নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

হেরিটেজ ট্যুর ২৬ : মানিকগঞ্জ - নাগরপুর

২৫ শে জুন, ২০২২ বিকাল ৫:২৯



২০১৬ সালের ২৫শে নভেম্বর ফেইবুক ভিত্তিক হেরিটেজ ভ্রমণ গ্রুপ Save the Heritages of Bangladesh এর ২৬তম ট্রিপের সাথে আমি গিয়েছিলাম মানিকগঞ্জ। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরনো সব পরিচিত-অপিচিত-অর্ধপরিচিত ঐতিহাসিক স্থাপনা ঘুরে-ঘুরে খুঁজে-খুঁজে বের করে দেখা হচ্ছে গ্রুপটির একটি বিশেষ দিক। ২০১৪ সালের ১লা মে তারিখে গ্রুপটি তাদের প্রথম ডে ট্রিপ শুরু করে। আমি গ্রুপটির সন্ধান পাই তাদের ২৫তম হেরিটেজ ট্যুরে। সেটি ২০১৬ সালের ২৮ অক্টোবরের কথা। মূলত প্রতি মাসের শেষ শুক্রবার গ্রুপটি থেকে ডে ট্রিপের আয়োজন করা হয়। ভোর ৬ টায় ঢাকা থেকে রওনা দিয়ে সারা দিনে নির্দিষ্ট এলাকার পুরনো বাড়ি, দূর্গ, মসজিদ, মন্দির, মঠ, মাজার ইত্যাদি ঘুরে ঘুরে দেখা হয়। এখন পর্যন্ত আমি Save the Heritages of Bangladesh এর সাথে ২৮টি ট্যুরে অংশ নিয়েছি। হেরিটেজ সম্পর্কে আগ্রহ থাকলে আপনারাও যোগ দিতে পারেন। আগামী ৬৭তম ডে ট্রিপ হবে মাসের শেষ শুক্রবার ২৯/০৭/২০২৩ তারিখে শরিয়তপুরে এলাকায়।

যাইহোক, ২৬তম ট্রিপে গিয়েছিলাম মানিকগঞ্জে। সারাদিন ঘুরে ঘুরে মানিকগঞ্জের বেশকিছু পুরনো স্থাপনা দেখেছিলাম। নিচে সেদিনকে দেখা পুরনো স্থাপনা গুলির আমার তোলা ছবি রইলো।

০১। বালিয়াটি জমিদারি হাওয়াখানা পুকুর

GPS coordinates : 23°58'53.2"N 90°02'19.3"E
ছবি তোলার স্থান : বালিয়াটি, মানিকগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৫/১১/২০১৬ইং



০২। বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় ভবন

GPS coordinates : 23°59'33.8"N 90°02'23.6"E
ছবি তোলার স্থান : বালিয়াটি, মানিকগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৫/১১/২০১৬ইং



০৩। বালিয়াটি ১০ আনি জমিদার বাড়ি

GPS coordinates : 23°59'40.7"N 90°02'32.4"E
ছবি তোলার স্থান : বালিয়াটি, মানিকগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৫/১১/২০১৬ইং



০৪। বালিয়াটি ১০ আনি জমিদার বাড়ি অন্দরমহল

GPS coordinates : 23°59'42.1"N 90°02'32.8"E
ছবি তোলার স্থান : বালিয়াটি, মানিকগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৫/১১/২০১৬ইং



০৫। বালিয়াটি ১০ আনি জমিদার বাড়ি আট ঘাটলা পুকুর

GPS coordinates : 23°59'44.4"N 90°02'33.1"E
ছবি তোলার স্থান : বালিয়াটি, মানিকগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলারতারিখ : ২৫/১১/২০১৬ইং



০৬। বালিয়াটি ৬ আনি জমিদার বাড়ি

GPS coordinates : 23°59'40.1"N 90°02'13.6"E
ছবি তোলার স্থান : বালিয়াটি, মানিকগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং



০৭। বালিয়াটি ৬ আনি জমিদার বাড়ি অন্দরমহল

GPS coordinates : 23°59'40.1"N 90°02'13.6"E
ছবি তোলার স্থান : বালিয়াটি, মানিকগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং



০৮। পাকুটিয়া জমিদার বাড়ি প্রথম তরফ

ছবি তোলার স্থান : পাকুটিয়া, নাগরপুর, টাঙ্গাইল, বাংলাদেশ।
GPS coordinates : 24°01'15.0"N 89°59'21.7"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং



