নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আজ রাতে বাংলার আকাশে দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩০

আংশিক চন্দ্রগ্রহণ এই ছবিটি আমি তুলেছিলাম ২০১৭ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসের ৮ তারিখ রাত ১২টা ১৭ মিনিটে।

আজ রাতের আকাশে দেখা যাবে শারদ পূর্ণিমা বা কোজাগরী পূর্ণিমা। এই সময় আমাদের হিন্দু ধর্মাবলম্বীরা লক্ষ্মীপূজা বা কোজাগরী লক্ষ্মীপূজা করেন। অন্যদিকে নর্থ আ্যামেরিকানরা অক্টবর মাসের এই পূর্ণিমাকে বলেন - Harvest Moon, Hunter’s Moon, Blood Moon, Autumn Moon, Fall Moon, Sanguine Moon, Pumpkin Moon, Dying Moon ইত্যাদি আর Kindly moon বলে ডাকে চাইনিজরা।


আমরা জানি পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। আবার চাঁদকে সাথে নিয়ে পৃথিবী ঘুরছে সূর্যের চারদিকে।
সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আর পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের এই ভ্রমণ কালে এমন একটা সময় আসে যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী এসে যায়। এই সময় এরা সবাই একই সমতলে এবং একই লাইনে এসে গেলে সূর্যের আলো এসে পরে পৃথিবীর উপর। ফলে পৃথিবীর পিছনে মহাকাশের অনেকটা জায়গাজুড়ে পৃথিবীর ছায়া পরে। সেই সময় চাঁদ যদি পৃথিবীর-ছায়া ঢাকা অংশে ঢুকে পরে তখন সূর্যের আলো আর চাঁদে পৌছতে পারেনা, তাই সেই সময় চাঁদকে পৃথিবী থেকে দেখা যায় না। এটিই চন্দ্রগ্রহণ।






আজ রাতে সমগ্র বাংলাদেশের আকাশ থেকেই দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ।
আজ ২৮শে অক্টোবর রাতে ঢাকার সময় ১১টা ৫৯ মিনিট ৫৪ সেকেণ্ডে চন্দ্রগ্রহন শুরু হবে। আর শেষ হবে ভোর ৪টা ২৮ মিনিট ১৮ সেকেণ্ডে। অর্থাৎ বাংলাদেশে প্রায় সাড়ে চার ঘন্টা এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। যদি আকাশ মেঘমুক্ত থাকে।




রাত ঠিক ১১টা ৫৯ মিনিট ৫৪ সেকেণ্ডে চাঁদ পৃথিবীর উপচ্ছায়ায় ঢুকলে প্রাথমিক উপচ্ছায়া গ্রহণ শুরু হবে, যদিও এটিকে ঠিক গ্রহণ বলা যায় না। এই সময় চাঁদের আলো ধীরে ধীরে কমতে থাকবে কিন্তু সত্যিকারের গ্রহণ শুরু হবে রাত ১টা ৩৪ মিনিট ৪৮ সেকেণ্ডে। তখন থেকে চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ায় ঢুকা শুরু করবে আর ধীরে ধীরে চাঁদ ঢেকে যেতে শুরু করবে অন্ধকারে। একে বলে আংশিক চন্দ্রগ্রহণ। রাত ২টা ১৪ মিনিট ৬ সেকেণ্ডে হবে সর্বোচ্চআংশিক গ্রহণ।




তারপর চাঁদের এই আংশিক গ্রহণ ধীরে ধীরে কেটে যেতে শুরু করবে। রাত ২টা ৫৩ মিনিট ৩০ সেকেণ্ডে চাঁদ আংশিক চন্দ্রগ্রহণ থেকে মুক্ত হবে। আর ভোর ৪টা ২৮ মিনিট ১৮ সেকেণ্ডে চাঁদ গ্রহণের সমস্ত প্রভাব কাটিয়ে ৪ ঘণ্টা ২৬ মিনিট পরে বেরিয়ে আসবে স্ব-মহিমায়।


আমার যতদূর মনে পরে আমাদের সামু ব্লগার রাজীব নুর সাহেব এই শারদ পূর্নিমা রাতে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিষ্টিয় তারিখ না মিললেও চন্দ্রের কলা হিসেবে আজ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যায়। জন্মদিনের শুভেচ্ছা রইলো।


=======================================================================
চাঁদ নিয়ে কিছু পুরনো লেখা
চাঁদের বুকে হেঁটে আসা চন্দ্র-মানবেরা
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ
পূর্ণগ্রাস চন্দগ্রহণ ২০১৮
পূর্ণিমা কথন
পুষ্প পূর্ণিমা
বুদ্ধ পূর্ণিমা ও চন্দ্র পূর্ণিমা
আষাঢ়ী পূর্ণিমা
সুপার মুন ২০১৩
সুপার মুন ২০১৫
Blue Moon বা নীল চন্দ্র নীল নহে
নীল চন্দ্র নীল নহে
হ্যালোইনের নীল চাঁদ
দ্বৈত নীল চন্দ্র

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১২

সোনাগাজী বলেছেন:



বাড়ীর কাজ চলছে?

