নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

মিষ্টি জলপাইয়ের ফুল

২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:০০



বেশ কয়েক বছর আগে একটি নার্সারি থেকে একটি মিষ্টি জলপাইয়ে গাছ কিনেছিলাম।
কিছু দিনের মধ্যেই গাছে প্রচুর ফুল আসে এবং কয়েকটি জলপাইও ধরে। কিন্তু প্রায় বসগুলিই ঝরে যায়। শেষ পর্যন্ত একটি মাত্র জলপাই ছিলো। যে ছেলেটা গাছে পানি দিতো সে একদিন সেই জলপাইটি পাঁকার আগেই ছিড়ে খেয়ে ফেলে। তারপর থেকে প্রতি বছরই গাছে প্রচুর ফুল হয়, কিন্তু ফল আর হয় না। সেই মিষ্টি জলপাইয়ের ফুলের কয়েকটি ছবি তুলেছিলাম মোবাই ক্যামেরায়।














ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৬/০৬/২০১৯ ইং

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:০৯

সোনাগাজী বলেছেন:



ইহা দেখে মনে হচ্ছে, ইহা ফুল জলপাই। আপনার গাছে পানি দেয়ার জন্যও লোক আছে?

২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: ফুল জলপাই!! ভালো বলেছেন। জলপাইতো হচ্ছেনা, শুধু ফুলই হচ্ছে।

আমার ছাদে অল্প একটু যায়গায় গাদাগাদি করে কয়েকটা গাছ রাখা আছে। এক সময় আমি দেখাশোনা করলেও এখন মনযোগ দেয়া হচ্ছে ওদের দিকে।

আমার বাড়িতে একটি লোক থাকে। আধপাগলা লোক, নাম বাবুল। কোনো আত্মীয়-সজন নেই, গ্রামের বাড়ি নেই, কোনো সম্পদ নেই, থাকার যায়গা নেই, সংসার নেই। অসুস্থ এবং দূর্বল, তাই কোথাও কোনো কাজ করতে পারবে না। ও আমার বাড়িতেই থেকে, খায়, চিকিৎসা, জামা-কাপর পায়। আমার বাচ্চাদের চিপস-কোক কিনে এনেদেয়। আমি বাজারে গেলে সাথে যায়। আমার বোনদের বাড়িতে কিছু পাঠালে দিয়ে আসে। পাখিকে খাবার দেয়, গাছে পানি দেয়।
আরো ডিটেইলে জানে চান?

২| ২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৯

সোনাগাজী বলেছেন:



ভালো, বাবুল আপনার পরিবারের ছায়ায় আছে, আপনার পরিবার ভালো করুক।

২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: সমস্যা হচ্ছে একটু পাগলাটে এবং আচরণ খুব খারাপ। শুধু শুধু লোক জনের সাথে লেগে যায়, গালি দেয়। আমার কারণে লোকজন কিছু বলে না। আজকে সকালে এক ভাড়াটিয়া মহিলা এসে বিচার দিয়ে গেলো তাকে গালি দিয়েছে। আমি জিজ্ঞাস করাতে বাবুল বললো- পাগল মহিলা, গালি দিমুনা তো কি করমু!
তাকে যে জামা দেয়া হয় সেটা সে একটানা পড়তে পড়তে না ধুয়ে নষ্ট করে ফেলে দেয়।
প্রতি শীতে তাকে যা জামা-কম্বল দেয়া হয় সেটা সে শীত শেষে ফেলে দেয়।
গতকাল সে আমার একটা পুরনো লুঙ্গী চেয়ে নিলো, কারণ তার লঙ্গী দুই যায়গায় ছিড়ে গেছে। অথচ তার কাছে ইন্টেক দুটি লুঙ্গী আছে, ঈদের আগে সেগুলি বের করবে না।
মসজিদের চলাচলের অংশে নামাজ পড়তে বসা নিষেধ। একমাত্র বাবুল সেখানে বসে, কারণ তার হাফানি আছে সিঁড়ি বেয়ে উপরে উঠবে না।

৩| ২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৫

জগতারন বলেছেন:
ভালো।

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৪| ২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৫

জগতারন বলেছেন:
ভালো।

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আবরও ধন্যবাদ =p~

৫| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৪১

গরল বলেছেন: জলপাই এর ফুল, দারুন তো, দেখি নাই কখনও। জলপাই গাছে যে ফুল হয় এটা জানতামই না, জলপাই এর কি ছেলে গাছ মেয়ে গাছ হয়?

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: সম্ভবতো জলপাইয়ের ছেলে গাছে মেয়ে গাছ হয় না। আমার সঠিক জানা নেই। তবে এমটা না হওয়ারই চান্স বেশী। কিছু কিছু গাছ এমন আলাদা হয়। যেমন- তাল গাছ, মেড্ডা গাছ, পেঁপে গাছ।

৬| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১০:১১

জুল ভার্ন বলেছেন: "ফুল হয় কিন্তু ফল ধরেনা"- অর্থাৎ আপনার গাছের মাটিতে ইউরিয়া, টিএসপি এবং জৈব সার দিতে হবে। টিএসপি এবং জৈব সার দিবেন ফুল আসার তিন মাস আগে এবং ইউরিয়া সার দিতে হবে ফুল আসার একমাস আগে। আশা করি ফুল ঝরে যাবেনা।

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন আপনি। গাছ পর্যাপ্ত সার না পেলে ফল দেয় না। সেই সাথে পর্যাপ্ত সূর্যের আলোও লাগে। আমার গাছেরা সার এবং আলো দুটরই অভাবে আছে।
তবে এই গাছটির জাতের কোনো সমস্যঅ আছে মনে হয়। কার আমার সাথে সাথে আমার আরেক বন্ধুও এই গাছ কিনে ছিলো। তার গাছে পর্যাপ্ত সার এবং আলো পায়। সেটিও কিন্তু শুধু ফুলই দিচ্ছে, ফল দিচ্ছে না।

৭| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৫৮

সোনাগাজী বলেছেন:



আপনি ব্লগে শুধু 'ফুল গাছের ছবি দেন', জলপাই গাছ সেটা জনে গেছে।

২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: না না না X(( এইটা মিথ্যা অপবাদ X(
আমি ফলের ছবিও দেই-

ফল ফলাদি - ০১
ফল ফলাদি - ০২
ফল ফলাদি - ০৩
ফল ফলাদি - ০৪
ফল ফলাদি - ০৫
ফল ফলাদি - ০৬ : তুঁত ফল
ফল ফলাদি - ০৭
ফল ফলাদি - ০৮

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.