নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমোদাচির ব্লগবাড়িতে স্বাগতম!!

তোমোদাচি

শিকড়ের টানে শিকড় গেড়ে বসতে শিকড়ের কাছে ফিরছি .।

তোমোদাচি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার বন্ধুরা! অনুগ্রহ করে আর একটু দায়িত্বশীল হোন!! নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না!!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

সামুতে আমার নিক হচ্ছে তোমোদাচি; এটি জাপানি শব্দ, অর্থ – বন্ধু। তাই সামুর সকল ব্লগারকে বন্ধু বলেই সম্বোধন করলাম। সামুতে রেজিস্ট্রেশনের সময় আমার প্রথম স্ট্যাটাস ছিল, “বন্ধুত্ব হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিস্তৃত রিলেশন- আর কিছু বন্ধু বাড়াতে এখানে এলাম।” প্রকৃতপক্ষে, বন্ধুত্ব হচ্ছে একমাত্র সম্পর্ক যা কোন সীমারেখা দিয়ে আলাদা করা যায় না। বাস্তব জগতের বন্ধুদের চেয়ে ভার্চুয়াল এই বন্ধুদের প্রভাব এখন আমার জীবনে কোন অংশেই কম নয়। এখানে সবার সাথে যে আমার মতের মিল আছে বা সবার সাথে সুসম্পর্ক রয়েছে সেটা নিশ্চয় নয়। এখানে অনেক সময় অনেকের সাথে মতের অমিল হয়েছে, তর্ক করেছি; আবার কোন ইসুতে মতের মিল হলে ভুয়সী প্রশংসা করেছি। বন্ধুত্ব তো এটাই! বাস্তব জীবনে আমার ফ্রেন্ড সার্কেলে যেমন গোড়া ধার্মিক বন্ধু আছে, তেমনি আছে কঠিন নাস্তিক; বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী বন্ধু তো আছেই। এখানে লক্ষাধিক ব্লগার! হাজার রকম মতাদর্শ তো থাকবেই। সব কিছু ছাড়িয়ে আমরা সবাই সামু ব্লগের ব্লগার বন্ধু! সেই বন্ধুত্বের দাবি নিয়ে এই সঙ্কট মুহূর্তে আপনাদের কাছে অনুরোধ নিয়ে এসেছি, ব্লগের হিসাবে নিজেদের সম্মান রক্ষার এবং যে প্লাটফর্মের কল্যানে আপনি ব্লগার তাকে রক্ষা করার!!!

আপনি আস্তিক হোন, নাস্তিক হোন, আওয়ামীলীগ হোন, বিএনপি হোন, জামাত হোন, বাম হোন, ডান হোন অথবা অন্য কোন মতাদর্শে বিশ্বাসী হোন এখানে কিন্তু আপনার পরিচয় আপনি একজন ব্লগার। এতদিন ব্লগ কি জিনিস, ব্লগার কি জিনিস তা দেশের অধিকংশ মানুষ জানত না। সরকার এটাকে কোন পাত্তা দেওয়ার জিনিষ হিসাবে ধরত না। এখন ব্লগারদেরকে নিয়ে সাধারণ মানুষের বিপুল আগ্রহ, তারা জানতে শুরু করেছে ব্লগ কি জিনিষ, ব্লগার কারা! এই প্রথম একজন ব্লগার হিসাবে আপনি বৃহতর সমাজে পরিচিত যতে যাচ্ছেন। প্রথম পরিচিতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ!

আপনি কি চান না, সমাজের সাধারন মানুষের কাছে আপনার পরিচয়টা সুন্দর ভাবে যাক? আপনার এই ব্লগার হতে পারাটা কিন্তু হেলা ফেলার বিষয় নয়; আপনি রাস্তা থেকে উঠে আসা কেও নন। আপনি একজন ব্লগার সুতরাং এটা নিঃসন্দেহে বলা যায় আপনি একজন শিক্ষিত এবং সচেতন মানুষ। আপনার আশেপাশের কয়জনের এই সৌভাগ্য আছে? এটাকে অবহেলা করবেন না!