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি মন্তব্য করার সুযোগ ফিরে পেয়েছেন!! অভিনন্দন।
- আলহামদুলিল্লাহা বাড়ীর কাজ এখনো বন্ধ করতে হয়নি।
- অপ্রাসঙ্গিক মন্তব্য করার স্বভাব আপনার এখনো গেলো না!!

২| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৫১

সোনাগাজী বলেছেন:



আমার জন্য ইহা তো ১ম চন্দ্র গ্রহন নয়।

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার জন্যও নয়।

৩| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:০৩

জনারণ্যে একজন বলেছেন: খুব খুশি হয়েছি আপনাকে দেখে, জলদস্যু। মনে মনে ভেবেছিলাম আপনার কথা অনেকবার।

আপনার তোলা আংশিক-চন্দ্রগ্রহণের ছবিটা সুন্দর হয়েছে।

দুই সপ্তাহ আগে বের হয়েছিলাম ফল কালার দেখতে - (আপনার প্রত্যাবর্তন উপলক্ষে) তারই কিছু ছবি শেয়ার করলাম এখানে।

বাই দ্যা ওয়ে, আমার আরেকটা নিক ছিল 'স্মৃতিভুক'। মাননীয় মডারেটর সাহেব ওই নিকের পশ্চাৎদেশে বাঁশ এবং হাতে হারিকেন ধরিয়ে দিয়ে আপাততঃ দাঁড় করিয়ে রেখেছেন।

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- স্মৃতিভুকতে মডারেটর সাহেব যদি বাঁশ আর হারিকেনের ব্যবস্থা করে থাকেন তাহলে নিশ্চয় তার পিছনে জোড়ালো কোনো কারণ আছে। দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই আমার।

৪| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:০৬

জনারণ্যে একজন বলেছেন:

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- চমৎকার ছবি।

৫| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:০৬

জনারণ্যে একজন বলেছেন:

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: - চমৎকার ছবি।

৬| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:০৭

জনারণ্যে একজন বলেছেন:

২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- খুবই সুন্দর

৭| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:০৭

জনারণ্যে একজন বলেছেন:

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: - চমৎকার ছবি।

৮| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:০৮

জনারণ্যে একজন বলেছেন:

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: - চমৎকার ছবি।

৯| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:০৮

কাছের-মানুষ বলেছেন: আপনি ভাল তথ্য দিয়েছেন। একসময় ছোট বেলায় চন্দ্রগ্রহন এবং সূর্য্যগ্রহন বেশ আগ্রহ নিয়ে দেখতাম।

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার আগ্রহ এখন অনেকটাই কমে গেলেও একেবারে শেষ হয়ে যায়নি।

১০| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:১২

জনারণ্যে একজন বলেছেন: দ্বিতীয় ছবিটাতে অনেক দূরে পাহাড়ের কোলে যে ছোট্ট শহর দেখা যাচ্ছে, খুবই জনপ্রিয় ট্যুরিস্টদের কাছে। ছিলাম ওখানে একদিন।

ভালো থাকবেন আপনি। আমি এখন একটু পাহাড়-পর্বত ঠেঙাতে বের হবো।

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পাহাড়ে বেরাতে আমারও খুব ভালো লাগে। সব সময় সুযোগ হয়ে উঠে না।
- আমি রাতে বের হতো চন্দ্রগ্রহণ দেখতে।

১১| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: চন্দ্রগ্রহন নিয়ে আমি চিন্তিত নই।
দেশের অবস্থা ভালো না। ইজরাইল ফিলিস্তনির অবস্থা ভালো না।
অন্যদিকে রাশিয়া উইক্রেনের অবস্থা ভালো নয়।

আপনি এতদিন কোথায় ছিলেন?

