নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

দিঘির জলে কার ছায়া গো – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

১৬ ই জুন, ২০২২ রাত ১২:১৯

বইয়ের নাম : দিঘির জলে কার ছায়া গো
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০০৯
প্রকাশক : অন্যপ্রকাশ
পৃষ্ঠা সংখ্যা : ৯৪ টি



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট


কাহিনী সংক্ষেপ :
মুহিব আট বছর আগে দুইবার পরীক্ষা দিয়ে থার্ড ক্লাশ পেয়ে বি.এ. পাশ করেছে। এতো দিন ধরে চেষ্টা করেও কোন চাকরি পায়নি বলে তাঁর বাবা তাঁকে গাধামান, অধামানব বলে ডাকে। অতিধনী পরিবারের মেয়ে লীলার সাথে তার পরিচয় হঠাৎ করেই, সেই পরিচয় থেকে প্রেম।

একদিন হঠাৎ করেই মুহিব একটি নাটকে একটি দৃশ্যে অভিনয় করার সুযোগ পেয়ে যায়। তার সেই এক শটের আভিনয় দেখে নাটকের পরিচালক আর প্রতিষ্ঠিত নায়িকা মুগ্ধ হয়ে যায়। তাই মুহিবকে একটি নাটকে আভিনয়ের সুযোগ করে দেয়।

মুহিবের বাবা একটি মেয়েদের কোচিং সেন্টার চালায়। একদিন হঠাৎ করেই পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়। কারণ তিনি নাকি তাঁর এক ছাত্রীকে ধষণের চেষ্টা করেছেন। পুলিশের মার খেয়ে তিনি সেগুলি স্বীকার করেন। কিন্তু মুহিব সেই ছাত্রীর বাবার সাথে কথা বলে জানতে পারে মেয়েটি মুহিবের বাবার কোচিং এর পার্টনারের পাল্লায় পরে মিথ্যে মামলা করেছে। মুহিব তাঁদের একমাত্র সম্বল বাড়ি বিক্রি করে সেই টাকা উকিলকে দেয় তাঁর বাবাকে ছাড়িয়ে আনতে। কিন্তু বিচারে তাঁর বাবার সাত বছরের সাজা হয়ে যায়।

অন্যদিকে মুহিবের অভিনিত নাটক প্রচার হয়, খুবই ভালো অভিনয় করে সে। সাত বছর পরে যখন সে তার স্ত্রীকে নিয়ে জেল গেটে আসে তাঁর বাবাকে নিয়ে যেতে তখন সে বিশাল সেলিব্রেটি।

----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২২ রাত ১২:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পুরো উপন্যাস ১ নিনিটে বাক্স বন্ধি।
ভাকো লাগলো দুধের মজা ঘোলে
দেবার জন্য।

১৬ ই জুন, ২০২২ রাত ১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো বলেছেন তো!!!
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য প্রিয় নূর ভাই।

২| ১৬ ই জুন, ২০২২ রাত ১২:৫৫

সোনাগাজী বলেছেন:


আপনি পুরোটা পড়েছেন, পছন্দ হয়েছে?

১৬ ই জুন, ২০২২ রাত ১:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী পছন্দ হয়েছে। তবে আপনার পছন্দ হবে না।

৩| ১৬ ই জুন, ২০২২ রাত ১:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজী সাবের পছন্দ না হবারই কথা!
দাত বা থাকলে হাড্ডির মজা বুঝে?

১৬ ই জুন, ২০২২ রাত ১:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: সোনা সাহেব আজ পর্যন্ত হুমায়ূন পড়েন নাই, রবীন্দ্রনাথ পড়েন নাই, সুনীল পড়েন নাই। উনি পড়েছেন শুধু পাঠ বই।

৪| ১৬ ই জুন, ২০২২ রাত ১:১৩

রাজীব নুর বলেছেন: আমার খুব প্রিয় একটা বই।
বইটা সহজ সরল সুন্দর।

১৬ ই জুন, ২০২২ রাত ১:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার মনে হয় হুমায়ূন আহমদের প্রায় সকল লেখাই সহজ সরল ও সুন্দর।

৫| ১৬ ই জুন, ২০২২ সকাল ৯:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার কাহিনী ছিল।

১৬ ই জুন, ২০২২ সকাল ১১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রেমের কাহিনী

৬| ১৬ ই জুন, ২০২২ সকাল ৯:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: সংক্ষেপে কাহিনি টা জেনে ভালো লাগল।

১৬ ই জুন, ২০২২ সকাল ১১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো লাগা জানানোর জন্য।