০৯। পাকুটিয়া জমিদার বাড়ি দ্বিতীয় তরফ

ছবি তোলার স্থান : পাকুটিয়া, নাগরপুর, টাঙ্গাইল, বাংলাদেশ।
GPS coordinates : 24°01'15.8"N 89°59'19.1"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং



১০। পাকুটিয়া জমিদার বাড়ি তৃতীয় তরফ

ছবি তোলার স্থান : পাকুটিয়া, নাগরপুর, টাঙ্গাইল, বাংলাদেশ।
GPS coordinates : 24°01'15.8"N 89°59'16.9"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং



১১। পাকুটিয়া জমিদার বাড়ি নাচঘর

ছবি তোলার স্থান : পাকুটিয়া, নাগরপুর, টাঙ্গাইল, বাংলাদেশ।
GPS coordinates : 24°01'13.8"N 89°59'18.9"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং



১২। পাকুটিয়া জমিদার বাড়ির পুজা মন্ডপ

ছবি তোলার স্থান : পাকুটিয়া, নাগরপুর, টাঙ্গাইল, বাংলাদেশ।
GPS coordinates : 24°01'14.5"N 89°59'16.7"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং



১৩। তেওতা জমিদার বাড়ি

ছবি তোলার স্থান : শিবালয়, মানিকগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°51'31.1"N 89°46'42.5"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং



১৪। তেওতা জমিদার বাড়ির অন্দর মহল

ছবি তোলার স্থান : শিবালয়, মানিকগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°51'31.1"N 89°46'42.5"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং



১৫। তেওতা জমিদার বাড়ির কাচারিঘর

ছবি তোলার স্থান : শিবালয়, মানিকগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°51'29.1"N 89°46'41.4"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং



১৬। তেওতা জমিদার বাড়ি নবরত্ন দোলমন্দির

ছবি তোলার স্থান : শিবালয়, মানিকগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°51'31.0"N 89°46'41.1"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং



১৭। জ্ঞান কুটীর

ছবি তোলার স্থান : নালোরা, বেতিলা, মানিকগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°50'11.5"N 90°01'31.7"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং



১৮। সত্য বাবুর জমিদার বাড়ি

ছবি তোলার স্থান : নালোরা, বেতিলা মানিকগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°50'10.9"N 90°01'32.0"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং



১৯। লক্ষ্মী নিবাস

ছবি তোলার স্থান : নালোরা, বেতিলা, মানিকগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°50'13.2"N 90°01'38.1"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং


২০। রমেশ সেনের বাড়ি / মোহাম্মদ আলী চৌধুরী বাড়ি

ছবি তোলার স্থান : নালোরা, বেতিলা, মানিকগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°50'10.1"N 90°01'29.7"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং



২১ : বেতিলা জমিদার বাড়ি ভবন নং -১

ছবি তোলার স্থান : বেতিলা, মানিকগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°50'14.7"N 90°01'28.3"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং



২২ : বেতিলা জমিদার বাড়ি ভবন নং -২

ছবি তোলার স্থান : বেতিলা, মানিকগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°50'14.7"N 90°01'28.3"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং


আরো দেখুন -
=================================================================

হেরিটেজ ট্যুর ২৫ : আড়াইহাজার - সোনারগাঁও
হেরিটেজ ট্যুর ৬৫ : নারায়ণগঞ্জ - মুন্সিগঞ্জ

=================================================================

মসজিদ দর্শন : ০১ : মহজমপুর শাহী মসজিদ
মসজিদ দর্শন : ০২ : ষাট গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৩ : বিবি বেগনী মসজিদ
মসজিদ দর্শন : ০৪ : চুনাখোলা মসজিদ
মসজিদ দর্শন : ০৫ : নয় গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৬ : জিন্দা পীর মসজিদ
মসজিদ দর্শন : ০৭ : সিঙ্গাইর মসজিদ
মসজিদ দর্শন : ০৮ : গোয়ালদি মসজিদ
মসজিদ দর্শন : ০৯ : আবদুল হামিদ মসজিদ


আমার দেখা প্রচীন মসজিদ – ১ম পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ২য় পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ৩য় পর্ব


বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬


আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০১
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০২
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৩


বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০১
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০২


