নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম : রুদ্রপলাশ

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৩

ফুলের নাম : রুদ্রপলাশ
অন্যান্য ও আঞ্চলিক নাম : African Tulip, Flame of the Forest, Squirt Tree, Fountain Tree, Nile Flame, Nandi Flame, Uganda Flame, African Tulip Tree
Scientific Name : Spathodea campanulata



অনেকে বলেন রুদ্রপলাশ নামটি দ্বিজেন শর্মার দেয়া, আবার কারো কারো মতে নামটি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সে যাইহক, রুদ্রপলাশের আদি নিবাস আফ্রিকা হলেও ভারত, অস্ট্রেলিয়া, ফিজি, পাপুয়া নিউগিনি, কোষ্টারিকা, শ্রীলঙ্কায় এর দেখা মেলে। বাংলাদেশে রুদ্রপলাশ গাছ খুব একটা দেখা যায় না। আমি দেখেছি ঢাকার বলধা গার্ডেনে আর মিরপুরেরর বোটানিক্যাল গার্ডেনের শেষ মাথায়। দেখেছি রমনাতেও আছে রুদ্রপলাশে গাছ, বেশ বড়, ফুলও ফোটে।



চিরসবুজ রুদ্রপলাশ গাছ সাধারণত ২৫ থেকে ৮০ ফিট লম্বা হয়ে থাকে। বসন্তের শুরুতে গাছের চূড়ায় রাশি রাশি রুদ্রপলাশের ফুল ফুটতে দেখা যায়। গাঢ় সবুজ পাতার ফাঁকে ফাঁকে উজ্জ্বল লাল রঙের রুদ্রপলাশ দেখতে অসাধারণ লাগে।



রুদ্রপলাশ ফুলের কুঁড়ি দেখতে আমাদের পলাশ ফুলের কুড়ির মতোই অনেকটা। গাছের ডালের শীর্ষে গোলাকার মঞ্জরিতে ফুল আসে। মঞ্জরির সমস্ত কুঁড়ি একসাথে ফোটে না, ধাপে ধাপে দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে ফুটতে থাকে। উজ্জ্বল লাল রুদ্রপলাশের ভেতরের অংশ লালচে সোনালি আর পাপড়ির কিনারা কোঁকড়ানো এবং চারপাশে হলুদ বর্ডার। ফুল ১০ সেন্টিমিটার লম্বা ও ৫ সেন্টিমিটার চওড়া হয়। রুদ্রপলাশের পাঁপড়ি থাকে ৫ টি। তবে পাঁপড়ি গুলি একসাথে যুক্ত থাকে বলে ফানেলের মত মনে হয়।



ফুল ফোটার পর গাছে ফল আসে। একটি মঞ্জরি থেকে ২ থেকে ৪ টি লম্বা লম্বা ফল ধরে। পরিনত ফল পেঁকে গিয়ে লম্বালম্বি ভাবে ফেটে যায়। ফলের ফাটা অংশ দুটি নৌকার মত দেখতে হয়। প্রতিটি ফলের ভিতরে প্রায় ৫০০ টি স্বচ্ছ ডানা যুক্ত ক্ষুদ্র হৃদয় আকৃতির বীজ থাকে।




ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং





=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, আমরুল-২,
কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গ্লুকাস ক্যাসিয়া-২, গোলাপি আমরুল-২,
ঝুমকোলতা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২, দাদমর্দন-২
নাগলিঙ্গম-২, নাগলিঙ্গম-৩
পপী-২, পপী-৩, পপী-৪,
বাগানবিলাস-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩,
রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, লতা পারুল-২
গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, শিমুল গাছে আগুন, কদম ফুলের ১০টি ছবি, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভোমড়, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০০

ঠ্যঠা মফিজ বলেছেন: রুদ্রপলাশ এর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে

২| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর পলাশ ফুলের সমারহ।।

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য অনন্য

৩| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২০

মলাসইলমুইনা বলেছেন: ভালো লাগলো | ছবিগুলো চমৎকার |

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লাগা জানানোর জন্য ধন্যবাদ

৪| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪১

লেখা পাগলা বলেছেন: ছবিগুলো চমৎকার |

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

৫| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৩

নাইম রাজ বলেছেন: দারুন এক ফুল।

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন

৬| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৯

আরজু পনি বলেছেন: খুব সুন্দর!

১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৭| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: নতুন একটা ফুল চেনা হল! আপনাকে অনেক ধন্যবাদ!

১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে।

৮| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৯

ডঃ এম এ আলী বলেছেন: পলাশীর যুদ্ধের পর বাংলায় এই ফুলটি তার গায়ে সমস্ত লাল রং ধারন করেছে !!!
খুব সুন্দর হয়েছে ফুলের ছবিগুলি।

১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো বলেছেন। পলাশ আর রুদ্রপলাশ দুইই চমৎকার।

৯| ১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

ফেরদৌসা রুহী বলেছেন: রুদ্র পলাশ সম্পর্কে জানলাম অনেক কিছু।

ছবিগুলো অনেক সুন্দর

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

১০| ১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

আহমেদ জী এস বলেছেন: পগলা জগাই ,




রুদ্রপলাশের মঞ্জরির সমস্ত কুঁড়ি যেমন একসাথে ফোটে না, ধাপে ধাপে দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে ফুটতে থাকে তেমনি আপনার এই ফুলব্লগও ফুটছে ধীরে ধীরে, অপরূপ কুঁড়ি মেলে ।

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ রইলো।

১১| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৪

সুলতানা সাদিয়া বলেছেন: দৃষ্টিনন্দন পোস্ট।

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১২| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫১

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো অনেক সুন্দর হয়েছে।

১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য সোহেল ভাই।

১৩| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৮

সামিয়া বলেছেন: ছবিগুলো চমৎকার।। সুন্দর পোস্ট প্রিয়তে নিলাম।।

১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ইতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.