নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

মসজিদ দর্শন : ০৭ : সিঙ্গাইর মসজিদ

২২ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪১



বাংলাদেশের বাগেরহাট জেলার সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ থেকে মাত্র ২৫ মিটার দক্ষিণ-পূর্বে খুলনা-বাগেরহাট মহাসড়কের পাশেই সিঙ্গাইর মসজিদটির অবস্থান। এটি একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। বাংলাদেশের পুরাতন এক গম্বুজ মসজিদ গুলোর মধ্যে এটি অন্যতম বড় এক গম্বুজ মসজিদ। তবে বিশাল বড় ষাট গম্বুজ মসজিদের এতো নিকটেই আরেকটি মসজিদ কেনো নির্মাণ করার প্রয়োজন পরেছিল সেই সময় তা আর আজ জানতে পারার কোনো উপায় নেই।



ধারনা করা হয়, মুঘল শাসনামলে পঞ্চদশ শতকে খান জাহান আলী (রঃ) এই ঐতিহাসিক এক গম্বুজবিশিষ্ট সিঙ্গাইর মসজিদটি নির্মাণ করেন। ইটের তৈরি বর্গাকার সিঙ্গাইর মসজিদের দৈর্ঘ ও প্রস্থ প্রায় ১২.০৪ মিটার করে। মসজিদের দেয়ালগুলো প্রায় ২.১০ মিটার পুরু। মসজিদের চারকোণে ৪টি গোলাকার বুরুজ রয়েছে। বুরুজ গুলি ছাদপর্যন্ত উচু এবং প্রত্যেকটি নিয়মিত ব্যবধানে বন্ধনী দ্বারা বিভক্ত।



সিঙ্গাইর মসজিদটির সাধারণ বৈশিষ্ট ষাট গম্বুজ মসজিদের অনুরূপ। মসজিদের পূর্ব দেয়ালে নির্দিষ্ট দূরত্ব পর পর ৩টি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালের প্রতিটিতে ১টি করে মোট ৫টি খিলান যুক্ত দরজা রয়েছে। পূর্ব দিকের দেওয়ালের ৩টি দরজার মধ্যে মাঝখানের প্রধান দরজাটি অপেক্ষাকৃত বড়। মসজিদের ভিতরে একটি অলংকৃত মেহরাব রয়েছে। কেন্দ্রীয় এই মিহরাবে পোড়ামাটির প্রচুর অলংকরণ রয়েছে।



১৯৭০ সালের প্রথম দিকে সিঙ্গাইর মসজিদটি একেবারে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় ছিল। ১৯৭৫ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংরক্ষণের দায়িত্ব নেয়। পরে কয়েকটি পর্যায়ে সিঙ্গাইর মসজিদটি সংস্কার করে সংরক্ষণ করা হয়েছে। সংস্কারের আগে এ মসজিদটি জঙ্গল ও আগাছায় পরিপূর্ণ ছিল। মসজিদটির ভেতর ও বাইরের দেয়ালে নোনা ধরে গিয়েছিল এবং ফাটল দেখা দিয়েছিল। মেঝেও ক্ষতিগ্রস্ত হয়ে ছিল। পোড়ামাটির অলংকরণও ক্ষতিগ্রস্ত হয়ে ছিল। গম্বুজের ওপরের পুরু পলেস্তারা খসে গিয়েছিল। মসজিদটির আগাছা পরিষ্কার করে গম্বুজ, দেয়াল ও মেঝে মেরামত করা হয়। সাম্প্রতিক খননে জানা যায় এ মসজিদে একটি বেষ্টনী প্রাচীর ছিল এবং বেষ্টনী প্রাচীরের চার কোণায় চারটি বুরুজ ছিল। বেষ্টনী প্রাচীরের পূর্ব দিকে একটি প্রবেশ তোরণ ছিল।



