নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আসছে শক্তিশালী বৃষ্টিবলয় রিমঝিম (সাময়িক পোস্ট)

১৫ ই জুন, ২০২২ বিকাল ৪:০১

গক কয়েকদিন ধরেই ঢাকা সহ দেশের অনেক যায়গাতেই প্রচন্ড গরম ছিল। সেই গরম শেষে এখন প্রায় এসে গেছে শক্তিশালী বৃষ্টিবলয় রিমঝিম



বৃষ্টিবলয় কি?
আমরা দেখতে পাই গরমকালে গরম পড়ে, কিন্তু তাপপ্রবাহ শুরু হলে গরম একটু বেশি পড়ে।
তেমনি ভাবে বর্ষাকালে বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টিবলয় চালু হলে বৃষ্টি অনেক বেশি হয়। সেই বেশি বৃষ্টি হওয়ার সময়টুকুকেই বৃষ্টিবলয় বলা হয়।

বৃষ্টিবলয়কে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন-
বিচ্ছিন্ন বৃষ্টি বলয় : এই বৃষ্টিবলয়ে দেশের কয়েকটি স্থানে বৃষ্টির সম্ভাবনা থাকে।
আংশিক বৃষ্টি বলয় : এই বৃষ্টিবলয়ে দেশের কিছু নির্দিষ্ট এলাকাতেই বৃষ্টি দিবে।
পুর্ণাঙ্গ বৃষ্টি বলয় : এই বৃষ্টিবলয়ে সারাদেশের প্রায় ১০০% এলাকাতেই কমবেশি বৃষ্টি হবে।
স্থানিয় বৃষ্টি বলয় : এই বৃষ্টিবলয়ে দেশের একটি ছোট বা বড় স্থানেই কেবল বৃষ্টি হবে।


বৃষ্টিবলয়ে বৃষ্টিপাতের পরিমানের উপর ভিত্তি করে বৃষ্টিবলয়কে কয়েকটি ক্যাটেগরিতে ভাগ করা যায়।
দুর্বল বৃষ্টিবলয় : ১ থেকে ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
মাঝারি বৃষ্টিবলয় : ২১ থেকে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
ভারি বৃষ্টিবলয় : ৫১ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
অতিভারী বৃষ্টিবলয় : ১৫১ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
প্রবল বৃষ্টিবলয় : ২৫১ থেকে ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
মহা বৃষ্টিবলয় : ৪০১ থেকে ৬০০+ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

যাইহোক এবারে বৃষ্টিবলয় রিমঝিম সম্পর্কে বালা যাক।
এবারের প্রবল শক্তিশালী বৃষ্টিবলয়ের নাম করণ করা হয়েছে রিমঝিম। এটি একটি পূর্ণাঙ্গ শক্তিশালী মৌসুমী বৃষ্টিবলয়। বৃষ্টি বলয় রিমঝিমের কারণে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই
রিমঝিম বৃষ্টি বলয়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে- আকাশ মেঘলা, একটানা বৃষ্টি অথবা ঘন ঘন বৃষ্টি ।

BWOT সূত্র মতে ১৫ই জুন থেকে ৩০শে জুন ২০২২ পর্যন্ত পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন সময়ে দেশের প্রায় সকল এলাকায় বৃষ্টি বর্ষণ করবে রিমঝিম। এই বৃষ্টি বলয়টি ৩ ধাপে
বাংলাদেশের দিকে এগিয়ে আসছে।


প্রথম ধাপে দেশের উত্তর ও উত্তর পূর্ব দিকের এলাকায় বেশি সক্রিয়।
দ্বিতীয় ধাপে দেশের দক্ষিণ অঞ্চল ও চট্টগ্রাম বিভাগে বেশি সক্রিয়।
তৃতীয় ধাপে আবারও উত্তর বঙ্গের অনেক এলাকায় সক্রিয় হতে পারে।
এক্ষেত্রে দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টি কমবেশি চলমান থাকতে পারে।
সবচেয়ে বেশি আক্রান্ত হবে সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগ।
সবচেয়ে কম আক্রান্ত হবে খুলনা বিভাগ।
কম সক্রিয় এলাকায় বৃষ্টির পরিমান ও ঘন ঘন বৃষ্টিপাত কম দেখা যাবে।


মেঘেদের গতিপথ এক এক সময় এক এক দিকে থাকবে। তবে বেশিরভাগ সময় দক্ষিণ পশ্চিম হতে উত্তর পূর্ব দিকে ও পশ্চিম হতে পূর্ব দিকে হবে।

রিমঝিমের কারণে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রংপুর বিভাগে একটানা ও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা আছে।
দেশের বাকি এলাকায়ও একটানা বৃষ্টির সম্ভাবনা আছে, তবে কম সংখ্যক দিন।
বৃষ্টিবলয় রিমঝিমের কারণে দেশের নিচু এলাকার বন্যা পরিস্থিত আরও অবনতি হতে পারে।
বৃষ্টিবলয় রিমঝিম চলাকালীন সময়ে দেশের উপর তাপপ্রবাহ তেমন সক্রিয় থাকবে না। ফলেও গরম কমে গিয়ে বেশ কিছুটা আরাম পাওয়া যাবে।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২২ বিকাল ৪:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: যাক চট্টগ্রামে বৃষ্টি হবে এতেই আমি খুশি। আমার বৃষ্টি ভালো লাগে।

১৫ ই জুন, ২০২২ বিকাল ৪:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমারও বৃষ্টি ভালো লাগে।
ঢাকা এখন মেঘলা, আসবে সৃষ্টি কোনো এক সময়।

২| ১৫ ই জুন, ২০২২ বিকাল ৪:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো তথ্য!!
তবে কেউ সূত্রমুত্র চাইতে পারে!

