নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি জেলার কাল্পনিক চিত্র

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৩



কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) সংক্ষেপে AI ব্যবহার করে অনেক প্রযুক্তিপ্রেমিরা অসাধারণ সুন্দর সুন্দর সব ছবি তৈরি করছেন। তাদেরকে এআই শিল্পী বলা যায় অনায়াসেই।

এর আগে আমরা বাংলা সাহিত্যের কিছু চরিত্র পোস্টে দেখেছি AI এর Midjourney ব্যবহার করে বাংলা সাহিত্যের কিছু কালজয়ী চরিত্রকে ফুটিয়ে তুলা হয়েছে। আমরা দেখেছি কৃত্রিম বুদ্ধিমত্তার ঝলকে হলিউড অভিনেত্রীরা যখন সন্ন্যাসীনি হয়ে উঠেছেন। আরো দেখেছি কৃত্রিম বুদ্ধিমত্তার ঝলকে হলিউড অভিনেতারা যখন সন্ন্যাসী হয়ে যান তার রূপ।

আজ আমরা দেখতে চলেছি বাংলাদেশের কয়েকটি জেলার কাল্পনিক চিত্র। ছবিগুলি জেলাগুলির নামের সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।








































ছবিগুলি ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে।

মন্তব্য ৪০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ওয়াও বলার মতো ছবি পোস্ট। আমার ছোটবোন ফটোল্যাব এপস দিয়ে ওর ছবি এডিট করেছে। অসম্ভব সুন্দর।হুদাই মুবাইল ভার্সন হয়ে গেসে। ফুল ভার্সন আসছেনা। মুবাইল ভার্সন থেকে ছবি এড করা যায়না। তাই এড করা যাচ্ছেনা।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- আপনাকে ইদানিং নিয়মিত হতে দেখে ভালো লাগে। তবে আমিই অনিয়মিত হয়ে আছি বেশ কয়েকমাস।

২| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যেই এগুলো করুন না কেন, অসাধারণ আইডিয়া। এবং আপনার শেয়ারিংগুলো প্রশংসার দাবি রাখে।


বাগের হাট হয় নি। বাগ মানে বাগান বা ঘন জঙ্গল। ঘন জঙ্গলের মধ্যে হাট বসাতে হবে আর কী, কিংবা ফুলে ফুলে সজ্জিত বাগানের মধ্যে হাট বানাতে হবে :)

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আর প্যাঁচ লাগিয়ে ফেলেছে। বাগ হয়ে গেছে বাঘ। হা হা হা।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৫

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,




ওয়াও.............।
মৌলভীবাজার আর মুন্সিগঞ্জ দেখে হাহামযা =p~ (হাসতে হাসতে মরে যাচ্ছি)

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি অবাক হয়েছি কক্স-বাজারে। কক থেকে কক্স!!

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩২

কলাবাগান১ বলেছেন: বেস্ট রংপুর
তবে মৌলভিবাজারকে দেখতে চেয়েছিলাম মৌ..লোভী...বাজার হিসাবে

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ মন্তবের জন্য।
- মৌলভিবাজারকে মৌ..লোভী...বাজার হিসাবেও তৈরি করতে পারতো নিশ্চয়ই, আইডিয়াটা হয়তো উনাদের মাথায় আসে নাই।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৭

বিজন রয় বলেছেন: আপনি ছবিগুলো খুব ভালো এঁকেছেন!!!!!!!
আপনার কোনো কৃত্রিম বৃদ্ধিমত্তা নেই!!!!!!
যা আছে সব মরুভূমি থেকে আমাদানিকৃত, যে মরুভূমিতে জল আছে!!!!!!
বুঝলেন তো???????

আপনার পোস্ট সবসময় বিচিত্র।
আপনি ব্যতিক্রম।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বিজন রয় বলেছেন: আপনি ছবিগুলো খুব ভালো এঁকেছেন!!!!!!!
ভাইজান পোস্টের নিচে লিখে দিয়েছি - বিজন রয় বলেছেন: ছবিগুলি ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪১

নূর আলম হিরণ বলেছেন: অনেকদিন বাদে এলেন, কেমন আছেন?

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়ির কাজ নিয়ে একটু বেশি ব্যস্ত। তাই অনিয়মিত আছি।
- আপনি ভালো আছেনতো?

৭| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার আইডিয়া থেকে চমৎকার পোস্ট।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫০

বিজন রয় বলেছেন: হে হে হে হে ................ দেখেই তো বলেছিলাম।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বিস্ময়সূচক চিহ্ন দেখে বিষয়টা আমারও সন্দেহ হয়েছিলো। শেষে এসে আবার চিন্তা উলটে গেলো। সেইফ সাইডে থাকার জন্য জারিজুড়ি সব আগেই ফাঁস করে দিছি, শেষে কে আবার কোন উপাধি দিয়ে দেয় বলা মুশকিল।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৯

কামাল১৮ বলেছেন: বুদ্ধি আছে বলতে হবে।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হাঁটুর কাছাকাছি আছে।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২১

মামুinসামু বলেছেন: শেষের ছবিটা দেখে হাফ ছেড়ে বাঁচলাম ;p

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কেনো!!??