খুব তাড়া থাকার কারণে সিঙ্গাইর মসজিদটির ভিতরে আমি যাইনি। চলন্ত গাড়ি থেকে এই কয়েকটি ছবি তুলেছিলাম মাত্র।

ছবি তোলার তারিখ : ২৪/১১/২০১৪ইং
অবস্থান : বাগেরহাট, খুলনা, বাংলাদেশ।
GPS coordinates : 22°40'22.1"N 89°44'33.1"E

তথ্য সূত্র : বাংলাপিডিয়া ও উইকিপিডিয়া, অন্তর্জাল


=================================================================
মসজিদ দর্শন : ০১ : মহজমপুর শাহী মসজিদ
মসজিদ দর্শন : ০২ : ষাট গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৩ : বিবি বেগনী মসজিদ
মসজিদ দর্শন : ০৪ : চুনাখোলা মসজিদ
মসজিদ দর্শন : ০৫ : নয় গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৬ : জিন্দা পীর মসজিদ
=================================================================


আরো দেখুন -
আমার দেখা প্রচীন মসজিদ – ১ম পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ২য় পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ৩য় পর্ব


বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬


বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০১
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০২


আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০১
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০২
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৩

=================================================================

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৮

জুল ভার্ন বলেছেন: সিংগাইর মসজিদ সম্পর্কে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

২২ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ২২ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তথ্যবহুল পোস্ট

২২ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ২২ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৪

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

২২ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লাগা জানানোর জন্য ধন্যবাদ

৪| ২২ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:


আগামী কখন দেবেন আবার?

২২ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: তাহার জন্য কি আপনার অনুমতি লইতে হইবে?

৫| ২২ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫২

আরইউ বলেছেন: নাম শুনে ভেবেছিলাম ঢাকার আশেপাশের সিংগাইর থানায় বুঝি মসজিদটা। দেখি না, এটা বাগেরহাটে। ষাট গম্বুজ মসজিদ থেকে যেহেতু মাত্র ২৫ মিঃ দূরে সেহেতু ধরে নেয়া যায় কি যে এটা ষাট গম্বুজ মসজিদেরই একটা অংশ, বিছিন্ন কোন মসজিদ নয়?

ভালো থাকুন, জলদস্যু।

বিশেষ নোটঃ চেহারা ব্লার করে দেয়াটা চমৎকার কাজ হয়েছে। অন্য মানুষের প্রাইভেসি রক্ষা করা একটা অসাধারণ মানবিক গুন।

২২ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর আলোচনামূলক মন্তব্যের জন্য।
ষাট গম্বুজ মসজিদের খুবই কাছে এই মসজিদটি, মাঝে শুধু খুলনা-বাগেরহাট মহাসড়টি আছে বলা চলে। তবুও এটি স্বতন্ত্র একটি মসজিদ।

আমার লেখাতেই আমি বলেছি- বিশাল বড় ষাট গম্বুজ মসজিদের এতো নিকটেই আরেকটি মসজিদ কেনো নির্মাণ করার প্রয়োজন পরেছিল সেই সময় তা আর আজ জানতে পারার কোনো উপায় নেই।

৬| ২২ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৪

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন: তাহার জন্য কি আপনার অনুমতি লইতে হইবে?

-না, কুমীরের বাচ্চা আসলে কয়টা আছে, তা গণনা করার জন্য।

২২ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌উহা গণনা করিয়া শেষ করা আপনার মতো প্রবাসীর কর্ম নয়।
দেশের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে আপনার জ্ঞান অতিনগন্য। তাহাদের সংখ্যা সম্পর্কে ধরণা করিবার সামর্থ আপনার নাই।

৭| ২২ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৫

আরইউ বলেছেন:



হ্যা, আপনার লেখা পড়ে আমারও মনে হলো যে মাত্র ২৫ মিঃ দূরে আরেকটা মসজিদের কেন প্রয়োজন হলো! এত কাছে, একই ধরণের স্থাপত্যশৈলীর মসজিদ বলে আমি একটা থিউরি দাঁড় করানোর চেষ্টা করছিলাম যে সম্ভবত একই মসজিদ।

ধন্যবাদ !

