নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ডেসকো প্রিপেইড মিটারের প্রায় সকল তথ্য দেখুন

০৬ ই জুন, ২০২২ রাত ১২:৩৭



ডেসকো ঢাকা শহরের অনেক এলাকাতেই প্রিপেইড মিটার লাগিয়ে দিয়েছে।
প্রিপেইড মিটারের ফলে কিছু কিছু সুবিধা যেনমন হয়েছে তেমনি নানান ধরনের অসুবিধাও তৈরি হয়েছে। আজকে অবশ্য আমি সেই সব নিয়ে আলোচনা করবো না। আমি দেখাবো ডেসকোর প্রিপেইড মিটারের ওয়েব সাইটে ঢুকে কি কি তথ্য দেখা যায়। এই সাইটটি থেকে আপনি আপনার মিটারটির প্রায় সকল তথ্য জানতে পারবেন। চলুন তাহলে দেখে নেয়া যাক।
প্রথমেই ডেসকোর প্রিপেইড মিটারের সাইটটিতে যেতে হবে। সেখান থেকে কাস্টমার লগিং ক্লিক করতে হবে। কাস্টমার পোর্টালটি ওপেন হবে।
এবার আপনি আপনার কার্ডে থাকা কাষ্টমার নাম্বার বা মিটার সিরিয়াল নাম্বার লিখে সার্চ দিন।




গত এক বছরের রিচার্জ দেখতে পাবেন



দৈনিক ও মাসিক বিদ্যুৎ ব্যবহারের হিসাব দেখতে পাবেন



গত ১২ মাসের সাথে এই বছরের মাসগুলির বিদ্যুৎ ব্যবহারের তুলনা দেখতে পাবেন



গত ১২ মাসের সাথে এই বছরের মাসগুলিতে রিচার্জের পরিমানের তুলনা দেখতে পাবেন



গত ১২ মাসে প্রতিটি মাসের সর্বচ্চো ডিমান্ড কতো ছিল তা দেখতে পারবেন

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২২ রাত ১:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ দারুন তো!
আমার জানা ছিলো না।
আপনাকে ধন্যবাদ জানানোর জন্য।

০৬ ই জুন, ২০২২ রাত ২:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে।

২| ০৬ ই জুন, ২০২২ সকাল ৮:৪৬

বিটপি বলেছেন: প্রতি মাসে ১৮০ টাকা ডিমান্ড চার্জ নেবার যৌক্তিক কারণ কি? ৫০০ টাকা রিচার্জ করলে ২০ দিনও যায়না।

০৬ ই জুন, ২০২২ সকাল ১১:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: সরকারি হিসাবে বেশ শক্ত যৌক্তিক কারণ রয়েছে। নেটে সামান্য সার্চ দিলেই পেয়ে যাবেন আমাদের জন্য সরকার কি পরিমান ভরতুকি দিচ্ছে আর কশ্ট সহ্য করছে (!!)।

৩| ০৬ ই জুন, ২০২২ সকাল ৯:২৬

মিষ্টি লবণ বলেছেন: ডিমান্ড চার্জ প্রতি লোডে ৩০ টাকা। প্রিপেইড মিটার ভাড়া সিঙ্গেল ফেজ ৪০ টাকা আর থ্রি ফেজ ২৫০ টাকা। এবং যত টাকা রিচার্জ করবেন তার ৫ শতাংশ ভ্যাট।( মাসে ১ বার)।
মাসে একাধিকবার রিচার্জ করলে শুধুমাত্র যত টাকা রিচার্জ করবেন তার ৫ শতাংশ ভ্যাট কাটবে। বাকি গুলো মাসে শুধু ১বারই কাটবে।

০৬ ই জুন, ২০২২ সকাল ১১:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: সঠিক তথ্য।

৪| ০৬ ই জুন, ২০২২ সকাল ৯:৩৩

জুল ভার্ন বলেছেন: বাহ অনেক তথ্যময়।

০৬ ই জুন, ২০২২ সকাল ১১:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রতি মাসে কত বিল দিচ্ছি সেটি টুকে রাখা আমার পুরনো স্বভাব। এখন সেটি বুঝতে পারা কঠিন হয়ে গেছিলো। শেষে খুঁজতে খুঁজতে এটি পেয়ে গেছি।

৫| ০৬ ই জুন, ২০২২ সকাল ৯:৫৯

সোনাগাজী বলেছেন:



"Power is yours, Money is ours."

