নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

অর্কিড ফুলের ছবি

১৯ শে মার্চ, ২০২২ দুপুর ১:০২



অর্কিড (Orchid) একটি সপুষ্পক উদ্ভিদ।
অর্কিড ফুলের আকার, রং আর ধরণের শেষ নাই। এদের ফুল রঙিন আর সুগন্ধি হয়। আবার কিছু কিছু বর্ন ও গন্ধহীনও হতে পারে।

বেশীর ভাগ অর্কিডই পরাশ্রয়ী। তবে কিছু কিছু অর্কিড আছে যারা মাটিতেই জন্মে।
ভূমিজ অর্কিডের পাশাপাশি আছে মৃতজীবী অর্কিডও।

অর্কিডের দুটি বৃহৎ পরিবারে বর্তমানে ৮৮০টি গণে ২১,৯৫০ থেকে ২৬,০৪৯টি গৃহীত প্রজাতি আছে।
আর হাইব্রীডের সংখ্যা ১,০০,০০০ এরও বেশী।

খুব অল্প কয়েকটি অর্কিডের ছবি আমি তুলেছি। সেইগুলির থেকে ৫টি ছবি রইলো এখানে।


















ছবি তোলার স্থান : ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৮/০৬/২০১৮ ইং


=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বেগুনী অলকানন্দা, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩,
কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গ্লুকাস ক্যাসিয়া-২,
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২, দাদমর্দন-২, নাগলিঙ্গম-২,
পপী-২, পপী-৩, পপী-৪,
বাগানবিলাস-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩,
রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, লতা পারুল-২
গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, ঝুমকোলতা, শিমুল গাছে আগুন, কদম ফুলের ১০টি ছবি, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভোমড়, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, কচুরি পানার ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================
বিভিন্ন দেশের জাতীয় ফুল
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০১, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০২, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৩
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৪, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৫, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৬
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৭, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৮

=================================================================
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০১, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০২, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৩
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৪, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৫, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৬
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৭, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৮, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৯
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১০, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১১, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১২
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১৩, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১৪


=================================================================
১০টি ফুলের ছবি
১০টি ফুলের ছবি : পর্ব - ০১ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০৪ , - , পর্ব - ০৫
১০টি ফুলের ছবি : পর্ব - ০৬ , - , পর্ব - ০৭ , - , পর্ব - ০৮ , - , পর্ব - ০৯ , - , পর্ব - ১০
১০টি ফুলের ছবি : পর্ব - ১১ , - , পর্ব - ১২ , - , পর্ব - ১৩ , - , পর্ব - ১৪ , - , পর্ব - ১৫
১০টি ফুলের ছবি : পর্ব - ১৬ , - , পর্ব - ১৭ , - , পর্ব - ১৮ , - , পর্ব - ১৯ , - , পর্ব - ২০
১০টি ফুলের ছবি : পর্ব - ২১ , - , পর্ব - ২২ , - , পর্ব - ২৩ , - , পর্ব - ২৪ , - , পর্ব - ২৫
১০টি ফুলের ছবি : পর্ব - ২৬ , - , পর্ব - ২৭ , - , পর্ব - ২৮ , - , পর্ব - ২৯ , - , পর্ব - ৩০
১০টি ফুলের ছবি : পর্ব - ৩১

=================================================================
গাছ-গাছালি; লতা-পাতা
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪, গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬
=================================================================

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২২ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: অর্কিড ফুলটা আমার ভালো লাগে। সুন্দর ফুল। বিশেষ বিশেষ দিনে এই ফুল আমি বাসায় নিয়ে আসি। ফুলদানীতে সাজিয়ে রাখি।

১৯ শে মার্চ, ২০২২ দুপুর ১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: অর্কিড আমিও পছন্দ করি।
তবে এই ফুলটি সম্পর্কে আমার জানাশোনা কম। এবার বান্দরবানে গিয়ে দুইটি অর্কিড খুব দেখিছি। যদিও গ্রাউন্ড অর্কিডটির ছবি তুলতে পারি নি। অন্যটির কয়েকটি ছবি তুলেছি।

২| ১৯ শে মার্চ, ২০২২ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: শবে বরাত কেমন পালন করলেন?
নামাজ রোজা করেছেন?
আমি ভালো মন্দ খেয়ে সবে বরাত পালন করেছি।

১৯ শে মার্চ, ২০২২ দুপুর ১:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: শবে বরাত বলতে আপনি বুঝিয়েছেন মধ্য সাবানের রজনী
আমি যতটুকু বুঝি এটি সম্পর্কে শুধু ৩টি কাজ করার আছে। বাকি সব বেদাত।
এই সময় আল্লাহ তার সমস্ত বান্দাদের দিকে করুনার দৃষ্টিতে তাকায়। এবং শুধু মাত্র শিরককারী ও হিংসুক ছাড়া বাকি সকলকে ক্ষমা করে দেন। ফলে ক্ষমা পেতে হলে আপনার শিরক করা থেকে বিরত থাকতে হবে এবং মন থেকে হিংসা দূর করতে হবে। আর তৃতীয় কাজটি হচ্ছে কবর জিয়ারত। নবীজী ঐদিন রাতে একা একা কবর জিয়ারত করেছেন। তাই আমিও আমার বাবা-মা এবং অন্য অনেক আত্মীয়ের কবর জিয়ারত করেছি।
আপনি ভালো মন্দ খেয়ে বিদাত করেছেন।

