নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমোদাচির ব্লগবাড়িতে স্বাগতম!!

তোমোদাচি

শিকড়ের টানে শিকড় গেড়ে বসতে শিকড়ের কাছে ফিরছি .।

তোমোদাচি › বিস্তারিত পোস্টঃ

জাপানীজ ওন্সেন বা গন-গোছল (৫) :-* :-/ :P

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

(পোষ্টে ১৮+ ট্যাগিং থাকলে ১৮ এর নিচের পোলাপানের ঢু মারার সম্ভাবনা বেশী তাই কোন ট্যাগিং দিলাম না। ;) )

জাপানের সাধারন মানুষের আচার আচরন নিয়ে সিরিজ পোষ্ট দিচ্ছিলাম। আজ লিখব সম্পূর্ণ ব্যাতিক্রমধর্মী একটা বিষয় নিয়ে; ওন্সেন বা পাবলিক বাথ বা আরো সোজা কথায় বললে অনেকে এক সাথে মিলে নগ্ন হয়ে গোছল করার জাপানীজ কালচার।



ওন্সেন কি?

ট্রেডিশনালী, বাইরের কোন ফাকা জায়গায় প্রাকৃতিক উপায়ে গরম পানিতে পুরুষ-মহিলা-শীশু একসাথে সম্পূর্ণ নগ্ন হয়ে গোছল করা কে জাপানীজ ভাষায় ওন্সেন বলা হয়। সাধারণত ওন্সেনে প্রাকৃতিক গরম পানি ব্যবহার করা হয় কিন্তু আধুনিক কিছু ওন্সেনে ট্যাপের পানি গরম করেও ব্যবহার করা হয়। তবে ওন্সেনের পানি কিছু মিনিমাম ক্রাইটেরিয়া পুরন করা লাগে যেমন পানিতে কমপক্ষে ২৫ টি খনিজ লবন থাকতে হয়, পানি ফুটন্ত অবস্থা থেকে কিছুটা কম তাপমাত্রা থাকতে হয় ইত্যাদি...

পূর্বে, ওন্সেনে নারী-পুরুষ-শীশু একসাথে গোছল করত; তবে মেইজী পিরিয়ড থেকে ছেলে মেয়েদের জন্য আলাদা ওন্সেন হয়েছে; কিন্তু এখনো কিছু রুরাল স্থানে একসাথে ওন্সেন আছে।

দেখুন দুইটা প্রাকৃতিক ওন্সেনঃ







ওন্সেন কোথায় পাওয়া যায়?

জাপানের সর্বত্র অসংখ্য ওন্সেন ছড়িয়ে ছিটিয়ে আছে; যেগুলো প্রাইভেট, বানিজ্যিক বা সিটি অফিসের তত্তাবধানে কমিউনিটি সার্ভিসের অংশ হিসাবে পরিচালিত হয়ে থাকে। বিশেষ করে বিভিন্ন ট্যুরিষ্ট প্লেসে অবশ্যই এক বা একাধিক ওন্সেন থাকে। সাধারণত প্রতিটা পরিবারে অন্তত একটা করে ওন্সেন থাকে যেটা পরিবারের সকল সদস্য বা অনেক ক্ষেত্রে তাদের আত্মীয় স্বজন ব্যবহার করে থাকেন।



এবার একটু বিজ্ঞাপন বিরতি দেই ;)

------------------------------------------------------------------

সাধারণ জাপানিজদের আচার ব্যবহার নিয়ে লেখা পূর্বের ব্লগ গূলোঃ

জাপানিজঃ আজব এক জাতি !!!



গাড়ীর হর্ন ঃ জাপানীজ স্টাইল !!! :) (২)



নিরবাচনী প্রচারণা ঃ জাপানীজ স্টাইল (৩)



ময়লা ফেলা ঃ জাপানীজ স্টাইল (৪) :-* :-/



-------------------------- (:) -----------------------------------

বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম; সঙ্গে থাকার জন্য ধন্যবাদ! ;)



ওন্সেন ব্যবহারের নিওমাবলী কি?

