নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

নিষাদ – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

০৭ ই মে, ২০২৩ সকাল ১১:০৭

বইয়ের নাম : নিষাদ
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : মিসির আলি বিষয়ক উপন্যাস
প্রথম প্রকাশ : ১৯৮৯
প্রকাশক : প্রতীক প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা : ৭২ টি



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট


কাহিনী সংক্ষেপ :
মনির নামে একটি যুবক মিসির আলির সাথে দেখা করতে আসে। সে একটি অদ্ভূত কথা বলে। ছোট বেলায় তাঁর বাবা কবিরাজের ভুল চিকিৎসায় অ্যাপেন্ডিসাইটিসের কারণে মারা যায়। সে স্কুল থেকে এসে দেখে তাঁর বাবা অসুস্থ, পেটে ব্যথা। খবর দেয়া হয় কবিরাজকে। কবিরাজ এসে একটা টোটকা বানিয়ে দেয়। তাতে কাজ না হওয়ায় ডাক্তার ডাকা হয়। ডাক্তার এসে পরীক্ষা করে দেখেন অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। অপরেশন করতে হবে, কিন্তু ততোক্ষণে ডাক্তার চলে গেছেন শহরে। ফলে তার বাবা মারা যায়।

এবার মনির দাবি করে সে একদিন রাতে ক্লান্ত অবস্থায় হঠাৎ করে সে তাঁর সেই শৈশবের দিনটিতে উপস্থিত হয়। সে বুঝতে পারে এখন কবিরাজ নয় বরং ডাক্তার দরকার। ডাক্তার না হলে তাঁর বাবা মারা যাবে। মনির কাউকে কিছু না বলে দৌঁড়ে হাসপাতালে গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার অ্যাপেন্ডিসাইটিসের অপরেশনের জন্য হাসপাতালের আরেকজন ডাক্তারকে একটি চিঠি লিখে মনিরের হাতে দেন যাতে তাঁরা অপরেশনের জন্য তৈরি হয়ে থাকতে পারে। মনির সেই চিঠি নিয়ে দৌঁড়ে যাবার সময় মাথায় আঘাত পেয়ে পরে যায়। তখনই সে দেখে যে মনির তাঁর বর্তমানে ফিরে এসেছে। তাঁর হাতে ডাক্তারের সেই চিঠি।

মিসির আলি নানান ভাবে চেষ্টা করেও এই রহস্যের কোনো সমাধান করতে পারলেন না। মিসির আলি খুঁজে খুঁজে সেই ডাক্তারকে বের করলেন। ডাক্তার তাঁর হাতের লেখা চিনতে পারলেন, মনির আর মনিরের বাবাকেও চিনলেন। কিন্তু হাতের লেখা তাঁর হলেও চিঠিটি তিনি লেখেনি।

এরমধ্যে আরেকদিন মনির তাঁর এক কলিগের বাসায় কলিগের মেয়ের সামনে বসে খাওয়ার সময় ভিন্ন আরেক জীবনে চলে যায়। সেই জীবনে তাঁর বাবা জীবিত আছেন। মনির একটা বড় চাকরি করে, আর তাঁর কলিগের মেয়েটিকেই বিয়ে করে সুখে সংসার করছে।

মিসির আলি মনিরকে পরামর্শ দেয়ে চেষ্টা করে সেই জীবনে ঢুকতে আর সেখান থেকে পত্রিকা বা অন্য কিছু হাতে করে আনতে। মনির পরের বার অন্য জীবন থেকে তাদের বিয়ের একটি ছবি নিয়ে আসে।

মিসির আলি ধারনা করেন পাশাপাশি অনেকগুলি জগৎ বা জীবন বহমান। একটা সাথে অন্যটার সামান্য পার্থক্য আছে। হয়ত ইশ্বর অসীম সংখ্যক জগৎ পাশাপাশি বহমান রখেছেন। বিচিত্র কোনো কারণে কোনো ভাবে মনির তার বিভিন্ন জগৎগুলিতে চলে যেতে পারছে। এই রহস্যের কোনো মিমাংসা মিসির আলি করতে পারেন না।
----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী

কেষ্ট কবির কষ্টগুলো - ইসমোনাক
কেষ্ট কবির কনফারেন্স - ইসমোনাক
কেষ্ট কবি - ইসমোনাক

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২৩ সকাল ১১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: বইটি পড়েছি কিনা মনেই নাই।
ধন্যবাদ

০৭ ই মে, ২০২৩ সকাল ১১:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- চমৎকার উপন্যাস, পড়ে দেখতে পারেন।

২| ০৭ ই মে, ২০২৩ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত এত বই বাসায় ছিল । তাসীনের বাপের জন্য কোনো বইই রাখতে পারিনি। বোনের বাসায় পাঠিয়ে দিয়েছি। এখন এই বই কই পাইতাম :(

০৭ ই মে, ২০২৩ সকাল ১১:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- নেটে পিডিএফ পাওয়া যায়। আমি শুধু বই পড়ার জন্য একটি ট্যাব ব্যবহার করতাম, ৮ ইঞ্চি ট্যাব। বছর কয় আগে এ্যামাজনের আরেকটি কিনেছি। সেটিতে পড়ে আরাম পাই না বলে ভাবছি স্যামসং এর একটি কমদামি ট্যাব কিনবো।

৩| ০৭ ই মে, ২০২৩ সকাল ১১:৪১

গেঁয়ো ভূত বলেছেন: সংক্ষেপে অনেক চমৎকার হয়েছে।

০৭ ই মে, ২০২৩ সকাল ১১:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পোস্টে ভালো লাগা জানানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

৪| ০৭ ই মে, ২০২৩ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: পড়েছি।
সুন্দর বই।

০৭ ই মে, ২০২৩ দুপুর ১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- এখনো প্রথম পাতার প্রবেশাধীকার পান নি?

