নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোরসন্ধানে

পুষ্পজিৎ

বাংঙ্গালী

পুষ্পজিৎ › বিস্তারিত পোস্টঃ

গল্পটা সবাই পড়বেন

১১ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৫


একবার বিহারের পান্ডারা এক
ডাকাত কে ২০০ টাকা দিয়ে ঠাকুর
কে খুন করার চুক্তি করেছিল.| কথা
মতো ডাকাত ঠাকুর বাড়ি
এসে আশ্রয় নিয়ে থাকতে লাগলো .|
দেখল এ নেংটি
পরা লোকটার তো কোনো বডি
গার্ড নেই |. উনাকে
কি মারা আবার একটা কাজ হলো
নাকি ?| যাক ফ্রি থাকা খাওয়া
পাচ্ছি
কদিন থেকে নেই. | তারপর মারব |
কদিন পরে দেখল এ
লোকটার তো কোনো দোষ
নেই.তবুও টাকানিয়েছি
মারতে হবে |.যাক মারব .| কদিন
পরে দেখল, রিত্তিকেরা
দীক্ষা দিয়ে প্রনামী পায়ে আর
সেই টাকা এনে ব্যাগে
রাখে|.কোনো তালা চাবি নেই
ওদের.| যাক এটাও একটা
সুযোগ হলো ডাকাতের | সে
নিয়মিত ভোরের প্রাথনার
সময় যখন সকলে প্রাথনায়ে যেতেন
তখন ব্যাগ থেকে
.সকলের টাকা চুরি করে নিয়ে
যেতেন.| এটা সকলের
কাছে ধরা পড়ল. | তারা রীতিমত
ঠাকুরকে সব জানালেন |
ঠাকুর কিছু ব্যবস্থা নিলেন না |এমন
কি ওর ডাকাত কেও কিছু
বললেন না. সব রিত্তিকেরা মিলে
ঠাকুরের উপর রেগে
বাড়ি যেতে চাইলেন |বললেন
আমাদের বাড়ির বাচ্চারা
নাখেয়ে মরচে.আমরা একটা টাকাও
পাঠাতে পারছি না |.আর
আপনি ওই ডাকাত কে সাহায্য
করলেন.|ও তো সুনেছি
আপনাকে মারতে এসেছে এখানে |
ঠাকুর বললেন
আপনারা চাইলে যেতে পারেন
.ওকে আমি এখানে রাখব |
তখন রিত্তিকেরা সবাই মিলে ওই
ডাকাত এর ব্যাপারে পুলিশ
কমিসনার এর কাছে সব বলে
দিলেন.| জানালেন যে ওই
লোকটা " ডেক্রাম কাহার" | যে
ডাকাত কে ধারার জন্য
সরকার ১০০০০ টাকা ইনাম ঘোষণা
করেছিল | সাথে সাথে
ডেক্রাম কাহার কে ধরার জন্য
পুলিশ বাহিনী নিয়ে কমিসনার
ঠাকুর বাড়ি এলেন | ঠাকুর কে
জিজ্ঞাসা করলেন ডেক্রাম
কাহার এর কথা.| ঠাকুর বললেন আমি
ডেক্রাম কাহার কে চিনি
না,.সে এখানে থাকে না | ঠাকুর
বললেন যদি সে এখানে
থাকেও তাকে আমি ধরে নিয়ে
যেতে দিব না | তখন
সকল ঋত্বিক দাদারা মিলে
ঠাকুরের বিরুদ্ধে প্রতিবাদ করে
বলল আপনি কেন তাকে আশ্রয়
দিচ্ছেন.ওত ডাকাত.আপনি
কি সত্সঙ্গ করতে এসেছেন | আমাদের
বাড়িতে
সন্তান,পিতা,পুত্র স্বজন আছে.তারা
না খেয়ে আছে.আর
আপনি ওই ডাকাত কে থাকেন | আমরা
চললাম.তখন ঠাকুর
চিত্কার করে বললেন ওরে তোদের
তো বাবা,মা ,
ভাই,বোন,সকলে আছে ডেক্রামের
যে আমি ছাড়া আর
কেহ নেই.ওকে আমি ছেড়ে দিলে
ওকে যে মানুষ
মেরে ফেলবে | এই পুলিশ তো ওকে
মেরে
ফেলবে | তোরা চলে যা আমি ওকে
নিয়ে থাকব | সব
ঘটনা ডেক্রাম কাহার পাশ থেকে
লুকিয়ে দেখছিল .তখন
ডেক্রাম কাহার চিত্কার করে এসে
ঠাকুরের পায়ে পরে

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৫

পুষ্পজিৎ বলেছেন: জয়গুরু। । ঠাকুর
জীবনের গল্প।

২| ১১ ই মে, ২০১৬ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:



গুরুত্বপুর্ন নয়, অথচ গুরুত্বপুর্ণ করা হয়েছে ভুলক্রমে

৩| ১১ ই মে, ২০১৬ বিকাল ৫:১৮

পুষ্পজিৎ বলেছেন: কি দাদা?

৪| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:২৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: জয়গুরু। ঠাকুরের জীবনের একটি সুন্দর সত্য ঘটনা পড়ে মুগ্ধ হলাম।
লেখককে এরকম আরো কিছু ঠাকুরের সত্যঘটনা
লেখার জন্য সনির্বন্ধ অনুরোধ রইলো।
জয়গুরু । জয়গুরু। জয়গুরু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.