নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ড্রাগন ফল

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬



ফলের নাম : ড্রাগন ফল
ইংরেজি নাম : Pitaya, Dragon Fruit
বৈজ্ঞানিক নাম : Hylocereus undatus



এই ফল মূলত ড্রাগন ফল হিসেবে পরিচিত।
চীনের লোকেরা এটিকে ফায়ার ড্রাগন ফ্রুট এবং ড্রাগন পার্ল ফ্রুট বলে।
ভিয়েতনামের লোকেরা বলে সুইট ড্রাগন।
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মানুষ একে বলে ড্রাগন ফ্রুট।
থাইল্যান্ডে এর নাম ড্রাগন ক্রিস্টাল।

কয়েক দিন আগে শ্বশুর মশাইয়ের ছাদ বাগানে এই ড্রাগন ফল জন্মে ছিলো কয়েকটি। একটি পাঠিয়েছিলো আমার জন্য। তারই ছবি তুলেছি।






















মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

শ্রোডিঙ্গার বলেছেন: সুন্দর লাগলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ফলটা দেখতে আসলেই সুন্দর।
কাটার পরে আরো সুন্দর লাগে।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

আবিদা সিদ্দিকী বলেছেন: এইটা নারীবান্ধব ফল। বউরে খাওয়ান। হা হা হা। ওমেগা থ্রি থাকলেই মনে হয় এইটা আমাদের জন্য...। ফলটা খেতে নাকি সুস্বাদু না, তাই ইচ্ছে থাকলেও সাহস করে কিনতে পারিনি। ম্যালা দাম!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: খুব সুস্বাদু না কথাটা সত্যি। আমি আরো বছার ৬/৭ আগে খেয়েছিলাম তখনও ভিতরের কালো দানা গুলি পুটপুট করেছে, এখনও তাই করে। একটু পিচ্ছিল টাইপ। অন্য কোন পরিচিত ফলের সাথে স্বাদ মেলে না।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

নাবিক সিনবাদ বলেছেন: কেমন লাগলো খেতে?? ;)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: খুব সুস্বাদু না কথাটা সত্যি। আমি আরো বছার ৬/৭ আগে খেয়েছিলাম তখনও ভিতরের কালো দানা গুলি পুটপুট করেছে, এখনও তাই করে। একটু পিচ্ছিল টাইপ। অন্য কোন পরিচিত ফলের সাথে স্বাদ মেলে না।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবারতো আর আপনার মতো শ্বশুর কপালী না !!
তাই চেয়ে চেয়ে দেখলাম !!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: তাহলে বরং নিজেই গাছ লাগিয়ে নেন, [চোখ পিটি]

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২১

প্রতিভাবান অলস বলেছেন: সৌন্দর্যের মত সুস্বাদু তো?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: খুব সুস্বাদু না খেতে কথাটা সত্যি।
আমি আরো বছর ৬/৭ আগে খেয়েছিলাম তখনও ভিতরের কালো দানা গুলি পুটপুট করেছে মুখের ভিতরে, এখনও তাই করে।
একটু পিচ্ছিল টাইপ। অন্য কোন পরিচিত ফলের সাথে স্বাদ মেলে না।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪১

রায়হানুল এফ রাজ বলেছেন: সুন্দর।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: আসলেই দেখতে খুব সুন্দর।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

সুমন কর বলেছেন: কখনো খাওয়া হয়নি !! খেতে হবে....

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: এখনতো বেশ বিক্রি হচ্ছে বাজারে।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

শ্রোডিঙ্গার বলেছেন: আমি খেয়েছিলাম। স্বাদটা আতাফল টাইপ কেমন যেন পানি পানি ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আতা ফলের সাথে ঠিক যায় না।

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: এই ফলের চেয়ে বাংলাদেশের আমড়া বা গাব অনেক বেশী ভালো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: এটার স্বাদেও নিজস্বতা আছে।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৭

নিশি মানব বলেছেন: কেমনে খায় এটা?

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ভিতরের অংশটা খায়। কিছুই করতে হয়না, কাটুন আর খান।

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০০

মিরোরডডল বলেছেন: this fruit is healthy and yummy too
I like it

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: হেলদি ঠিক আছে, তদে স্বাদটা কিন্তু ইয়াম্মি মনে হয় নাই।

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯

মিরোরডডল বলেছেন: tastes differ you know

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: তাতো অবশ্যই।

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

আলভী রহমান শোভন বলেছেন: খেতে ভালো লাগেনি আপনার? ফলটা খুব বেশী মিষ্টি না, তবে আমার খেতে বেশ ভালো লাগে। আর আপনি বলেছেন পরিচিত কোন ফলের সাথে স্বাদের মিল নেই কিন্তু আমি আতা অথবা শরিফা ফলের সাথে এটার স্বাদের মিল পেয়েছি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: সরি বস।
একেক জনের স্বাদের বুঝ একেক রকম। কেউ মিষ্টি পছন্দ করে, কেউ তেঁতুল। আমার কাছে স্বাদটা আহামরি লাগেনি।
আতার সাথেও খুব একটা মিল আছে বলে মনে হয় না, কারণ আতা তো আমি বেশ পছন্দ করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.