নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

শিবজটা

২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫১

ফুলের নাম “শিবজটা”। কেমন অদ্ভূত নাম, তাই না! যেমন অদ্ভূত নাম তেমনি দেখতেও বেশ অদ্ভূত।

শুধু শিবজটা নয়, আরো অনেক গুলি আঞ্চলিক নাম এর রয়েছে। যেমন – বিলাই লেজা, শিবঝুল, ব্রহ্মজটা, হারিটামুঞ্জুরি বড় হাতিসুর, লাল হাতিসুর ইত্যাদি। বুঝতেই পারছেন ফুলটির নামের সাথে চমৎকার মিল রয়েছে দেখতে। নামকরণের কারণও এটাই।

Common Name : Acalypha Cat Tail, Caterpillar Plant, Chenille Plant, Philippines Medusa, Red hot cat’s tail, Fox tail, Hispid Copperleaf, Redspike Copperleaf, Chenille Copperleaf ইত্যাদি।
Scientific Name : Acalypha hispida
ল্যাটিন শব্দ hispida দিয়ে লটকানো ফুলকে বোঝায় যা দৃঢ় ক্ষুদ্র লোমে আবৃত অস্পষ্টভাবে ব্রাশের সাথে সাদৃশ্যপূর্ণ।


গাছটির আদিভূমি বা আদিনিবাস দক্ষিণপূর্ব এশিয়া। শিবজটা ঝোপাকৃতির ঔষধি গুণসম্পন্ন ফুল গাছ যা টবেও লাগানো যায়। আমার ছাদে একটি শিবজট গাছ আছে। সারাবছরই ফুল ফুটিয়ে যাচ্ছে টবে থেকেই। নারায়ণগঞ্জের বাবা সালেহ মাজার প্রাঙ্গনে দেখেছি টবে লাগিয়ে রেখেছে। ফুলও ফুটেছে বেশ সুন্দর। শিবজটা অলংকারিক গাছ হিসাবে লাগানো হয়। ঘর সাজাতে ঘরের উদ্ভিদ (ইন্ডোর প্লান্ট) হিসাবে আকর্ষণীয়।


শিবজটা গাছের উচ্চতা মাটিতে ১০ থেকে ১২ ফুট পর্যন্ত লম্বা হতে পারে, আর ৩ থেকে ৬ ফুট পর্যন্ত বিস্তিত হতে পারে। তবে তার জন্য অনেক বছর সময় লাগে। টবে এর বারবারন্ত কিছুটা কম হলেও মাটিতে এই গাছে দ্রুত বর্ধনশীল। গাছে কোন কাঁটা নেই।

লাল বা গাঢ় লাল, কখনো কখনো কিছুটা খয়রী লাল লম্বাটে ফুল গুলি দীর্ঘস্থায়ী হয়। এবার ফুল ফুটলে অনেকদিন পর্যন্ত টিকে থাকে। ফুল ফোটার নির্দিষ্ট কোন সময় নেই, সারা বছর জুড়েই ফুল ফুটতে পারে। একবার ফুল ফুটতে শুরু করলে পর্যায়ক্রমে ও বারবার ফুটে। তবে এই ফুল কিন্তু গন্ধহীন। ফুল গন্ধহীন বলে কোন প্রাণী বা পতঙ্গ আকর্ষিত হয় না। এর কোন ফল হয় কিনা তা আমার জানা নেই। তবে বীজ থেকে সহজেই চারা জন্মে এবং কাটিং পদ্ধতিতেও কলম করা যায়।


শিবজটা গাছে মাঝারি আকারের অনেকটা উপবৃত্তাকার সবুজ সরল পাতা হয়। পাতার কিনারা কিছুটা করাতের মত ছোট ছোট খাজকাটা থাকে। খাবার পক্ষে প্রাণীদের জন্য এই গাছের যেকোন অংশই বিষাক্ত।

ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭


=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অ্যালামন্ডা (বেগুনী), আকন্দ, আমরুল, অপরাজিতা, আফ্রিকান টিউলিপ,
উগান্ডা শিখা, উর্বশী, উর্বসী,
এরোমেটিক জুঁই, এ্যালামন্ডা (বেগুনী)
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা, ক্যালেনডুলা, কামান গোলা, কাগজ ফুল, কালো বাদুড় ফুল, কাঁটামুকুট, কাঁটামুকুট
গাঁদা, গেন্ধা, গন্ধা, রক্তগাঁদা, গামারি, গামার, গাম্বার, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া, গৌরিচৌরি, গিরিপুষ্প, গুলেটু
ঘোড়া চক্কর
চন্দ্রপ্রভা, চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (হালকা গোলাপি), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (সাদা), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (লালচে গোলাপি), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (কমলা), চন্দ্রমল্লিকা (হলুদ-সাদা)
জবা, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, ক্রিম জবা, গোলাপী জবা
জারবেরা, জ্যাকারান্ডা,
ঝুমকোলতা, ঝুমকো জবা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগচম্পা, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা, নীল বনলতা, নীল লতা, নীল-পারুল, নীল-পারুল লতা, নয়নতারা,
পপী, পুন্নাগ, পারুল লতা, পঞ্চমুখী জবা, পুর্তলিকা, পুত্তলিকা, পটপটি
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বিলাই আঁচড়া, বাদুড় ফুল, বাগানবিলাস, বাসন্তীলতা, বোগেনভিলিয়া, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট, বন পালং, বন তেজপাতা
ভাট ফুল
মাধবীলতা, মাধবিকা, মধুমঞ্জরি, মিয়ানমার ফুল,
রঙ্গন, রুক্সিনী, রক্তক, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধীকা নাচন, রাধাচূড়া, রত্নগণ্ডি, রাণীচূড়া, রসুন্ধি লতা, রুয়েলিয়া, রক্ত জবা, রক্তকাঞ্চন, রক্তপুষ্পক
লতা মাধবী, লতা পারুল, লাল আকন্দ, লালকাঞ্চন
শাপলা (সাদা), শাপলা (লাল), শিউলি, শেফালি, শেফালিকা, শিবজটা, শ্বেত অপরাজিতা, শ্বেত পুষ্পা, শ্বেত অকন্দ
সুলতান চাঁপা, সোনাপাতি, সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বরা, সোকরে
হাতি জোলাপ,


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, ফুলের রাণী গোলাপ - ১৪, ফুলের রাণী গোলাপ - ১৫

রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩, রাতের গোলাপ - ০৪, রাতের গোলাপ - ০৫

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অর্কিড-৫, অর্কিড-৬
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গ্লুকাস ক্যাসিয়া-২, গ্লুকাস ক্যাসিয়া-৩, গোলাপি আমরুল-২,
জারবেরা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
দাদমর্দন-২, দাদমর্দন-৩, দাদমর্দন-৪, দাদমর্দন-৫, দোলনচাঁপা-২
পপী-২, পপী-৩, পপী-৪, পপী-৫
বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, বোতল ব্রাশ-৪

শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল

মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল, চুকুর ফুল, সরষে ফুল, সর্রিষা ফুল, বিষকাটালি
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, পলাশ ও পারিজাত পরিচিতি, চাঁপা নিয়ে চাপাবাজি, আতা কাহিনী, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪
গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬, গাছ-গাছালি; লতা-পাতা - ০৭, গাছ-গাছালি; লতা-পাতা - ০৮
গাছ-গাছালি; লতা-পাতা - ০৯, গাছ-গাছালি; লতা-পাতা - ১০, গাছ-গাছালি; লতা-পাতা - ১১, গাছ-গাছালি; লতা-পাতা - ১২
=================================================================

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: ফুলটা চিনি। নামটা আজ জানলাম।

২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া মন্তব্যের জন্য।
ফুলের নামটা জানাতে পেরে ভালো লাগলো।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: জীববিজ্ঞান নিয়ে পড়েছেন; তাই না? ধন্যবাদ।

২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী না, আমি অ্যাকাউন্টিং-এ অনার্স ও মাস্টার্স করেছি, এমবিএ করেছি ফিন্যান্সে।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৬

জনৈক অচম ভুত বলেছেন: ফুল পরিচিতি চলুক।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ। চলবে।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮

বিজন রয় বলেছেন: ফুলের গাছটি চিনতাম, তবে নাম জানতাম না।
আজ জানলাম।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: এমন কত নাম না জানা, কিন্তু পরিচিত গাছ আমার রয়েছে। হঠাত করে যখন কোনো ভাবে তাদের নাম জানতে পারি তখন খুব আনন্দ হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.