নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

১০টি ভ্রমণ চিত্র - ৩

২১ শে মে, ২০১৭ দুপুর ১:৩৬


সময়, সুযোগ আর অর্থ, এই তিনটি জিনিসের সমন্বয় করা খুব কঠিন। একটার ব্যবস্থা করলে অন্যটি পিছলে যায় হাতের মুঠো থেকে। কিন্তু যখন তিনটির সমন্বয় করা যায় তখনই একটা ভ্রমণে বেরিয়ে পরা যায়। সমন্বয় করতে পারা সেই সব ভ্রমণে ছবিগুলি থেকে ১০টি ছবি থাকবে এই থ্রেডে যেগুলি আগেই ফেবুতে শেয়ার করা হয়েছে ।


১। বালিয়াপাড়া জমিদার বাড়ির একাংশ
ছবি তোলার স্থান : বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়নগঞ্জ।
তারিখ : ২৮/১০/২০১৬ইং

পথের হদিস : ঢাকা > আড়াইহাজার > বালিয়াপাড়া জমিদার বাড়ি।
Save the Heritages of Bangladesh এর ২৫ তম ইভেন্ট


২। গুরুদুয়ারা
ছবি তোলার স্থান : দিল্লী, ভারত।
তারিখ : ১৫/০৩/২০১৪ ইং

পথের হদিস : ঢাকা > কলকাতা > দিল্লী > গুরুদুয়ারা।



৩। অশ্বারোহী
ছবি তোলার স্থান : গুলমার্গ, কাশ্মীর, ভারত।
তারিখ : ২৯/০৫/২০১৫ইং

পথের হদিস : আমরা গিয়েছি ঢাকা > কলকাতা > জাম্মু > পেহেলগাম > শ্রীনগর > গুলমার্গ।
T O D - কাশ্মীর ইভেন্ট



৪। ঝিকঝাক রোড
ছবি তোলার স্থান : কারগিল থেকে লেহ যাওয়ার পথে, কাশ্মীর, ভারত।
তারিখ : ৩১/৫/২০১৫ ইং

পথের হদিস : আমরা গিয়েছি ঢাকা > কলকাতা > জাম্মু > পেহেলগাম > শ্রীনগর > কারগিল > লেহ।
T O D - কাশ্মীর ইভেন্ট


৫। প্রবাল
ছবি তোলার স্থান : ছেড়াদ্বীপ, সেন্টমার্টিন।
তারিখ : ২৮/০১/২০১২ ইং

পথের হদিস : ঢাকা > টেকনাফ > সেন্টমার্টিন > ছেড়াদ্বীপ।



৬। হযরত শাহজালালের দরগাহ মসজিদ
ছবি তোলার স্থান : হযরত শাহজালালের দরগাহ, সিলেট।
তারিখ : ২০/১০/২০১৪ ইং


পথের হদিস : ঢাকা > সিলেট > হযরত শাহজালালের দরগাহ।



৭। ধুসর ও সবুজ
ছবি তোলার স্থান : লেহ, কাশ্মির, ভারত।
তারিখ : ১/৬/২০১৫ ইং

পথের হদিস : আমরা গিয়েছি ঢাকা > কলকাতা > জাম্মু > পেহেলগাম > শ্রীনগর > কারগিল > লেহ।
T O D - কাশ্মীর ইভেন্ট



৮। অবসর
স্থান : সাজেক, রাঙ্গামাটি।
তারিখ : ১৩/১০/২০১৬ইং

পথের হদিস : ঢাকা > খাগড়াছড়ি > দিঘীনালা > সাজেক।
বিকেলে এখানে বসে অনেক্ষণ মশার কামর খেছেছিলাম।
T O D - পূর্নিমায় মেঘের দেশে



৯। কুউউ...ঝিকঝিক.....
ছবি তোলার স্থান : লাউয়াছড়া জাতীয় উদ্যান, মৌলভীবাজার, সিলেট।
তারিখ : ১৯/১০/২০১৪ ইং