পাবলিক ওন্সেন সাধারণত একটা ফি এর বিনিময়ে ইউজ করা যায়। ওন্সেনে ঢোকার মুখে টয়লেট থাকে, সেখানে প্রথমে সবাই ফ্রেশ হয়ে নেই। তারপর একটা রুমে সমস্ত কাপড় খুলে নির্দিষ্ট বাক্সে রাখতে হয়। তারপর মূল ওন্সেন রুমে ঢুকতে হয় যার এক পাশে থাকে গোছল করার ব্যবস্থা। সাবান শ্যাম্পু মেখে ভাল করে গোছল করে পরিষ্কার হয়ে মুল ওন্সেনের গরম পানিতে বসতে হয়। যতক্ষন ইচ্ছা বসা যা্‌ তবে পানি এত গরম থাকে যে আধা ঘন্টার বেশী বসে থাকা দুষ্কর! এরপর পানি থেকে উঠে গা মুছে আবার পূর্বের রুমে ফিরে গিয়ে কাপড় পরতে হয়। গোছল করা পর্যন্ত অনেকে ছোট্ট একটা রুমাল দিয়ে আসল জায়গাটা ঢেকে রাখার ব্যর্থ চেষ্টা করে কিন্তু মূল ওন্সেনে কোন কাপড় পরে নামা নিষেধ!



এটা কাপড় রাখার ঘরঃ





গোছলের জায়গাটা এরকমঃ





এটা একটা ইনডোর ওন্সেনের মূল টাবঃ





ওন্সেনের উপকারিতা কি?

শুধু একসাথে একাধিক মানুষ উলঙ্গ হয়ে পানিতে নামা বাদে আমি ওন্সেনের ভিতর খারাপ কিছু দেখি না। বিশেষ ভাবে উৎপন্ন এই পানির খনিজ লবন শরীরের জন্য খুব ভাল, তাছাড়া গরম পানিতে বসে থাকাটা শীত প্রধান দেশের মানুষের জন্য শুধু আরামদায়ক-ই নয় ব্যাথা-বিষ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। জাপানিজরা অবশ্য এই ওন্সেন তাদের উন্নতির পিছনে একটা বড় ভুমিকা রেখেছে বলে মনে করে। hadaka no tsukiai বা naked communion বলে এখানে একটা কথা প্রচলিত আছে। ওরা মনে করে মানুষ তার কাপড় খুলে ফেললে মনের সকল বাধা বা শ্রেনী বৈষম্য ও দূর হয় তখন তারা মন খুলে কথা বলতে পারে। এই কথার প্রমান পেয়েছিলাম এক বাঙ্গালী ভাই যিনি দীর্ঘ দিন একটা জাপানী কম্পানীতে কাজ করছেন তার কথাতে। উনি বলেছিলেন, “আমাদের অফিসে তো কলিগ বা বসদের মধ্যে কম্পানীর উন্নতি বিষয়ক মূল আলোচনা হয় ওন্সেনে বসে!”

এই ঠান্ডায় একটু গরম পানির ছোয়া নিশ্চয় খুব আরামদায়ক!



মিয়া-ভায়ের দেখি ওন্সেন বিষয়ে বিরাট গিয়ান! ওন্সেনের অভিজ্ঞতা আছে নাকি??

জী, ৩/৪ বার গেছি বা যেতে হয়েছে। গত সপ্তাহে একটা পাহাড়ী গ্রামে ঘুরতে গেছিলাম; -১০ থেকে -১৫ তাপমাত্রা, এক থেকে দেড় মিটার স্নো’তে চারিদিক ঢেকে আছে, বাসায় গোছলের ব্যবস্থা নেই তাই গেলাম পোলাকে নিয়ে ওখানকার একটা ওন্সেনে। পোলা তো আবার বদের হাড্ডী! ঢুকেই সে বলে বাবা দেখ দেখ সব নেংটু নেংটু ... হি হি হি ... :P। পোলার সামনে ওন্সেনে নামা অসম্ভব! তাই প্রথমে তাকে গোছল করিয়ে বের করে দিয়ে নিওম ভেঙ্গে একটা ছোট তোয়ালে কোনরকম জড়িয়ে রেখে গোছল সারলাম। আমাকে কাপড় পরা দেখে কেও কেও একটু আড়চোখে দেখল, কিন্তু বিদেশী বলে কিছু বল্ল না। আসলে শুধু আমরা কেন যেকোন সভ্য মানুষ এই কালচারে অভ্যস্ত হওয়া অসম্ভব!



