নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ঝটিকা সফরে নারায়ণগঞ্জ - বন্দর শাহী মসজিদ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫১


গত বছর ২০১৭ সালের ডিসেম্বর মাসের ২৪ তারিখে গিয়েছিলাম নারায়ণগঞ্জ সফরে। সদস্য আমরা এক পরিবারের চারজন। উদ্দেশ্য ছিল নারায়ণগঞ্জের কিছু প্রাচীন ও দর্শনীয় স্থান ঘুরে দেখা। সেই উদ্দেশ্যে আমরা সকাল সকাল বেরিয়ে যাই বাড়ি থেকে। বাড্ডা থেকে আসমানী পরিবহনের বাসে ১ ঘণ্টায় চলে আসি মদনপুর চৌরাস্তায়। রাস্তা পার হয়ে সকালের নাস্তা করে নিয়ে একটা সিএনজি অটোরিকশা রিজার্ভ করি ৩০০ টাকায় গোটা আটেক স্থানে যাবো বলে।

প্রথম লক্ষ্য ছিল “বন্দর মসজিদ” (মিলের মসজিদ) বলে একটি পুরনো ৩ গম্বুজ মসজিদ দেখার। কিন্তু সেটি খুঁজে বের করতে না পেরে চলে যাই কাছাকাছি থাকা “১নং ঢাকেশ্বরী দেব মন্দিরে”। মন্দিরটি দেখে আমরা চলে আসি নারায়ণগঞ্জের নবীগঞ্জে অবস্থিত “T Hossain House” দেখতে। শত বছররে পুরনো কিন্তু এখনো ঝকঝকে চমৎকার বাড়িটি দেখে আমরা চলে আসি “কদম রসুল দরগা” দেখতে। দরগার সুউচ্চ তোঢ়ণ এবং আশপাশটা দেখে আমরা এগিয়ে চলি আমাদের পরবর্তী গন্তব্য প্রাচীন “বন্দর শাহী মসজিদ” দেখতে।





পূর্ব পাশ থেকে বন্দর শাহী মসজিদ

বন্দর শাহী মসজিদ
মসজিদটি সম্পর্কে “বাংলাপিডিয়া” বলছে –

"বন্দর শাহী মসজিদ নারায়ণগঞ্জ জেলার কদম রসুল থেকে প্রায় এক মাইল দক্ষিণ-পূর্বে বন্দর পৌর এলাকায় অবস্থিত। সুলতান জালালুদ্দীন ফতেহ শাহের পদস্থ শাহী কর্মকর্তা মালিক আল-মুয়াজ্জম বাবা সালেহ কর্তৃক ১৪৮২ খ্রিস্টাব্দে (৮৮৬ হিজরি) মসজিদটি নির্মিত হয়।

বর্গাকার এ মসজিদের পরিমাপ অভ্যন্তরভাগে ৬.২০ মিটার এবং বহির্ভাগে ৯.৭০ মিটার। চার কোণে রয়েছে অষ্টভুজাকৃতি মিনার এবং দেয়ালে প্রোথিত কালো পাথরের দুটি স্তম্ভের উপর স্থাপিত গোলার্ধ আকৃতির বৃহৎ গম্বুজ। এ স্তম্ভ দুটির ভিত বর্গাকার, শীর্ষভাগ কারুকার্যখচিত ও মধ্যভাগ অষ্টভুজাকৃতির। স্তম্ভের শীর্ষভাগে বসানো স্কুইঞ্চের উপর গম্বুজটি স্থাপিত। গম্বুজের গোড়ার দিকে চারপাশ ঘিরে রয়েছে পদ্মফুল ও কলসের নকশা-বেষ্টনী। শীর্ষভাগ মারলান শোভিত ড্রামের উপর গম্বুজটির স্থাপনা মুগল আমলে মসজিদটির সংস্কারের একটি অংশ বলে মনে হয়। মসজিদের পূর্বদিকের তিনটি প্রবেশপথের মধ্যবর্তীটি প্রশস্ততর এবং এটির উচ্চতা ২.২০ মিটার ও চওড়া ১.৩৭ মিটার। দক্ষিণ ও উত্তর দিকে অপর দুটি প্রবেশপথ ২ মিটার উঁচু ও ১ মিটার প্রশস্ত। পার্শ্বের প্রবেশপথগুলো সম্মুখের মধ্যবর্তী প্রবেশপথের সমান আকৃতির। মসজিদটিতে তিনটি অর্ধবৃত্তাকার মিহরাব আছে। এদের মধ্যবর্তীটি সবচেয়ে বড়। উত্তর পাশের মিহরাব এখন আলমারি হিসেবে ব্যবহূত হচ্ছে। মসজিদটি পুনর্নির্মিত হয়েছে এবং পূর্ব, দক্ষিণ ও উত্তর দিকে বারান্দা সংযোজন করে এর পরিধি বাড়ানো হয়েছে। মসজিদটি এখন জামে মসজিদরূপে ব্যবহূত হচ্ছে।
[মুয়ায্‌যম হুসায়ন খান]"