পথের হদিস : লাউয়াছড়া জাতীয় উদ্যানটি সিলেট বিভাগের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ১৬০ কিলোমিটার, সিলেট শহর থেকে দূরত্ব হবে প্রায় ৬০ কিলোমিটার।

তবে যেতে হলে সবথেকে ভাল মাধ্যম হতে পারে ট্রেন। কমলাপুর স্টেশন থেকে সিলেটগামী ট্রেনে উঠে নামবেন শ্রীমঙ্গলে, সময় লাগবে প্রায় ৫ থেকে ৬ ঘন্টা। শ্রীমঙ্গল শহর থেকে মাত্র ৮ কিলোমিটারের দূরত্বে এই উদ্যান। সিএনজি অথবা রিকশাতে করে খুব কম সময়ে পৌঁছে যেতে পারবেন।

আর বাসে যেতে চাইলে ঢাকা থেকে মৌলভীবাজারগামী যেকোন বাসে উঠে পড়লেই হবে, মৌলভীবাজার শহর থেকেও যেতে পারবেন উদ্যানে সি এন জি অথবা লোকাল বাসে চড়ে।

১০। হিমছড়ির বাঁকে
ছবি তোলার স্থান : হিমছড়ি, কক্সবাজার।
তারিখ : ১৮/০৫/২০১৪ ইং

পথের হদিস : ঢাকা > কক্সবাজার > হিমছড়ি।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৭ দুপুর ১:৪২

মোস্তফা সোহেল বলেছেন: সব ছবিই অনেক সুন্দর । আমাদের সাথে শেয়ারের জন্য ধন্যবাদ।

২২ শে মে, ২০১৭ সকাল ১১:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ জানাই।

২| ২১ শে মে, ২০১৭ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


ন্যাশনাল জিওগ্রাফি দেখি নিয়মিত; মানুষকে কেমন দেখলেন, সেটা বলেন; গাছ, নদী, পানি, দালান দিয়ে কি হবে?

২২ শে মে, ২০১৭ সকাল ১১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
মানুষের সাথে তেমন ভাবে আমি মিশতে পারি না বলে বেরাতে গিয়ে তেমন ভাবে মানুষ দেখা হয়ে উঠে না। সেইক্ষেত্রে মানুষের কথা জানতে আমি ন্যাশনাল জিওগ্রাফি দেখি নিয়মিত।

৩| ২১ শে মে, ২০১৭ বিকাল ৪:২৫

রানা আমান বলেছেন: চোখ জুড়িয়ে গেল , সুন্দর ছবির জন্য ধন্যবাদ।

২২ শে মে, ২০১৭ সকাল ১১:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকেও।

৪| ২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ছবিগুলো জায়গার নামসহ দেখে। খুব সুন্দর দৃশ্যগুলি।

শুভকামনা আপনার জন্য।

২২ শে মে, ২০১৭ সকাল ১১:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় নয়ন ভাই।

৫| ২১ শে মে, ২০১৭ রাত ৯:৫৩

আহমেদ জী এস বলেছেন: পগলা জগাই,




সুন্দর .........সুন্দর....
সবচেয়ে সুন্দর "হিমছড়ির বাঁকে"
যেন চোখে লেগে থাকে !

২২ শে মে, ২০১৭ দুপুর ১২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: অসংখ্য ধন্যভাদ নিজের মতামত জানানোর জন্য।

৬| ২১ শে মে, ২০১৭ রাত ১০:২১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর ছবি ব্লগ +

২২ শে মে, ২০১৭ দুপুর ১২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৭| ১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মহা সুন্দর পোষ্ট।

১০ ই জুন, ২০১৭ রাত ১০:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য পিয় ফরিদ ভাই।

৮| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:০২

আমি ইহতিব বলেছেন: আপনার তোলা ছবিগুলো দারুন। কাশ্মীর দেখে এসেছেন, কি লাকি আপনি !!!

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: কাশ্মীর দেখে খায়েস মিটে নাই। কমসেকম আরো দুইবার যাওয়ার ইচ্ছে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.