নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা হলিউড মুভি - ০১

০৮ ই জুন, ২০২২ দুপুর ১:৩০

একসময় Star Movies, HBO ইত্যাদি চ্যানেল গুলিতে প্রতি রাতেই হলিউডের মুভি দেখতাম। পরে আরো কিছু চ্যানেলে হিন্দি ডাব হলিউড মুভি দেখাতো। সেগুলিও আগ্রহ নিয়ে দেখতাম। কত শত মুভি দেখেছি তখন!!

কিছু কিছুর নাম মনে আছে, কিছু কিছুর মনে নেই। কোনোটির হয়তো নাম মনে আছে, কাহিনী মনে নেই। কোনটি একাধীকবার দেখা হয়েছে, কোনটি একবার দেখেই আর দেখার ইচ্ছে হয়নি। হলিউডের পুরনো মুভি গুলির মধ্যে সবচেয়ে পুরনো যে মুভিটির কথা মনে পরে সেটি হচ্ছে ১৯৭৩ সালে রিলিজ হওয়া হরোর সিনেমা The Exorcist. সেটিকে প্রথম ধরে রিলিজ ডেট হিসাবে আমার দেখা ১ থেকে ৫টি মুভি সম্পর্কে সামান্য কিছু তথ্য দিচ্ছি।

০১ : The Exorcist (1973)

এটি একটি হরোর সিনেমা। এই গল্পটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি। হুমায়ূন আহমেদ এই সিনেমার মূল উপন্যাস থেকে এই বইটি বাংলায় অনুবাদ করেছিলেন একই নামে।



০২ : Alien (1979)

অসাধারণ একটি সাইন্স ফিকশন মুভি। আমার জন্মেরও আগে রিলিজ হওয়া এই সিনেমাটি আমি অনেকবার দেখেছি।
এটি আসলে ৬টি মুভি নিয়ে এলিয়েন সিরিজের প্রথম রিলিজ হওয়া মুভি। যারা সাই-ফাই সিনেমা পছন্দ করেন তারা এই সিরিজটি দেখে নিতে পারেন। এই সিনেমায় দেখানো হয়েছে এলিয়েনদের একটি মহাকাশযান গিয়ে পরে একটি গ্রহে যেখানে বিজ্ঞানীদের একটি কলনী ছিল। এলিয়েনরা বিজ্ঞানীদের সবাইকে হত্যা করে ফেলে। ঠিক তখন সেখান থেকে একটা সিগনাল পায় পাশের আরেকটি কারগো মাহাকাশযান। তারা সেই গ্রহে গিয়ে একে একে সকলেই মারা পরে এলিয়েনদের হাতে। শুধু রিপলি নামের একটি মেয়ে কোনো রকমে বেঁচে ফিরে আসে।
সাই-ফাই মুভি সিরিজ Alien পোস্টে আমি এই সিরিজ সম্পর্কে প্রায় সকল তথ্য জানিয়েছি।




০৩ : The Blue Lagoon (1980)

এটি রোমান্টিক সারভাইভাল ড্রামা মুভি। সাত বছর বয়সি চাচাতো ভাই-বোন রিচার্ড ও এমেলিন একটি জাহাজ ধ্বংসের পরে প্রশান্ত মহাসাগরের একটি সুন্দর দ্বীপে উঠে আসে। তাদের সাথে ছিল বয়ষ্ক লোক। তিনি ওদের দুজনকে বেঁচে থাকার মৌলিক বিষয়গুলো শিখাতে থাকেন। এক সময় সেই লোকটিও মারা যায় তবে ততো দিনে রিচার্ড ও এমেলিন কিশোর কিশোরী। এক সময় তারা প্রেম ও যৌনতা আবিষ্কার করে নিজেরাই।
সময় করে পুরনো এই চমৎকার সিনেমাটি দেখে নিতে পারেন। তবে বাচ্চা-কাচ্চাদের নিয়ে দেখতে বসবেন না। তাছাড়া এই সিনেমার আরো একটি পর্ব আছে Return to the Blue Lagoon ১৯৯১ সালে রিলিজ হয় সেটি।




০৪ : The Gods Must Be Crazy (1980)