২২ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: দুটি যে আলাদা আলাদা দুটি মসজিদ তাতে কোনো সন্দেহ নেই।
বর্তমান সময়ে ঢাকা, এমনকি গ্রামেও নানান কারণে পাশা-পাশি, কাছা-কাছি একাধিক মসজিদ দেখতে পাওয়া যায়।
তবে সেই সময় এমনটা হওয়ার তেমন কোনো কারণ আমার বুঝে আসে না।

যাইহোক আবারও ‌ধন্যবাদ জানাই আপনাকে।

৮| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০৫

অধীতি বলেছেন: পুরোনো আমলের স্থপত্যগুলো ভাল লাগে। মনে হয় জীবন্ত ইতিহাস দেখছি।

২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার বিশেষ দূর্বলতা এছে এগুলির প্রতি। যখনই সুযোগ হয়েছে ঘুরে দেখার চেষ্টা করেছি।

৯| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৬

রাজীব নুর বলেছেন: আপনার কি মনে হয় না, একজন শ্রদ্ধেয় লোকের সাথে কথা বলার সময় আরো সংযম, আরো আন্তরিকতার প্রয়োজন?
মানে আমি বলতে চাচ্ছি- আমি আপনাকে যতটুকু বুঝি বা জানি তাতে এরকম আচরন আপনাকে মানায় না। আপনি তো এরকম নন।

এরকম কঠোর ও কটাক্ষ্য মন্তব্য করবেন না। একটু নমনীয় হোক। প্লীজ। প্লীজ।

২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:



সরি আপনার খারপ লাগলেও করার কিছু নাই।
শুরুটা আপনার গুরু করেছেন।

উনি প্রথম মন্তব্য করেছেন : সোনাগাজী বলেছেন: আগামী কখন দেবেন আবার?
দ্বিতীয় মন্তব্যে বলেছেন : সোনাগাজী বলেছেন: না, কুমীরের বাচ্চা আসলে কয়টা আছে, তা গণনা করার জন্য।

এই ধরনের মন্তব্য যেখানে এসেছে সেখানে তিনি আপনার কাছে শ্রদ্ধেয় হতে পারে, আমার কাছে নন।
আপনি লখ্য করলেই দেখতে পাবেন যেখানে উনি আমাকে কটাখ্য করেছে আমি সেখানে উনাকে যা সত্যি তাই প্রতি উত্তর করেছি।
দেশের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে আপনার গুরু জ্ঞান অতিনগন্য সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনি পরীক্ষা করে দেখতে পারেন।

২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: রাজীব নুর বলেছেন: এরকম কঠোর ও কটাক্ষ্য মন্তব্য করবেন না। একটু নমনীয় হোক। প্লীজ। প্লীজ।
আপনি নিশ্চয়ই লখ্য করেছে আমি কারো পোস্টে কটাক্ষ্য করে মন্তব্য করি না।
সোনা সাহেবের পোস্টেও করিনা। শুধু উনি যখন আমার পোস্টে বেফাস মন্তব্য করেন তখন বাধ্য হয়ে তার প্রতি উত্তর দিতে হয়।

১০| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩৭

আশিকি ৪ বলেছেন: সুন্দর পোস্ট । এতো এতো মসজিদ কিন্তু মুসল্লি কম। শ্রীলংকা গেসিলাম । শুনছি ৯৬% মুসলিম নামাজ পড়ে্ন যেখানে বাংলাদেশের ৭০% মসজিদে ফজরের জামাতে এক কাতার মুসল্লি দেখা যায়না।

২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমরাতো ভাই সিজনাল নামাজি। কেউ কেউ শুধু শুক্রবারে পড়ি, কেউ কেউ শুধু রমজানে পড়ি, কেউ কেউ শুধু তারাবি পড়ি।

১১| ২৩ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর।

২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.