নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

জমিদার বাড়ি দর্শন : ০০৭ : বালিয়াটি ছয়আনি জমিদার বাড়ি

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৮

বালিয়াটি ছয়আনি (ছয়আনা) জমিদার বাড়ি / বালিয়াটি পশ্চিম বাড়ি


বালিয়াটি ছয়আনি (ছয়আনা) জমিদার বাড়িটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত।

মহেশ রাম সাহা নামে এক নিম্ন বর্ণের কিশোর ভাগ্যের অন্বেষণে বালিয়াটি আসে। সেখানে এসে ভাগ্যক্রমে এক পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরী পেয়ে যায়। পান ব্যবসায়ী এই কিশোরটিকে খুবই পছন্দ করতেন। পরবর্তীতে তিনি তার এক মেয়েকে ছেলেটির সাথে বিয়ে দেন এবং তাকে নিজের ব্যবসার অংশীদার করেনেন। দেখতে দেখতে মহেশরাম সাহা একজান প্রথম শ্রেণীর ব্যবসায়ী হয়ে যায়।

মহেশ রামের ছেলে ঘনেশ রাম পানের ব্যবসা করে আরো উন্নতি লাভ করে। ঘনেশ রামের ছিলো চার ছেলে। তাদের একজনের নাম ছিলো গোবিন্দ রাম। এই গোবিন্দ রাম বালিয়াটিতে বিয়ে করে বালিয়াটিতেই বসবাস শুরু করে। তার ছিলো লবণের ব্যবসা। গোবিন্দ রামের ছিলো চার ছেলে- যথাক্রমে আনন্দ রাম, দধি রাম, পন্ডিত রাম এবং গোপাল রাম। এই চার ভাই প্রথমে একসাথে ব্যবসা শুরু করে। দেখতে দেখতে সেই ব্যবসা ফুলেফেপে বিশাল আকার ধারন করলে পরে তারা পৃথক পৃথক ভাবে ব্যবসা শুরু করেন।

এই চার ভাই কালক্রমে বালিয়াটিতে তাদের জমিদাড়ি তৈরি হলে গোলাবাড়ি, পূর্ববাড়ি, পশ্চিম বাড়ি মধ্যবাড়ি এবং উত্তরবাড়ি নামে পাঁচটি জমিদার বাড়ি তৈরি করে। আনুমানিক ১৭৯০ খ্রিস্টাব্দে এই চার ভাইয়ের মাধ্যমেই জমিদার বাড়ির গোড়াপত্তন হয়।


পশ্চিম বাড়ি
বালিয়াটির মূল জমিদার বাড়ির পশ্চিম পাশে এই বাড়িটির অবস্থান বলেই বাড়িটির নাম পশ্চিম বাড়ি। এই বাড়িটি বালিয়াটি ছয়আনি (ছয়আনা) জমিদার বাড়ি নামেও পরিচিতো। সম্ভবতো জমিদার রায় চাঁন তার প্রথম স্ত্রীর সন্তানদের সম্পত্তির দশ আনা অংশ এবং দ্বিতীয় স্ত্রীর সন্তানদের ছয়আনা অংশ দিয়ে যান। বর্তমানের বালিয়াটির মূল জমিদার বাড়ি দশআনা জমিদার বাড়ি আর এই পশ্চিম বাড়িটি হচ্ছে ছয়আনা জমিদার বাড়ি।

দশআনা জমিদার বাড়ির মতো ছয়আনা জমিদার বাড়িটি ততো বড় না। সেই সাথে এর জৌলসও অনেকটাই কম। বাড়ির অনেকটা অংশই নষ্ট হয়ে গেছে। ভেঙ্গে ফেলা হয়েছে অনেক স্থাপনা। এখানে যে ছবি গুলি দেখছেন তার সবগুলি স্থাপনা এখন বর্তমান নেই।









বালিয়াটির মূল জমিদার বাড়ি থেকে পশ্চিম দিকে যে পথটি চলে গেছে সেই পথে ৫০০ মিটার গেলেই হাতের ডানে ( উত্তর দিকে) পথের উপরেই রয়েছে একটি কারুকাজময় পুরনো প্রবেশপথ। এই প্রবেশপথ ধরে কিছুটা এগিয়ে গেলে হাতের ডানে চোখে পড়বে সময়ের স্রোতে প্রায় ধ্বংস হতে চলা কয়েকটি ইমারতে কংকাল।