৩| ১৯ শে মার্চ, ২০২২ দুপুর ১:২২

কালো যাদুকর বলেছেন: আমাদের এখানে একটি অর্কিড আছে যেটা ছোট ছোট পোঁকা খায় ৷ ছবিগুলো সুন্দর ৷

১৯ শে মার্চ, ২০২২ দুপুর ১:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: অর্কিড পোকা খায়!!
ঐগুলির আলাদা নাম আছে - Flytrap

৪| ১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫০

প্রতিদিন বাংলা বলেছেন: যা বললেন তাতে ,
পৃথিবীতে সম্ভবত অর্কিড জাতের ফুল অনেক
ইদানিং ডালে তার পেঁচিয়ে নকশাও করা হয় দেখি

১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী, অর্কিডের ধরনের অভাব নাই দুনিয়ায়। যেমনি রংএ তেমনি রূপেও আকারে।

৫| ১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০১

ইসিয়াক বলেছেন: সুন্দর।

১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৬| ১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৪

জুল ভার্ন বলেছেন: বেশ কয়েক বছরের সাধনার পর গত বছর থেকে আমার ছাদ বাগানে এবং বারান্দায় অর্কিড ফোটাতে পেরেছি।

১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন আপনাকে।
সেগুলির ছবি দেখার অপেক্ষায় রইলাম।

৭| ১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ওয়াও অর্কিডের ফুল এত সুন্দর।

১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: অর্কিডের ফুলের রূপের আর রং এর সীমা বিশাল

৮| ১৯ শে মার্চ, ২০২২ রাত ৮:০৯

কালাচাঁদ আজিজ বলেছেন:


ছবিগুলো বেশ কালারফুল!! ছবিগুলোতে সম্ভবত খুব কাছ থেকে ক্লিক করেছেন!!

১৯ শে মার্চ, ২০২২ রাত ৮:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আপনি সঠিক ধরেছেন, খুব কাছ থেকে ক্লিক করতে পেরেছিলাম।

৯| ১৯ শে মার্চ, ২০২২ রাত ১০:০৩

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: বয়স্ক আম গাছে বেশি দেখা যায় , এ এক অদ্ভুত গাছ । বাসা বাড়িতে নাকি ইট পাথরের ঝুলন্ত টবে পালন করা যায়।
অর্কিড নামটাই চমত্কার ।

১৯ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: হে, আমাদের দেশীয় কিছু অর্কিড আছে।
অল্পকিছু অর্কিড আছেযারা মাটিতে জন্মে, বাকিরা অন্যের উপরে আশ্রয় নিয়ে বেড়ে উঠে।

১০| ১৯ শে মার্চ, ২০২২ রাত ১০:২৫

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর :)

১৯ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ।

১১| ২০ শে মার্চ, ২০২২ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: বিদাত বা বেদাত যা ই বলেন- এতসব কিছুর মধ্যে আমি নাই।

২০ শে মার্চ, ২০২২ রাত ১২:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: এই পোস্টের সাথে ধর্মের কোনো সম্পর্ক ছিলো না, আপনিই সেটি নিয়ে এসেছে।
ভালো মন্দ খেয়ে সবে বরাত পালন করেছেন বলেই বিদাত বা বেদাত এর কথা এসেছে।

১২| ২০ শে মার্চ, ২০২২ সকাল ৭:৩৭

সোহানী বলেছেন: আমার পছন্দের ফুল।

২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও বেশ পছন্দ করি অর্কিড

১৩| ২০ শে মার্চ, ২০২২ সকাল ৮:৩৩

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ সৌন্দর্য ।

২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৪| ২০ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪৮

ফয়সাল রকি বলেছেন: বাহ সুন্দর।

২০ শে মার্চ, ২০২২ সকাল ১১:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৫| ২০ শে মার্চ, ২০২২ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এই পোস্টের সাথে ধর্মের কোনো সম্পর্ক ছিলো না, আপনিই সেটি নিয়ে এসেছে।
ভালো মন্দ খেয়ে সবে বরাত পালন করেছেন বলেই বিদাত বা বেদাত এর কথা এসেছে।

আমি ধর্ম আনিনি আপনার পোষ্টে। আপনিই বেদাত শব্দ টা বলে ধর্ম এনেছেন।
যাই হোক, ভালো থাকুন।

২০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: নিজের বক্তব্য থেকে এই ভাবে পালটি খেয়ে গেলেতো হবেনা ভাইজান!!!

রাজীব নুর বলেছেন: শবে বরাত কেমন পালন করলেন?
নামাজ রোজা করেছেন?
আমি ভালো মন্দ খেয়ে সবে বরাত পালন করেছি।

এই বক্তব্যে যদি ধর্ম না থাকে তাহলে ধর্ম কোথায় আছে?

আপনার জন্য শুভকামনা রইলো।

১৬| ২০ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর।

২০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.