নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমোদাচির ব্লগবাড়িতে স্বাগতম!!

তোমোদাচি

শিকড়ের টানে শিকড় গেড়ে বসতে শিকড়ের কাছে ফিরছি .।

তোমোদাচি › বিস্তারিত পোস্টঃ

জাপানীজদের কুকুর প্রীতি এবং আদিম নিসংসতা! (৭) :|

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭



বিশ্বে pet হিসাবে সবচেয়ে বেশী পালিত হয় সম্ভবত কুকুর। সেই আদিম কাল থেকে কুকুরকে মানুষ বিশ্বস্ত বন্ধু হিসাবে পালন করে আসছে। ধর্মের বিধি নিষেধ থাকার কারনে মুসলিম দেশে কুকুর পালনের তেমন প্রচলন না থাকলেও বিভিন্ন দেশের মানুষের মধ্যে রঙ বেরঙের কুকুর পালনের প্রচলন রয়েছে। অন্য কোন কুকুর প্রেমিক জাতিকে তেমন কাছ থেকে আমার দেখা হয়নি, তবে জাপানীজদের কুকুর প্রীতি একটু ভিন্ন মাত্রার।



জাপানে এমন অসংখ্য ফ্যামিলি আছে যাদের ছেলেমেয়ে নেই বা কখনই বিয়ে করেনি কিন্তু কুকুর ছাড়া ফ্যামিলি এখানে খুজে পাওয়া দুষ্কর। বরং লক্ষ লক্ষ ফ্যালিলি পাওয়া যাবে যার সদস্য দুইটি প্রানী; একজন মানুষ আর তার পোষা কুকুর। অনেকের একাধিক কুকুরও আছে। জাপানিজরা তাদের কুকুর কে কতটা যত্ন করে সেটা বুঝানোর জন্য একটা উক্তিই মনে হয় যথেষ্ট, “ওরা কুকুরকে নিজেদের সন্তানের মত মনে করে এবং সন্তানের মত আগলে রাখে”। জাপানে আশার আগে

আমার এক জাপান ফেরত কলিগ সাবধান করে দিয়েছিল জাপানে সাইকেল চালাতে সাবধান থাকবেন; কোন বাচ্চার গায়ের উপর সাইকেল উঠিয়ে দিলে মাফ পেতে পারেন কিন্তু কারো কুকুরের উপর সাইকেল উঠিয়ে দিলে কিন্তু রক্ষা নেই!/:)! এখানে এসে কথাটা আমার যথার্থ মনে হয়েছে। এরা কুকুর কে প্রচন্ড ভাল বাসে, বুড়াবুড়ি গুলো সারাক্ষন কুকুরকে সাথে নিয়ে ঘুরে। কুকুরের যত্ন আত্তিরও শেষ নেই। কুকুর কে সাবান শ্যাম্পু দিয়ে গোছল করানো, তাঁকে ব্যয়াম করানোর জন্য রোজ বিকালে হাটতে যাওয়া, রঙ রেরঙয়ের জামা কাপড় পরান, নিয়মিত চুল - নখ কেটে দেওয়া, ব্রান্ডের খাবার খাওয়ানো ... ইত্যাদি ইত্যাদি। এদের কুকুরের যত্ন বা তার পিছনে খরচ কোন অংশেই একটা বাচ্চা পালনের চাইতে কম নয়। কুকুরের জন্য আলাদা হাসপাতাল, আলাদা সেলুন এমন কি আলাদা ডিপার্টমেন্ট শপ ও আছে। অধিকংশ ডিপার্টমেন্ট শপ, যেখানে মানুষের ব্যাবহার্য জিনিষ পাওয়া যায় সেখানে কুকুরের জিনিষ পত্রের জন্য আলাদা একটা কর্নার থাকে। একটু আলালের ঘরের দুলাল ( ধনীর কুকুর) হলে তিনি নির্দিষ্ট ব্রান্ডের খাবার ছাড়া খান না। এখানে কুকুরের বিনোদন এবং খেলা ধুলার ব্যাবস্থাও আছে। কুকুরকে রেখে কাজে যাবেন? কোন চিন্তা নেই, কুকুরের ডে-কেয়ার আছে না!! :-*