১১| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২২

জ্যাক স্মিথ বলেছেন: সত্যিই মনোমুগ্ধকর ছবি, একদম পার্ফেক্ট হয়েছে। আমি ভেবে কুল পাইনা এআই এত নিখুত ছবি আকে কি করে!! B:-)

বান্দরবনেরটা পুরোপুরি মিলে গেসে!! =p~

সব ছবির মধ্যে জল লেখা থাকার কারণ বুঝলাম না।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও প্রচন্ড অবাক হই!! কি করে পারে এমন আঁকতে (বলা ভালো তৈরি করতে)!!
- সব ছবির মধ্যে জল লেখা থাকার কারণ বুঝলাম না।
রংপুরের ছবিটাতে জল নাই। জল আর রং মাখামাখি হয়ে যাওয়ার ভয়েই মনে হয়। ;)
সম্ভবতো যিনি ছবিগুলি তৈরি করেছেন তিনি এই জলের মালিক।

১২| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩২

জনারণ্যে একজন বলেছেন: এআই নিয়ে শংকিত হওয়ার অনেক কারণই আছে। 'গাইবান্ধা' নামটা ছোটবেলা থেকে শুনে শুনে যা কল্পনা করেছি, বেশ মিলে গেছে তা।

এনিওয়েজ, অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো।

তিনটা ছবি শেয়ার করলাম আপনার সাথে, গত দুই-তিন দিনের মধ্যে তোলা। এই কাজটা যদিও আমাকে দিয়ে একেবারেই হয়না; তবে এখন টুকটাক ট্রাই করি।

পাপের শহর।

গ্র্যান্ড ক্যানিয়ন।

সামহয়্যার ইনসেডোনা,অ্যারিজোনা।






২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- আপনার শেষ ছবিটি অতিঅসাধারন হয়েছে। চেয়ে থাকার মত সুন্দর।

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:৩৭

কলাবাগান১ বলেছেন: নোয়াখালীকে মিস করছি। New canals????

২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- নোয়াখালীর একটি ছবি ছিলো। কিন্তু সেটি তার নামের সাথে মোটেও মিল নেই বলে আমি দেইনাই। বরং New canals তার চেয়ে অনেক ভালো আইডিয়া।

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বড়ই আচানক ঘটনা।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ফেইসবুক ছেয়ে গেছে এই সব ছবিতে।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২২

হাসান মাহবুব বলেছেন: ব্রিলিয়ান্ট আইডিয়া! তবে কিছু ক্ষেত্রে বানান ম্যানিপুলেশন করা হয়েছে। যেমন বাঘকে বাগ বানিয়ে দেয়াটা ভালো লাগে নি।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সঠিক বলেছেন আপনি। উচ্চারণগত কিছুটা মিলের সাথে গুলিয়ে ফেলেছে হয়তো।

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৯

শেরজা তপন বলেছেন: খুব সুন্দর! তবে মৌলভীবাজার ও মুন্সীগঞ্জ এমং মানিকগঞ্জ ও লালমনিরহাট একই হয়ে গেছে।
বাগেরহাট নিয়ে আমারও আপত্তি আছে।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মৌলভীবাজারমুন্সীগঞ্জ আমার কাছেও সিমিলার মনে হয়েছে। তবে অন্যকিছু করার সুযোগও হয়তো কম ছিলো। অন্যদিকে লালমনিরহাট ঠিক আছে, তবে মানিকগঞ্জে লালের সাথে অন্য আরো কালারের মানিক ব্যবহার করলে আরো ভালো হতো।
- বাগেরহাটের বিষয়টা আরো অনেকের দৃষ্টিআকর্ষণ করেছে।

- অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: দাগ থেকে যদি দারুন কিছু হয় তবে দাগই সই।

কৃত্রিম বুদ্ধিমত্তায় যদি এরকম সৃজনশীল কিছু হয় হয় তাহলে তা খারাপ নয় বরং ভাল ।
তবে,একে ব্যবহার করে মানুষরুপী কিছু অমানুষ যে নোংরামী শুরু-তৈরীতে সাহায্য নিচছে এটাই সমস্যা।

ছবির ব্যাপারে কি বলব :((
এ কথায় অসাধারন। আর তাই +++

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সঠিক বলেছেন আপনি।

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর সুন্দর একটা পোষ্ট দিয়েছেন।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তবের জন্য।

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৪

প্রামানিক বলেছেন: নামের সাথে মিল রেখে সব ছবিই ঠিক আছে তবে একটা ছবির ব্যাপারে আপত্তি আছে, সেটা হলো গাইবান্ধার গাইয়ের জায়গায় ষাড় বান্ধা পড়েছে।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- না ভাইজান, আপনি ১০০ ভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারেন না যে এটা ষাড়! আমার কাছে গাই বলেই মনে হচ্ছে। ষাড় হলে নাকে দঁড়ি দিতে হতো।

২০| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৩

করুণাধারা বলেছেন: চোখ জুড়ানো পোস্ট!

২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.