নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

টোলে অবস্থা টালমাটাল (!!!) (সাময়িক)

০৩ রা জুলাই, ২০২২ রাত ১০:১৯


গুগল ম্যাপ বলছে আমার বাড়ি ঢাকার উত্তর বাড্ডা থেকে মাওয়ার পদ্মা সেতু হয়ে কুয়াকাটার সমূদ্র সৈকত পর্যন্ত যেতে পারি দিতে হবে ২৯৯ কিলোমিটার পথ। সময় লাগবে ৬ ঘন্টা ৪০ মিনিট।
সাথে এটাও বলছে যে এই পথে যেতে আমাকে টোল দিতে হবে। কয় যায়গায় কত টাকা টোল দিতে হবে সেটা অবশ্য গুগল ম্যাপে দেখার কোনো সুযোগ নেই।

পদ্মা সেতুর টোল নিয়েতো নানান কথাবার্তা হয়েই গেছে।
আজকে ফেসবুকে দেখতে পেলাম ঢাকা থেকে কুয়াকারটার এই পথ টুকু যেতে নাকি মোট ১২ যায়গায় টোল দিতে হবে।
প্রতিটি টোলে গড়ে ৫ মিনিট করে সময় লাগলে ৬০ মিনিট বা ১ ঘন্টা অতিরিক্ত সময় লাগার কথা। কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে এই ১২টি যায়গায় চার সিটের প্রাইভেট কার নিয়ে গেলে মোট টোল দিতে হবে - ২,৭২০ টাকা
৭৫০+১৮০+৩৪০+২৫০+৩০+২০০+২৯৫+২০০+১৮০+২০+১৪০+১৩৫ = ২,৭২০ টাকা।
এই ২,৭২০ টাকা কিন্তু ওয়ান ওয়ের টোল।
তাহলে যাওয়া-আসা মিলিয়ে টোল দিতে হবে ৫,৪৪০ টাকা।

এই তথ্যের কতটুকু সত্য আমার ঠিক জানা নেই।
ঐপথে যারা যাওয়া আসা করেন তারই ভালো বলতে পারবেন সত্যি চিত্রটা কি।

তথ্য ও চিত্র : ফেসবুক

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২২ রাত ১০:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছবিতে টোলের যে রিসিপ্ট দেখলাম তা
হিসেব করলেতো আপনার হিসাবের সাথে
মিলে যায়! গোঁজা মিল নাই!

০৩ রা জুলাই, ২০২২ রাত ১০:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি সবকয়টি চালানের টাকার সংখ্যা পরিষ্কার দেখতে পাইনাই। অথবা দেখার চেষ্টা করি নাই।

২| ০৩ রা জুলাই, ২০২২ রাত ১০:৪৬

সোনাগাজী বলেছেন:



তা'হলে লন্চ ব্যবসায়ীদের চিন্তিত হবার কারণ নেই।

০৩ রা জুলাই, ২০২২ রাত ১০:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
অলরেডি লঞ্চ ব্যবসায়ীরা তাদের ভাড়া বেশ কিছুটা কমিয়েছে।
সম্ভবতো আরো কতামে হবে তাদের।

৩| ০৩ রা জুলাই, ২০২২ রাত ১০:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:

১২ জায়গায় ৫৪৪০, ৩০০ কিলোর পথ! চমৎকার।

০৩ রা জুলাই, ২০২২ রাত ১০:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকারতো বটেই।

৪| ০৩ রা জুলাই, ২০২২ রাত ১০:৫৭

কলাবাগান১ বলেছেন: আপনার জন্য লন্চ আছে

০৩ রা জুলাই, ২০২২ রাত ১০:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
টেনশন নিয়েন না, বিমানও আছে আমার জন্য।

৫| ০৩ রা জুলাই, ২০২২ রাত ১১:০২

কলাবাগান১ বলেছেন: কুয়াকাটায় সি প্লেন লাগবে। কুয়াকাটায় কি বিমান বন্দর নাই???? সবার আগে তো বিমান বন্দর বানানো দরকার

০৩ রা জুলাই, ২০২২ রাত ১১:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপাততো বরিশালেরটা দিয়ে চালায়া নেয়া যাবে।
আর পটুয়াখালিরটা ঠিকঠাক করে নিলেও চলে।