প্রায় দিন সকাল বিকালে দেখা যায় বুড়া বুড়ি গুলো তাদের সঙ্গি কুকুর ছানা কে নিয়ে হাটতে বের হয়েছেন, হাতে একটা প্যান! কুকুর যদি কোথাও হাগু করে দেয় সাথে সাথে সেটা তুলে নেয় যাতে রাস্তা নোংরা না হয়। চলতি পথে আবার অন্য আরেকজনের কুকুরের সাথে দেখা হলে কুকুরে কুকুরে শুভেচ্ছা বিনিময় হয়; তা দেখে তাদের মালিকগন যারপরনাই খুশি হন এবং তারাও তাদের কুকুরের নানা প্রশংশায় পঞ্চমুখ হন। মনে করুন, আমাদের দেশে দুই বাচ্চাকে নিয়ে তাদের মা’রা হাটতে বের হয়ে পথে দেখা হয়ে গেলে যা হয় আর কি! :P



আপনি কুকুর যতই অপছন্দ করেন বা ভয় পান এদের সামনে তা প্রকাশ করতে যাবেন না; খুব মাইন্ড করবে! আপনার সামনে আপনার সন্তানকে কেও ঘৃণা করলে আপনার কি অনুভুতি হয় ভেবে দেখেন! একবার এক মজার ঘটনা হয়েছেঃ বাসার পাশে একটা পার্কে একদিন ছেলে আর তার মা কে নিয়ে ঘুরতে গেছি। ওরা দুজনেই কুকুর খুব ভয় পায়। এক বুড়াও আসছে তার দুই কুকুর নিয়ে; পার্ক একটু ফাকা পেয়ে দুটোকেই ছেড়ে দিয়েছে খেলা করার জন্য। কিছুক্ষন পর একটা এসে আমার ছেলের সাথে খাতির করতে গেছে; ছেলে তো ভয়ে চিৎকার! আমি ছুটে গেছি ছেলেকে বাঁচাতে। ইতিমধ্যে অন্য টা চলে গেছে ছেলের মার সাথে গল্প করতে; তিনিও ভয়ে চীৎকার দিয়ে ছুট! কুকুর চিন্তা করছে সে তার সাথে খেলছে, সেও পিছে পিছে ছুট! আমি একসাথে দুই জায়গা কেমনে সামলায়! হঠাত বুড়াকে জোরে একটা ধমক দিলাম, “ওই মিয়া আপনার কুত্তা সামলান!!” X((

বুঝতে পেরেছেন ঘটনাটা?? রাগের মাথায় আমি বুড়াকে বাংলায় ধমক দিয়ে ফেলেছি!;) ;) সে তো কিছু বুঝল না, কিন্তু আমাদের কাণ্ডবান্ডে এতটা বিরক্ত হলো যে, খুবই মেজাজ খারাপ করে গজ গজ করতে করতে কুকুর নিয়ে পার্ক থেকে চলে গেল!



কুকুর প্রীতি নিয়ে অনেক কথা হলো; এবার আসি এদের আদিম নিশংসতা বিষয়ে ...

তার আগে ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতী, চলে যাবেন না যেন!!! :-*

----------------------------------------------------------

সাধারণ জাপানিজদের আচার ব্যবহার নিয়ে লেখা পূর্বের ব্লগ গূলোঃ

জাপানিজঃ আজব এক জাতি !!!



