নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

তাল নিয়ে আরো ৪৩টি প্রবাদ-প্রবচন

০৯ ই জুন, ২০২২ রাত ১২:২৩



তাল কি? বাংলা অভিধানে খুঁজলে তাল এর সংজ্ঞা পাওয়া যাবে-
১। তাল : বড় দলা বা পিণ্ড, স্তূপ (এক তাল কাদা, তাল তাল সোনা)।
২। তাল : সংগীতে সময়ের বিভাগ বা মাত্রা (তালে তালে নৃত্য)।
৩। তাল : দীর্ঘ ঋজু শাখাহীন গাছবিশেষ বা তার ফল।
৪। তাল : পিশাচযোনিবিশেষ। (তাল-বেতাল : তাল ও বেতাল নামে দুই পিশাচ, (পুরাণমতে) রাজা বিক্রমাদিত্য যাদের নিজের অনুচরে পরিণত করেছিলেন।)
৫। তাল : টাল, ধাক্কা, ধকল (তাল সামলানো।
৬ । তাল : বায়না, ঝোঁক (ছেলেটা বড্ড তাল করে, তাল তুলেছে)।
৭। তাল : এক বিঘতপরিমাণ মাপ, দৈর্ঘ্যের এককবিশেষ (সপ্ততাল জলের নীচে)।


তাছাড়া তাল যুক্ত অনেক শব্দ আছে বাংলায় যেমন -
তালকাটা, তালকানা, তালকাঁড়ি, তালগাছ, তালকী, তালক্ষীর, তালচোঁচ, তালজঙ্ঘা, তালধ্বজ, তালজ্ঞান, তালনবমী, তালপত্র, তালপাটালি, তালপাতা, তালপুকুর, তালবন, তালবাখড়া, তালবাগড়া, তালবাহানা, তালবৃন্ত, তালবেতাল, তালবোধ, তালব্য, তালব্যবর্ণ, তালভঙ্গ, তালমাফিক, তালশাঁস, তালষাঁড়া, তালসার।
ঝাঁপতাল, একতাল, চৌতাল, ঝাঁপতাল, ঢিমেতাল, তিনতাল, ত্রিতাল, নবতাল, নবপঞ্চতাল, সুরফাঁকতাল।

বেশকিছুদিন আগে তাল নিয়ে ২৪টি প্রবাদ-প্রবচন দিয়ে ছিলাম সামুতে। পরে তাল নিয়ে আরো ৪৩টি প্রবাদ-প্রবচন চোখে পড়লো। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।
যদিও এদের অনেকগুলি আবার একই রকম, একই অর্থ বহনকারী। শুধু এক বা একাধিক শব্দের ভিন্নতা আছে।

বাগধারা : কোন শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয় ।

প্রবাদ-প্রবচন : অনেকদিন ধরে লোকমুখে প্রচলিত জনপ্রিয় উক্তি যার মধ্যে সরলভাবে জীবনের কোনো গভীরতর সত্য প্রকাশ পায় সেগুলো প্রবাদ বা প্রবচন নামে অভিহিত হয়ে থাকে।

তাহলে দেখে নেই তাল নিয়ে বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচন গুলি।

১ । তাল পাঁকা গরম।

২ । ভাদ্র মাসের তাল।

৩ । অকালের তাল বড়ই মিষ্টি।

৪ । তাল প্রমাণ বাড়ে, তিল প্রমাণ কমে।

৫ । তিল কুড়িয়ে তাল হয়।

৬ । থাকল তোর তালের তাড়ি, চল্ল হরিদাস।

৭ । কাক গাছে বসিয়াছে বলে কি তাল পরিবে?

৮ । তালের কোঁড় হাতে ভাঙ্গা গেলে মূষল মুগরের প্রয়োজন কি?