০৬ ই জুন, ২০২২ সকাল ১১:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: বলেছেন ভালো।
আপনাদের বিদ্যুৎ বিল কি করে দেন, কেমন দেন?

৬| ০৬ ই জুন, ২০২২ দুপুর ১২:১৬

সোনাগাজী বলেছেন:



আমেরিকার সব বিল অনলাইনে, ২/১মিনিট সময় লাগে।

০৬ ই জুন, ২০২২ দুপুর ১২:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমরাও কিছু কিছু বিল আনলাইদে দিচ্ছি।

৭| ০৬ ই জুন, ২০২২ দুপুর ১২:৪৮

আখেনাটেন বলেছেন: নানারকম টেকনিক্যাল ঝামেলা ও চার্জ-ফার্জ বাদ দিলে......এটা একটি ভালো কাজ হয়েছে.....এট লিস্ট মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়ানো লাগছে না।

০৬ ই জুন, ২০২২ দুপুর ২:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন। এটাই সময়ের চাহিদা। তবে কিনা ফল পেতে হলে গাছের যত্ন নিতে হয়। আমাদের এখানে যত্নের অভাব।
গত পরশু আমি দেখলাম ২টি মিটারে টাকা শেষ। আমি রাতেরদেড়টার দিকে ৫০০ টাকা করে রিচার্জ করে রাখলাম। পরদিন সকালে ১১টার দিকে আমাকে জানালো দুই মিটারে বিদ্যুৎ নেই। চেক করে দেখলাম টাকা কেটেছে ঠিকই কিন্তু মিটারে রিচার্জ হয় নাই। এর আগেও বে কয়েকবার এমন হয়েছে। তখন আবার কার্ড আর টাকা দিয়ে পাঠাল রিচার্জ করাতে। কার্ডে রিচার্জ করে সেই কার্ড মিটারে ঢুকানোর পরে দুটি রিচার্জই লোড হয়ে বিদ্যুৎ এলো।

৮| ০৬ ই জুন, ২০২২ দুপুর ১:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদিন হয়তো সবকিছুই এক ক্লিকে হয়ে যাবে।

০৬ ই জুন, ২০২২ দুপুর ২:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: এটাই সময়ের চাহিদা।

৯| ০৬ ই জুন, ২০২২ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: ভালো একটি পোষ্ট দিয়েছেন।

০৬ ই জুন, ২০২২ দুপুর ২:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: কারো কারো কাজে লাগতে পারে ভেবেই এই পোস্টটি দেয়া।

১০| ০৬ ই জুন, ২০২২ রাত ১০:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অত্যন্ত ধন্যবাদ
..................................................................................
আমার এই বিষয়ে পর্যবেক্ষণ আবশ্যক

০৬ ই জুন, ২০২২ রাত ১০:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার কাজে লাগতে পারে জেনে আনন্দিত হলাম।

১১| ০৬ ই জুন, ২০২২ রাত ১০:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কারন একটু বলি,
বাসায় ২ কিলো ওয়াট দিয়ে চলছে ১৭/১৮ বৎসর
এখন চালাকি করছে, বলছে কিলো ওয়াট বাড়াতে হবে ।

.................................................................................
আমি সব হিসাব করে দেখলাম তা লাগবে না !
তাহলে চালাকীটা কোথায় করছে ???

০৬ ই জুন, ২০২২ রাত ১০:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি এই বিষয়গুলি একেবারেই বুঝি না। সবচেয়ে ভালো হবে আপনার বাড়িতে যে ইলেকট্রিশিয়ান কাজ করে তার সাথে আলাপ করলে।

১২| ০৭ ই জুন, ২০২২ রাত ১২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: দরকারি পোস্ট ।

০৭ ই জুন, ২০২২ রাত ১২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.