গাড়ীর হর্ন ঃ জাপানীজ স্টাইল !!! :) (২)



নিরবাচনী প্রচারণা ঃ জাপানীজ স্টাইল (৩)



ময়লা ফেলা ঃ জাপানীজ স্টাইল (৪) :-* :-/



জাপানীজ ওন্সেন বা গন গোছল (৫)



জাপানিজদের ধর্ম পালন (৬)

-------------------------------------------------------------

বিজ্ঞাপন বিরতীর পরে আবার আসি মূল আলচনায়; সাথে থাকার জন্য ধন্যবাদ!



হুমায়ূন আহমেদের একটা লেখায় পড়েছিলাম, আগে জাপানিজরা তাদের বৃদ্ধ বাবা-মাকে কাধে করে নিয়ে দূরে পাহাড়ে ফেলে আসত। সেখানে তারা না খেতে পেরে, ঠান্ডায় বা জন্তুর আক্রমনে মারা পড়ত। সাধারণত বাড়ীর বড় ছেলেদের এই কাজ করতে হতো; ছেলে যখন বাবা-মা’কে কাধে করে পাহাড়ে উঠত তখন বাবা-মা’র হাতে থাকা ছোট্ট একটা লাঠী দিয়ে ছেলেকে আস্তে আস্তে বাড়ি মারত, আর কিছু একটা শ্লোক পড়ত। এখন আধুনিক জাপানে সেই আদিম প্রথা আর নেই। কিন্তু তার আধুনিক সংস্করন রয়ে গেছে! এই যে কুকুর গুলোকে এরা জান দিয়ে সন্তানের মত লালন পালন করে, সেই কুকুর গুলো যখন বুড়া হয়ে যায় বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় বা কেও নতুন কোন মডেলের কুকুর কিনতে চায় ... মোট কথা কুকুরের প্রয়োজন ফুরালে সেগুলেকে ওরা পাহাড়ে বরফের মধ্যে ফেলে রেখে আসে বা সিটি অফিসের কুকুর নিধন সেন্টারে দিয়ে আসে। সেখানে একসাথে অনেক কুকুর জড় করে গ্যাস চেম্বারে নিয়ে মারা হয়। অবলা কুকুর মারার সেই দৃশ্য দেখলে যে কোন হৃদয়বান মানুষের বুক কেঁপে উঠবে! ইউটিউবে অনেক গুলো ভিডিও আছে, আমি এই কমন প্লাটফরমে সেটা আর দিলাম না; কেও ইচ্ছা করলে দেখতে পারেন। তবে নরম মনের মানুষদের সেই রিস্ক নিতে না যাওয়াই ভাল; আমি একটা ভিডিও দেখে এখনও তা মন থেকে মুছে ফেলতে পারি না।

মন্তব্য ৭০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

কাকচক্ষু বলেছেন: সংরক্ষন করে রাখলাম

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

তোমোদাচি বলেছেন: ধন্য হইলাম!

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

কাকচক্ষু বলেছেন: কাকদের কি কেউ এতো ভালোবাসবে।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

তোমোদাচি বলেছেন: কি জানি!! তবে এখানেও কাকের যন্ত্রণা আছে। কাকের যন্ত্রনায় এরা ময়লার জায়গা ঘিরে রাখে বা নেট দিয়ে ঠেকে রাখে !

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

সুখী চোর বলেছেন: বরাবরের মত জোশ ....
আর নৃসংশতার কথা না জানিয়ে বরং ভালো করেছেন, একটা মানুষকে গ্যাস চেম্বারে নিয়ে ঢুকালে আমি যতটা না কষ্ট পাবো তার চেয়ে ঢের বেশী পাবো কোন একটা পশুকে এভাবে মেরে ফেলতে দেখলে।

+++++++++++

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

তোমোদাচি বলেছেন: ঠিক বলেছেন, সেই ভিডিওতে কুকুর গুলোর করুণ চাহুনী এখনও আমার চোখে ভাসে!

ধন্যবাদ কমেন্টের জন্য!