৯ । জামোই এমনি আসলিই খুশি, তার উপর আইছে দুডে তাল হাতে করি।

১০ । তালপুকুরে খাবি খায়, সমুদ্র পার হতে চায়।

১১ । ঘটি ডোবে না, নামে তালপুকুর।

১২ । তালপুকুর নাম, কিন্তু ঘটি ডোবে না।

১৩ । এক লাফেই তালগাছে ওঠা যায় না।

১৪ । বিচার মানি তালগাছ আমার।

১৫ । দক্ষিণে তাল উত্তরে বেল, নখের রঞ্জিনী নরু নাহি কাটে তাল তরু।

১৬ । নরুনে তালগাছ কাটা।

১৭ । তিলকে তাল করা।

১৮ । হয় যদি তিলটা, কয় তবে তালটা।

১৯ । তাল, তামাক, পাশা তিন কর্মনাশা

২০ । আমড়া, চালতা, তাল, আবালবৃদ্ধ ভাল।

২১ । কানকাটা কই তালগাছ বায়, কালামুখ নিয়ে দরবারে যায়।

২২ । নড়তে পারে না বন্দুক ঘাড়ে, এড়ে গরু নিয়ে তালগাছ চড়ে।

২৩ । তাল কচলালে গন্ধের ঘটা, লেবু কচলালে হয় তিতা।

২৪ । বেতালের উপর মারে তাল, ভাদ্র মাসের যেন তাল।

২৫ । ভাঙা ঢোল, তালকানা যন্ত্রী, শনি রাজা, কুঁজ মন্ত্রী।

২৬ । যখন পাকিবে তাল, আছে তার বহুকাল।

২৭ । শাল সত্তর, আসন আশি, জাম বলে গাছেই আছি। তাল বলে যদি পাই কাত, বার বছরে ফলে একরাত।

২৮ । এক পুরুষে রোপে তাল। পর পুরুষে করে পাল। অপর পুরুষে ভুঞ্জে তাল।

২৯ । এক পুরুষে রোপে তাল, অন্য পুরুষি করে পাল। তারপর যে সে খাবে, তিন পুরুষে ফল পাবে।

৩০ । বার বছরে ধরে তাল। যদি না লাগে গরুর লাল।

৩১ । কলা রোপে নিজের জন্য, তাল রোপে নাতি-পুতির জন্য ।

৩২ । কোথায় কপচায় রাম রাজা, কোথায় কপচায় ফিঙে। সোনাবাঁধা নৌকা ফেলে কেবল তালের ডিঙে।

৩৩ । জাহাজ ডুবিয়ে ডোঙ্গায় চড়া, জিলিপি ফেলে তালের বড়া।

৩৪ । তালে নাশ, পাশায় পাশ।

৩৫ । শঠের মায়া তালের ছায়া।

৩৬ । হাঁদা পাোদ, ওলকে বলে তালের নোদ।

৩৭ । দুঃখু দুঃখু বারো মাস, তাল পাকলেই দুঃখু নাশ।

৩৮ । চৈতে গিমা তিতা, বৈশাখে নালিতা মিঠা, জ্যৈষ্ঠে অমৃত ফল। আষাঢ়ে খই, শাওনে দই, ভাদরে তালের পিঠা, আশ্বিনে শশা মিঠা, কার্তিকে খলসের ঝোল । আগনে ওল, পৌষে কাঞ্জি, মাঘে তেল, ফানে চূড়ান্ত বেল। (খনার বচন)

৩৯ । কার্তিকে ওল, মার্গে বেল, পৌষে কাঞ্জি, মাঘে তেল। ফাগুনে আদা, চৈত্রে তিতা, বৈশাখেতে নিম নালিতা। জ্যৈষ্ঠে ঘোল, আষাঢ়ে দই, শ্রাবণে চূড়ান্ত খই। ভাদ্রে তাল, আশ্বিনে শশা, ডাক বলে—এই বারোমাসা। (খনান বচন)

৪০ । চৈতের কুয়া আমের ক্ষয়। তাল তেঁতুলের কিবা হয়।

৪১ । কুয়াশায় হয় আমের ভয়, তাল তেঁতুলের কিছুই নয়। (খনান বচন)

৪২ । নিম নিসিন্দা তেঁতুল তাল, ঘরে পুতে না কোন কাল। (খনার বচন)

৪৩। তাল-গোল পাকানো।



সূত্র : বই সমূহ
০১। বাংলা বচনাভিধান - শ্রী অমরেন্দ্রনাথ রায়
০২। বাংলা প্রবাদ (ছড়া ও চলতি কথা) - শ্রী সুশীলকুমার দে
০৩। বাংলাদের প্রবাদ - (পত্র ভারতী থেকে প্রকাশিত)
০৪। ভারতের নানান ভাষার প্রবাদ - অঞ্জনাভ দত্ত
০৫। চাণক্য শতক - রায় বাহাদুর পণ্ডিত ও গোবিনলাল বন্দ্যোপাধ্যায়
০৬। কিংবদন্তির খনা ও খনার বচন - পূরবী বসু
০৭। মীরার পদাবলী কবিরের দোঁহা চাণক্য শ্লোক খনার বচন ৭০০ প্রবাদ - প্রীতি পাল চৌধূরী
০৮। প্রবাদ বচন - শ্রীগোপালদাস চৌধুরী ও অপ্রিয়রঞ্জন সেন
০৯। নূতন বাংলা অভিধান প্রবচন সংগ্রহ -
১০। প্রবাদ মালা (২য় খণ্ড) - জেমস লঙ - বাবু রঙ্গো লাল
১১। প্রবাদমালা (এতদ্দেশীয়) - জেমস লঙ - বাবু রঙ্গো লাল
১২। প্রবাদমালা (বঙ্গদেশীয়) - জেমস লঙ - বাবু রঙ্গো লাল
এবং অন্তর্জাল