এটি একটি কমেডি মুভি
আফ্রিকার প্রত্যন্ত মরুভূমিতে এক উপজাতী নেতা হঠাত করেই একটি প্লেন উড়ে যেতে দেখে। সে ভাবে একটি দেবতাদের কোনো বাহন হবে। ঠিক তখনই একটি খালি কোকা-কোলার বোতল পড়ে প্লেন থেকে এসে পরে তার সামনে। সে ভাবে এটি দেবতারা তাকে উপহার দিয়েছে। অদ্ভুত এই বস্তুটি গ্রামবাসীরা নানান কাজে লাগাতে শুরু করে। এক সময় এই বস্তুটির জন্য গ্রামবাসীদের মধ্যে লড়াইয় শুরু হয়। উপজাতী নেতা শান্তি পুনরুদ্ধারের জন্য বোতলটি দেবতাদের কাছে ফিরিয়ে দেয়ার জন্য "পৃথিবীর শেষ" প্রান্তের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেই যাত্রায় তারা সাথে ঘটা নানান অদ্ভূত ঘটনা নিয়ে এই সিনেমা। সিনেমাটির পরে আরো একটি পর্ব বের হয়।



০৫ : Indiana Jones and the Raiders of the Lost Ark (1981)

ইন্ডিয়ানা জোন্স ৪ পর্বের একটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিরিজ। ২০২৩ সালে এই সিরিজের আরো একটি মুভি রিলিজ হওয়ার কথা আছে।

সিনেমায় দেখা যায় ডক্টর ইন্ডিয়ানা জোনস একজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ এবং জাদুবিদ্যার বিশেষজ্ঞ। মার্কিন সরকারের অনুরোধে তিনি একটি সিন্দুক খুঁজে বের হন। দুর্ভাগ্যবশত হিটলারের এজেন্টরাও ঐ সিন্দুকের পিছনে লেগেছে। জোনস উদ্ধার করবে সেই সিন্দুকটি।

এই মুভিটি প্রথমে রিলিজ হলেও এটি আসলে সিরিজের দ্বিতীয় কাহিনী। প্রথম কাহিনীর নাম হচ্ছে Indiana Jones and the Temple of Doom, এই মুভিটি ১৯৮৪ সালে রিলিজ হয়।



=================================================================
সিনেমা নিয়ে আমার আরো কিছু পোস্ট -
The Invisible Guest
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ১
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ২
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ৩
জনি ডেপের সিনেমা "Nick of Time"
টাইম-লুপ নিয়ে হিন্দি সিনেমা Looop Lapeta
আইনি ড্রামা সিনেমা - জয় ভীম (Jai Bhim)
সাই-ফাই মুভি সিরিজ Alien
২০২১ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি
=================================================================

মন্তব্য ৪৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: সব গুলো মুভিই বহু পুরানো। সব গুলোই দেখেছি।
''দ্য গড মাস্ট বি ক্রেজি'' দারুন মুভি। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। এই মুভিটা নিয়ে আমি সামুতে লিখেছিলাম।

০৮ ই জুন, ২০২২ দুপুর ১:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর এই মন্তব্যের জন্য।
ইদানিং আপনার মন্তব্যগুলি প্রাসঙ্গিক ভাবে সুন্দর হয়ে উঠাটা কমে গিয়েছিলো। আশা করছি আবার সব ঠিক হয়ে উঠবে।
যাইহোক আমি পুরুন থেকেই শুরু করলাম, ধীরে নতুনের দিকে আসবে।
সবগুলি মুভিই আপনার দেখা আছে জেনে ভালো লাগলো।

আপনার লেখা দ্য গডস মাস্ট বি ক্রেজি মুভির লেখাটির লিংক থাকে দিতে পারেন, পড়ে দেখবো।

২| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১:৪৯

অপু তানভীর বলেছেন: সম্ভবত সেই ১৯৯৭ সাল থেকে আমাদের বাসায় ডিস সংযোগ ছিল । সালটা মনে আছে কারণ এই সালে টাইটানিক মুভি মুক্তি পেয়েছিলো এবং ডিসের লোকাল চ্যানেলে এই মুভিটা বারবার দিত ! সেই সময়ে ইংরজি মুভি দেখা হত না । মূলত দেখা হত হিন্দি মুভি । আমি দেখতাম কার্টুন !
উপরে যে মুভির গুলোর কথা বললেন তার সব গুলো আমি দেখেছি ভিসিটি আর ভিডিডি প্লেয়ারে । লিস্টের ভেতরে এক্সরসিস্ট মুভিটা সব থেকে বেশি ভাল আমার কাছে, ভয়ের মুভি বলে কথা । আর ইন্ডিয়ানা জোন্স নিয়ে তো কোন কথাই হবে না । সেই বয়সে এই মুভি গুলো আমার খুব পছন্দের ছিল ! ইভেন এখনও পছন্দের খুব বেশি !

০৮ ই জুন, ২০২২ দুপুর ২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে চমৎকার এই মন্তব্যের জন্য।
আপনিও আমার মতো পুরনো এই ৫টি সিনেমাই দেখেছেন জেনে ভালো লাগলো।
১৯৯৮ সালে আমি একটি বাংলা সাদা-কালো সিনেমা দেখি, নাম - গল্প হলেও সত্য। সেই সিনেমা দেখে আমি মুগ্ধ!! পরে আরো অনেক পুরনো সিনেমা দেখেছি, যেমন- পরশ পাথর, ভানু পেলো লটারি, জমালয়ে জীবন্ত মানুষ ইত্যাদি। সেগুলি নিয়েও একটি লেখা দেয়ার ইচ্ছে আছে।

৩| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:

The God Must be Crazy "মানুষকে ক্রেজি বানিয়ে রেখেছে এখনো। হরর মুভি কেমন দেখা হয়?

০৮ ই জুন, ২০২২ দুপুর ২:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: The God Must be Crazy অভিনেতার জীবন, তাদের পরিবেশ আমাদের কাছে স্বপ্নের মতো। আমরা দূর থেকেই দেখতে পছন্দ করি, কাছে যেতে যাই না।
হরর মুভি আমাকে টানে না, খুব একটা দেখা হয় না।
আমার পছন্দ সাইন্স ফিকশন মুভি।
আপনার পছন্দ কি?

৪| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: ব্লু লেগুন যখন দেখেছিলাম বয়সটা অনেকটাই কম ছিল। অসাধারণ লেগেছিল।

০৮ ই জুন, ২০২২ দুপুর ২:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ইয়ে, মনে আমারও বয়সটা কম ছিলো তখন। পুরাই স্বপ্নের মতো ছিলো সিনেমাটি!!
তখন ডিস লাইনে মুভি চ্যানেলে মুভি দেখতে হত বলে চাইলেই বরবার দেখা যেতো না। এখন মুভি দেখা খুব আরামের হয়ে গেছে।

৫| ০৮ ই জুন, ২০২২ দুপুর ২:০৩

হাসান রাজু বলেছেন: The Gods Must Be Crazy, গাছের উপরে গাড়ি। এই সিনটা সবার আগে মনে পড়ে। আর পার্ট-২ এ দুই ভাইয়ের এডভেঞ্চারপূর্ণ জার্নি। সাথে গোঁয়ার টাইপের সেই honey badger....

০৮ ই জুন, ২০২২ দুপুর ২:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: এই সিনেমার অভিনেতা সত্যিকারের একজন আদিবাসী!!
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৬| ০৮ ই জুন, ২০২২ দুপুর ২:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:

:আপনার পছন্দ কি?

- থ্রিলার+সায়েন্স ফিকশন (নোলানের কিছু মুভি দেখেছিলাম); কলকাতার সৃজীতের মুভি দেখেছি, টিভি সিরিজের মধ্যে "Prison break/Money Heist.

