নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

নলিনী বাবু B.Sc – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

১৪ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৮

বইয়ের নাম : নলিনী বাবু B.Sc
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : রহস্য উপন্যাস
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১০
প্রকাশক : কাকলী প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা : ৮৮ টি



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট


কাহিনী সংক্ষেপ :
নীলগঞ্জ গার্লস হাই স্কুলের শিক্ষক নলিনী বাবু লেখক হুমায়ূন আহমেদের সাথে দেখা করতে এসে জানান যে তিনি লেখকের লেখা নিষাদ গল্পের মতই দুটি ভিন্ন জগতে যেতে পারেন। একটি জগতে তাঁর বাবা চরিত্রহীন। সেই জগতে তাঁর চরিত্রহীন বাবা তাঁর মাকে হত্যা করেছে। সেই জগতে তিনি নিজে একটি স্কুলের শিক্ষক।

আবার অন্য আরেকটি জগতে তার বাবা খুবই ভালো মানুষের মত হলেও আসলে সে তা নায়। সেখানেও তাঁর বাবা তাঁর মাকে হত্যা করে। সেই জগতে নলিনী বাবু একজন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক।

লেখক হুমায়ূন আহমেদ নলিনী বাবুর কথা বিশ্বাস করেন। তিনি অনেক দিন পরে নলিনী বাবুকে একটি ক্লিনিক থেকে উদ্ধার করেন। সেই ক্লিনিকে চিকিৎসার সময় নলিনী বাবুকে নানা ধরনের ড্রাগ দেয়া হতো। সেই সব ড্রাগের প্রভাবে নলিনী বাবু ভিন্ন ভিন্ন অনেকগুলি জগতে চলে যেতে পারতেন। নলিনী বাবু বিভিন্ন জগতে যাওয়ার জন্য নিজের ইচ্ছেতেই আবার সেই ক্লিনিকে ভর্তী হন। শেষে তিনি সেই ক্লিনিকেই মারা যান।

----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী

কেষ্ট কবির কষ্টগুলো - ইসমোনাক
কেষ্ট কবির কনফারেন্স - ইসমোনাক
কেষ্ট কবি - ইসমোনাক

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৬

নয়ন বড়ুয়া বলেছেন: পড়েছিলাম। ভালো ছিলো।

১৪ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও অনেক আগে পড়েছি!!

২| ১৪ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: শেষটা ভূতের গল্পে বক্তার সেন্সলেস হয়ে যাওয়ার মত।মরে গিয়ে সব গুপ্ত রহস্যের উর্ধ্বে চলে যাওয়া।

১৪ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার বক্তব্যের সাথে একমত হতে পারলাম না।

৩| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: নলিনী বাবু পড়া হয়নি।

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পড়ে দেখতে পারেন।

৪| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শেয়ার।

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মন্তব্যের জন্য ধন্যবাদ

৫| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: পড়লাম।

১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পড়ার জন্য ধন্যবাদ

৬| ১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৯

বিজন রয় বলেছেন: অল্প কথায় সব বলে দিলেন।
এটা পড়া হয়নি।
কখনো হবে কিনা জানিনা।

১৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- সুযোগ হলে পড়ে দেখতে পারেন। ড়ার মধ্যে মনে হবে না যে আপনি উপন্যাস পড়ছেন।

৭| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২১

এম ডি মুসা বলেছেন: ভালোই কিছু জ্ঞান অর্জন করলাম

২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- জ্ঞান অর্জন!!!

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২০

খায়রুল আহসান বলেছেন: বইটি পড়া হয়নি। এসব বিষয়ে আমার আগ্রহের অভাব রয়েছে বলা চলে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এক সময় প্রচুর উপন্যাস পড়তাম। এখন খুব বেশি পড়া হয়ে উঠেনা।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:




আমার মেয়ের সংগ্রহ থেকে চেয়ে নিয়ে বইটি পাঠ করেছিলাম ।
ছোট একটি উপন্যাস যা প্যারালাল ইউনিভার্স এ একজন মানসিক রোগীকে নিয়ে লেখা। চমতকার লেখার স্টাইল।
নলিনী বাবু একজন গণিত শিক্ষক। তিনি লেখকের কাছে তার জীবনের গল্প বলার সময় কি চমতকার করেই না
বলেন যে, তিনি একাধিক জগতে বাস করেন।উপন্যাসটির বিশেষত্ব হলো লেখকের নিজের উপস্থিতি এবং তার
জীবনের ছোট ছোট ঘটনা। নিজের জীবনের কথা বলতে বলতে, অনেকটা মিসির আলীর মতো রহস্য উদঘাটনে
নেমে পরেন লেখক। বইটি আমার কাছে বেশ ভালো লেগেছিল । এখানে বইটি সম্পর্কে আপনার ছোট্ট রিভিউটি
খুব সুন্দর হয়েছে ।

শুভেচ্ছা রইল

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- উপন্যাসটি একটু অন্যরকম ভাবে উপস্থাপন করা হয়েছে।
এই টাইপের লেখাগুলি আমি খুব আগ্রহ নিয়ে পড়ি। পড়া শেষ হয়ে গেলে আফসোস লাগে। আহা, আরো একটু বড় করে লিখলো না কেনো!!

- আপনার মন্তব্যটি খুবই চমৎকার হয়েছে। + রইলো।

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১২

শায়মা বলেছেন: কোথায় আছো আর কেমন আছো ভাইয়া?

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বাসাতেই আছি। ভালো আছি আলহামদুলিল্লাহ।
তবে খুব ব্যস্ত বাড়ির কাজ নিয়ে। আশা করছি এই বছরই সবটা কাজ শেষ করে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ।
- ভালো থাকবেন আপনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.