নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক চিত্র

২২ শে জুন, ২০২২ বিকাল ৫:১৬

গত ২ রাত, দুই দিন, আমরা ৩ বন্ধু ছিলাম আশ্রমে।

আমাদের বন্ধু হারুন পাঠিয়েছে ম্যাসেঞ্জারে এই খবর। :-B

বেরাতে নয়, কাজে। বলা চলে আশ্রম প্রায় বন্যা কবলিত হবার উপক্রম হয়ে গেছে। পানি থৈ থৈ করছে, প্রতি মুহূর্তেই জলের উচ্চতা বাড়ছে। আশ্রমে যাওযার আগে যে মন্দিরটির উপর দিয়ে যেতে হয় সেই পথ টুকুর মাঝের অংশে এখন হাঁটুজলে নিমজ্জিত। সম্ভবতো আর ৩-৪ দিনের মধ্যে পুরো পথ টুকু তলিয়ে যাবে বন্যার জলে। তাই যে ছেলেটি আশ্রমে থাকে তার চলাচলের জন্য একটি নৌকা কিনতে হয়েছে।
হাঁসগুলি খোলাপানিতে চলে যাচ্ছে, রাতেও ফিরছে না। তাই চারপাশে জালের ব্যবস্থ করতে হয়ে।
সাবমার্সিবল পাম্পটি নষ্ট হওয়াতে নতুন আরেকটি কিনতে হয়েছে।
সাপ-ব্যাঙ-পিপড়া-পোকামাকড়ের আশ্রয় স্থল কমে গেছে বলে সবাই আশ্রমের দিকে আকৃষ্ট হয়েছে। তাই পর্যপ্ত আলোর ব্যবস্থা করতে হয়েছে।
বেশ বাতাস ছাড়ে এখন, জলে উঠে ঢেউ। সেই ঢেউ এসে আঘাত করছে আশ্রমের ভিটার কাচা মাটিতে। বন্যার পানি বাড়ার লক্ষণে বুঝা যাচ্ছে আরো অনেক বাড়বে। হয়তো আশ্রমের উঠান এমনকি ঘরেও ঢুকে যেতে পারে বন্যার জল। তাই ঘরের চারপাশের টিনের ভিতরে নতুন করে মাটি ফেলতে হয়েছে।
এই সব করতে গত ২ রাত দুই দিন আমরা ৩ বন্ধু ছিলাম আশ্রমে। কাজ এখনো শেষ হয়নি। আমি চলে এসেছি, বাকি দুজন কালকে কাজ শেষ করে ফিরে আসবে। এই দুই দিন ফেসবুকে বেশ কিছু ছবি (খবর) দেখে সেগুলি ডাউনলো করেছি বা স্কিনসট রেখেছি। দেখেন সেগুলি কি কি।




























১০


১১


১২


১৩


১৪


১৫

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২২ বিকাল ৫:২৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আওয়ামী লীগ নেতা কর্মী ছাড়া বন্যার্তদের পাশে কেউ নেই - নির্মল বিনুদন মন্ত্রী
শেখ হাসিনা ২০ জন কে ত্রান দিবেন।ভালো তো ভালো না!

২২ শে জুন, ২০২২ বিকাল ৫:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
মুখ ফসকে মানুষ নাকি অনেক সময় অনেক কিছু বলেন।
এখনকার মন্ত্রীরা কি ফসকে কি বলেন বুঝা কষ্ট।

২| ২২ শে জুন, ২০২২ বিকাল ৫:৫১

সোনাগাজী বলেছেন:




আশ্রম এলাকায় বৃষ্টি হচ্ছে, নাকি নদীর পানি?

২২ শে জুন, ২০২২ বিকাল ৫:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনি পাহাড়ি লোক বলে সমতলের বর্ষার সাথে ঠিক পরিচিতো নন।
বর্ষার বন্যায় নদী-খাল-বিল-ধানক্ষেত সব একাকার হয়ে যায়। তাতে বৃষ্টির পানিও যোগ হয়।

৩| ২২ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৫

সোনাগাজী বলেছেন:


ব্লগার ইমরোজ৭৫'এর পোষ্টে আপনার কমেন্ট: "মরুভূমির জলদস্যু বলেছেন: এই সব নিয়ে হাপিত্যেশ করার কিছু নাই। সামনে দৈর্ঘ পথ পরে আছে, হাঁটা শুরু করেন মিয়া। পিছনের সব ঝারিয়া ফেলিয়া। "

-মেয়েটার কি হবে? ইমরোজ৭৫'এর লেখা থেকে উনার সম্পর্কে আপনার কি ধরণা?