যাই হোক প্রায় প্রতিটা পোষ্টে জাপানীজদের ভাল গুন গুলো আমাদের অভ্যাসে নেওয়ার জন্য আহব্বান জানাই, আজ তার উল্টোটা বল্ব; জাপানীজদের ওন্সেন কালচারে আমরা অভ্যস্ত হতে চাই না!!

মন্তব্য ৭২ টি রেটিং +২২/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

কালোপরী বলেছেন: ++++++++++++

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

তোমোদাচি বলেছেন: ধন্য ------------------------------বাদ!!

২| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

মদন বলেছেন: ++++++++++

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ!

৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

শেরজা তপন বলেছেন: আগে থেকে জানতাম কিছু কিছু -তবে এবার সবিস্তারে জানলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

তোমোদাচি বলেছেন: আমার অভিজ্ঞতা ও স্বল্প!
আপনাকেও ধন্যবাদ শেরজা তপন।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

শূন্য পথিক বলেছেন: +

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ্জাপানিরাও পারে ভাই /:) /:) /:)
পোস্টে ++++++

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০

তোমোদাচি বলেছেন: জাপানিরাও পারে ভাই !!

দারুণ বলেছেন! ;)

৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

Admiral General আলাদীন বলেছেন: ছেলে-মেয়ে একত্রে ওন্সেন এর ব্যাবস্থা ঠিক কোথায় আছে ?? জানাইলে মাটির ব্যাংকে টাকা জমাইতাম !! :-B :-B :-B

একবার ঘুইরা আসতে মঞ্চায় !!! :P :P :P

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫

তোমোদাচি বলেছেন: ব্যাংকে টাকা জমাইতে থাকেন তবে বেশী এক্সাইটেড না হওয়াই ভাল! আপনি যেমন ভাবছেন ততটা নাও হতে পারে। ওখানে শুধু মেয়ে থাকবে না, মেয়ের দাদীরাও কিন্তু থাকবে ;)। ঐ অবস্থায় তাদের দেখে আপনার ভাল লাগার চেয়ে ঘেন্না লাগার সম্ভাবনা বেশী। শুধু ছেলেদের ওন্সেনে ঢুকে আমার তেমনটিই মনে হয়েছে। এম্নিতেই জাপানীজদের যন্ত্রপাতি তে সৌন্দর্য কম :P তার উপরে বুইড়া গূলা পানিতে ভিজে এত বিশ্রি লাগে!!!
তবে জাপানে এলে একবার অন্তত ওন্সেনের অভিজ্ঞতা নিয়েন!!

৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

প্রকৌশলী আতিক বলেছেন: এইটা চাইনিজরা এখোনো ফলো করেনাই। জাপান যাইতে হবে গোছল করতে, শরীরে অনেক বিষ ব্যাথা।

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭

তোমোদাচি বলেছেন: আমি কনফিউজড ছিলাম এই কালচার চাইনিজ - কোরিয়ান দের ও আছে নাকি। আপনার কথায় জানতে পারলাম।
চলে আসেন জাপান খুব কম ভাড়ায় অনেক গুলো এয়ারলাইন কম্পানী আছে!

৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২

সবুজ মহান বলেছেন: পিলাস ব্রাদার ।

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ ভাই!

৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:০০

মতলববাজ বলেছেন: প্রকৌশলী আতিক বলেছেন:জাপান যাইতে হবে গোছল করতে, শরীরে অনেক বিষ ব্যাথা B-))

আতিক ভাই, মজা পেলাম আপনার কমেন্টে।

লেখায় প্লাস।

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

তোমোদাচি বলেছেন: ;)

১০| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

রিমন রনবীর বলেছেন: ওন্সেন্সে গোছল দিতে মঞ্চায় ;)
রগরগে ছবি কই? মাইনাচ X((

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

তোমোদাচি বলেছেন: আপ্নের সাথে কি আমার পূর্ব শত্রুতা ছিল নাকি??
কু পরামর্শ দেন !!! X(
আমি রগরগে ছবি দেই, আর ব্লক খায়!!! B:-/

১১| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

স্বপ্ন চারিণী বলেছেন: ছি! জাপানিজদের কি লজ্জা শরম কম নাকি??