৭| ১৬ ই জুন, ২০২২ সকাল ১০:০৮

শূন্য সারমর্ম বলেছেন:

আপনার মাধ্যমে আমিও পড়েছি।

১৬ ই জুন, ২০২২ সকাল ১১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: এতেই আনন্দিতো আমি।

৮| ১৬ ই জুন, ২০২২ সকাল ১০:২৬

নূর আলম হিরণ বলেছেন: হুমায়ুন আহমেদ একটা সহজ সরল কাহিনীকে বেশ সুন্দর করে বর্ননা করতে পারেন।

১৬ ই জুন, ২০২২ সকাল ১১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এটিই তার বিশেষ একটি গুণ।
শেষ পর্যন্ত তিনি পাঠক ধরে রাখতে পারতেন।

৯| ১৬ ই জুন, ২০২২ সকাল ১০:৩১

জুল ভার্ন বলেছেন: জেনে ভালো লেগেছে।

১৬ ই জুন, ২০২২ সকাল ১১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো লাগা জানানোর জন্য।

১০| ১৬ ই জুন, ২০২২ সকাল ১১:৪৬

মনিরা সুলতানা বলেছেন: বউ টা কে ?
লীলা নাকি সেই ছাত্রী ?

১৬ ই জুন, ২০২২ দুপুর ২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: লীলা, অবশ্যই লীলা।

১১| ১৬ ই জুন, ২০২২ দুপুর ১২:৫২

অপু তানভীর বলেছেন: এই বইটা যখন বের হয় তখন বেশ প্রচার চালানো হয়েছিলো । আামর সেটা মনে আছে । আলাদা ভাবে ঢাকার দেওয়ালে পোস্টার মারা হয়েছিলো । যতদুর মনে পড়ে পোস্টারের একটা লাইণ চিল এমন যে ১৫ বছর পরে হুমায়ূন আহমেদের প্রেমের উপন্যাস !

এই বইটা আমার পছন্দের একটা বই । কাহিনী এখনও বেশ ভাল ভাবে মনে আছে !

১৬ ই জুন, ২০২২ দুপুর ২:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার এতো কিছু মনে নেই।
তবে হুমায়ূন আহমেদের প্রায় সকল লেখাই ভালো হয়, হতো।

১২| ১৬ ই জুন, ২০২২ বিকাল ৪:৫০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অসাধারণ লিখতেন উনি । আল্লাহ্ ওনাকে জান্নাত দান করুক । আপনাকে ও ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য

১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় বাবন ভাই।

অ.ট. : আপনার সওদা ৪ নং ছাড়া বাকিগুলি পড়েছি। আগামী কাল ৪ নং পড়বো। আপনার লেখার হাত সত্যিই চমৎকার।

১৩| ১৬ ই জুন, ২০২২ বিকাল ৫:৩২

খায়রুল আহসান বলেছেন: তীক্ষ্ণ ধীশক্তি এবং পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী ছিলেন হুমায়ুন আহমেদ। এই দুই শক্তির বলেই তার লেখা গতি পায়, মানুষের মনে আঁচড় কাটতে সক্ষম হয় এবং তার ভাষা সহজ সরলভাবে মানুষের মনে পৌঁছে যায়।

১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার মনে হয় তার সহজ সরল উপস্থাপনা এবং পরিচিত গণ্ডির লেখাই মানুষ বেশী পছন্দ করেছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর এই মন্তব্যের জন্য।

১৪| ১৬ ই জুন, ২০২২ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার মনে হয় হুমায়ূন আহমদের প্রায় সকল লেখাই সহজ সরল ও সুন্দর।

হুমায়ূন আহমেদের বেশ কয়েকটা বই আছে। সহজ সরল নয়।
যেমন- পুফি, তোমাদের জন্য ভালোবাসা, আমি এবং আমরা, ওমেগা পয়েন্ট, শূন্য।

১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার মতে হুমায়ূন আহমেদের সব চেয়ে কঠিন লেখা হচ্ছে ওমেগা পয়েন্ট এবং তার পরে হচ্ছে শূণ্যপুফির হিসাবটা আলাদা।

১৫| ১৬ ই জুন, ২০২২ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: জীবনের এক কঠিন সত্য হচ্ছে, নিজেকে আপনি যে মূল্য দেবেন, দুনিয়া আপনাকে সে মূল্যই দেবে।
আপনি নিজেকে যা পাওয়ার উপযুক্ত মনে করবেন, আপনি তা-ই পাবেন।

১৭ ই জুন, ২০২২ রাত ১২:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
ভালো বলেছেন, খুবই ভালো বলেছেন।

কোনো কারণে কি আপনার মন বিক্ষিপ্ত?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.