=================================================================

=================================================================
মরুভূমির জলদস্যুর ভ্রমণ বিলাস
সিলেট ভ্রমণ : হযরত শাহজালাল ও শাহপরান দরগাহ, চাষনী পীরের মাজার, বিছনাকান্দি, লালাখাল, জাফলং, হরিপুর পরিত্যাক্ত গ্যাস ফিল্ড
শ্রীমঙ্গল ভ্রমণ : লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক,
খাগড়াছড়ি ভ্রমণ : আলুটিলা গুহা, রিছাং ঝর্ণা, শতবর্ষী বটগাছ, ঝুলন্ত সেতু, অপরাজিতা বৌদ্ধ বিহার
রাঙ্গামাটি ভ্রমণ : সুভলং ঝর্ণা ও কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, রাজবাড়ি ও রাজবন বিহার
বান্দরবান ভ্রমণ : নীলগিরি, শৈলপ্রপাত, নীলাচল, মেঘলা, স্বর্ণ মন্দির
কক্সবাজার ভ্রমণ : রঙ্গীন মাছের দুনিয়া, আগ্গ মেধা ক্যাং, বিজিবি ক্যাম্প মসজিদ, ভুবন শান্তি ১০০ সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি, রামু কেন্দ্রীয় সীমা বিহার, রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার, ইনানী সৈকত, টেকনাফ সৈকত, মাথিনের কুপ, টেকনাফ জেটি, সেন্টমার্টিন, ছেড়া দ্বীপ
নারায়ণগঞ্জ ভ্রমণ: ১নং ঢাকেশ্বরী দেব মন্দির, টি হোসেন বাড়ি, কদম রসুল দরগাহ, সোনাকান্দা দূর্গ, হাজীগঞ্জ দূর্গ, বাবা সালেহ মসজিদ, বন্দর শাহী মসজিদ, সিরাজ শাহির আস্তানা, কুতুববাগ দরবার শরিফ, বালিয়াপাড়া জমিদার বাড়ী, পালপাড়া মঠ, বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি, মহজমপুর শাহী মসজিদ
দিনাজপুর ভ্রমণ: রতনপুর জমিদার বাড়ি বা রখুনি কান্ত জমিদার বাড়ি, স্বপ্নপুরী, কাঠের সেতু
=================================================================

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২২ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:



আশ্রম থেকে কি সেতু দেখা যায় না?

২৫ শে জুন, ২০২২ বিকাল ৫:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
অবশ্যই দেখা যায়।
আপনার বাড়ির এন্টেনাও দেখা যায়।

২| ২৫ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৭

সোনাগাজী বলেছেন:



এসব বাড়ীর জনগোষ্ঠীর কেহ কি বাংলাদেশে আছে?

২৫ শে জুন, ২০২২ রাত ৮:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
৩ থেকে ৫ সরকারী দখল করেছে।
৬ থেকে ৭ বেদখল হয়ে আছে।
৮ থেকে ৯ কলেজের দখলে আছে।
১০ কোনো একটি সংস্থা দখল করেছে।
১১ থেকে ১২ পরিত্যেক্ত হয়ে আছে।
১৩ থেকে ১৪ কয়েক বছর আগে দখলদারদের উচ্ছেদ করে সরকার দখলে নিয়েছে। সংস্কার কাজ চলছে।
১৫ ব্যবহার হয় কিনা জানা নেই।
১৭ থেকে ১৯ মালিকদের দখলেই আছে।
২০ মালিকানা পরিবর্তণ হয়েছে।
২১ থেকে ২২ সরকারের নামে বেদখল হয়ে আছে।

৩| ২৫ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৫

কামাল৮০ বলেছেন: আমি জমিদার বাড়ী দেখার চেয়ে প্রজার বাড়ী দেখায় বেশি আগ্রহী।তাদের জীবন কাহিনী,চাল-চলন,সুখ-দুখ।নানাজনের নানান দিকে আগ্রহ।

২৫ শে জুন, ২০২২ রাত ৮:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
একেক জনের আগ্রহের ভিন্নতা থাকাটাই স্বাভাবিক।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৪| ২৫ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন:

আচ্ছা বাংলাদেশে পুরাতত্ত্ব বিভাগ বলে কি কোনো বিভাগ আছে যারা এই সমস্ত বাড়িগুলির রক্ষণাবেক্ষণ বা তত্ত্বাবধান করছেন? আর তা যদি না থেকে থাকে তাহলে বাড়িগুলির দেখভালের দায়িত্বে কারা আছেন?

