নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

‌এসেছে প্রবল শক্তিশালী বৃষ্টিবলয় নিহারিকা

৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০১

গক কয়েকদিন ধরেই সারা দেশেই বয়ে গেছে প্রচন্ড তাপদাহ। সেই তাপপ্রবাহ শেষে এখন এসে গেছে প্রবল শক্তিশালী বৃষ্টিবলয় নিহারিকা



বৃষ্টিবলয় কি?
আমরা দেখতে পাই গরমকালে গরম পড়ে, কিন্তু তাপপ্রবাহ শুরু হলে গরম একটু বেশি পড়ে।
তেমনি ভাবে বর্ষাকালে বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টিবলয় চালু হলে বৃষ্টি অনেক বেশি হয়। সেই বেশি বৃষ্টি হওয়ার সময়টুকুকেই বৃষ্টিবলয় বলা হয়।

বৃষ্টিবলয়কে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন-
বিচ্ছিন্ন বৃষ্টি বলয় : এই বৃষ্টিবলয়ে দেশের কয়েকটি স্থানে বৃষ্টির সম্ভাবনা থাকে।
আংশিক বৃষ্টি বলয় : এই বৃষ্টিবলয়ে দেশের কিছু নির্দিষ্ট এলাকাতেই বৃষ্টি দিবে।
পুর্ণাঙ্গ বৃষ্টি বলয় : এই বৃষ্টিবলয়ে সারাদেশের প্রায় ১০০% এলাকাতেই কমবেশি বৃষ্টি হবে।
স্থানিয় বৃষ্টি বলয় : এই বৃষ্টিবলয়ে দেশের একটি ছোট বা বড় স্থানেই কেবল বৃষ্টি হবে।


বৃষ্টিবলয়ে বৃষ্টিপাতের পরিমানের উপর ভিত্তি করে বৃষ্টিবলয়কে কয়েকটি ক্যাটেগরিতে ভাগ করা যায়।
দুর্বল বৃষ্টিবলয় : ১ থেকে ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
মাঝারি বৃষ্টিবলয় : ২১ থেকে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
ভারি বৃষ্টিবলয় : ৫১ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
অতিভারী বৃষ্টিবলয় : ১৫১ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
প্রবল বৃষ্টিবলয় : ২৫১ থেকে ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
মহা বৃষ্টিবলয় : ৪০১ থেকে ৬০০+ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

যাইহোক এবারে বৃষ্টিবলয় নিহারিকা সম্পর্কে বালা যাক।
এটি প্রায় পূর্ণাঙ্গ প্রবল শক্তিশালী বৃষ্টিবলয় নিহারিকা।

BWOT সূত্র মতে
২৯শে এপ্রিল থেকে ৫ই মে ২০২২ পর্যন্ত পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন সময়ে দেশের প্রায় সকল এলাকায় বৃষ্টি বর্ষণ করে যাবে নিহারিকা। নিহারিকার কারণে বৃষ্টিবাহী মেঘেদের গতিপথ হবে পশ্চিম, উত্তর পশ্চিম হতে পূর্ব, দক্ষিণ পূর্ব দিকে। নিহারিকার প্রভাবে আকাশ আংশিক মেঘলা থাকবে, হটাৎ পশ্চিম আকাশে মেঘ দেখা দিবে, এরপর দমকা হাওয়া, তারপর বজ্রবৃষ্টি, এরপর আকাশ পরিস্কার হয়ে যাবে। এইটা বৃষ্টিবলয় নিহারিকা এর প্রধান বৈশিষ্ট।


নিহারিকায় সবচেয়ে বেশি আক্রান্ত হবে সিলেট বিভাগ।
দ্বিতীয় আক্রান্ত হবে ময়মনসিংহ বিভাগ।
তৃতীয় আক্রান্ত হবে ঢাকা বিভাগ।
চতুর্থ আক্রান্ত হবে রাজশাহী ও রংপুর বিভাগ।
পঞ্চম আক্রান্ত হবে বরিশাল বিভাগ।
ষষ্ঠ আক্রান্ত হবে চট্টগ্রাম বিভাগ।
সপ্তম আক্রান্ত হবে খুলনা বিভাগের দক্ষিণ পশ্চিম অংশ।

বৃষ্টি বলয় নিহারিকার কারণে সিলেট বিভাগ সহ উত্তর অঞ্চলে একটানা ও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের বাকি অংশে হটাৎ করে পশ্চিম আকাশ কালো হয়ে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। প্রবল কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি থাকতে পারে দেশের অনেক এলাকায়। নিহারিকা চলাকালীন সময়ে দেশের সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে।


ঈদটা তাহলে বৃষ্টিস্নাত হতে যাচ্ছে!
সকলকে অগ্রীম সম্ভাব্য বৃষ্টিস্নাত ঈদুল ফিতরের শুভেচ্ছা রইলো।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১১

শায়মা বলেছেন: বৃষ্টিবলয় মনে হয় জীবনে প্রথম শুনলাম এই নাম।

বৃষ্টিবলয় আবার সাথে নিহারিকা......


যাইহোক ঝড়ঝঞ্ঝা হয়ে ঘরবাড়ি ভাঙ্গচুর না হলেই রক্ষা।

৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: বৃষ্টিবলয় শব্দটা আসলেই নতুন। Bangladesh Weather Observation Team - BWOT কয়েক বছর আগে থেকে এই বৃষ্টিবলয় শব্দটা ব্যবহার করছে।
আমি ভয়ে আছি আমাদের আশ্রমের টিনের চালাঘরখানি না আবার উড়িয়ে নিয়ে যায় কালবৈশাখী ঝরে।

২| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৭

শায়মা বলেছেন: কালবৈশাখী ঝড় এত নির্দয় হবে না নিশ্চয়।

দোয়া করি যেন এমন কিছু না হয়।

৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম ছবিটা ভুল হয়ে গেছে।
ঐ ঘরটি শক্তপোক্ত আছে, সমস্যা হবে না ওর।
সংকায় আছি এই দ্বিতীয় ঘরটিকে নিয়ে।

৩| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভয়ের কথা বটে!
টিপ টিপ বৃষ্টি হয়েছে শুরু
সাথে মেঘ ডাকিছে গুড়ু গুড়ু!