১৫ ই জুন, ২০২২ বিকাল ৪:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক
চাইবে না।
কারণ, তথ্য সূত্র দেয়া আছে।

৩| ১৫ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: একটু আগে জানলাম।
আপনার পোষ্ট পড়ে আরো ভালো করে জানলাম।

১৫ ই জুন, ২০২২ বিকাল ৫:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: এবার আসুক কিছু বৃষ্টি, স্বস্তি ছড়াক

৪| ১৫ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৭

জুল ভার্ন বলেছেন: বৃষ্টির সিজনে বৃষ্টি নাহলে অসহ্য লাগে। ঢাকা শহরে বৃষ্টি নাই!

১৫ ই জুন, ২০২২ বিকাল ৫:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আজকে এখন আকাশে মেঘেদের আনাগোনা আছে। রাতে বৃষ্টি এলে ভালই হবে।

৫| ১৫ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসুক। ভালো লাগে।

১৫ ই জুন, ২০২২ বিকাল ৫:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আমিও তাই চাই, আসুক।

৬| ১৫ ই জুন, ২০২২ বিকাল ৫:০৭

আরইউ বলেছেন:




“বৃষ্টি বলয়“ শব্দটা কাব্যিক, সুন্দর!

কপি-পেস্ট নিয়ে আন্দোলনের পর চোরাই লেখক, চোরাই সম্পাদকদের সমস্যা হয়েছে বুঝতে পারি। তাই যেখানে সেখানে কপি-পেস্ট নিয়ে তাচ্ছিল্যের ভাষায় উহাদের কথা বলতে দেখা যায়। নীতি-নৈতিকতাহীন এই বস্তুদের কেহ কেহ লেখায় আবার নিজেদের সংবাদকর্মী দাবী করে।

১৫ ই জুন, ২০২২ বিকাল ৫:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের প্রথম অংশের জন্য ধন্যবাদ।

দ্বিতীয় অংশের জন্য কিছু বলার নাই।

৭| ১৫ ই জুন, ২০২২ রাত ৮:৫০

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,




"বৃষ্টি বলয়" যতোই রিমঝিম করে আসুক এই ঢাকাতে "বৃষ্টি শেডিং" থেকে মাপ নেই। দেখা যাবে, আপনার উত্তর বাড্ডায় ঝরঝর বৃষ্টি তো বসুন্ধরা শুকনো খটখট। আবার উল্টোটাও হতে পারে!

কিন্তু আমার যে বৃষ্টি চাই - তুমুল বৃষ্টি!!!!!!!!!!!!!!!

১৫ ই জুন, ২০২২ রাত ১১:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: বৃষ্টির সিজনতো সবে শুরু হলো। আশাকরি এবার তুমুল বৃষ্টিই হবে ঢাকায়।
তবে সমস্যা হচ্ছে ঢাকা বৃষ্টিতে ভেজার মতো তেমন সুযোগ আমার নেই।
আর আপাততো আমার এলাকা বৃষ্টিতে তলিয়ে না গেলেও অনেক যায়গাই তলিয়ে যায় ঢাকায় বৃষ্টি হলে।

৮| ১৫ ই জুন, ২০২২ রাত ১০:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: আজ আপনি ভূগোলের ক্লাস করালেন :)
কিন্তু পড়া ধরিয়েও না যেন :)

১৫ ই জুন, ২০২২ রাত ১১:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আমি পড়া ধরবো না।
তবে সোনা সাহেব যদি উপস্থিত হয়ে যান এবং পড়া ধরতে শুরু করেন তাহলে করার কিছু থাকবে না। ;)

৯| ১৬ ই জুন, ২০২২ রাত ১২:০৭

অপু তানভীর বলেছেন: কাজের সময় বৃষ্টি হলে খুব মেজাজ গরম হয় । আর সারা জীবন আমার কপাল হচ্ছে যখন আমাকে বাইরে বের হতে হবে ঠিক তখনই বৃষ্টি শুরু হবে । এমন বহুবার হয়েছে বাসা থেকে রাস্তায় বের হয়েছি আর বৃষ্টি শুরু হয়েছে ।
তবে ছুটির দিনে বৃষ্টি আমি আবার অনেক পছন্দ করি । শুয়ে বসে কাটানো যায় !

১৬ ই জুন, ২০২২ রাত ১২:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: হুম...
বাইরে যাওয়ার দরকার থাকলে, বৃষ্টি শুরু হলে পরিবেশটা কেমন মন মরা হয়ে যায়।
কিন্তু কোনো ভাবে যদি বাইরে যাওয়া কেন্সেল করা যায় তখন মন চনমনে হয়ে উঠে।

১০| ১৬ ই জুন, ২০২২ সকাল ১১:৪৯

মনিরা সুলতানা বলেছেন: দারুণ নাম তো !
অপেক্ষায় থাকি রিমঝিম এর।

১৬ ই জুন, ২০২২ দুপুর ২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: আজ বাড্ডায় প্রথম দফায় সামান্য ভিজিয়ে গেলো রিমঝিম।

১১| ১৬ ই জুন, ২০২২ দুপুর ২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: বৃষ্টির রিমঝিম সংগীতে দারুন সব সৃষ্টি হোক...

১৬ ই জুন, ২০২২ দুপুর ২:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: শুরু হয়েছে।
আমার এলাকা বাড্ডায় শুরু হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.