৬| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১২:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
আমি কয়েকবার লং ডিস্টেন্স আন্ত জেলা ভ্রমন করেছি, সেটা ৫ বছর আগে
বৃহৎ সেতু বাদে বেশীরভাগ সেতুতে টোল নেই। তবে সেতুর বা বাজারের কাছে যারা থাকে তার মুলত চাঁদাবাজ
তবে দেখেছি যারা ভাড়া গাড়ী বা ভাড়া মাইক্রবাস নিয়ে যায় তাদের কাছে ছাপানো ভুয়া রসিদ দিয়ে টাকা নেয়,
তবে নিজস্ব গাড়ীকে, মটরসাইকেলকে কিছু বলে না।

তবে বর্তমানে কি অবস্থা যারা গেছে তারা বলতে পারবে।

০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
ছাপানো রশিদ দিয়ে যারা টাকা তুলছে তাদের খবর কি প্রশাসন জানে না মনে করছেন। তার ভাগযে কতো দূর পর্যন্ত যায় সেটার ধারনা করাও কঠিন।

৭| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ২:৫১

অপু তানভীর বলেছেন: যে সব সেতু বিদেশী ঋণ নিয়ে করা হয় সাধারণত সেই সব সেতুতে টোল আদায় করা হয় । বাদ বাকি সব টোল আদায় করে দলীয় নেতারা । এছাড়া যেগুলো পরিবহন শ্রমিক ইউনিউনের আন্ডারে যত টোল আদায় করা হয় তার সবটাই মূলত দলীয় শ্রমিক নেতারা চাঁদাবাজী করে ।
প্রশাসন তো জানেই সব । দেশে কোথায় কি হয়, তার সব কিছু সরকারের চোখের সামনেই হয় !

০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ১০:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: সবাই মিল বাটকে খায়।
ফাটে জনগনের।

৮| ০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ৮:২৮

শেরজা তপন বলেছেন: চমৎকার!!!!! কিছু বলার আর ভাষা নেই

০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ১০:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: সর্ব স্তরেই একই চিত্র, বলে কোনো লাভও নেই।

৯| ০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ৯:৩৬

বিটপি বলেছেন: খবর ঠিক না। মিলিয়ে দেখুন
- মেয়র হানিফ ফ্লাইওভার ৬০ টাকা
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে ১৪০ টাকা
- পদ্মা সেতু ৭৫০ টাকা
- শিকারপুর ও দোয়ারিকা সেতু ৪০ টাকা
- দপদপিয়া সেতু ৭৫ টাকা
- পটুয়াখালী সেতু ৩৫ টাকা
- লেবুখালী সেতু ৯৫ টাকা
- কলাপাড়া সেতু ৪৫ টাকা
- হাজীপুর ও মহীপুর সেতু ৬০ টাকা।

এবার হিসাব করেন মোট কত হল?

০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ১০:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: এইতথ্যের সম্পর্কে কোনো ধারনাই আমার নাই। আমি নিজর ঐপথে এখনো যাইনি।
আপনার মোট ৯টি টোল দেখলাম,
ছবিতে আছে ১২টি টোল।

১০| ০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ১০:৩৩

জুল ভার্ন বলেছেন: এই পোস্ট কাল রাত থেকে ফেসবুকে দেখছি। এভাবে টোল পেলে রাজভান্ডার ফুলে ফেঁপে ঢোল হয়ে যাবে।

০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ১০:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: টোলের টাকাতো রাজভান্ডারে যায় না!
সব চলেযায় পেটুকশাহের মাজারে।

১১| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১২:০৩

ইমরোজ৭৫ বলেছেন: সরকারি টোল না হয় বুঝলাম। তবে এই চাঁদা গুলো কিসের??

০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৩:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: সেইটাযে কি আর কোন কোন খাতে ভাগ-বাটোয়ারা হয় তার খোঁজ না নেয়াই ভালো।

১২| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনেক বেশি হয়ে গেছে।

০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৩:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:
কি আর করার বলেন!!

১৩| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: আপনার কি বাইক চালাতে ইচ্ছা হয় ?

