয়।

এখন শেষ অংশে আসলে

“গাড়ি আমার বাড়ির ভাড়ে টলমলায়
আমি কারে ছাইরে কারে রাখি এখন কি উপায়”

এইখানেই সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ আসলেসেই বাড়ির ভার এতই বেশি কোন একটাকে ছেড়ে দিয়ে অন্যটাকে রাখার চিন্তা করলে আসলেকোনটাকে রাখবেন সেই ব্যাপারটা পুরোটাই আপনার উপরে। এইখানেও অসম্ভব মাধুর্য্যেরসাথেই রূপকের ব্যাবহার করেছেন লালন।

দেহতত্ত্ব বাউলের গানের নতুন কোন বিষয় নয়।আর লালন সাঁই এর গানের ব্যাপারে কথা বলতে গেলে সেটা অনেক বিস্তর। তবে আসলেইলালন কি সৃষ্টিকর্তায় বিশ্বাস করতেন কিনাতা এখনো আমার কাছে অন্তত ধোঁয়াশা। কোথাওসৃষ্টি কর্তার বন্দনাও করেন, কোথাও সরাসরিই সে স্থান থেকে সরেও আসেন।

আবারো বলছি এইখানে উল্লেখ করা সম্পূর্ণকথা গুলোই আমার নিজের বোঝা ব্যারাপ। ভুল কিংবা ভ্রান্ত ধারণাও হতে পারে। কারো এরচাইতে সঠিক কিংবা স্পষ্ট ধারণা থাকলে শেয়ার করার অনুরোধ রইল।


মূল পোষ্টঃ "বাড়ির বোঝা গাড়ির থেকে কই নামাই"

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

হাসান মাহবুব বলেছেন: চমৎকার বিশ্লেষণ +++

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৮

পুরোনো পাপী বলেছেন: ধন্যবাদ :)

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: চমতকার লিখেছেন।

১৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৮

পুরোনো পাপী বলেছেন: ধন্যবাদ। পুরান লেখা। এত বছর পরে কইত্থে পাইছেন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.