একসময় লিস্ট নিয়ে বসেছিলাম সব শেষ করবো দেখে,পরে খেই হারিয়ে ফেলি ; এখন তেমন একটা দেখা হয়না।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৩:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: ক্রিস্টোফার নোলান এর মেমেন্টো, ইনসেপশন, ইন্টারস্টেলার, টেনেট মুভি গুলি একাধিকবার করে দেখেছি। একাধীকবার করে দেখেছি। বুঝে উঠা বেশ শক্ত।
সৃজীতের মিশর রহস্য, ভিঞ্চি দা, গুমনামি দেখেছি। গুমনামি টা বেস্ট।
টিভি সিরিজ দেখা হয় না আমার।
অঞ্জন দত্তের করা ব্যোমকেশের মুভি গুলি দেখতে পারেন।

৭| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৩:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কি মন্তব্য করবো ভেবে পাচ্ছিনা কারণ আমি টিভিই দেখিনা। দেখিনা মানে দেখার সময় পাইনা আর মুভি দেখবো কখন?

০৮ ই জুন, ২০২২ বিকাল ৩:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: কি আর করার।
আমার হাতে সময়ের অভাব নেই বলে প্রচুর সিনেমা দেখা হয়েছে। এখনো দেখি। তবে সমস্যা হচ্ছে এখন মুভি দেখতে শুরু করলেই ঘুমিয়ে যাই।

৮| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৩:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লু লাগূন দেখার ইচ্ছা সৃষ্টি হইল।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৩:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: একা একা দেইখেন। ;)

৯| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৩:২৪

শূন্য সারমর্ম বলেছেন:

নেতাজীর 'আসল ইতিহাস কি?

০৮ ই জুন, ২০২২ বিকাল ৩:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আসল ইতিহাস রহস্যেমোরা।

১০| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৩:২৫

জুল ভার্ন বলেছেন: উল্লেখিত সব মুভিই দেখেছি।

ব্রুক শিল্ড! সে কি শিহরণ! বিশ্ববিদ্যালয় জীবনের প্রায় শেষ দিকে দ্য ব্লু লেগুণ দেখে ব্রুক শিল্ডের প্রেমে পরে যাই।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৩:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: তালিকার ৫টি মুভিই দেখেছেন জেনে ভালো লাগলো।
ব্রুক শিল্ডসের সেই সময়কার ইনোসেন্ট অবোবয় মনে ছাপ ফেলেছে প্রায় সকল দর্শকেরই। আমারও।

১১| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৩:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: হা হা হা ঠিক আছে দেখুম নে।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: দ্য ব্লু লেগুণ দেখার সময় মনে মনে সিনেমার মধ্যেই ঢুকে যাবেন যদি আরাম করে দেখতে পারেন। স্বপ্নের মতো মনে হবে। অবশ্য এখনকার পোলাপাইনের আবেগ কম, দেখে দেখে চোখ গেছে বাত্তি হয়ে।
দেখন, কেমন লাগে জানিয়েন।

১২| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আগে দেখতাম এসব মুভি
যত্তসব আজগুবি কান্ড কারখানা

এখন আর কিছুই দেখা হয় না

০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আজগুবি কাণ্ডকারখান দেখতে আমার এখনো ভালো লাগে, তাই দেখি।

১৩| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:২৩

বুড়া ভাম বলেছেন: সম্ভবত ২০০৩-০৪ এর দিকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ব্রিটিশ কাউন্সিল থেকে ডিভিডি এনে হল থেকে দেখলাম The God Must be Crazy । দেখে কালাহারির বুশম্যানের প্রেমে পড়ে গেলাম । এ জিনিস তো বাড়িতে দেখাতেই হবে । অনেক কষ্টে সিডি তে কপি করে নিয়ে গ্রামের বাড়িতে যাবার সময় নিয়ে গেলেম । বাচ্চাকাচ্চা বুড়া- বুড়ি সবাই দেখে মজা নিল । কিন্তু ঘটনা এখানেই শেষ নয় ----

দুই দিন পর বাড়িতে আত্মীয় সকল মিলে টিভি দেকছি ছয় বছরের ভাতিজা এসে কান্নাকাটি শুরু করল " কাকু আমি এই সব দেখব না আমি ন্যাংটা সিনেমা দেখব, তুমি ন্যাংটা সিনেমা চালু কর "

০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক

আপনার স্মৃতিচারণমূলক মন্তব্যে আনন্দ পেলাম। ধন্যবাদ আপনাকে।

১৪| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:৩০

সোনাগাজী বলেছেন:



অনেক পরিচালক ধন্য হয়েছেন?

০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি ধন্য হয়েছেন?