=================================================================
বাংলা ভাষার সৌন্দর্য
ব্যাসবাক্য সহ কতিপয় সমাস
আধুনিক বাক্য সংকোচন
নতুন শব্দার্থ, নতুন বিপরীত শব্দার্থ
অ তে অজগর, A for Apple
প পদ্য.....
এ-পলাশ সে-পলাশ নহে
বিবাহ বিভ্রাট - ১, বিবাহ বিভ্রাট - ২
পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ১, পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ২
ঢাকাবাসীকে ডেকে কই, নাক-মুখ ঢাকা কই!!!
হট্টবিলাসিনী (১৮+)
শুক্তিবাক্য
দেখা-দেখি

প্রবাদ-প্রবচনে "অতি"
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে চাঁদ, চাঁদ নিয়ে আরো ৫৯টি প্রবাদ-প্রবচন
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে তাল
অন্ধ নিয়ে ২০টি প্রবাদ-প্রবচন
কপাল নিয়ে ৫১টি প্রবাদ-প্রবচন
কুকুর নিয়ে ৩৭টি প্রবাদ-প্রবচন
গাধা নিয়ে ২৮টি প্রবাদ-প্রবচন, গাধা নিয়ে আরো ৫৯টি প্রবাদ-প্রবচন
বানর নিয়ে ৬৭টি প্রবাদ-প্রবচন
বাঘ নিয়ে ১৩২টি প্রবাদ-প্রবচন
সাপ নিয়ে ১১০টি প্রবাদ-প্রবচন
=================================================================

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২২ রাত ১:৪৪

সোনাগাজী বলেছেন:


অপু তানভীরকে তাল দেবেন না।

০৯ ই জুন, ২০২২ সকাল ১১:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি যাদের তাল পেয়ে অভ্যস্ত তারা যে মাঝে মাঝেই তাল হারিয়ে তালকানা হয়ে তালে-বেতালে তিলকে তাল করে ফেলে, সেই তাল কি আছে আপনার?

২| ০৯ ই জুন, ২০২২ সকাল ৯:১৯

শূন্য সারমর্ম বলেছেন:

তালের পিঠা আছে, খাওয়ান।

০৯ ই জুন, ২০২২ সকাল ১১:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: তালের পিঠা নাই।
তবে আমার একটি তাল গাছ আছে। দুঃখজনক ভাবে সেটি পুরুষ তাল গাছ, সেটিতে তাল ধরে না।
আমার জমির পাশের অংশে আরো দুটি তাল গাছ আছে, সেগুলিতে তাল হয়। আশা করছি আগামী বছর সেই জমিটা কিনে নিবো। তখন চাইলে তাল নিতে চলে যেতে পারেন জয়দেবপুর।

৩| ০৯ ই জুন, ২০২২ সকাল ১১:০৮

জুল ভার্ন বলেছেন: "তাল খেয়ে বেতাল" এবং "তালে মালে গোলমাল"- দুটো প্রবাদ আছে যা উল্লেখ করেননি।

০৯ ই জুন, ২০২২ সকাল ১১:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ!!
চমৎকার।
অশেষ ধন্যবাদ আপনাকে।

৪| ০৯ ই জুন, ২০২২ দুপুর ১:০২

অপু তানভীর বলেছেন: বিচার মানি তবে তালগাছ আমার ! :D

০৯ ই জুন, ২০২২ দুপুর ১:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাকে তালগাছটি প্রদান করা হইলো।

৫| ০৯ ই জুন, ২০২২ দুপুর ১:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: জেনে উপকৃত হলাম

০৯ ই জুন, ২০২২ দুপুর ১:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি আনন্দিত হইলাম।

৬| ০৯ ই জুন, ২০২২ দুপুর ১:০৬

রশিদ ফারহান বলেছেন: তাল নিয়ে বিশাল গবেষণাময় লেখা পড়তে পড়তে প্রায়ই তাল হারিয়ে ফেলেছিলাম!!