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই সব বড় বড় বিষয় নিয়ে চিন্তা করার জন্য গুরুজী আছেন, আপনি আছেন। আমি নিশ্চিন্তে চন্দ্রগ্রহন নিয়ে চিন্তা করতে পারছি।
- যেখানে সব সময় থাকি, সেখানেই ছিলাম, নিজের বাড়ি বাড্ডাতে।

১২| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১:০০

জনারণ্যে একজন বলেছেন: স্মৃতিভুকতে মডারেটর সাহেব যদি বাঁশ আর হারিকেনের ব্যবস্থা করে থাকেন তাহলে নিশ্চয় তার পিছনে জোড়ালো কোনো কারণ আছে। দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই আমার।

তা'তো বটেই .....তা'তো বটেই। বি-শা-ল বড়ো কারণ আছে।

সেরা লেখক ক্যাটাগরিতে আপনার গুরুজীর তিনটা নিক নমিনেট করে প্রস্তাব দিয়েছিলাম। তো সেই দেখে মন্তব্য তেনার সে কি কান্নাকাটি! যেমন-তেমন কান্নাকাটি নয়; রীতিমতো পোস্ট দিয়ে ‘নাকের জলে- চোখের জলে’ একাকার টাইপ কান্নাকাটি। সে কান্নাকাটি দেখে পাষানের হৃদয়'ও দ্রবীভূত হয়ে যাবে আর আমাদের অতীব-কোমল হৃদয়ের মডারেটর সাহেব কোন তো ছার!

ফলাফল নিকের পশ্চাৎদেশে বাঁশ এবং হাতে হারিকেন।

২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আহারে, খুবই খারাপ কথা। গুরুজ্বী মাঝে মাঝেই কেন জেনো নিজের গাম্ভীর্জ বিবজিত কাজ করে ফেলেন। সম্ভতো এর পিছনে উচ্চপর্যায়ের কোনো চক্রান্ত কাজ করে। আপনার জন্য সমবেদনা রইলো।

১৩| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১:০১

জনারণ্যে একজন বলেছেন: বাট একটা ব্যাপার এখনো ক্লিয়ার নয় - ভালো একটা প্রস্তাবনাতেই যদি আপনার গুরুজীর 'নাকের জলে-চোখের জলে' টাইপ অবস্থা হয়, তবে ওনার ভাষাতেই ওনাকে জবাব দিলে কি অবস্থা হবে?

খুব সম্ভবতঃ ২৪/৭ অ্যাডাল্ট ডায়াপার পরে বসে থাকতে হবে।

২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- গুরুজী এমনি শক্ত মানুষ। তবে কিনা নিচের বিষয়ে সমালচনা উনি খুব একটা নিতে পারেন না। মানি মানুষের মান বলে কথা।

১৪| ২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:০৮

কামাল১৮ বলেছেন: আগে সূর্য্গ্রহন দেখার জন্য কতো আয়োজন করতে হতো।এখন মেয়ের টেলিস্কোপে কি সুন্দর দেখা যায়।আমরা বিভিন্ন তাঁরাও দেখি বিশেষ বিশেষ দিনে।ধন্যবাদ ফিরে আসার জন্য।

২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সূর্যগ্রহণ দেখতে এখনো ফিলটার ব্যবহার করতে হয়। নইলে চোখের বারোটা বেজে যাবে। চন্দ্র গ্রহণ দেখার কোনো ঝামেলা নাই।

১৫| ২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:১১

কামাল১৮ বলেছেন: কানাডার আকাশে আজকে চন্দ্রগ্রহন দেখা যাবে না।

২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পরে আবার কখনো দেখা যাবে নিশ্চয়।

১৬| ২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: আপনার বাড়ির কাজ শেষ?
আশ্রমের কি খবর?

২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: - টাকা থাকলে বাড়ির কাজ দ্রুত শেষ করা যায়। আমার টাকা নাই তাই কাজের গতি কম। জানুয়ারিতে ৩ তলা পর্যন্ত ভাড়া হবে। এই সপ্তাহে ৫ তলার ছাদ দিবো ইনশাআল্লাহ।
- আশ্রমের খবর ভালো না। সব দিক থেকেই খরচ বেড়েছে। কুলিয়ে উঠা কষ্ট হচ্ছে।

১৭| ০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৮

খায়রুল আহসান বলেছেন: ছোটবেলায় ভূগোল পাঠের সময় এরকম ডায়াগ্রাম এঁকে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ বোঝার ব্যাপারটা রপ্ত করতাম আর পরীক্ষার খাতায় শিক্ষককে বোঝাবার চেষ্টা করতাম। আপনার এ পোস্ট পড়ে সে কথাটা মনে ভেসে উঠলো।
জনারণ্যে একজন এর কয়েকটা ছবি খুব সুন্দর।

০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ১১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছাত্রজীবনে আমি এই বিষয়গুলি বেশ আগ্রহ নিয়েই পড়েছি।
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.