০১ লা মে, ২০২২ রাত ১২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:


তুলেছি টিনের মাচা ঘর
একটু বাতাসেই নড়বড়;
ঝরের সময় হলো শুরু
তাইতো ভয় পাচ্ছি গুরু!

৪| ০১ লা মে, ২০২২ রাত ১২:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভয়ের কোনো কারণ নাই,
বৈশাখে ঝড় বৃষ্টি হয়।
দেখতে দেখতে সয়ে গেছি
আসুক যত দুঃসময়।

০১ লা মে, ২০২২ রাত ১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া ভাই রইলো তাই
ঘরটা যে এবার টিকে যায়
এইবার যদি টিকে যায়
সামনে আর ভয় নাই।

৫| ০১ লা মে, ২০২২ রাত ১২:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: এবার ঈদের আনন্দ মনে হয় বৃষ্টি খেয়ে দিবে।

বিঃ দ্রঃ এটা আমার এক বন্ধুর ফেবু স্ট্যাটাস। কপিকপি পেস্ট করা হয়েছে।

০১ লা মে, ২০২২ রাত ১:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: হিসাব অনুযায় ৪ তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা। কখন কোথায় হয় বলা মুশকিল।

৬| ০১ লা মে, ২০২২ ভোর ৫:৪৯

প্রতিদিন বাংলা বলেছেন: জানতে ভালো লাগে তবে, মনে রাখতে না

০১ লা মে, ২০২২ সকাল ১১:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও মনে রাখি না, জেনেই আনন্দ।

৭| ০১ লা মে, ২০২২ সকাল ৭:৫৮

বিজন রয় বলেছেন: বৃষ্টিবলয় সবার জীবনে সুখবলয় নিয়ে আসুখ।

সুপ্রভাত, শুভকামনা।

০১ লা মে, ২০২২ সকাল ১১:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আপনার জন্যও রইলো শুভকামনা নিরন্তন।

৮| ০১ লা মে, ২০২২ বিকাল ৫:৫৪

কালো যাদুকর বলেছেন: বৃষ্টি বলয় -rain ring খুবই আজব নাম ৷
নিহারিকা -এর ইংরেজি কি?
এই টেকনিকেল শব্দগুলোর বাংলা পড়তে গিয়ে দাঁত ভেঙ্গে গেল।

ভয়ের কারন নেই - বাংলাদেশে বৈশাখে ঝড় মানুষের গা সহা হয়ে গেছে।

০১ লা মে, ২০২২ রাত ৮:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: নিহারিকার ইংরেজি Nebula
এইসব বাংলা করতে গেলে ছেরাচেরা লেগে যায়।

অব্যশই ভয়ের কারণ নেই। বৃষ্টিবলয় শব্দটা নতুন হলেও মূল জিনিসের অস্তিত্য আছে সেই আদিকাল থেকেই।

৯| ০১ লা মে, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

সোনাগাজী বলেছেন:



আশ্রমে আপনার মোট জমি কতটুকু? উহা কি ফসলের জমি ছিলো?

০১ লা মে, ২০২২ রাত ৮:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: এই প্রশ্নের জবার আপনাকে কয়েকবার দেয়া হয়েছে।
আশ্রমে জমি আছে ২৭ কাঠা।
পুকুরের মধ্যে ১০ কাঠার মত ছিলো ধানি জমি। বাকিটুকু পতিতো জমি। কোনো কোনো বছর যতসামান্য বেগুন, পেঁয়াজের চেষ্টা করতে দেখেছি ৫-৬ কাঠা জমিতে। সেই জমিটুকু এখনো তেমনই আছে। আমরা আর আমাদের ছালগ চরেবেরায় সেখানে। বাকিটুকু উচুঁ জমি ছিলো, সেখানে ঘর করেছি। একদেড় কাঠা ডোবার মতো আছে। সেখানে একবার দেখেছি ধইঞ্চা করেছিলো। সেখানে এখনো কিছু করা হয়নি।
ধইঞ্চা চিনেনতো?

১০| ০১ লা মে, ২০২২ রাত ১০:৩৭

রানার ব্লগ বলেছেন: বৃষ্টি টা খুব দরকার!!

০১ লা মে, ২০২২ রাত ১১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌ঢাকায় এখনো তো শুরু হলো না!!

১১| ০১ লা মে, ২০২২ রাত ১১:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই বিষয়ে আমরা সবসময় সবচে আপডেটেড তথ্য পাই আমাদের প্রিয় ব্লগার মোস্তফা কামাল পলাশ ভাইর কাছ থেকে!

দারুন সব আবহাওয়ার পূর্বাভাস সাথে জনসচেতনতা এবং কৃষক ও সাধারন মানুষের জানমাল সুরক্ষায় উনার আকুতি
প্রার্থনা এবং চেষ্টা অনন্য।

আপনার বৃষ্টি বলয়ে ভিজুক দেশ, ভিজুক তৃষিত মন

ঈদ মোবারক

০১ লা মে, ২০২২ রাত ১১:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
আমিও আছি অপেক্ষায় বৃষ্টি আসার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.