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

তোমোদাচি বলেছেন: হ্যাঁ, এব্যাপারে যথেষ্ট কম!

১২| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

জাকারিয়া মুবিন বলেছেন: আপনার কল্যানে তো জাপান আমগো কাছে ডাইল ভাত হয়া গেল।

অনেকগুলা ধইন্যাপাতা আফনের লাইগ্যা।

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

তোমোদাচি বলেছেন: ধইন্যাপাত!! দেন ভাই দুই আটি বেশী ধইরা দিয়েন। জাপানে ধইন্যা পাতার বড়ই অভাব। ৪/৫ টা গাছের এক আটির দাম ২০০ টাকা তাও সব জায়গা পাওয়া যায় না। :((

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

খান মেহেদী ইমাম বলেছেন: ভাই নেক্সট পোস্ট কবে দিবেন। ++++++++++++++++++++++++++++++++++++++

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

তোমোদাচি বলেছেন: কাল পরশুর মধ্যে একটা পোষ্ট দেওয়ার ইচ্ছা আছে।
একটা পোষ্ট মাথার মধ্যে চলে এসেছে, কি বোর্ডে আশার সময় পাচ্ছে না!!

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

ক্যাচালবাজ বলেছেন: আপনের খবর কি? গেলেন নাকি!

০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

তোমোদাচি বলেছেন: কইলাম তো ;)

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

ক্যাচালবাজ বলেছেন: jeta koichen seita na, jei ta kon nai sei tar katha jante chaichilam!

০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

তোমোদাচি বলেছেন: ;)

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: ওসেন্স দেখতে গিয়ে আমি, এক জাপানীর পুটু দেখে ফেলেছি !! হাহাহাহাহা

০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

তোমোদাচি বলেছেন: ;)

১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

মেঘকন্যা বলেছেন: মজা পেলাম পড়ে।চাইনিজ, কোরিয়ান ডের এটা ট্রাডিশান।

০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

তোমোদাচি বলেছেন: ও তাই নাকি??

কিন্তু প্রকৌশলী আতিক বলেছেন: এইটা চাইনিজরা এখোনো ফলো করে নাই ... বুঝলাম না

১৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

*কুনোব্যাঙ* বলেছেন: ওন্সেনটা মনেহয় খারাপনা (দিগম্বর হওয়ার নিয়মটা বাদ দিলে) । শুনেছি ওন্সেনের পানির জন্য জাপানে লবণের রেডিমেট প্যাকেটে পাওয়া যায়! ভাবছি সেই লবণ আমদানীর একটা ব্যবস্থা করে বাংলাদেশেও ওন্সেন চালু করা যায় কিনা!! :প

১৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: ওন্সেনটা মনেহয় খারাপনা (দিগম্বর হওয়ার নিয়মটা বাদ দিলে) । শুনেছি ওন্সেনের পানির জন্য জাপানে লবণের রেডিমেট প্যাকেটে পাওয়া যায়! ভাবছি সেই লবণ আমদানীর একটা ব্যবস্থা করে বাংলাদেশেও ওন্সেন চালু করা যায় কিনা!! :প

০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৯

তোমোদাচি বলেছেন: বুদ্ধি খারাপ না ;)

২০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

নীড় ~ বলেছেন: আসলে শুধু আমরা কেন যেকোন সভ্য মানুষ এই কালচারে অভ্যস্ত হওয়া অসম্ভব!



এটা কি বললেন? তার মানে আপনার মতে জাপানীরা সভ্য না?

