নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

হেরিটেজ ট্যুর ৬৫ : নারায়ণগঞ্জ - মুন্সিগঞ্জ

২৭ শে মে, ২০২২ রাত ১০:০১


Save the Heritages of Bangladesh এর ৬৫তম ট্রিপ ছিলো আজ ২৭শে মে ২০২২ইং ভোর ৬টা থেকে।
আজকের গন্তব্য ছিলো নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ। আজ সারা দিনে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ কিছু পুরনো বাড়ি, দূর্গ, মসজিদ, মন্দির, মঠ, মাজার ইত্যাদি ঘোরে ঘুরে দেখা হবে। ফেইবুক ভিত্তিক হেরিটেজ ভ্রমণ গ্রুপ এই Save the Heritages of Bangladesh। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরনো সব পরিচিত-অপিচিত-অর্ধপরিচিত স্থাপনা ঘুরে ঘুরে খুঁজে খুঁজে বের করে দেখা হচ্ছে গ্রুপটির একটি বিশেষ দিক। ২০১৪ সালের ১লা মে তারিখে গ্রুপটি তাদের প্রথম ডে ট্রিপ শুরু করে। আমি গ্রুপটির সন্ধান পাই তাদের ২৫তম হেরিটেজ ট্যুরে। সেটি ২০১৬ সালের ২৮ অক্টোবরের কথা। সেই ট্রিপে ঘুরেছিলাম আড়াইহাজার, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এলাকায়। মূলত প্রতি মাসের শেষ শুক্রবার গ্রুপটি থেকে ডে ট্রিপের আয়োজন করা হয়। এখন পর্যন্ত আমি Save the Heritages of Bangladesh এর সাথে ২৭টি ট্রিপে অংশ নিয়েছি। হেরিটেজ সম্পর্কে আগ্রহ থাকলে আপনারাও যোগ দিতে পারেন।

যাইহোক ৬৫তম ট্রিপে আমারা যা যা দেখেছি তার একঝলক -

নারায়ণগঞ্জ সদরের
০১। হাজীগঞ্জ দূর্গ





০২। হাজীগঞ্জ শাহী মসজিদ




০৩। বিবি মরিয়মের সমাধি




০৪। বিবি মরিয়ম মসজিদ




০৫। জেলা প্রশাসকের বাসস্থান




০৬। কুমুদিনী ট্রাস্ট




০৭। আশরাফিয়া মসজিদ




০৮। ফকিরটোলা মসজিদ




০৯। বোস কেবিন




মুন্সিগঞ্জের
১১। ইদ্রাকপুর দুর্গ





১২। চৌধুরী বাড়ির মঠ




১৩। চৌধুরী বাড়ির একাংশ




১৪। বাবা আদম মসজিদ




১৫। কাসকির দরোজা




১৬। বিক্রমপুর বিহার




১৭।পন্ডিতের ভিটা




=================================================================
মরুভূমির জলদস্যুর ভ্রমণ বিলাস
সিলেট ভ্রমণ : হযরত শাহজালাল ও শাহপরান দরগাহ, চাষনী পীরের মাজার, বিছনাকান্দি, লালাখাল, জাফলং, হরিপুর পরিত্যাক্ত গ্যাস ফিল্ড
শ্রীমঙ্গল ভ্রমণ : লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক,
খাগড়াছড়ি ভ্রমণ : আলুটিলা গুহা, রিছাং ঝর্ণা, শতবর্ষী বটগাছ, ঝুলন্ত সেতু, অপরাজিতা বৌদ্ধ বিহার
রাঙ্গামাটি ভ্রমণ : সুভলং ঝর্ণা ও কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, রাজবাড়ি ও রাজবন বিহার
বান্দরবান ভ্রমণ : নীলগিরি, শৈলপ্রপাত, নীলাচল, মেঘলা, স্বর্ণ মন্দির
কক্সবাজার ভ্রমণ : রঙ্গীন মাছের দুনিয়া, আগ্গ মেধা ক্যাং, বিজিবি ক্যাম্প মসজিদ, ভুবন শান্তি ১০০ সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি, রামু কেন্দ্রীয় সীমা বিহার, রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার, ইনানী সৈকত, টেকনাফ সৈকত, মাথিনের কুপ, টেকনাফ জেটি, সেন্টমার্টিন, ছেড়া দ্বীপ
নারায়ণগঞ্জ ভ্রমণ: ১নং ঢাকেশ্বরী দেব মন্দির, টি হোসেন বাড়ি, কদম রসুল দরগাহ, সোনাকান্দা দূর্গ, হাজীগঞ্জ দূর্গ, বাবা সালেহ মসজিদ, বন্দর শাহী মসজিদ, সিরাজ শাহির আস্তানা, কুতুববাগ দরবার শরিফ, বালিয়াপাড়া জমিদার বাড়ী, পালপাড়া মঠ, বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি, মহজমপুর শাহী মসজিদ
দিনাজপুর ভ্রমণ: রতনপুর জমিদার বাড়ি বা রখুনি কান্ত জমিদার বাড়ি, স্বপ্নপুরী
=================================================================

