নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বন পালং

২৫ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩৮



বন পালং ফুল
অন্যান্য ও আঞ্চলিক নাম : মূলাপাতা
Common Name : Wight's Sow-Thistle
Scientific Name : Sonchus wightianus




বন পালং একটি ভেষজ উদ্ভিদ, এরা ২ থেকে ৪ ফুট পর্যন্ত উচু হতে পারে। এরা দেখতে অনেকটাই কুকশিম বা শিয়ালমুতির মতোই। শুধু ফুলের আকার সামান্য বড়।

এর আগে কখনো এই ফুল আমার চোখে পরে নাই, তবে গাছ দেখেছি। আসলে ছবিতে কিন্তু ফুল নেই। আছে কলি আর ফুল ফুটে যাওয়ার পরে বী। এই গাছ হয়তো আপনি দেখেছেন, হয়তো কুকশিমের কোনো প্রজাতি হিসেবে মনে করেছেন।



বন পালং হল ডেইজি পরিবারের মধ্যে ড্যান্ডেলিয়ন গোত্রের একটি এশিয়ান প্রজাতির উদ্ভিদ। এটি এশিয়ার বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত, চীন, ভারত, বাংলাদেশ, দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত এদের পাওয়া পাহাড়ের ঢালে, তৃণভূমিতে, বনের মাঝে, বনের প্রান্তে, ঝোপঝাড়ে, মাঠের পাশে, আর্দ্র জায়গায়, জলের কাছাকাছি, বর্জ্যভূমিতে, নদীর ধারে, নুড়িপাথর এলাকায় এদের দেখা মেলে।



দীর্ঘস্থায়ী জ্বরে গাছটির ব্যবহার আছে। জন্ডিস, কাশি, ব্রঙ্কাইটিস, হাঁপানিতে এর শিকড় কাজ করে। কোথাও ব্যথা পেলে, ফুলে গেলে গাছের পাতা ফোলা উপর প্রয়োগ করা হয়। মূলের নির্যাস পেটের ব্যথা উপশম করে।



তথ্য সূত্র : উইকিপিডিয়া, অন্তর্জাল।
ছবি ও বর্ণনা : নিজ।
ছবি তোলার স্থান : আশ্রম, নাগরি, কালিগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২রা সেপ্টেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফু দিলে পাপড়িরা উড়ে যায়

এগুলো ঔষধি গাছ জানা ছিল না

২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- যেগুলিকে আমরা পাপড়ি ভাবছি সেগুলি আসলে বীজ। এরা উড়ে গিয়ে অন্যত্র নিজেদের বিস্তার ঘটায়।

২| ২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০০

শাওন আহমাদ বলেছেন: ব্লগে এসেই নতুন কিছু জানলাম।

২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- স্বাগতম আপনাকে।

৩| ২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: এই গাছের ছবিটা দেখে মনে হচ্ছে আমরা একে বনমুলো বলি। কিন্তু এর এত ভেসজ গুণ আগে জানতাম না।

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এর আরেক নাম মূলাপাতা।
- এর মাটির নিচে কি মুলার মতো কিছু হয় নাকি?

৪| ২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মনে হচ্ছে দেখেছি। গ্রীস্মের ফুল না?

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সম্ভবতো সারা বছরই কম-বেশী ফুল ফুটে।

৫| ২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

আমি সাজিদ বলেছেন: যে মফস্বলে বেড়ে উঠেছি, সেখানে অনেক দেখেছি বন পালং। এটা যে মেডিসিনাল হার্ব আজকে জানলাম। আপনার মতে সেরা বিশটা মেডিসিনাল হার্ব কি কি? একটা পোস্ট লিখার অনুরোধ রইলো।

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমাদের এলাকায় এই গাছ আমরা একেবারেই দেখিনি। আমার কাছে এটি অতিসম্প্রতি দেখা একটি গাছ।
- সেরা বিশটা মেডিসিনাল হার্ব নিয়ে কঠিন হবে, কারণ আমি মেডিসিনাল হার্ব সম্পর্কে খুব একটা ভালো জানি না। তবে চেষ্টা করে যেতে পারে। ধন্যবাদ আপনাকে পরামর্শের জন্য।

৬| ২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৩

স্মৃতিভুক বলেছেন: প্রথমে ভেবেছিলাম 'রেড-সিডেড ড্যান্ডিলায়ন', পরে ভালো করে দেখে ভুল ভাঙলো। এখানে প্রায়ই দেখা যায় এটা, মাঝে মাঝে তুলে এনে ফুঁ দিয়ে উড়িয়ে দেই। তুষার-শুভ্র ছোট্ট পালকের মতো উড়তে উড়তে চলে যায়, ভালোই লাগে দেখতে।

প্রকৃতি অসম্ভব পছন্দ আমার, কিন্তু ছবি তুলতে কেন জানি একদমই ভালো লাগে না (আগেও বলেছিলাম আপনাকে)। তারপরেও না চাইতেও তোলা হয়ে যায় মাঝে মাঝে।

গতমাসের মাঝে-মাঝি তোলা ছবি, যাচ্ছিলাম স্কি করতে এক জায়গাতে - হঠাৎ শুরু হলো তুষার ঝড়। গাড়ি থেকেই তোলাছবি, গো-প্রো দিয়ে। ভাবলাম আপনার সাথে শেয়ার করি (জানি আপনিও প্রকৃতি অনেক পছন্দ করেন)।

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে সুন্দর এই মন্তব্যের জন্য।
- ড্যান্ডিলায়নের একটি ছবি আমি তুলেছিলাম কাশ্মীরে গিয়ে।

৭| ২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৪

স্মৃতিভুক বলেছেন:

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আহা!! এমন প্রকৃতি দেখার সুযোগ আমার এখনো হয়নি।

৮| ২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:০৭

শেরজা তপন বলেছেন: এই ফুলের নাম বন পালং!! জানতামই না

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এর আরেক নাম মূলাপাতা।
- পদাতিক চৌধুরি জানিয়েছেন আরেকটি নাম বনমুলো

৯| ২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: নামটা সুন্দর।

২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১০| ২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪২

অপু তানভীর বলেছেন: এই ফুল দেখেছি বলে মনে হয় না । তবে এমন কাছাকাছি এক ধরনের ফুল দেখেছি । এখানে যেমন সাদা দেখাচ্ছে সেখানে সেটা একটু রঙিন টাইপের । গাছও বড় ।

২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি যেটির কথা বলছেন সেটি শিয়ালমুতি বা কুকসিমের কোনো প্রজাতি। সেগুলি এখনো বেশ চোখে পরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.