সেম সেক্সস কমুনাল বাথ এ নুড হয়ে গোসল পৃথিবীর অনেক দেশেই কমন, বিশেষত ওয়েষ্টার্ন কান্ট্রিগুলাতে।

ইউনিভার্সিটি এর জিম এ গেলে সাওয়ার রুমে ৬০-৭০ বছরের বুড়া শিক্ষক আর কচি ছাত্র থেকে সবাইকেই তো কাপড় ছারাই গোসল করতে দেখি।

০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪১

তোমোদাচি বলেছেন: আসলে আমি এই কালচারের ব্যাপারটা জানি না, কিন্তু সেম সেক্স হোক আর যা-ই হোক আমার কাছে ব্যাপারটা জঘন্য !

২১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

নাজিম রেজা বলেছেন: জাপানীদের যে ৫টা বিষয় ভালো লাগে না তার মধ্যে এটি অন্যতম। যাই জোল পোস্টের জন্য আরিগাতো।

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

তোমোদাচি বলেছেন: অন্য ৪ টি তো বললেন না!

২২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

টেকনিসিয়ান বলেছেন: আপনার বিজ্ঞাপন বিরতি দেখে আমার অনেক অনেক হাসি পেল =p~ =p~ =p~ =p~

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

তোমোদাচি বলেছেন: =p~ =p~ =p~ :P :P

২৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১০

রিফাত হোসেন বলেছেন: +

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৪

তোমোদাচি বলেছেন: :!>

২৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৮

ম্যাকানিক বলেছেন: আমাদের এইখানে জাপান থেকে আসা সকল বাংলাদেশীরা ওন্সেনের গল্প করেন আর বলেন উনারা জীবনেও কোনদিন যান নাই খালি আরেক জনের কাছে শুনছেন।
আপ্নেরেই প্রথম পাইলাম যিনি আরেকজনের কাছ থেকে জানার পাশাপাশি নিজেও গেছেন।

১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫১

তোমোদাচি বলেছেন: আমি ও হয়ত দেশে গিয়ে গল্প করব আমি কখনও যাইনি অন্যের কাছে গল্প শুনেছি ;)

অবশ্য হতেও পারে তারা সঠিক বলেছেন, সব ধরনের জিনিষ একবার হলেও টেস্ট কওরে দেখার আমার শখ আছে =p~

২৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯

প্রমিথিয়া নাজ বলেছেন: জাপানিজ দের ব্যাপারে আরও জানতে পড়ুন - Click This Link

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৭

তোমোদাচি বলেছেন: X(( X((

২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দুনিয়ায় কত কিছু আছে রে !!

তয় আফ্রিকায় এখনো বহু জায়গায় লোকজন একত্রে ঝর্ণা বা নদীতে একসাথেই দিগম্বর হইয়াই গোসল করে, এইটারে তারা লাজ লজ্জার কোন বিষয় মনে করে না... :P :P

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

তোমোদাচি বলেছেন: সেটা সম্ভবত আধুনিক মানুষেরা নয়, জংলী!
আবার হতেও পারে আমার জানা নেই !

২৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খুব বেশী জংলী না, উগান্ডায় এক উপজাতি আছে যারা এখনো হেটেই চলাফেরা করে... বাস ট্রাক থাকা সত্ত্বেও...

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

তোমোদাচি বলেছেন: B:-) B:-) B:-)

২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এর পরে আফ্রিকার দিকে কোন দেশে একটা পিএইচডি করেন ভাই, তাইলে অনেক কিছু জানতেও পারবেন, জানাইতেও পারবেন... :-B :-B :-B

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

তোমোদাচি বলেছেন: ভাইরে আগে একটা শেষ করে নেই!!! বুড়া বয়সে পড়ালেখা আর ভাল লাগে না!! :(( :((

২৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

এম এম ইসলাম বলেছেন: যেমন লেখক তেমন পাঠক।

পোষ্টে ১৮+ ট্যাগিং থাকলে ১৮ এর নিচের পোলাপানের ঢু মারার সম্ভাবনা বেশী তাই কোন ট্যাগিং দিলাম না। দিলেনতো ছোডকালের কথা মনে করাইয়া। উপন্যাসের মলাটে প্রাপ্ত বয়স্কদের জন্য লেখা দেখলেই ------