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২২ রাত ১০:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক্ষন আপনার ব্লগে আটকে ছিলাম। চমৎকার সব ছবি।
৬৬ তম ট্রিপ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদ থাকুন।

২৭ শে মে, ২০২২ রাত ১০:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২| ২৭ শে মে, ২০২২ রাত ১০:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



ছবিব্লগ ভালো হয়েছে। ৮ ও ৯ নম্বর ছবিতে ডিশ ও ইন্টারনেটের ক্যাবল হচ্ছে দেশের গার্বেজ।


২৭ শে মে, ২০২২ রাত ১০:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
এইসব নিয়েই চলতে হবে।

৩| ২৭ শে মে, ২০২২ রাত ১০:৩৫

সোনাগাজী বলেছেন:



অনেক কিছু ছিলো আগের বাংলায়, শুধু স্কুল ছিলো না।

২৭ শে মে, ২০২২ রাত ১০:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: হাজার বছর আগে বাংলায় বিশ্ববিদ্যালয় ছিলো।
আপনি পণ্ডিত অতীশ দীপঙ্করের নাম শোনেন নি?
১৬ নাম্বারটি একটি হজার বছরের পুরনো বিশ্ববিদ্যালয়।
১৭ নাম্বারে অতীশ দীপঙ্করের ভিটা।

৪| ২৭ শে মে, ২০২২ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: একদিন আপনাকে নিয়ে আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুর ঘুরতে যাবো। যাবেন? ছবি টবি তুলবো। খাবো।

২৭ শে মে, ২০২২ রাত ১১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: এর আগেও আপনি কয়েকবার এই প্রস্তাব দিয়েছেন। এবং প্রতিবারই আমি বলেছি যাবো।
ঈদের ১০-১২ দিন পরে চলেন।

৫| ২৮ শে মে, ২০২২ সকাল ৯:৩১

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর এখনও নারায়্গঞ্জ যাওয়া হয়নি দাদা

২৮ শে মে, ২০২২ দুপুর ১২:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: সময় সুযোগ করে কখনো বেড়িয়ে আসবেন।
শুভকামনা রইলো।

৬| ২৮ শে মে, ২০২২ সকাল ১১:০৪

সোনাগাজী বলেছেন:



মনে হয়, পড়ালেখার শুরুটা ইউনিভার্সিটি থেকেই শুরু হতো।

আমি ব্লগার না'হলো তরকারী'কে পরামর্শ দিয়েছি, অনার্স শেষ করে যেন হাইস্কুলে ভর্তি হয়ে যান।

২৮ শে মে, ২০২২ দুপুর ১২:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: মনে হয়, পড়ালেখার শুরুটা ইউনিভার্সিটি থেকেই শুরু হতো।
আপনার আক্কেল নিয়ে মাঝে মাঝে আমার সন্দেহ হয়।

আমি ব্লগার না'হলো তরকারী'কে পরামর্শ দিয়েছি, অনার্স শেষ করে যেন হাইস্কুলে ভর্তি হয়ে যান।
উচিত করেন নি।
আপনি নিজেকে যতটা জ্ঞানী মনে করনের, সকলেই ঠিক ততোটা জ্ঞানী হবে এটা আশা করা বোকামী।

৭| ২৮ শে মে, ২০২২ দুপুর ১২:৩৩

রানার ব্লগ বলেছেন: সব ছবি গুলো বেশ চমৎকার !!!! আপনার কাছ থেকে ছবি তোলার তালিম নিতে হবে !!!

২৮ শে মে, ২০২২ দুপুর ১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি ছবি তোলার তেমন নিছুই জানি না। ক্যঅমেরা ধরি, ফোকাস ঠিক করি আর ধুম ধাম ক্লিক করি।

৮| ২৮ শে মে, ২০২২ দুপুর ১২:৩৪

জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর ছবি ব্লগের জন্য ধন্যবাদ।

২৮ শে মে, ২০২২ দুপুর ১:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ জানাই।

৯| ২৮ শে মে, ২০২২ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: হ্যাঁ যাবো। অবশ্যই যাবো।

২৮ শে মে, ২০২২ রাত ১০:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.