নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

২০২১ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি

২৫ শে মে, ২০২২ রাত ৩:১১

প্রতি বছর বলিউডে কতো কতো হিন্দি সিনেমা রিলিজ হয়!!

হিন্দি সিনেমা কিছু কিছু দেখি আমি। খুব বেশি বিচার বিবেচনা না করেই দেখি। দেখা শুরু করার পরে ভালো না লাগলে সামান্য দেখেই ছেড়ে দেই। কিছুটা ভাল লাগলে পুরটাই দেখি। আবার কোনো কোনো সিনেমা হয়তো একধিকবারও দেখা হয়ে যায়। ২০২১ সালে রিলিজ হওয়া হিন্দি সিনেমা গুলির মধ্যে আমি সর্ব সাকুল্যে ৯টি সিনেমা দেখেছি। এদের কোনোটিই দ্বিতীয় বার দেখার মতো হয় নি।

১। Antim-The Final Truth

এক কিশোরের মাস্তান হয়ে উঠা এবং তার শেষ পরিনতি দেখিয়েছে এই সিনেমায়।



২। Atrangi Re

এটি মেয়ে আর তার কাল্পনিক প্রমিকের কাহিনি এটি। যার পিছনে রয়েছে তার মা-বাবার করুন ইতিহাস।



৩। Bellbottom

একটি প্লেন হাইজ্যাক ও উদ্ধারের কাহিনি এই সিনেমায় দেখানো হয়েছে।
সত্য ঘটনার উপর নির্মিত এই সিনেমাটি।



৪। Bhuj-The Pride of India

ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ যুদ্ধ খেলা এই সিনেমায় দেখানো হয়েছে।



৫। Bob Biswas

বিদ্যা বালনের কাহানি সিনেমার কন্টাক কিলার বব বিশ্বাসের স্মৃতি হারিয়ে ফেরার পরের কাহিনী এটি।
সিনেমাটি আরো অনেক ভালো হতে পারতো।



৬। Bunty Aur Babli 2

পুরনো বান্টি অভিষেক থাকলে আরো ভালো হতো।



৭। Nail Polish

বেশ রহস্য তৈরি করা একটি সিনেমা। শুধু যদি উকিলের চরিত্রটা অন্যকেউ করতো।

৮। Radhe

মোটেও ভালো লাগে নাই।

৯। Sooryavanshi

সেই পুরনো থীম। পাকিস্তানের ট্যাররিস্ট গ্রুপ ভারতে বম্বিং করে, ভারতীয় পুলিশ তাদের ফিনিশ করে।


আরো দুই-একটা সিনেমা হয়তো পরে কখনো দেখা হবে।
আপাততো এই ৯টি সিনেমার মধ্যে সিরিয়াল করলে প্রথম ৩টি সিনামা হবে আমার দৃষ্টিতে-
১। Antim-The Final Truth
২। Nail Polish
৩। Bellbottom

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২২ সকাল ৮:৪৮

বিটপি বলেছেন: ভারতীয় সিনেমায় যদি পাকিস্তান বা মুসলিম শাসকদেরকে ভিলেন বানিয়ে কোন সিনেমা বানায়, সেটা বেশ উপভোগ্য হয়। এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হিন্দু নায়ককে একেবারে সুপারহিরো হয়ে যেতে হয়।

২৫ শে মে, ২০২২ বিকাল ৪:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন আপনি। এমনটাই করে ওরা।

২| ২৫ শে মে, ২০২২ সকাল ১১:১৫

রানার ব্লগ বলেছেন: বেশিরভাগি সুপার ফ্লপ সিনেমা !!!

২৫ শে মে, ২০২২ বিকাল ৪:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি হিট-ফ্লপের খবর খুব একটা রাখি না।

৩| ২৫ শে মে, ২০২২ সকাল ১১:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আগে বাংলা সিনেমার খুব ছিলাম। এখন সিনেমা দেখা মানে টাইম লস, সময়ই তো পাই না। তারপরও এ সিনেমাগুলো দেখেছি :

পদ্মাবত/পদ্মাবতী
তানাজি
বিদ্যা বালানের অভিনয় করা অংক নিয়া একটা গাঁজাখুরি বাট ইন্টারেস্টিং মুভি

২৫ শে মে, ২০২২ বিকাল ৪:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: পদ্মাবতী আমিও দেখেছি। এটি অবশ্য আরো আগের সিনেমা।
নতুন বাংলা সিনেমা খুব একটা দেখা হয় না।

৪| ২৫ শে মে, ২০২২ দুপুর ১২:১৫

অপু তানভীর বলেছেন: প্রথম ছয়টা দেখি নি । পরের তিনটা দেখেছি । রাধের মত হাস্যকর মুভি খুব কমই দেখেছি । অক্ষরকুমারের মুভিটা এভারেজ মুভি । যেমন হয়ে থাকে । তবে নেইলপলিশটা বেশ চমৎকার ছিল ।

২৫ শে মে, ২০২২ বিকাল ৪:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার সাথে আমি সম্পূর্ণ একমত।

৫| ২৫ শে মে, ২০২২ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: ইদানিং বলিঊডের মুভি আমাকে টানে না। আপনি পোস্টে যে মুভি গুলোর কথা বলেছেন, সব গুলো টেনে টেনে দেখেছি। ভালো পাই না।

এরচেয়ে সাউথ ইন্ডিয়ান মুভি পুষ্পা এবং আরআরআর (থ্রিপল আর) ভালো লেগেছে।

২৫ শে মে, ২০২২ বিকাল ৪:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: পুষ্পা এবং আরআরআর তো ২০২২ এর সিনেমা!!
আমি ২০২১ এর সিনেমার কথা বলেছি।

৬| ২৫ শে মে, ২০২২ দুপুর ২:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: মুভি দেখার ধৈর্য্য পাইনা। বাংলা নাটক দেখি। ভালো লাগে।

২৫ শে মে, ২০২২ বিকাল ৪:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: শেষ বার কবে নাটক দেখেছি মনে পরে না!