এগুলি ছিলো জমিদারদের বাহির বাড়ি। এখানে তাদের ব্যবসা বানিজ্য পরিচানার কাজ চলতো। এর ঠিক পিছনেই রয়েছে অন্দর মহল। দ্বিতল অন্দর মহল এক সময় বেশ কারুকাজময় দৃষ্টিনন্দন ছিলো তা আজও বুঝা যায়। বাড়ির সামনে রয়েছে উঠানের মতো অংশ। বাড়িটিতে এখন লোকজন বোসবাস করে। তাদের অনুমতি নিয়ে বাড়ির ভিতরে আর ছাদেও ঘুরে দেখছিলাম আমি।































তথ্য সূত্র ও বর্ননা : উইকিপিডিয়া, অন্তর্জাল, নিজ।
অবস্থান : বালিয়াটি, সাটুরিয়া, মানিকগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°59'40.1"N 90°02'14.5"E
গুগল ম্যাপ : https://maps.app.goo.gl/dJQEyBniNxU53nuR8
ছবি তোলার তারিখ : ২৫শে নভেম্বর ২০১৬ খ্রিষ্টাব্দ।


=================================================================
আরো দেখুন -
মরুভূমির জলদস্যুর ভ্রমণ বিলাস

জমিদার বাড়ি দর্শন : ০০১ : বালিয়াপাড়া জমিদার বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০২ : বীরেন্দ্র রায় চৌধুরী বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৩ : জ্যোতি বসুর পৈতৃক বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৪ : আমিনপুর ঠাকুর বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৫ : বড় সর্দার বাড়ি
জমিদার বাড়ি দর্শন : ০০৬ : বালিয়াটি জমিদার বাড়ি



বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৭

মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৯

মিরোরডডল বলেছেন:




AI স্টক শেষ?
পাগলা আবার জমিদার বাড়ি নিয়ে আসছে।

আমি একসময় অনেকগুলো জমিদার বাড়ি গিয়েছিলাম।
যেখানেই যাই শুধু ময়লা আর ময়লা!!!!
একটুও মেইনটেইনড না, তাই আর যাইনা :|

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন:




মিরোরডডল বলেছেন: AI স্টক শেষ?
- না, আরো আছে। কালকে রাতে হয়তো দিবো আরো কিছু।

- আমি এখনো নিয়ম করে প্রায় প্রতি মাসের শেষ শুক্রবারে যাই এই সব পুরনো স্থাপনা দেখতে।
- মেইনটেইনড কারার কেউ নেই বেদখল হয়ে আছে অতি নিম্নস্তরের লোকদের হাতে।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৫

বিজন রয় বলেছেন: এই তো সুন্দর!
আমি বলতে না বলতেই জমিদারবাড়ী পোস্ট দিয়ে দিলেন।

"জামিদার বাড়ি"... এই শব্দটাই আমার কাছে রহস্যময় মনে হয়।
কতকাল ধরে এটার সৃষ্টি।

এজন্য আপনার এই পোস্ট সমূহ আমি সময় নিয়ে মন দিয়ে পড়ি।

অনেক শুভকামনা।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:



- অনেকদিন ধরেই একটু একটু করে লিখে রেখেছি। ছবিগুলিও রেডি ছিলো। আপনি বলাতে আজকেই পোস্ট করে দিলাম।
- মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৭

নয়ন বড়ুয়া বলেছেন: যাওয়ার লোভ হলো...

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:



- এটাই পোস্টের সার্থকতা।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ভালো তো।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:



- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০২

মায়াস্পর্শ বলেছেন: অনেক সুন্দর লাগলো। পরিপাটি ভ্রমণ কাহিনী।
নাটোর রাজবাড়ী গিয়েছিলাম। মশার কামড়ে তিন দিন অসুস্থ ছিলাম। পরে শুনলাম মশা নাকি অশরীরী ছিলো। সন্ধ্যাবেলায় কামড়িয়েছিলো।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:



- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৩

মোগল সম্রাট বলেছেন:



আপনার একটা পোষ্টের ছবি দেখে বালিয়াটি জমিদার বাড়ি গতবার ঘুরে এসেছিলাম। অনেক ভালো লেগেছিলো।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:



- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- আমার পোস্টের ছবি দেখে আগ্রহী হয়ে বালিয়াটি জমিদার বাড়ি দেখতে গেছেন জেনে খুবই ভালো লাগলো। এর আশপাশে আরো কয়েকটি স্থাপনা রয়েছে।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৩

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর ছয়আনা জমিদার বাড়ি

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:



- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:


আশ্রমের কি খবর?

