নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

চিঠি

০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৮



ওগো মম প্রেয়সী প্রণয়িনী
প্রিয়তমা প্রেমাসক্তা প্রিয়া,
আমি কতোই না হতেম প্রীত
হতে তোমার প্রেষবর্ধক,
যবে তুমি পরিধেয় পরিচ্ছদ
করিতে যাও পরিত্যাগ।

যখন মম নয়ন সম্মুখে উন্মুক্ত
তোমার ধবল দৃঢ় পয়োধর বক্ষোজ,
বসন্তময় বিকশিত আরাধ্য
ওযে যথেষ্টই উৎকৃষ্টি।

যত দূরেই থাকিনা কেনো
তুমি জানোতো ভালোই
তোমার ছোট্ট অসিত অরণ্যে
প্রেমময় সফরের স্মৃতি
স্মৃতিতে মম উজ্জ্বলতম।

যত বার যাই সফরে সেথায়
বারংবার হেথায় থাকার
প্রেমময় মুহূর্তটির প্রতীক্ষায় থাকি,
তোমার অসিত কৃষ্ণ অরণ্যে বাস
সেযেন স্বর্গে কাটানো সময় সম।





বিশেষ দ্রষ্টব্য : এই লেখাটি সাধু ও চলিত ভাষার মিশ্রণে দুষিত।
বিশেষ দ্রষ্টব্য : এই লেখটির মূল বিষয় একটি বিখ্যাত চিঠি থেকে নেয়া হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য : এই লেখটিতে ইচ্ছাকৃত ভাবে কিছু অপ্রচলিত শব্দ ব্যহবার করা হয়েছে, যেমন - প্রেষবর্ধক, পয়োধর, বক্ষোজ, অসিত ইত্যাদি।
ছবি সূত্র : অন্তর্জাল।

লেখা শুরু : ১৬ ই জুলাই, ২০২২ ইং শেষ : নভেম্বর, ২০২৩ ইং

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৭

বাকপ্রবাস বলেছেন: এমন অপ্রচলিত অতীত ভাষা বর্তমান প্রজন্ম হৃদয়ঙ্গম করতে অক্ষম। মহামূল্যবান হিসেবে জাদুঘরে ঠাঁই নেয়া যায় কিন্তু হৃদয়ে স্থান নিতে বেগ পেতে হবে।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সরল শব্দ বসালে এমন একটা রূপ সামনে আসবে যেটি অনেকের কাছেই অশ্লীল বোধ হবে।

২| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: একদম পুতু পুতু টাইপ কবিতা হয়েছে।
পুতু পুতু টাইপ কবিতা লেখা সহজ। কঠিন হচ্ছে নজরুলের মতো জ্বালাময়ী কবিতা লেখা।
এই কবিতায় আপনাকে দশের মধ্যে দুই এর বেশি দিতে পারবো না।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভাইজান আমি কবিতার পরীক্ষা দিতে বসি নাই বা কোনো প্রতিযোগিতায়ও নামি নাই। তাই আপনার নাম্বারিং আমি থোরাই কেয়ার করি। তাছাড়া আপনার জ্বালাময়ী কবিতার সাথে সামুর কমবেশী সকলেই পরিচিতো।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১২

প্রামানিক বলেছেন: অতীতের ব্যবহৃত অনেক শব্দ আমিও ভুলে গিয়েছি

০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পরিচিতো কিছু শব্দ লুকানোর জন্য আমি খুঁজে খুঁজে এইসব অপ্রচলিত শব্দ বের করেছি।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৮

মিরোরডডল বলেছেন:




পাগলার এরকম লেখা আগে কখনও পড়িনি।
ব্যতিক্রম তাই ভালো লাগলো।

বিশেষ দ্রষ্টব্য : এই লেখটির মূল বিষয় একটি বিখ্যাত চিঠি থেকে নেয়া হয়েছে।

সেটা কোন চিঠি, কার লেখা বললে ভালো হতো।

পোষ্টের ছবিটি সুন্দর, ওটা সম্পর্কে বলবে।


০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি এর আগেও কবিতা লিখেছি!! যদিও এটির মতোই সেগুলিও কবিতা হয়নি বলেই আমার ধারনা।
কবিতার খপ্পরে!
যখন দিন রাত মিলেমিশে একাকার
তোমার চোখে জ্যাকারান্ডার আলো

- সামুতে চিঠিটি আগেও প্রকাশ পেয়েছে। আমার ধারনা কেউ না কেউ ঠিকই বুঝে যাবেন কোন চিঠি থেকে চুরি করেছি আমি। সেই অপেক্ষায় আছি।
- ছবিটি সম্পর্কে কিচ্ছু বলার নেই। অনেক খুঁজে কোনো ছবি পছন্দ না হওয়াতে পরে নেট থেকে ছবিটি দিয়ে দিয়েছি।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৭

বিজন রয় বলেছেন: কবিতাটির জন্ম হয় নাই, জন্ম দিয়েছেন।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- না। এটি নিতান্তই সহসা বিঘটিত অপ্রত্যাশিত আকস্মিক ঘটনা।

৬| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ কী!!! আপনিও লিখেছেন এক বেয়াপক চিঠি? এ চিঠি নিয়ে আমিও যে একটা পোস্ট এইমাত্র লিখেছি :)

কী বলবো বুঝতে পারছি না, তবে, আমার মনে হয়েছে আপনি রম্য কবিতা লেখার চেষ্টা করেছেন, কিছুটা ব্যঙ্গ করেই :) কারণ, আপনার কবিতা লেখার হাত তো খুবই পরিণত।