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

ইন্তাজ ভাই বলেছেন: আপনার জাপান সিরিজের প্রতিটি লেখাই পড়তেছি। জাপানিদের সম্পর্কে অনেক কৌতূহল মিটছে আপনার লেখা পড়ে

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

তোমোদাচি বলেছেন: অনেক ভাল লাগল জানতে পেরে, আরো কিছু বিষয় নিয়ে লিখব ভাবছি ...

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

খান মেহেদী ইমাম বলেছেন: ভাই অনেক কিছু জানলাম আরও জানতে চাই। অনেক ভাল লাগল।নিজেদের উন্নত করার একটা পথ হল উন্নত জাতি সম্পর্কে জানা তাদের খারাপ গুন গুলো বাদ দিয়ে ভাল গুলো গ্রহণ করা । ++++++++++

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

তোমোদাচি বলেছেন: ভাল বলেছেন!
আপনাকে আমার একটা বিশাবসের কথা বলিঃ
আমি মনে প্রানে বিশ্বাস করি, আমাদের দেশ একদিন অনেক সুন্দর হবে। এর মেইন কারণ আমাদের দেশে অসংখ্য মানুষ দেশের বাইরে মূলত উন্নত দেশে জীবীকার সন্ধানে বসবাস করছে, দিন দিন এই সংখ্যা আরো বাড়বে। আমরা দেখছি আসলে মানুষ কতটা ভাল থাকে, এবং কিভাবে সেটা থাকা সম্ভব, আমরাও তাই আমাদের দেশে ভাল থাকতে চাইব। আমি জাপান এসে ওদের যে ভাল্গুন গুলো শিখেছি তার সব তো ভুলে যাব না, কিছুটা আমার চারপাশে প্র্যয়োগ করতে চাইব অবশ্যই। এভাবে অধিকংশ মানুষ যখন ভাল থাকতে চাইবে দেশটা ভাল হতে বাধ্য!

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

মাক্স বলেছেন: ঐমিয়া কুত্তা সামলান =p~ =p~ =p~
পোস্টে প্লাস।

কুত্তা মারার জন্যতো আমাদের দেশেও পৌরসভাগুলো কাজ করে। কত লোক দাড়াইয়া দাড়াইয়া কুত্তা নিধন কার্যক্রম দেখে। দেখসেন না?

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

তোমোদাচি বলেছেন: সামনা সামনি কুত্তা মারা দেখি নাই, তবে ছোট বেলায় শিয়াল মারছি দাবড়াইয়া ধইরা ;)


তবে একসাথে এত গুলো প্রানী মারাটা আমার কাছে নিসংস বলেই মনে হয়েছে।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

সবুজ মহান বলেছেন: +++ লউন ব্রাদার ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

তোমোদাচি বলেছেন: লইলাম ;) থ্যাঙ্কু

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

হেডস্যার বলেছেন: মজা লাগছে... :)

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ স্যার!! ;)

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

প্রকৌশলী আতিক বলেছেন: চাইনিজ ইয়াং মাইয়ারা যেমনে কুকুর কোলে নিয়া ঘোরে, ওহ......... একদিন এক মাইয়া খাইতাছে কোলে কুকুর। হঠাৎ কিস করল ওর ঠোটে

আর বুড়া বুড়ির কাহিনী তো সেম। তবে এখানে কুকুর দেখে বোঝা যায়, কার কত টেকা..............

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

তোমোদাচি বলেছেন: তবে এখানে কুকুর দেখে বোঝা যায়, কার কত টেকা.............

ভাল বলেছেন!

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: দারূণ লিখেছেন......এরেই বলে সভ্য জাতি.....

এত আদরের পোষা প্রাণীরে কেমনে পারে গ্যাস চেম্বারে দিতে...।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

তোমোদাচি বলেছেন: B:-/ :-&

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

বিষন্ন একা বলেছেন: :) :) :) +++

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

তোমোদাচি বলেছেন: =p~

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

মুহাই বলেছেন: অনেক জানলাম ।আরো জানার অপেক্ষায় ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

poops বলেছেন: কত সখ ছিলো একটা কুকুরের বাচ্চা পালবো। :(

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

তোমোদাচি বলেছেন: পালেন, সমস্যা কি??