Admiral General আলাদীন বলেছেন: ছেলে-মেয়ে একত্রে ওন্সেন এর ব্যাবস্থা ঠিক কোথায় আছে ?? জানাইলে মাটির ব্যাংকে টাকা জমাইতাম !!
একবার ঘুইরা আসতে মঞ্চায় !!!
হি হি হি। ব্যপক মজা পাইলাম।

প্রকৌশলী আতিক বলেছেন: এইটা চাইনিজরা এখোনো ফলো করেনাই। জাপান যাইতে হবে গোছল করতে, শরীরে অনেক বিষ ব্যাথা
*** আতিক ভাই, শুধু গোসল না ওখানে ম্যাসেজ পার্লারও আছে। শরীরে আর বিষ ব্যথা থাকব না। আর দেরি না, লাগেছ গুছানো শুরু করেন।

রিমন রনবীর বলেছেন: ওন্সেন্সে গোছল দিতে মঞ্চায়
রগরগে ছবি কই? মাইনাচ
*** রিমনভাই আপনার ই-মেইল এড্রেস দিয়া দেন। আশা করি তোমো্দাচি ভাই আপনারে নিরাশ করব না।

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এর পরে আফ্রিকার দিকে কোন দেশে একটা পিএইচডি করেন ভাই, তাইলে অনেক কিছু জানতেও পারবেন, জানাইতেও পারবেন *** তোমোদাচি ভাই সব মহাদেশে একটা করে পিএইচডি করা যায় না? আমরা বেবাক মহাদেশ নিয়া অনেক কিছু জানতে পারতাম।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

তোমোদাচি বলেছেন: ভালই বলেছেন, "যেমন লেখক তেমন পাঠক" ! ;)


তবে আপনার মত এই স্টাইলে কমেন্ট আমি আগে দেখি নাই, মজা পাইলাম!! :)

৩০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

আদম_ বলেছেন: ও..হু...হু....হু..... :-<
গতরের ব্যাথায় মইরা গেলাম রে। ওসেন্স লাগান ছাড়া উপায় নাই........ !:#P

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৮

তোমোদাচি বলেছেন: জাপান চইলা আসেন !

৩১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৩

ফজলুল করিম বলেছেন:
সেখানে কি লগ্ন হোয়া বাধ্যতামুলক?
কেহ যদি না চায় বা সুমিংড্রেস পড়ে আসতে চায়

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১০

তোমোদাচি বলেছেন: হ্যা বাধ্যতামুলক !

৩২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫১

শিপু ভাই বলেছেন:
আরো ডিটেইলস সচিত্র বর্ণনা দিলে পোস্ট আরো ভালো হইত!!! :P

হতাশা সহ প্লাস!!!

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৬

তোমোদাচি বলেছেন: শিপু ভাই,
আপ্নের লগে কি আমার শত্রুতা আছে নাকি??
ব্যান খাওয়ান্যোর বুদ্ধি দ্যান!!!

৩৩| ২৭ শে জুন, ২০১৩ রাত ১:০২

সাহাদাত উদরাজী বলেছেন: চরম লাগলো। ইচ্ছা হচ্ছে গোসেল করতে।

২৭ শে জুন, ২০১৩ ভোর ৬:২৭

তোমোদাচি বলেছেন: =p~

৩৪| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৬

বলেছেন: গুগল মামাও আপনার মতই নির্দয়... এমনকি ইউটিউব চাচাও.......

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪

তোমোদাচি বলেছেন: ;)

৩৫| ১২ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৮

ভারচুয়াল আমি বলেছেন: ভাই আপনার ছবিটা দিলেন না। =p~ =p~

৩৬| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ২:৪৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: খাসা সব জিনিস!

৩৭| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:১৫

আকিব আরিয়ান বলেছেন: আহা জাপান যামু :-B :-B =p~

৩৮| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ৮:১০

সুরাজ হাসান বলেছেন: নতুন অনেক কিছুই জানা হলো......ধন্যবাদ

৩৯| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৫

আঃ মান্নান মিয়া বলেছেন: ইসলাম বিরোধী, এগুলো না জানাই ভালো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.