বন্দর শাহী মসজিদের গম্বুজ



বন্দর শাহী মসজিদের গম্বুজের চূড়া



দক্ষিণ দিক থেকে বন্দর শাহী মসজিদ





দক্ষিণ-পশ্চিম দিক থেকে বন্দর শাহী মসজিদ



দক্ষিণ-পূর্ব দিকে থেকে বন্দর শাহী মসজিদ



দক্ষিণ-পূর্ব দিকে থেকে বন্দর শাহী মসজিদ



পশ্চিমের একটি বারান্দা থেকে বন্দর শাহী মসজিদের গম্বুজ



বন্দর শাহী মসজিদের একটি মিনার









বন্দর শাহী মসজিদের ভিতরে প্রবেশে পথ



বন্দর শাহী মসজিদের ভিতরে প্রবেশে পথের উপরে শিলালিপী



বন্দর শাহী মসজিদের ভিতরে তিনটি মেহরাব



বন্দর শাহী মসজিদের ভিতরে কেন্দ্রীয় মেহরাব



বন্দর শাহী মসজিদের ভিতরে কেন্দ্রীয় মেহরাবের কারুকাজ



গুগল ম্যাপ

জিপিএস কোঅর্ডিনেশন : 23°36'45.9"N 90°31'00.7"E

পথের হদিস : ঢাকা থেকে বাসে মদনপুর, মদনপুর থেকে শেয়ার সিএনজি বা ইজি বাইকে নবীগঞ্জ। নবীগঞ্জ থেকে রিকসায় “বন্দর শাহী মসজিদ”।
তাছাড়া বাস বা ট্রেনে নারায়ণগঞ্জ গিয়ে নৌকায় নদী পার হয়ে রিকসা নিয়ে চলে আসা যায় “বন্দর শাহী মসজিদ”।



বন্দর শাহী মসজিদ দেখে আমরা চলে যাই বন্দর সমর ক্ষেত্রের পাশে নির্মানাধীন একটি মাজার দেখতে। আগামী পর্বে তার কিছু ছবি থাকবে।

বি.দ্র. : আমি ওখানকার একজন খাদেমকে অনুরোধ করার সাথে সাথে তিনি তালা খুলে অব্যবহিত প্রাচীন মসজিদটির ভিতরে ঢুকে ছবি তুলতে দিয়েছেন। তবে লক্ষ করেছি পাশের এক চিলতে যায়গায় ছোট্ট বাগনটিতে নানা ধরনের ময়লা আর প্লাটিকের প্যাকেটের উচ্ছিষ্টে সায়লাব। আমরা যেন একটু সতর্ক থাকি, যাতে আমাদের চারপাশটা পরিষ্কার থাকে।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: মনে হলো আমিই যেন ঘুরে এলাম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া দাদা মন্তব্যের জন্য।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: চলুক ভ্রমনচারী - তার সাথে দর্শনধারী :)

আমরা সাথে আছি ভার্চুয়ালী

+++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: হা হা হা, ভালো বলেছেন।
সাথে থাকুন আগামী পর্ব থাকবে নির্মানাধীন এক মাজারের ছবি।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৪২

মলাসইলমুইনা বলেছেন: আহা আমার স্মৃতির নারায়ণগঞ্জ, বন্দর ! দেয়াল থেকে পলেস্তারা খুলে গেলোo স্মৃতিটার থেকে যায় নি কখনোই | ছবির মতো মঈন এঁকে মসজিদগুলো এখনো পুরোনো দিনের মতোই ঝকঝকে দেখলাম যেন ! ভালো লাগলো অনেক পরিচিত, অনেক দেখা মসজিদের ছবি | স্মৃতির নদীতে অনেক দিন পর ঢেউ খেলে গেলো আপনার ছবি ব্লগে এসে ....অনেক ধন্যবাদ |

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতমআপনাকে।
আমার তোলা ছবি দেখে আপনার পুরনো স্মৃতির পাতায় নাড়া পড়লো, এবং সেই নাড়া পড়ার কথা চমৎকার ভাবে এখানে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: সাথেই আছি,আপনার মাধ্যমে ঐতিহাসিক মসজিদের দেখা পাচ্ছি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া সাথে থাকার জন্য।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২১

সৈয়দ ইসলাম বলেছেন: পাগল মানুষগুলোও সেরম ছবি তুলতে পারে; তা দেখতে হলে পাগলা জগাইর ব্লগে আসতে হয়।



অসম্ভব সুন্দর প্রকাশ। অসম্ভব ধন্যবাদ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধুর, আমি তেমন ভালো ছবি তুলতে পারি না। অন্যদের তোলা ছবির সামনে আমারগুলি কিচ্ছু না।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

মনিরা সুলতানা বলেছেন: আমার সব সময় এমন পুরনো আগের সব কিছু দেখতে অনেক ভালোলাগে !
অনেক অনেক ধন্যবাদ :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যে ভালো লাগা জানানোর জন্য অশেষ শুকরিয়া।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

মিথী_মারজান বলেছেন: খুব সুন্দর ছবিগুলো।
চমৎকার পোস্টটিতে বরাবরের মতই অনেক ভালোলাগা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.