০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৩:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:
জ্বী না, আমি বাইক চালাতে জানি না। ইচ্ছেও হয় না।
এরচেয়ে অনিরাপদ বাহন আর কিছু নেই।

১৪| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:৪৫

বিটপি বলেছেন: আপনি উত্তর বাড্ডা থেকে কুয়াকাটা যাবার যে রাস্তার কথা বললেন, সেই রাস্তায় মোট ৯ বার টোল দিতে হয় এবং মোট টোলের পরিমাণ আছে ১৩০০ টাকা। যদি প্রাইভেট কারে ৪ জন যান, তবে জনপ্রতি ৩২৫ টাকা, আর পাঁচজন গেলে ২৬০ টাকা আসবে। হাইব্রিড গাড়িতে গেলে তেল খরচ পড়বে গাড়িপ্রতি ১৩৫০ টাকা, জনপ্রতি ৩৩৭/২৭০ টাকা। আর নরমাল গাড়িতে গেলে পড়বে গাড়িপ্রতি ২০০০ টাকা, জনপ্রতি ৫০০/৪০০ টাকা। সেই হিসেবে খরচ আসলে বাসের চেয়ে কম পড়ে।

০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৩:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
ওরা তাহলে ১২টা হিসাব কি করে বলছে, যেখানে আপনি বলছেন ৯টি টোলের কথা?
যাইহোক শেষ পর্যন্ত মনে হয় টোল আরো কিছু কমবে। কারণ আজই দেখলাম ৩টি টোল বাতিল করার চিন্তা ভাবনা হচ্ছে।

১৫| ০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৪:১১

বিটপি বলেছেন: ৩ টি টোল অলরেডি বাতিল হয়ে গেছে। বুড়িগঙ্গা ব্রীজের টোল ৩০ টাকা, ধলেশ্বরী ব্রীজ ৬৫ টাকা এবং আড়িয়াল খাঁ ব্রীজ ৪০ টাকা - এই তিন টোল বাতিল হলে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ধরা হয়েছে ১৪০ টাকা। ৫ টাকা খরচ বেড়ে গেল তার ফলে।

০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৫:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ বেশ
আগামীতে হয়তো আরো কিছু টোল বাতিল হবে।

১৬| ০৪ ঠা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২২

রেজাউল৯০ বলেছেন:
সরকারের অদক্ষতা লুটপাটের কথা বলতে চান ভাল, একটু যাচাই করে নেন, কি লিখছেন পড়ে দেখেন।

১২টি যায়গায় চার সিটের প্রাইভেট কার নিয়ে গেলে মোট টোল দিতে হবে ...


যে রশিদ গুলি দিয়েছেন তার মাঝে কির্তনখোলা এবং দোয়ালিয়া সেতুর টোলের রশিদে লেখা আছে বাসের টোল।
বাস আর কারের টোল এক?
দুইটি রশিদ পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক সমিতির চাদার।
এরা প্রাইভেট কার থেকে চাদা নেয়?
যে ছবিগুলি দিয়েছেন তার অনেক গুলিই পরিস্কার না, ঐগুলির বিষয়ে মন্তব্য করতে পারছি না।
ছবির মালিকরা ইচ্ছে করেই কি ঘোলা ছবি দিয়েছেন? ফেস বুকে এর চেয়ে পরিস্কার ছবি ছিল না ?

ব্লগে সহমত ভাইদের অভাব নাই।
সরকার বিরোধি হলে আরো দ্রুত ঝাপিয়ে পড়ে। চিন্তা করার আগ্রহ কারো নাই।

০৪ ঠা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
১২টি টোলের কথা আমি লিখেছি, যদিও যেখান থেকে আমি লেখাটি পড়েছি সেখানে টোল ও চাদা লেখা ছিলো। আমি চাদা শব্দটি লিখি নাই। ভুল হয়েছে।

এরচেয়ে ভালো বা পরিষ্কার ছবি ফেসবুকে থাকতে পারে, আমার চোখে পরে নাই।

কোনটা বাসের বা কারের সেটাও চেক করি নাই, তারিখ বা সিলও নাই, সেটাও দেখি না।

আমি পোস্টের শেষে লিখেছি -
এই তথ্যের কতটুকু সত্য আমার ঠিক জানা নেই।
ঐপথে যারা যাওয়া আসা করেন তারই ভালো বলতে পারবেন সত্যি চিত্রটা কি।

১৭| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: পদ্মাসেতু পার হতে ৬/৭ মিনিট লাগে। কিন্তু টোল এর ঝামেলা থেকে মুক্তি পেতে অনেক সময় লাগে। টোল ব্যবস্থা আরো আধুনিক করতে হবে।

০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১০:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: শুনতে পাই গত পরশু টোল প্লাজা পার হতে অনেকে দেড় থেকে দুই ঘন্টা লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.