২৫ শে জুন, ২০২২ রাত ৮:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
প্রত্নতত্ত্ব অধিদপ্তর নামে বাঘের ছাল গায়ে দেয়া একটি গাধা বাংলাদেশ সরকার পুষছে এই কাজের জন্য।
হাতে গোনা বিখ্যাত কিছু স্থাপনার সামনে নীল রঙের ছোট একটা নোটিশ বোটে সাদা কালিতে গদবাধা একটা ঘোষণা টাঙ্গানোএই তাদের অস্তিত্ব ধরা পরে।
আর যেখানে টিকেটের ব্যবস্থা করা যায় সেগুলি লিজ দেয়ায় তারা এক্সপার্ট।

৫| ২৫ শে জুন, ২০২২ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: মানিকগঞ্জ আমি গিয়েছি। কিন্তু আপনি যেসব ছবি তুলেছেন, সেখানে যাওয়া হয় নাই। বুঝেন অবস্থা।

২৫ শে জুন, ২০২২ রাত ৮:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: ১, ৬, ৭, ১৭, ১৮, ১৯, ২০ এইগুলির খবর লোকে কমই জানে।
বাকি কয়েকটি মোটামুটি অনেক লোকেই যাই যাদের সামান্য আগ্রহ আছে।

৬| ২৫ শে জুন, ২০২২ রাত ১০:২৭

শূন্য সারমর্ম বলেছেন:


জমিদার বাড়ী পিকনিক স্পট হয়, আজকাল?

২৫ শে জুন, ২০২২ রাত ১১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
কিছু কিছু উদাহরণ আছে।

৭| ২৫ শে জুন, ২০২২ রাত ১১:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ফেসবুকে একট টুর গ্রুপ আছে। টিজিবি।ওদের টুর গুলো এক্সক্লুসিভ। আমি কখনো এধরণের গ্রুপের সাথে টুরে যাইনি। আপনার পোস্টটি ভালো হয়েছে। ছবি গুলো দারুণ!

২৬ শে জুন, ২০২২ রাত ১২:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:



ফেসবুকে প্রচুর ট্র্যাভেলার গ্রুপ আছে।
আমি ট্র্যাভেল করেছি শুধু মাত্র TOD-এর সাথে। কাশ্মীম, সাজেক, সুন্দরবন ২ বার ইত্যাদি।
আর এই Save the Heritages of Bangladesh.
ঘুরে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না।

৮| ২৬ শে জুন, ২০২২ সকাল ৯:৫২

আলমগীর সরকার লিটন বলেছেন: মানিকগঞ্জে এত জমিদার বাড়ি আছে
আসলে মানিকগঞ্জে আজও যাওয়াই হইনি
আপনার তুলা ছবিগুলো দেখে মনে হলো
মানিকগঞ্জ যাই--------------

২৬ শে জুন, ২০২২ সকাল ১০:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
আরো আছে। আমিতো শুধু এক দিনের ভ্রমণের চিত্র দিয়েছি এখানে।
মানিকগঞ্জে অনেক কিছু দেখার আছে।
সময় সুযোগ হলে দেখে নিবেন।

৯| ২৬ শে জুন, ২০২২ সকাল ১০:১৬

জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর ছবি ব্লগ!

২৬ শে জুন, ২০২২ সকাল ১০:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য প্রিয় জুল ভার্ন ভাই।

১০| ২৬ শে জুন, ২০২২ সকাল ১০:৫০

বিটপি বলেছেন: এসব বাড়ির ভেতরে কি ঢোকা যায়? আমি বাইরের চেহারা দেখার চেয়ে ভেতরের নকশা, সাজসজ্জা, ছাদ ও জানালার ডিজাইন - এসব দেখতেই বেশি আগ্রহী।

২৬ শে জুন, ২০২২ সকাল ১০:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
কিছু কিছু বাড়ির ভেতরে ঢুকা যায়।
তবে ঢুকতে পেরে তেমন কোনো লাভ হয় না। কারণ ভিতরের প্রকৃত কারুকাজের কিছুই প্রায় অবশিষ্ট থাকে না।

১১| ২৬ শে জুন, ২০২২ দুপুর ১২:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর। আপনি আপনার ভ্রমনের ছবি দিয়ে বই বের করতে পারেন।

২৬ শে জুন, ২০২২ দুপুর ১২:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
ভ্রমণ বিষয়ক কোনো বই পড়লেই আমার মনে হয় আমি সেটির চেয়ে অনেক বেশী ট্যুরিস্ট ফ্রেন্ডলি করে লিখতে পারি।
যেটি পড়লে খুব সহযেই সেই স্থান সম্পর্কে পরিষ্কার ধারনা পাওয়া যাবে এবং খব সহযেই ট্যুর প্লানিং করতে পারবে।

১২| ২৬ শে জুন, ২০২২ দুপুর ১২:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার কি কোন ইচ্ছা আছে বই বের করার?

২৬ শে জুন, ২০২২ দুপুর ১২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌
ইচ্ছে থাকলেও আমার মোটেই অভিজ্ঞতা নেই।
কোথায় যেতে হবে, কি করতে হবে, কতটুকু লিখতে হবে, কিছুই জানি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.