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

কালোপরী বলেছেন: নিষ্ঠুর :( :(

০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৪

তোমোদাচি বলেছেন: :| :|

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

ফারজানা শিরিন বলেছেন: :| :|

০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৪

তোমোদাচি বলেছেন: :( :(

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

চুক্কা বাঙ্গী বলেছেন: কি ভয়ংকর!! এতদিন ভাবতাম জাপানিদের মত সভ্য জাতি পৃথিবীতে আর একটাও নাই। এই যদি সভ্য জাতির দশা হয়! কিছুই বলার নাই।
কুকুর বিষয়ে একটা অস্ট্রেলিয়ান মুভি দেখসিলাম কিছুদিন আগে, নামটা মনে পড়ছেনা। সত্য ঘটানা নিয়ে। একটা কুকুরের মালিক মারা যায়, তাকে খুজতে সেই কুকুর সমস্ত অস্ট্রেলিয়া মহাদেশ চক্কর দেয়। শেষ পর্যন্ত মালিকের কবরের ওপর শুয়ে মারা যায়। অসাধারন মুভিটা। আমার মতে কিছুকিছু মানুষের থেকে কুকুরের সঙ্গ অনেক ভালো।

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৯

তোমোদাচি বলেছেন: ভাল মন্দ মিলিয়েই মানুষ !

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

ভিয়েনাস বলেছেন: শুনেছি কুকুরের সাথে হাসি মুখে কথা না কইলে নাকি মাইন্ড করে :P

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১০

তোমোদাচি বলেছেন: কথা সত্য ;)

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

মহামহোপাধ্যায় বলেছেন: মজা পেলাম ভাইয়া। অনেক কিছু জানা হল।

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১০

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

১৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১০

মুনসী১৬১২ বলেছেন: ++++++++++++

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১১

তোমোদাচি বলেছেন: ;)

২০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫

হাচিকো বলেছেন: ভালো লাগলো। প্লাস। পোষ্টে ঢুকার আগে মনে করেছিলাম জাপানীজ কুকুরের জাত, চরিত্র নিয়ে পোষ্ট হবে, পরে দেখলাম, জাপানীজ মানুষদের কুকুরের সাথে সম্পর্ক নিয়ে পোষ্ট।

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬

তোমোদাচি বলেছেন: হা হা হা ... কুকুর বিষয়ে আমার গ্যান আগ্রহ দুটোই কম, তাই সেটা নিয়ে লেখার দুঃসাহস করিনি।

২১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৯

দূর দ্বীপবাসীণি বলেছেন: আমি যখন প্রথম জাপান আসি, তখন একটা ভাইয়া বলে দিসিলো,৩টা জিনিস থেকে সাবধান...বুড়া,শিশু আর কুকুর!এদের কোনো ক্ষতি করলে তোমার খবর আসে!!!

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬

তোমোদাচি বলেছেন: ভালই বলেছিলেন !! ;)

২২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩

মিহির লাল সিংহ বলেছেন: Chukka Bangi Bhai, Movie'tar naam "Hachiko" Japani kukurer ek bastob kahini obolombone... Osadharon ekta movie... Bhalobasa + Osru dutui chole aase...

Jica'r ekta project e aachi tai oder JOCV der sathe mesha hoy, ore maya jeno gole gole pore...! Apnar lekhagulu theke onek kichu shikkha nischi.

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৯

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ; আমি জাষ্ট আমার অভিজ্ঞতা শেয়ার করছি, আপনি আপনার মত করে দেখবেন এবং সেই অনুযায়ী ওদের সাথে মিশবেন।

শুভ কামনা!

২৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০২

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: আপনার বিজ্ঞাপন বিরতির স্টাইল ভালো লাগছে। পোস্টও ভালো লাগছে।
পিএইচডি শেষ হবে কবে?