২২ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
-মেয়েটার কি হবে?
আমার ধারনা মেয়েটি বুদ্ধিমতী। সে সম্ভবতো নিজের নড়বরে ভবিষ্যৎ ছেড়ে দিয়ে মজবুত ভবিষ্যতের পথে হাঁটতে চাইছে। (তবে আমার এই ধারনা সম্পূর্ণ ভুলও হতে পারে। কারণ এই ধারনা করার মতো কোনো তথ্যই আমার কাছে নেই।)


ইমরোজ৭৫'এর লেখা থেকে উনার সম্পর্কে আপনার কি ধরণা?
ধারনাটি বলতে চাচ্চি না।
কারণ উনার সম্পর্কে আমি কিছুই জানি না। শুধু মাত্র কাচা হাতে লেখা ব্লগ থেকে উনার মানুষীক পরিপক্কতা সর্ম্পকে সন্দেহ পোষণ করা একেবারেই অনুচিত হবে আমার পক্ষে।

৪| ২২ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:০৮

শূন্য সারমর্ম বলেছেন:


সরকার প্রধান নাম রাখলে ভবিষ্যৎ'ফজিলত কি পাওয়া যায়?

২২ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার ঠিক জানা নাই। :(
এর উত্তর সম্ভবতো ফেসবুক দিতে পারবেন। =p~

৫| ২২ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ১৫ নোং জুস :|

২২ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৬| ২২ শে জুন, ২০২২ রাত ১১:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: পাঁচমিশালী পোস্ট ভাল এবং মন্দ দুই লেগেছে।

২২ শে জুন, ২০২২ রাত ১১:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: এমনটাই হওয়া উচিত।

৭| ২৩ শে জুন, ২০২২ রাত ১:৪৭

রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগের হাছান মাহমুদ সবাইকে ছাড়িয়ে যাবে।

২৩ শে জুন, ২০২২ রাত ১:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: এখনো ছাড়ায়নি বলতে চাচ্ছেন?

৮| ২৩ শে জুন, ২০২২ রাত ৩:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিছুই বলবো না!
শুধু বলবো ভেরী গুড!

২৩ শে জুন, ২০২২ বিকাল ৩:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ।

৯| ২৩ শে জুন, ২০২২ সকাল ৯:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১৫ নম্বটা দারুণ হয়েছে।

২৩ শে জুন, ২০২২ বিকাল ৩:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আমাদের ডাক্তারেররা এমন করে কবে লিখবে?

১০| ২৩ শে জুন, ২০২২ সকাল ১১:৪২

বিটপি বলেছেন: সামু ব্লগের এডমিন জাদিদ সাহেব যে আওয়ামী লীগের এত নিবেদিতপ্রাণ কর্মী, সেটা আর জানতে পারলাম। শায়খ আহমাদুল্লাহও আওয়ামী লীগে নাম লিখিয়েছে। আমি নিজেও একটা গ্রুপকে ত্রাণ কেনার জন্য ৫০০০ টাকা ডোনেট করেছি। তাঁর মানে কি আমিও আওয়ামী লীগ নেতাকর্মী হয়ে গেলাম?

২৩ শে জুন, ২০২২ বিকাল ৩:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: শুধু সামু-এডমিন-শায়েখ-হুজুর-ট্র্যাভেলার গ্রুপ-স্কুল কলেজের ছাত্রছাত্রী-ইউটিউবার-ফেসবুকার-আপনি-আমি-আমরা সবাই এখন নৌকায়। ;)

১১| ২৩ শে জুন, ২০২২ সকাল ১১:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: পোস্ট ভালো লাগলো

২৩ শে জুন, ২০২২ বিকাল ৩:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লাগা জানানোর জন্য ধন্যবাদ।

১২| ২৩ শে জুন, ২০২২ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এখনো ছাড়ায়নি বলতে চাচ্ছেন?

এই লোক মিস্টার বিনের চেয়েও বেশি।

২৩ শে জুন, ২০২২ বিকাল ৩:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: উদ্ভট কথার যদি কোনো ওজন থাকতে তাহলে উনার কথার ওজনে বাংলাদেশ টুপ করে তলিয়ে যেতো।

১৩| ২৩ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রধানমন্ত্রীর খিচুড়ি এক একা খাইয়েননা ভাই!
তবারক হিসেবে আমাদের জন্য কিছু রাইখেন!

২৩ শে জুন, ২০২২ রাত ৯:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এখনো সিরিয়ালে আছি ভাইজান, আইসা পৌছায় নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.