নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরী হারিয়ে ফেলি।

ৎৎৎঘূৎৎ

হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা,অল্পবিদ্যা, কুশিক্ষা এবং ডাবল স্ট্যান্ডার্ড দৃষ্টিকোণ না থাকলে প্রকৃত বাঙ্গালি হওয়া যায় না।

ৎৎৎঘূৎৎ › বিস্তারিত পোস্টঃ

চলবে,,,,,,,,

২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫১

" বাচ্চার দুধ কিন্তু শেষ। আনবা তো? "
"আনমু। আজকে যা বৃষ্টি পড়সে। প্যাসেঞ্জার জানি পাইনি। শুনছ?
"কিছু কইবা? "
" বীণা সত্যই তোমার মত সুন্দর হইব।"
" তুমি যাও তো।"

দিনটা মন খারাপের বৃস্টির মধ্যে মুচকি হেসে শুরু হয় রামকৃষ্ণ নামের এক সি এন জি ওয়ালার। স্ত্রীর কপট রাগের হাসিটা অনেকক্ষন বৃস্টির ফোটার সাথে মিলিয়ে বাজতে থাকে। পথের মধ্যে দুটি ছেলে মেয়ে কে ভিজতে দেখে সে সি এন জি থামায়। দ্রুত তারা তার সি এন জি তে উঠে পড়ে। ছেলেটিকে তার ভদ্রই মনে হয়। তাও এই যুগের ছেলে। এদের বিশ্বাস নেই। রাম পারতপক্ষে কোন মেয়ের দিকে তাকায় না। আজো ব্যাতিক্রম হলনা।

" উপস! সামনের মিরর টা দিয়ে দেখা যায় বোধয়"
"তাহলে এসব করার দরকার টা কি? হইসে তো।"
"তোমার সমস্যাটা কি? কোমরে কেউ হাত রাখে? আমি কিন্তু নেমে যাব"
"কি হচ্ছে এইসব?"
"কাল চলে যাব। কিছু করবানা?"
"আমাকে মনে থাকবে? মনে হয়না।"

কিছু চুমুর শব্দ রামের কানে আসে। নির্লিপ্ততায় অভ্যাস হয়ে গেছে তার এসব দেখে দেখে। একটি হাই তোলে সে। মনে হয় আজ তাড়াতাড়ি ফিরতে হবে। স্ত্রীর ওই হাসিটি এখনো তার কানে লেগে আছে।

"এত ভাড়া না আমার। আপনার চারশ ত্রিশ টাকা আসছে।"
" আরে রাখেন। সিগারেট খাবেন। আপনার সাথে একটা খেয়ে যাই?"
" ধরান তাইলে।"

রামের ছেলেটার প্রতি মায়া হয়। কারন মেয়েটাকে সে একই রোডে আরেকজনের সাথে নামিয়ে দিয়ে এসেছিল। নামার সময় সন্দেহ হয়েছিল তার। রাম মুখে কিছুই বলেনা। ভাবে, শেখাক, তাকে জীবনই শেখাক।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.