৭| ২৫ শে মে, ২০২২ দুপুর ২:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:


সবচেয়ে আয় করা মুভি কোনটা?

২৫ শে মে, ২০২২ বিকাল ৪:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার জানা নাই।
আমি শুধু আমার দেখা মুভি গুলির কথা বলেছি। সেগুলি সম্পর্কে কোনো তথ্য আমার জানা নাই।

মন্তব্যের ঘরে প্রশ্ন করাটা ছিলো চাঁদগাজীর স্বভাবে। তাপর প্রশ্নগুলি প্রায়সোই অপ্রাসঙ্গিক হতো।
আপনার প্রশ্নগুলি প্রাসঙ্গিক থাকে।

৮| ২৫ শে মে, ২০২২ বিকাল ৫:২৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: আমার দেখা ও মতে -

১। Antim - The Final Truth - আমি শেষ পর্যন্ত দেখার নীতিতে বিশ্বাসী হলেও মিনিট ২০ দেখেছিলাম বহুত ধৈর্য্য ধরে।

২।Atrangi Re - নায়ক- নায়কার কারনে পুরোটাই দেখা তবে কাহনীর গভীরতার অভাব ও অবাস্তব ঘটনা প্রবাহ পীড়াদায়ক ছিল।
৩। Bell Bottom - ঐতিহাসিক তথ্যের উপরে যদিও নির্মিত তথাপি তথ্য বিকৃতির দোষে দোষী তবে অক্ষয়ের উপর ভর করে মোটামুটি উতরে গেছে।

৪।Bhuj – The Pride of India - একই মদ ভিন্ন ভিন্ন বোতলে ভিন্ন নামে পরিবেশন যাতে ভারত মহান ও বীর আর
পাকিস্তান খল ও হারু যা বলিউডের এক নিয়মিত মেলোড্রামা পরিবেশনা।

৫।Bob Biswas - বব বিশ্বাস বিনোদনমূলক ক্রাইম থ্রিলার যাতে অভিনয় করেছে অভিষেক বচ্চন । বব বিশ্বাসের চরিত্রে অভিষেক বচ্চন একজন নীরব আততায়ী এবং একজন প্রেমময় ব্যক্তি, দ্বৈত ব্যক্তিত্বে সুন্দরভাবে অভিনয় করেছেন । তবে আরও ভাল হতে পারত এবং কাহনীর গতিপ্রকৃতি দর্শককে বিমোহীত করে রেখেছে এটা সত্যি।

৬।Bunty Aur Bably - 2 - Bunty Aur Bably তে অভিষেক বচ্চন ও রাণী মূখার্জীর যে প্রাণবন্ত অভিনয় ছিল সিক্যুয়েলে তা হারিয়ে গেছে। যদিও সাইফ আলী খানের অভিনয় নিয়ে কোন প্রশ্ন নেই তবে যারা আগের ছবি দেখেছে তার পুরো ছবিতেই অভিষেকের অভাব অনুভব করেছে বলেই আমার বিশ্বাস।

৭।Nail Polish - দেখিনি তাই বলতে পারছিনা তবে দেখব যদি সময় মিলে।

৮।Radhe - your Most Wanted Bhai Jan - ভাইজানের কারিশমাটিক কারিশমা ( নামের উপর একক ভাবে ছবি টেনে নেওয়া) মনে হয় শেষের দিকে । গত ২০২১ এর দু ছবিতেই তা মনে হচছে।

৯।SooryaVanshi - ঘুরে ফিরে একই জিনিষ - যা লাউ তাই কদু (একই মদ ভিন্ন ভিন্ন বোতলে ভিন্ন নামে পরিবেশন যাতে ভারত/ভারতীয়রা (রামের বংশধরেরা) মহান ও বীর আর পাকিস্তানীরা বা মুসলিমরা খল ও হারু যা বলিউডের এক নিয়মিত মেলোড্রামা পরিবেশনা।)

সবগুলোর মাঝে বব বিশ্বাস ছাড়া বাকী সবগুলিই আমার মতে :(( বেদনার।

২৫ শে মে, ২০২২ বিকাল ৫:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার আপনার বিশ্লেষণ। আপনি আপনার সাথে প্রায় একমত।
Nail Polish দেখে নিতে পারেন। অর্জুন রামপালের অভিনয় টুকু ইগনোর করতে হবে শুধু। খারাপ লাগবেনা মনে হয়। যদিও খুবই পরিচিত থিম।
ধন্যবাদ আপনাকে সুন্দর এই মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.