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:



- আশ্রমের খবর ভালো। বেশ কিছু হাস-মুরগি আছে। ডিম পাচ্ছি আর বাচ্চা বাড়াচ্ছি। দুটি রাজহাস আছে। তাদের ৮টি ডিম পাওয়া গেছে। সেখান থেকে গতকাল ৩টি ছানা ফুটেছে। আর ২-৩টি ফুটবে। গাড়ল আর ছাগল কমিয়ে ফেলেছি। বর্ষায় ওদের খাবার জোগাড় করা যায়না বলে। নির্বাচলের ঠেলা সহ্য করতে না পেরে ৪জন আশ্রয় নিয়েছে আশ্রমে। ;)

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পুরনো স্থাপনা, পুরাকির্তি আমার খুবই পছন্দ

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০১

মরুভূমির জলদস্যু বলেছেন:



- আমারও খু্ব পছন্দ এই সব।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮

এক চালা টিনের ঘর বলেছেন: Nice photographs with the description.

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন:



- মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
- সামুতে স্বাগতম।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩০

জ্যাক স্মিথ বলেছেন: এই জমিদার বাড়িতে আমার অনেক ছবি তোলা আছে, ২০২৮ সালে গিয়েছিলাম একবার।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৯:০১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি কয়েক বার গেছি। আরো কিছু ছবি আমারও তোলা আছে। সেগুলি পরে আবার পোস্ট করবো।
- ২০১৮ সালে গিয়েছিলেন হয়তো।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৬

এক চালা টিনের ঘর বলেছেন: Jack @ In Twenty Twenty Eight! How it's possible!

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হয়তো দুষ্টমি অথবা টাইপো হয়েছে।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৫

সামিয়া বলেছেন: বেশ ভাল লাগলো

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৯:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:



- মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

১৪| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:১১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: মানিকগঞ্জ গেলে অবশ্যই ঘুরে আসব।

জমিদার বাড়ি গুলোর সংস্কারের অভাবে খুবই খারাপ অবস্থা। ফরিদপুরে এক জমিদার বাড়ি গিয়ে দেখলাম, জমিদারেরা (মানুষ জন) বাস করে সেখানে। জীর্ণশীর্ণ অবস্থা।

বরিশালেও এক জমিদার বাড়িতে গিয়েও দেখলাম, প্রায় ধ্বংস প্রায় অবস্থা।

০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:



- এর আশপাশে আরো অনেকগুলি পুরনো স্থাপনা আছে জমিদারদের তৈরি করা। সেগুলিও দেখে আসবেন।

১৫| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: জমিদার নেই।
জমিদার বাড়ি গুলো রয়ে গেছে।
একদিন আমি থাকবো না। আমার কিছুই থাকবে না।

০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:



- একদিন আমরা কেউই থাকবো না, আমাদের কিছুই থাকবে না।

১৬| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১২

খায়রুল আহসান বলেছেন: এই মাস দুয়েক আগেও দ্বিতীয়বারের মত বালিয়াটি জমিদার বাড়ি দেখতে গিয়েছিলাম।
একটি ঐতিহাসিক স্থা্নের কিছু ইতিহাস তুলে ধরে স্থা্নটির সচিত্র বর্ণনাসমৃদ্ধ পোস্টটি লেখার জন্য আপনাকে ধন্যবাদ।
পোস্টটি ভালো লেগেছে। + +

০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই স্থাপনাটি বালিয়াটি জমিদার বাড়ি থেকে ৫০০ মিটার পশ্চিমে। এটি দেখেছিলেন? বালিয়াটি জমিদার বাড়ির আশপাশে আরো কিছু স্খাপনা রয়েছে, সেগুলি কি দেখেছিলেন?
- ধন্যবাদ আপনাকে মন্তব্য এবং + এর জন্য।

১৭| ০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৮

খায়রুল আহসান বলেছেন: না, দেখিনি মনে হয়। এর পরেরবারে গেলে খোঁজ নিয়ে দেখার আশা রাখছি।

০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বালিয়াটি জমিদার বাড়ির আশপাশে আরো কিছু স্খাপনা রয়েছে, যেমন-
১। হাওয়াখানা পুকুর
২। পশ্চিম বাড়ি / ৬ আনি জমিদার বাড়ি
৩। গোলা বাড়ি
৪। উত্তর বাড়ি
৫। দাতব্য চিকিৎসালয়
৬। বালিয়াটি দশআনি মন্দির
৭। Sri Sri Godai Gouranga Moth
৮। রামকৃষ্ণ আশ্রম
৯। বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়
১০। সৈয়দ কালুশাহ্ মাজার
১১। সওদাগর পাড়া জামে মসজিদ
১২। সৈয়দ নেধু শাহের মাজার

১৮| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯

খায়রুল আহসান বলেছেন: অশেষ ধন্যবাদ।

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- স্বাগতম আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.