নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

জলদূর্গ

১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪২


সোনাকান্দা দূর্গ

১৬৫০ সালের দিকে মোঘল আমলে যখন মীর জুমলা বাংলার সুবাদার ছিলেন তৎকালীন সময়ে সমৃদ্ধ শহর ঢাকা ও তার আশপাশের এলাকাকে নদী পথে আগত মগ ও পর্তুগিজ শত্রুদের আক্রমণ প্রতিহত করতে ও জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষ্যা করার জন্য নদীর তীরে ৩টি দূর্গ তৈরি করা হয়। এই তিনটি দূর্গকে “জলদূর্গ” বলা হতো। ৩টি জলদূর্গের ২টি হচ্ছে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার দুই পাড়ে। একটি শীতলক্ষ্যার পশ্চিম পাড়ে “হাজীগঞ্জ দূর্গ”। অন্যটি শীতলক্ষ্যার পূর্ব পাড়ে “সোনাকান্দা দূর্গ”। ৩য়টি মুন্সীগঞ্জের “ইদ্রাকপুর দূর্গ”।




হাজীগঞ্জ দূর্গ




ইদ্রাকপুর দূর্গ


প্রথম তিনটি ছবি বিভিন্ন সময়ে আমার নিজের তোলা। শেষ ছবিটি গুগল ম্যাপ স্যাটেলাইট ভিউ থেকে তৈরি করেছি আমি।



পথের হদিস :
ঢাকা থেকে বাসে বা ট্রেনে চলে আসুন নারায়ণগঞ্জ। বাস বা ট্রেন স্টেশন থেকে রিক্সা নিয়ে চলে আসুন হাজীগঞ্জ কেল্লা। হাজীগঞ্জ কেল্লা দেখা শেষে খেয়া নৌকায় শীতলক্ষ্যা পার হয়ে আবার রিক্সা নিয়ে চলে যান সোনাকান্দা দূর্গে।

ঢাকা থেকে বাসে চলে আসুন মুন্সীগঞ্জের মুক্তারপুর। মুক্তারপুর থেকে রিক্সা বা অটোরিক্সায় ইদ্রাকপুরের কেল্লা যাওয়া যায়।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: আমার বাড়ি মুন্সিগঞ্জ। কিন্তু আমি কখনও কেল্লা গুলো দেখতে যাই নি।

১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: কেল্লা ৩টির একটি হচ্ছে মুন্সিগঞ্জে। বাকি দুটি নারায়ণগঞ্জে।
সময় সুযোগ করে দেখে নিবেন। এগুলি বাংলার প্রাচীন ঐতিহ্যের অংশ।

২| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

আজকের ছবিগুলো ঝাপসা (১ ও ৩) আসলো কেন??:(

১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ১ম ছবিটি ঝাপসা এসেছে ভালো তুলতে পারিনি বলে।
৩য় ছবিটি ঝাপসা এসেছে আলোর কারণে। ডিসেম্বরের ২৯ তারিখ সকাল ৯টা ৪৫ মিনিটে ঐ এলাকায় বেশ কুয়াশা ছিল। সূর্য দেখা যাচ্ছিলোনা ঠিক মত। ফলে ঔদিনের সব ছবিই জেল্লাহীন হয়েছে।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৩

ক্স বলেছেন: এসব দুর্গ দেখার মত অবস্থায় নেই। আমি হাজীগঞ্জ দুর্গে গিয়ে দেখি তিন চারটা বখাটে ছেলে গোল হয়ে বসে নেশা করছে। কি বিব্রতকর!

১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: হে, সবচেয়ে খারাপ অবস্থা হাজীগঞ্জেরই।
সেই তুলনায় সোনাকান্দা কিছুটা ভালো আছে, ছেলেরা খেলাধুলা করে মাঠে।
আর সবচেয়ে ভালো আছে ইদ্রাকপুর। ও ভিতরে বখাটেরা ঢুকতে পারেনা।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: মুন্সিগঞ্জ ইদ্রাক পুর দুর্গের সাথে আমার শৈশব স্মৃতি জড়িয়ে আছে । এর পাশে এ ভি জে এম গভ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আমার স্কুল জীবন ছিল । আপনার পোষ্টটা ভাল লাগল । ধন্যবাদ ।

১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য শুকরিয়া। পুরনো স্কুলজীবনের স্মৃতি সকলেই পছন্দ করে।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫০

সৈয়দ তাজুল বলেছেন: পথের হদিস তো ঠিকই দিলেন, আপনার কী কোন হদিস পেলেন? ;)

পেলে আমাদের জানাইয়েন =p~

ছবি ব্লগটি প্রতিবারের ন্যায় ভাল হয়েছে।

১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: কিসের হদিস পাওয়ার কথা আমার দাদা? [চিন্তাযুক্ত ইমু হবে]

৬| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো তবে এবার ছবি কম।

১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ন্যবাদ মন্তব্যের জন্য।
আসলে এই লেখায় আমাদের তিনটি জলদূর্গের সামান্য ধারণা দিয়েছি মাত্র। আগামীতে প্রতিটি জলদূর্গ নিয়ে আলঅদা আলাদা টপিক লিখবো।

৭| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩২

সৈয়দ তাজুল বলেছেন: আপনার ভ্রমণকাহিনী শুনতে শুনতে আমি ধরে নিয়েছি আপনি লাপাত্তা হয়ে গেছেন! সেটার অবশ্য নিশ্চয়তা আপনার পুস্ট থেকেও পাওয়া যায়; আপনি যা প্রকৃতি ও ঐতিহ্য প্রেমিক। :-B

যাক, ভাল আছেন তো?

১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: হা হা হা
নাহ, এখনো লাপাত্তা হইনি, বহালতবিয়াতেই আছি।
আমি ভালো আছি।
আপনিও ভালো থাকবেন অহরহ।

৮| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

রুহুল আমিন খান বলেছেন: হুমম

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: হুহুহুমম....

৯| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৯

মনিরা সুলতানা বলেছেন: ইদ্রাকপুর দুর্গ ভালো আছে ,কারন এটা বহুদিন ডিসির বাস ভবন হিসেবে ছিল।তখন অনেকবার গিয়েছি,এর পর গত বছর ও গিয়েছিলাম।ভালো লেগেছিলো খুব।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার মতে এগুলির ভিতরে কারো বাসভবন-স্কুল-ট্রেনিংসেন্টার টাইপ জিনিস না করে, অল্পপরিসরে জাদুঘর করা উচিত। তাতে করে সবাই ঠুকতে-দেখতে ও জানতে পারবো অতিতকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.