০৯ ই জুন, ২০২২ দুপুর ১:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: শেষ পর্যন্ত তাল ঠিক রেখে মন্তব্য করতে পরেছেন দেখ আমি এক তাল ধন্যবাদ দিচ্ছি।

৭| ০৯ ই জুন, ২০২২ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: কিছু কিছু বিষয় চিপড়ে তিতা বানিয়ে ফেলতে আপনার জুড়ি নেই।

০৯ ই জুন, ২০২২ বিকাল ৪:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: এইটা সত্যি বলছেন। এই স্বভাব আমার আছে। :`> :``>>

৮| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:৩১

রায়হান চৌঃ বলেছেন: প্রায় ৮/৯ বছর আগে আমার এক সিনিয়র কলিগ একদিন ফোন করে বলে.... রেহান তাল তাল, আমি গেলাম তার আফিসে, যেতে যেতে মোবাইলে তাল এর ছবি বের করে নিয়ে বল্লাম "ইটস্‌ কল্ড তাল", বিশ্বাস করতে চাইলো না, তাকে বল্লাম তোমার ব্রউজারে তাল লিখে সার্চ দাও, সার্চ দিয়ে দেখে ইয়া বড় বড় তাল, মোটা মোটি সে তাল নিয়ে তালগোল পাকিয়ে ফেলেছিল সেদিন :)
সে আজো ও আমায় দেখলে একবার তাল নিয়ে হাসাহাসি করে... তবে ঐ দিনের পর সে আমার সাথে আর আরবি তে কথা বলার চেষ্টা ও করে নাই :)

আরবিতে তাল মানে হলো "এ দিকে আস"

০৯ ই জুন, ২০২২ বিকাল ৪:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: এইটা আপনি সরাসরি পোস্ট আকারে দিতে পারতেন। আমাদের সোনা সাহেব অভিযোগ করেন এখন নাকি কেউ নিজস্ব কোনো কৌতুক সামুতে দেয় না। :-B
মন্তব্য পড়ে বেশ আনন্দ পেলাম।

৯| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৫:৫৬

রায়হান চৌঃ বলেছেন: আরব ডায়রি লিখতে গেলে অনেক মজার মজার কিছু বিষয় সামনে এসে দাঁড়ায়, আমি সৌদি আরামকোর প্রজেক্টে জয়েন করি ২০১২ এর সেপ্টেম্বরে। একদিন হঠৎ আমার এক সিনিয়র কলিজ ফোন করে আমাকে বলে "Rayhan where are you ?" আমি বলি আমার অফিস রুমে আছি.... তার পর সে বল্ল "Could you please come to me ? I have Something for you" আমি তাকে জিজ্ঞাস করলাম তুমি কোথায় ? সে আমাকে বল্ল "I am at Barking….. Barking"। সত্যি আমি চিন্তায় পড়ে গেলাম এবং তাকে আবার জিজ্ঞাস করলাম তুমি কোথায় ? তার পার সে আমাকে বল্ল "I am at Car Barking"। আমি যা বুঝার বুঝে গেলাম।
আসল কথা হলো আরবি শব্দে ইংরেজি "P" শব্দটির উচ্ছারণ নাই বলে এই সমস্যা।

০৯ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: হাহাপগে
I am at Barking.....
এইটা পরে আমিও চিন্তায় পরে গেছিলাম, শেষটুকু পড়ে আসল রহস্য বুঝতে পেরেছি।
এগুলি লিখতে শুরু করেন।

১০| ০৯ ই জুন, ২০২২ রাত ১১:১৯

গরল বলেছেন: তাল নিয়ে দেখি তাল মাতাল অবস্থা, তালের শাঁস আমার খুব পছন্দের জিনিষ আর তার চেয়েও বেশি ভালো লাগে তালের আঁটি থেকে গাছ ভের হলে আঁটির ভেতর যে ফাপা শাঁস হয় সেটা। গ্রামে গেলে কলা পাতায় মুড়ে একটা তালের পিঠা বানাত, সেটা খেতেও ভালো লাগত।

০৯ ই জুন, ২০২২ রাত ১১:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে চমৎকার এই মন্তব্যের জন্য।
কচি তালের শাঁস যাকে তালের চোখ বলে, সেটি আমারও বেশ পছন্দ। বাসার সবাই এটি খায়।
তালের আটিঁর শাঁস কে আমরা বলি তালের ফোপা। এটি অতি সুস্বাদু। আগে প্রচুর খেয়েছি। কিছুদিন আগে নাগরির আশ্রমে গিয়ে একটি খেয়ে ছিলাম।
তালের নানান পিঠা ও পায়েশ আমার বেশ ভালোই লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.