৫| ০৭ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

মিরোরডডল বলেছেন:




গতকাল পূর্ণিমা ছিলো। কাল রাতে পাহারের ক্লিফ থেকে এই ছবিটা তুলেছি।
পাগলাতো ছবি বিশারদ। কেমন হয়েছে?
সাগরে চাঁদের আলোর রিফ্লেকশনটা অসাধারণ ছিলো, কিন্তু ছবিতে ততটা বোঝা যাচ্ছে না :(








০৭ ই মে, ২০২৩ রাত ৮:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অসাধারণ দৃশ্য। জলের বুকে পূর্ণিমার চাঁদের ঝিলিক এক মায়াময় আবহ তৈরি করে।
- একটি ছবি সিদা এসেছে।
- ছবি ভালো হয়েছে।

৬| ০৭ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:০০

মিরোরডডল বলেছেন:
সোহানীপুর মতো বাকা হয়ে গেছে।
একটু কষ্ট করে সোজা করে নিবে :)






০৭ ই মে, ২০২৩ রাত ৮:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:

৭| ০৭ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই গল্পটা আমি পড়েছিলাম যখন এটা প্রথম প্রকাশিত হয়েছিল।

০৭ ই মে, ২০২৩ রাত ৮:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি সম্ভবতো দুইবার পড়েছি। আরো একবার পড়ার সম্ভবনা আছে।

৮| ০৭ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পাশাপাশি একাধিক বহমান জীবনের ধারণা আমি আগেও পড়েছি। কোথায় পড়েছি মনে নেই, তবে হুমায়ূন আহমেদের মিসির আলীতেও হতে পারে। হুমায়ূন আহমেদের অনেক বই পড়েছি, কিন্তু গল্প বা বইয়ের নাম তেমন মনে নাই।


এটা খুব ভালো লেগেছে।

০৭ ই মে, ২০২৩ রাত ৮:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি আবার কাহিনীর সাথে উপন্যাসের নাম গুলিয়ে ফেলি।

৯| ০৮ ই মে, ২০২৩ ভোর ৬:০৫

কামাল১৮ বলেছেন: একবার পড়া বই আবার পড়লে নতুন করে অনেক কিছু জানা যায়।

০৮ ই মে, ২০২৩ বিকাল ৫:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কথাটি সঠিক বলেছেন। বেশ কিছু উপন্যাস আছে যেগুলি আমি একাধীকবার পড়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে শেষের কবিতা।

১০| ০৮ ই মে, ২০২৩ ভোর ৬:১৮

কামাল১৮ বলেছেন: এই গল্পটিও হেলোসেনিশন এর উপর ভিত্তি করে লেখা।

০৮ ই মে, ২০২৩ বিকাল ৫:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- না। আপনি মিস করে গেছেন। মনির কিন্তু অন্য জগতের ডাক্তারে পেসক্রিপশন নিয়ে এসেছিলো।

১১| ০৮ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬

কামাল১৮ বলেছেন: অন্যজগতের কোন প্রমান নাই।তর্কের খাতিরে যদি ধরেও নেই আছে তবে তাদের ডাক্তারি বিদ্যা ইংরাজী লেখা আমাদের মতো হবে এটার প্রমান কি।সে হয়তো এই জগতেরই কোন ডাক্তারের ব্যবস্থাপত্র নিয়ে আসছে।হেলোসেনিশন হলে এমন হয়।কোন মনো বিজ্ঞানির সাতে আলাপ করে জানতে পারেন।অথবা ধুতরা পাতার শাক খেলে মস্তিস্কের অবস্থা এমন হয়।সাময়িক হেলোসেনিশন হয়।বলছিনা খান তবে খেলে এমন অনেক জিনিসকে সত্য মনে হয়।আরো অনেক কিছু খেলে মানুষ এমন উল্টা পাল্টা দেখে।তার অনেক নাটকে এমন কিছু দৃশ্য আছে।তার অনেক বইয়ে হেলেসেনিশনের বিষয়টা আছে।

০৮ ই মে, ২০২৩ রাত ৮:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনিতো সিরিয়াস হয়ে গেলেন!! আপনি উপন্যাস আর বাস্তবতার তফাত ভুলে গেছেন।
- এখানে একটি উপন্যাসের কথা বলা হয়েছে যেখানে প্যরালাল ইউনিভার্স নিয়ে কাহিনী এগিয়েছে। উপন্যাসের একটি চরিত্র বিচিত্র কোনো কারণে হঠাত হঠাত ভিন্ন ইউনিভার্সে চলে যাচ্ছে এবং সেখান থেকে ছোটখাটো জিনিস আনতে পারছে।
- হেলোসেনিশন সম্পর্কে আমার কিছুটা জানা আছে। উপন্যাসে হেলোসেনিশনের কথা বলা হয়নি। বলা হয়েছে প্যরালাল ইউনিভার্সের কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.