নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

নীল অপরাজিতা – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

১৫ ই জুন, ২০২৩ সকাল ১১:৫৪

বইয়ের নাম : নীল অপরাজিতা
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ১৯৯১
প্রকাশক : মাওলা ব্রাদার্স
পৃষ্ঠা সংখ্যা : ৭০ টি




কাহিনী সংক্ষেপ :
শওকত সাহেব একজন লেখক, তিনি তাঁর কিছু লেখা নিরিবিলিতে বসে লিখবেন বলে নির্জন প্রত্যন্ত গ্রামে এসেছেন। তাঁর একবন্ধু সব ব্যবস্থা করে দিয়েছে। ময়নাতলা হাইস্কুলের এ্যাসিসটেন্ট হেডমাস্টার মোফাজ্জল করিম সাহেবের বাড়িতে তিনি থাকবেন। করিম সাহেব তাকে রেল স্টেশন থেকে রিসিভ করে নৌকাতে করে নিয়ে যান নিজ বাড়িতে। বাড়িতে শুধু তিনি আর তাঁর মেয়ে পুষ্প থাকে। করিম সাহেব যথেষ্ট আপ্পায়ন করেন।

শওকত সাহেব নিজের মনে লিখে যান। বয়স্ক ও সম্মানী লেখককে পুষ্প শ্রদ্ধাকে। লেখকের আদর আপ্পায়ন রান্না বান্না খাওয়া দাওয়া সব দিকেই তাঁর নজর থাকে। গ্রামের পরিবেশে তরতর করে লেখা এগুতে থাকে। লেখক তাঁর স্ত্রীকে চিঠি লেখে নিজের ভালো লাগা ও লেখার অগ্রগতির খবর দেন। এরই মাঝে প্রচন্ড ঝড়ের কবলে পরে তিনি ভিজে অসুস্থ হয়ে পরেন। পুষ্পের সেবায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন। করিম সাহেব একটি সুন্দর বজরা জোগাড় করে নিয়ে আসে। বজরা লেখকের খুবই পছন্দ হয়, তিনি গিয়ে উঠেন সেই বজরায়। তীরে বাধা বজরাতে তিনি একাই রাত কাটান। তাঁর লেখা এগিয়ৈ চলে। এই সব অভিজ্ঞতার কথাই উঠে এসেছে এই গল্পে।

----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী

কেষ্ট কবির কষ্টগুলো - ইসমোনাক
কেষ্ট কবির কনফারেন্স - ইসমোনাক
কেষ্ট কবি - ইসমোনাক

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২৩ দুপুর ২:৪৯

শেরজা তপন বলেছেন: নীল অপরাজিতা পড়া হয়নি। কেন যেন এইসব বই পড়তে আর এখন ইচ্ছে জাগে না। :(

১৫ ই জুন, ২০২৩ বিকাল ৩:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি গত কয়েকদিন ধরে পড়া শুরু করেছি আইজাক আসিমভের ফাউন্ডেশন সিরিজ। আগেও পড়েছি, তারপরও কয়েকদিন যাবত খুব মন টানছিলো, তাই শুরু করলাম। তবে সমস্যা হচ্ছে কয়েক পাতা পড়ার পরেই ঘুম এসে যায়।

২| ১৫ ই জুন, ২০২৩ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: কি দু চার লাইন লিখলেন?
মন ভরলো না।

১৫ ই জুন, ২০২৩ বিকাল ৫:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- উপন্যাসটি পড়ে ফেলুন, মন ভরে যাবে।

৩| ১৭ ই জুন, ২০২৩ সকাল ১১:৫৬

অপু তানভীর বলেছেন: নীল অপরাজিতা পড়েছিলাম অনেক অনেক আগে । এই গল্পে ভালোবাসার জটিল নকশার কথা বলা আছে । এই থিউরিটা আমার মাথায় গেথে ছিল অনেক দিন ।

১৭ ই জুন, ২০২৩ দুপুর ১২:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভালোবাসার জটিল নকশার কথা বলা আছে সম্ভবতো হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম উন্যাসেও।

৪| ০৩ রা জুলাই, ২০২৩ রাত ১১:০৩

এইযেদুনিয়া বলেছেন: বইটা পড়েছি বলে মনে পড়ছে না। তবে ঠিক এ নামেই হু আ'র একটা অসাধারণ প্রেমের/বিরহের গল্প আছে।

০৩ রা জুলাই, ২০২৩ রাত ১১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এটিই হয়তো সেটি।

৫| ০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ৮:২৬

এইযেদুনিয়া বলেছেন: না, ওটা ভিন্ন গল্প।

০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১১:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- তাহলে আমার জানা নেই।

৬| ০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ৯:৫২

শার্দূল ২২ বলেছেন: হুমায়ুনের শ খানেক বই পড়ার পর এক বড় ভাই আমাকে একটা বই দিলো পড়তে, বিদেশি লেখক- দেমনিক ল্যাপিয়ার ।বইটা পড়ে আমি কোমা থেকে ফিরলাম। এরপর আর কোনদিন কোমায় যাইনি।

০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বইটির নাম কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.