নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বিভিন্ন দেশের জাতীয় ফুল - ৬

১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫২


বলুনতো বাংলাদেশের জাতীয় ফুল কোনটি?
যদি আপনার উত্তর হয় "শাপলা" তাহলে আপনার উত্তর সম্পূর্ণ সঠিক হয়নি।
বাংলাদেশের জাতীয় ফুলের নাম "সাদা শাপলা"।


পৃথিবীর প্রায় প্রতিটি দেশেরই জাতীয় ফুল রয়েছে। হাতে গোনা দুই-একটি দেশ তাদের জাতীয় ফুল নির্বাচন করেনি এখনো। এই লেখায় পৃথিবীর প্রায় প্রতিটি দেশেরই জাতীয় ফুলের ইংরেজী নাম, বৈজ্ঞানীক নাম ও ফুলের ছবি দেয়া হবে। যেফুল গুলির বাংলা নাম আমার জানা আছে সেগুলির বাংলা নামও দেয়া থাকবে। যেগুলির বাংলা নামের ঘর ফাঁকা থাকবে বুঝতে হবে সেটির বাংলা নাম আমার জানা নেই। আপনাদের কারো জানা থাকলে মন্তব্যে জানালে সেটি যোগ করে দেয়া হবে।


প্রতি পর্বে ১০টি করে দেশের নাম ও তাদের জাতীয় ফুল দেখানো হবে। দেশের নামগুলি ইংরেজী বর্ণানুক্রমিক সাজানো হবে।

৫১। দেশের নাম : India ভারত
জাতীয় ফুলের নাম : পদ্ম
ইংরেজী নাম : Lotus
বৈজ্ঞানিক নাম : Nelumbo Nucifera

ছবি : উইকি থেকে সংগ্রহীত



৫২। দেশের নাম : Indonesia ইন্দোনেশিয়া
জাতীয় ফুলের নাম : বেলি
ইংরেজী নাম : Jasmine
বৈজ্ঞানিক নাম : Jasminum Sambac

ছবি তুলেছে বন্ধু ইস্রাফীল



৫৩। দেশের নাম : Iran ইরান
জাতীয় ফুলের নাম : লাল গোলাপ
ইংরেজী নাম : Red Rose
বৈজ্ঞানিক নাম : Rosa

ছবি তোলার স্থান : শ্রীনগর, কাশ্মীর, ভারত।



৫৪। দেশের নাম : Iraq ইরাক
জাতীয় ফুলের নাম : গোলাপ [গোলাপী]
ইংরেজী নাম : Rose
বৈজ্ঞানিক নাম : Rosa

ছবি তোলার স্থান : শ্রীনগর, কাশ্মীর, ভারত।



৫৫। দেশের নাম : Ireland আয়ারল্যাণ্ড
জাতীয় ফুলের নাম : কোন জাতীয় ফুল নেই তবে একটি পাতার সেম্বল আছে
ইংরেজী নাম : Shamrock
বৈজ্ঞানিক নাম :

ছবি : নেট থেকে সংগ্রহীত



৫৬। দেশের নাম : Israel ইসরাইল
জাতীয় ফুলের নাম : কোন জাতীয় ফুল নেই ।





৫৭। দেশের নাম : Italy ইতালি
জাতীয় ফুলের নাম : লিলী
ইংরেজী নাম : Stylized Lily
বৈজ্ঞানিক নাম :

ছবি : নেট থেকে সংগ্রহীত



৫৮। দেশের নাম : Jamaica জ্যামাইকা
জাতীয় ফুলের নাম :
ইংরেজী নাম : Lignum Vitae, Wood of Life
বৈজ্ঞানিক নাম : Guaiacum Sanctum

ছবি : উইকি থেকে সংগ্রহীত



৫৯। দেশের নাম : Japan জাপান
জাতীয় ফুলের নাম : হলুদ চন্দ্রমল্লিকা
ইংরেজী নাম : Chrysanthemum
বৈজ্ঞানিক নাম : Chrysanthemum

ছবি : নেট থেকে সংগ্রহীত



৬০। দেশের নাম : Jordan জর্ডান
জাতীয় ফুলের নাম :
ইংরেজী নাম : Black Iris
বৈজ্ঞানিক নাম : Iris Nigricans

ছবি : নেট থেকে সংগ্রহীত

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৫

খালিদ আহসান বলেছেন: সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে, মন্তব্যের জন্য ধন্যবাদও।

২| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৭

করুণাধারা বলেছেন: পুষ্পিত পোস্ট - খুব ভাল লাগল।

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেশের নাম : Egypt মিশর/ জাতীয় ফুলের নাম : মিশরিয় সাদা শাপলা
দেশের নাম : Estonia এস্তোনিয়া/জাতীয় ফুলের নাম : কর্ণফ্লাওয়ার
দেশের নাম : Czech Republic চেক প্রজাতন্ত্র/ জাতীয় ফুলের নাম : গোলাপ [গোলাপী]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.