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০০

তোমোদাচি বলেছেন: থাঙ্কু! ;)

এই সেপ্টেম্বরে ইনশাল্লাহ!

২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬

েবনিটগ বলেছেন: জটিলস

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০০

তোমোদাচি বলেছেন: ;)

২৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫

শীলা শিপা বলেছেন: নতুন কিছু জানলাম।আপনি অনেক সুন্দর করে লিখতে পারেন।

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

তোমোদাচি বলেছেন: বিগলিত হইলাম !!


বাই দ্যা ওয়ে, মন ভালো হয়েছে??

২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২

নিশ্চুপ শরিফ বলেছেন: জাপানীরা হিউম্যান রোবট আপনার পোস্ট যত পড়ি ততই তাই মনে হচ্ছে। রোবটের মত প্রগাম করা। যখন ভালোবাসা দরকার বাসে, ভালোবাসা এসে প্রগাম বলে এখন আর ভালোবাসার দরকার নাই। ছুরে ফেলে দেয়।

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

তোমোদাচি বলেছেন: আসলেই এরা রোবট !!!



মাত্র সামান্য একটু সিগ্লাল ব্রেক করার জন্য ৫০০০ টাকা জরিমানা দিয়ে আসলাম!! X( X( X(( X((

২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

পূরান পাগল বলেছেন: পোস্টে প্লাস ।কিন্তু জাপানি রোবোটিক জাতিকে মাইনাচ ;) ;)
আমার এক বন্ধু একটা রেস্টুরেন্টে জব করে কিন্তু কখনো নাকি ওখানে খায়নি। #:-S

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

তোমোদাচি বলেছেন: খাওয়াটা সম্ভবত তার চাকুরীর শরতের মধ্যে ছিল না। ;)

২৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

নাজিম রেজা বলেছেন: যান্ত্রীক হলে যা হয় আর কি!!

তাদের জীবনে অনেক ভালো গুনাগুন থাকলেও ইমোশন জিনিশটার অভাব আছে। পোস্টের জন্য ধন্যবাদ।



অফটপিকঃ জাপানীদের মনে হয় ফোল্ডীং মোবাইলের প্রতি বিশেষ দূর্ভলতা আছে। তাদের ছবি এবং অ্যানিমিগুলাতে শুধু ফোল্ডীং মোবাইল ব্যবহার করে। আসল চিত্রটা কি?

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৬

তোমোদাচি বলেছেন: সব ধরনের মোবাইল ই তো ব্যাবহার করতে দেখি

২৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

অচিন.... বলেছেন: নিচটুর

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

তোমোদাচি বলেছেন: ;)

৩০| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

মোনায়েম বলেছেন: “ওই মিয়া আপনার কুত্তা সামলান!!”
মজা পাইলাম :)

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

তোমোদাচি বলেছেন: ;)

৩১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

শহুরে কাউয়া বলেছেন: কাকদের ভালবাসুন
:D

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

তোমোদাচি বলেছেন: আচ্ছ! ;)

৩২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭

শহুরে কাউয়া বলেছেন: ধইন্যাপাতা :!>

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

তোমোদাচি বলেছেন: ;)

৩৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম...

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

তোমোদাচি বলেছেন: :D

৩৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

আদম_ বলেছেন: কুত্তা মারার লিংক না দিয়ে ভালো করছেন।
আমি অতি নরম মনের মানুষ।
খুব ভালো লাগতাছে সিরিজগুলা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

তোমোদাচি বলেছেন: ্ধন্যবাদ

৩৫| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৬

আই ঠগ বলেছেন: হুমায়ন স্যারের "হিজিবিজি" তে পড়ে ছিলাম বাংলাতে আসা এক জাপানি আমাদের গরু কুরবানী করার বিষয়ে এমন প্রতিক্রিয়া দেখিয়ে ছিল ।
আপনার সিরিজটা দারুন লাগলো।

১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩২

তোমোদাচি বলেছেন: থাঙ্কস!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.