১৫| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লিস্টের প্রতিটা মুভিই পছন্দের। ছোটবেলায় প্রথম হরর মুভি দেখেছিলাম ''ইভিল ডেড'। খুব ভয় পেয়েছিলাম। এখন অবশ্য হাসি পাই।
তবে দ্য এক্সরসিস্ট' এখনো আতংক জাগায়। সম্ভবত হুমায়ন আহমেদের বইয়ের প্রভাব আছে। লিষ্টের সবচেয়ে প্রিয় মুভি "ইন্ডিয়ানা জোন্স। সেরা দশ বলতে পারেন।
অনেকদিন মুভি দেখিনা সেভাবে। গত কোরবানি ঈদের আগের ঈদে আয়োজন করে দ্য পার্জ (The Purge) সিরিজ দেখেছিলাম। গত বছর সম্ভবত The Forever Purge রিলিজ পেয়েছে। দেখা হয়নি।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
এই পাঁচের পছন্দের তালিকা করলে আমি প্রথমে রাখবো এলিয়েন দ্বিতীয় রাখবো The Blue Lagoon কে।

১৬| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:১৭

ফয়সাল রকি বলেছেন: এলিয়েন সিরিজটা দেখা হয়নি।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: সাই-ফাই মুভি পছন্দ হলে এই সিরিজটা অবশ্যই দেখে নিবেন।
শুরু করবেন প্রমিথিউস থেকে, এই সিরিয়ালে....
১। Prometheus (2012)
২। Alien: Covenant (2017)
৩। Alien (1979)
৪। Aliens (1986)
৫। Alien3 (1992)
৬। Alien Resurrection (1997)

১৭| ০৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৫

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: বেশিরভাগ মুভিই দেখেছি, এখন টিভিতে ভালো কোনো মুভি চ্যানেল খুজে পাই না। আকাশ নিলাম এক্সট্রা কিছু পাওয়ার আশায় কিন্তু আকাশ এর চাইতে আমার আগের কেবল লাইন ই ভালো ছিল। অনেক প্রিয় চ্যানেল খুজে পাই না ।

০৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এখন টিভি দেখা একেবারেই কমে গেছে।
তবে ডাউনলোড করে পছন্দের মুভি দেখা নিয়মিতোই চলে।

১৮| ০৮ ই জুন, ২০২২ রাত ৯:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইন্ডিয়ানা জোন্‌স, ক্লোন মুভিজ অব জেমস বন্ড আমার অনেক ভালো লাগার মুভি সিরিজ। গড মাস্ট বি ক্রেইজি ভালো মুভি। বাকিগুলো দেখেছি কিনা মনে পড়ে না।

ছবি দেখার পোকা ছিলাম (বাংলা ছবি)। এখন ছবিটবিতে ২/৩ মিনিট সময় দিতে গেলেই ছটফট করি মূল কাজে ফিরে যেতে :)

০৮ ই জুন, ২০২২ রাত ৯:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
আমি ইদানিং মুভি দেখা শুরু করলেই ঘুমিয়ে যাই। এক মুভি দেখতে ১০-১২ বার বসতে হয়।

১৯| ০৮ ই জুন, ২০২২ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ।

০৮ ই জুন, ২০২২ রাত ১০:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: এমনকি কখনো হয়ে যে আপনি কখনো মন্তব্য করেছেন আমি তার প্রতি উত্তর করিনি?

২০| ০৮ ই জুন, ২০২২ রাত ১১:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দ্য পার্জ (The Purge) দেখেছেন?

০৮ ই জুন, ২০২২ রাত ১১:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: না, এখনো দেখা হয়নি। তবে আগ্রহ জাগছে দেখার।

২১| ০৯ ই জুন, ২০২২ রাত ১২:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বেশি আশা নিয়ে দেখবেন না। সতর্ক করে দিলাম। :-<

০৯ ই জুন, ২০২২ সকাল ১১:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: খুব আগ্রহ নিয়ে দেখেছি মেট্রিক্সের ৪র্থ পর্ব। হতাশ হয়েছি।
আর কোনো সিনেমার জন্য এমন আগ্রহ ছিলো বলে মনে পরে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.