নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম : রাজ অশোক

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

রাজ অশোক

অন্যান্য ও আঞ্চলিক নাম : উর্বশী, সোকরে, মিয়ানমার ফুল ইত্যাদি।
Common Name : Pride of Burma, Orchid tree, Tree of heaven ইত্যাদি।
Scientific Name : Amherstia nobilis

বাংলায় “রাজ অশোক” নামটি রাখেন বলধা গার্ডেনের প্রয়াত তত্ত্বাবধায়ক শ্রী অমৃতলাল আচার্য।
বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৪ নং তফসিল অনুযায়ী এ “রাজ অশোক” গাছটি সংরক্ষিত।
এই গাছের আদি নিবাস বার্মা / মায়ানমার।



রাজ অশোক মাঝারি আকৃতির বৃক্ষ, সাধারণত ৮ থেকে ১০ মিটার পর্যন্ত উঁচু পারে। মজার বিষয় হচ্ছে আমাদের কমন অশোক আর হলুদ অশোকের সাথে এই রাজ অশোক ফুলের কোন মিল নেই। না ফুলের রং এ কোনো মিল আছে, না ফুলের আকারে কোনো মিল আছে। সব দিক থেকেই আলাদা। বরং ফুল দেখতে কিছুটা অর্কিড ফুলের সাথে মিল আছে। রাজ এই কারণে অশোক ফুল অর্কিডের মতো প্রশাখাময় হয় বলে একে Orchid tree বলা হয়। তবে হে, রাজ অশোকের পাতা, ডাল ও কাণ্ড কমন অশোকের মতই দেখতে। অর্থাৎ ফুল না দেখে রাজ অশোককে আলাদা করে চেনা বেশ কষ্টসাধ্য।



তাছাড়া রাজ অশোকের আরেক নাম উর্বশী, যার মানে হচ্ছে সুন্দরীশ্রেষ্ঠা ও অনন্তযৌবনা অপ্সরা। শুধু মাত্র এই কারণেই অনেকে মনে করেন এই ফুলের নাম পারিজাত। তারা ধারনা করেন যেহেতু পারিজাত স্বর্গের ফুল আর উর্বশী হচ্ছে স্বর্গের অপ্সরা তাই রাজ অশোকই পারিজাত। তবে এই ধারনাটা একেবারেই ভুল।



রাজ অশোকের ফুল হেমন্ত থেকে বসন্ত পর্যন্ত ফুটতে থাকে। এমনকি গ্রীষ্মকালেও মাঝে মাঝে ফুল দেখা যায়।
রাজ অশোকের ফুল বেশ বাহারি। গাছের উপরিভাগের কাণ্ড ও ডালপালা থেকে হাত খানেক লম্বা মঞ্জরি দণ্ড বের হয়ে নিচের দিকে ঝুলে থাকে। সোনালুর মতই নিচের দিকে ঝালরের মত ঝুলে থাকে এরা। মঞ্জরি দণ্ডে বিপরীত সজ্জায় চার-পাঁচটি ফুল থাকে। মঞ্জরি দণ্ডের গোঁড়ার দিকের ফুলটি প্রথমে ফোটে, তারপর ক্রমশ নিচের কলিগুলো ফুটতে থাকে।



যদিও স্বর্গের উর্বশীর কাহিনী সাথে রাজ অশোকের কোন যোগসূত্র নেই তাই কিছু বলছিনা। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দীর্ঘ কবিতা “উর্বশী” থেকে বাছাই করা কয়েকটা লাইন দেয়ার লোভ কিছুতেই সামলানো গেলো না।

উর্বশী
নহ মাতা, নহ কন্যা, নহ বধূ, সুন্দরী রূপসী,
হে নন্দনবাসিনী উর্বশী!

বৃন্তহীন পুষ্প-সম আপনাতে আপনি বিকশি
কবে তুমি ফুটিলে উর্বশী!

কোনোকালে ছিলে না কি মুকুলিকা বালিকা-বয়সী
হে অনন্তযৌবনা উর্বশী!

যুগযুগান্তর হতে তুমি শুধু বিশ্বের প্রেয়সী
হে অপূর্বশোভনা উর্বশী!

সুরসভাতলে যবে নৃত্য কর পুলকে উল্লসি
হে বিলোলহিল্লোল উর্বশী!

স্বর্গের উদয়াচলে মূর্তিমতী তুমি হে উষসী,
হে ভুবনমোহিনী উর্বশী!

ওই শুন দিশে দিশে তোমা লাগি কাঁদিছে ক্রন্দসী
হে নিষ্ঠুরা বধিরা উর্বশী!

ফিরিবে না, ফিরিবে না-- অস্ত গেছে সে গৌরবশশী,
অস্তাচলবাসিনী উর্বশী!



ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৭/০৩/২০১৮ ইং





=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, আমরুল-২,
কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গ্লুকাস ক্যাসিয়া-২, গোলাপি আমরুল-২,
ঝুমকোলতা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২, দাদমর্দন-২
নাগলিঙ্গম-২, নাগলিঙ্গম-৩
পপী-২, পপী-৩, পপী-৪,
বাগানবিলাস-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩,
রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, লতা পারুল-২
গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, শিমুল গাছে আগুন, কদম ফুলের ১০টি ছবি, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভোমড়, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

আলভী রহমান শোভন বলেছেন: খুব পছন্দের একটা ফুল।

অসাধারণ একটি পোস্টের জন্য ধন্যবাদ আপনাকে।

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে

২| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

রাজীব নুর বলেছেন: ফুলের ছবি ও ফুলের ইতিহাস আমার খুব প্রিয়।

০২ রা মে, ২০১৮ রাত ৯:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমারও প্রিয় বিষয় গুলির মধ্যে একটা।

৩| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

আল আমিন সেতু বলেছেন: ছবিগুলো ও আপনি তুলেছেন ।বেশ।

০২ রা মে, ২০১৮ রাত ৯:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: হে ফুলের সবগুলি ছবি আমার নিজের তোলা।

৪| ০২ রা মে, ২০১৮ রাত ৮:০৫

সামু পাগলা০০৭ বলেছেন: সবমিলে দারুন একটি পোষ্ট।
শুভেচ্ছা।

০২ রা মে, ২০১৮ রাত ৯:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৫| ০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১২:১৮

এজাজ ফারিয়া বলেছেন: প্রিয় ফুল নিয়ে লেখা পোষ্টটা ভালো লাগলো :)

০৪ ঠা মে, ২০১৮ রাত ৮:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমারও প্রিয় বিষয় গুলির মধ্যে একটা।


অনেক ধন্যবাদ।

০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে।

৭| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: দারুন তো। ছবিতে বর্ণনা রাজ অশোক ফুল অনবদ্য । :)

০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৮| ০৭ ই মে, ২০১৮ রাত ১১:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: Nice

০৮ ই মে, ২০১৮ সকাল ১১:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.