কোন চিঠি থেকে নেয়া হয়েছে এ কবিতাখানি, বলা গেলে জানিয়ে দিন :)

১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি চিঠি লিখি নাই ভাইজান, শুধু শিরনামটাই চিঠি। এই চিঠি অন্যকারো লেখা, বিখ্যাত চিঠি। সেই ভাব থেকে এই আমার এই অপকর্ম।
- না রম্য নয়। তবে কিছু কিছু শব্দ আড়াল করার চেষ্টা করেছি।

৭| ১০ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৫:৩৭

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ভাই গো,
দাঁত সবগুলা নাড়াচাড়া শুরু করসে, পইড়া যাওয়ার আগে বাংলা থেকে বাংলা অভিধানে ঝাঁপ দিয়া রক্ষা পাইছি।

অভিধান হইতে শব্দগুলা শিখলাম,
প্রেষ: চাপ (এইটা নাকি আসছে ইংরেজী Press থেকে)
বর্ধক: বাড়ায়
পয়োধর: স্ত্রীলোকদের স্তন
বক্ষোজ: হুমম, পায়োধরের প্রতিশব্দ
অসিত: কালো, কৃষ্ণের প্রতিশব্দ

সবিনয় নিবেদন এই যে, যদি অনুমতি দেন অসাধারণ কবিতাটিকে ফেণী ভাষায় তরজমা করার চেষ্টা কইত্তে চাই।

নিম্নে দুই লাইনের স্যাম্পল দেওয়া হইলো:
মূল কবিতা:-
যখন মম নয়ন সম্মুখে উম্মুক্ত
তোমার ধবল দৃঢ় পয়োধর বক্ষোজ


তরজামা (ফেণী অরিজিন):
যেসময় আঁর চোখের সামনে খোলা
তোঁয়ার ধবধইব্বা সাদা মজবুত *দুদু গুলা


*ভাইজান; পয়োধর, বক্ষজ দুইটারই সেইম মিনিং তাই বহুবচন প্রয়োগ কইল্লাম, তাছাড়া পর পর দুইবার দুদু বসাইলে কেমন জানি ছড়া ছড়া লাগে।


আমি গরীব মানুষ, অনুমতি চাহিয়া দোষ কইল্লে দয়া করিয়া ক্ষমা করিয়া দিয়েন।

১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বেশ বেশ আগ্রহ নিয়ে শব্দের অর্থ খোঁজার জন্য ধন্যবাদ।
- প্রেষবর্ধক একটি শব্দ। আলাদা আলাদা করে অর্থ করলে হবে না। প্রেষবর্ধক অর্থ সহযোগী বা সাহায্যকারী।

- আপনার অনুবাদ উপাদেয় হয়েছে। তবে দৃঢ় কে মজবুত বলায় মজা পেয়েছি খুব।
- পয়োধর বক্ষোজ একই শব্দের প্রতিশব্দ। আপনি সঠিক বলেছেন।

৮| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:২৯

কামাল১৮ বলেছেন: কিছু শব্দ বর্তমানে খুব একটা ব্যবহৃত হয় না।

১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি সঠিক বলেছেন।

৯| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার এমন কবিতা আগে পড়িনি পড়ব কি আপনি এই প্রথম এমন কবিতা উপহার দিলেন। অপ্রচলিত শব্দ অর্থ করিতে গিয়া একই অর্থ দুইবার কবিতাকে কিছুটা গতি রুদ্ধ করিল। এছাড়া বাদ বাকি ভাল হইছে বলিয়া প্রত্যয়ন করা যাইতেছে।

১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:

- গোটা তিনেক কবিতা আমি আগেও লিখেছি। (৪ নং প্রতিমন্তব্যে লিংক আছে দেয়া।) তবে এটির মতো সেগুলিও কবিতা হয়নি বলেই আমার ধারনা।

- পয়োধর বক্ষোজ এর কথা বলছেন?

১০| ১০ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



খারাপ না।

১০ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ

১১| ১১ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: আমি কবিতা লিখতে পারি না।
কিন্তু কবিতার মতো কিছু লিখতে চেষ্টা করি মাঝে মাঝে। দীর্ঘদিনের অভ্যাস।

১১ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সত্যি কথা হচ্ছে আপনার কবিতার চেষ্টা গুলি অতি নিম্ন মানের হয়। সেগুলি আর যাই হোক কবিতা হয় না। আমরা আপনাকে পছন্দ করি বলে মুখের উপরে তা বলি না।

১২| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮

বিজন রয় বলেছেন: খবর কি, নতুন পোস্ট কই?

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- জানুয়ারির ১ তারিখে নতুন বাড়ির ১০টি ফ্ল্যাট ভাড়া দিয়ে ফেরছি। সেগুলি এখনো রেডি করতে পারি নাই। কাজের চাঁপে জিড়া চ্যাপ্টা অবস্থা।

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: তৃতীয় বিশেষ দ্রষ্টব্য তে যে চারটি শব্দকে আপনি অপ্রচলিত শব্দ বলেছেন, তার মধ্যে শুধু প্রথমটাই অপ্রচলিত, বাকি তিনটে নয়।
১ নং প্রতিমন্তব্যে সরল শব্দ পরিহারের যে কারণটি উল্লেখ করেছেন, তা বোধগম্য।
বাড়ি নির্মাণের কাজ সম্পূর্ণ (প্রায়?) করায় অভিনন্দন!

২৬ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিতো এই সমস্ত শব্দ খুব একটা ব্যভহার করিনা তাই আমার কাছে এরা অপ্রচলিত শব্দই বটে।
- সরল শব্দ পরিহারের যে কারণটি প্রায় সকলেরই বোধগম্য হওয়ার কথা।
- অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.