নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

১০টি ভ্রমণ চিত্র - ১

০৩ রা মে, ২০১৭ রাত ১১:১৮



সময়, সুযোগ আর অর্থ, এই তিনটি জিনিসের সমন্বয় করা খুব কঠিন। একটার ব্যবস্থা করলে অন্যটি পিছলে যায় হাতের মুঠ থেকে। কিন্তু যখন তিনটির সমন্বয় করা যায় তখনই একটা ভ্রমণে বেরিয়ে পরা যায়। সমন্বয় করতে পারা সেই সব ভ্রমণে ছবিগুলি থেকে ১০টি ছবি থাকবে এই থ্রেডে যেগুলি আগেই ফেবুতে শেয়ার করা হয়েছে ।


১। আলোক গোলক
ছবি তোলার স্থান : যমুনা সেতু।
তারিখ : ২৩/৫/২০১৪ ইং

পথের হদিস : ঢাকা > যমুনা সেতু।



২। প্রতিক্ষা
ছবি তোলার স্থান : সাজেক, রাঙ্গামাটি।
তারিখ : ১৩/১০/২০১৬ইং

পথের হদিস : ঢাকা > খাগড়াছড়ি > দীঘিনালা > সাজেক।



৩। মেঘ সাগরে
ছবি তোলার স্থান : সাজেক, রাঙ্গামাটি।
তারিখ : ১৪/১০/২০১৬ইং​

পথের হদিস : ঢাকা > খাগড়াছড়ি > দীঘিনালা > সাজেক।



৪। বালিয়াপাড়া জমিদার বাড়ির একাংশ
স্থান : বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়নগঞ্জ।
তারিখ : ২৪/১০/২০১৬ইং

পথের হদিস : ঢাকা > আড়াইহাজার > বালিয়াপাড়া।



৫। পুরনো পুকুর
ছবি তোলার স্থান : বালিয়াটি জমিদার বাড়ীর একটু আগে, মানিকগঞ্জ
তারিখ : ২৫/১১/২০১৬ইং

পথের হদিস : ঢাকা > মানিকগঞ্জ > বালিয়াটি জমিদার বাড়ী।


৬। পুরনো পুকুর
ছবি তোলার স্থান : বালিয়াটি জমিদার বাড়ীর একটু আগে, মানিকগঞ্জ
তারিখ : ২৫/১১/২০১৬ইং

পথের হদিস : ঢাকা > মানিকগঞ্জ > বালিয়াটি জমিদার বাড়ী।



৭। বালিয়াটি জমিদার বাড়ী
ছবি তোলার স্থান : বালিয়াটি জমিদার বাড়ী, মানিকগঞ্জ
তারিখ : ২৫/১১/২০১৬ইং

পথের হদিস : ঢাকা > মানিকগঞ্জ > বালিয়াটি জমিদার বাড়ী।



৮। ছয় আনি জমিদার বাড়ি
ছবি তোলার স্থান : ছয় আনি জমিদার বাড়ি, মানিকগঞ্জ
তারিখ : ২৫/১১/২০১৬ইং

পথের হদিস : ঢাকা > মানিকগঞ্জ > ছয় আনি জমিদার বাড়ি।



৯। গৌতম বুদ্ধ
ছবি তোলার স্থান : অপরাজিতা বৌদ্ধ বিহার, খাগড়াছড়ি।
তারিখ : ২৭/০১/২০১৪ ইং

পথের হদিস : ঢাকা > খাগড়াছড়ি > অপরাজিতা বৌদ্ধ বিহার​।



১০। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়
ছবি তোলার স্থান : জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ভারত।
তারিখ : ০৫/১২/২০১৪ ইং

পথের হদিস : ঢাকা > কলকাতা > জোড়াসাঁকো ঠাকুরবাড়ি।​

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৭ রাত ১১:২৯

আমি চির-দুরন্ত বলেছেন: ভালো কালেকশন। আরো দেখার অপেক্ষায় থাকলাম। মেঘ সাগরে দেখে অবাক।ধন্যবাদ আপনাকে।

০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

২| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:০১

সুমন কর বলেছেন: চমৎকার। +।

০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ।

৩| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবিগুলো দারুণ তোলেছেন।

০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদতামতের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.