আপনি একজন সচেতন মানুষ, আপনার তো একটা স্বতন্ত্র মতামত থাকবেই। আপনি অবশ্যই আপনার মতামত জোরাল ভাষায় তুলে ধরবেন। কিন্তু আপনার সেই মতামত তুলে ধরা বা অন্যের মতামতের বিরুদ্ধাচরণ করার সময় কি আপনার কাছ থেকে দায়িক্তশীল ব্যবহার আশা করতে পারি না? আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একটি ভদ্র ঘরের সন্তান আপনার কাছে কি শালীন ব্যাবহার আশা করতে পারি না?

উপরের প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তবে আর একটু সচেতন হোন; সংযত হোন, দায়িত্ববান হোন। ব্লগে কিছু লেখার আগে একবার চিন্তা করে দেখুন সেটা আদেও আপনার লেখাটা উচিত হচ্ছে কি না। ব্লগটিকে পাবলিক টয়লেটের দেওয়াল মনে করবেন না – নিজের পরিচয় আড়াল করা যায় বলে এখানে যা খুশি তাই লিখবেন না।

আমরা নিজেদের সম্মান নিজেরাই অবহেলায় নষ্ট করি। একটা উদাহরন দিই, একটা সময় ছিল যখন ছাত্র রাজনীতি করে শুনলে গ্রামের মানুষ তাঁকে সম্মান করত, তাঁর কাছে দেশের ভবিষ্যতের কথা শুনতে আস। আর এখন ছাত্র রাজনীতি করে শুনলে মানুষ তার থেকে চোর ডাকাতের মত দূরত্ব বজায় রাখে।

আসুন আমরা সচেষ্ট হই, সুস্থ ব্লগিং করি। সাধারন মানুষের কাছে ‘ব্লগার’ শব্দটিকে ‘দায়িত্ববান নাগরিক’ এর প্রতিশব্দ হিসাবে পরিচিত করি।

আর একটি ব্যাপার খেয়াল রাখুন, যে প্লাটফর্মের কল্যানে আপনি ব্লগার হয়েছেন, আপনার মতামত লক্ষ লোকের মধ্যে প্রচার করতে পারছেন সেই ব্লগ টা যেন বন্ধ হয়ে না যায় সেই ব্যাপারে সচেষ্ট হোন। ব্লগ মাধ্যমটি এখন খুব সেন্সেটিভ একটা সময় পার করছে, দেশে ব্লগিং বন্ধ করে দেওয়া হতে পারে এমন রিউমার শোনা যাচ্ছে। ইউটিউব বন্ধের কথাটা মাথায় রাখুন, এদেশে কোন কিছুই অসম্ভব নয়! একবার চিন্তা করে দেখুন এই ব্লগটি যদি হঠাত বন্ধ হয়ে যায় তাহলে আপনার ব্লগার পরিচয় ও কিন্তু শেষ! ব্লগিংয়ের সকল সুবিধা থেকে আপনি তখন বঞ্চিত হবেন। তখন যতই চিৎকার করেন আপনার আশেপাশে দু’চার জন ছাড়া অন্য কাওকে কিন্তু আপনার মতাদর্শ জানাতে পারবেন না।

ব্লগার বন্ধুদের কাছে অনুরোধ, নিজের মতামত প্রকাশ করুণ বা অন্যের যুক্তি খন্ডন করুণ কিন্তু অবশ্যই সেটা শালীনভাবে করুন। সামুতে ব্লগিং করে কিন্তু মনেপ্রানে চাই সামু বন্ধ হয়ে যাক এমন ব্লগারের সংখ্যা কিন্তু কম নয়। তাদের থেকে সাবধান থাকুন, উল্টাপাল্টা লেখা পেলেই সাথে সাথে রিপোর্ট করুন!

নিজের সম্মান সমুন্নত রাখুন আর আমাদের প্রিয় এই প্লাটফর্ম কে বাচিয়ে রাখুন!

শুভ ব্লগিং!!

মন্তব্য ১১২ টি রেটিং +৩০/-০

মন্তব্য (১১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ অপূর্ন !!!

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

কালোপরী বলেছেন: +++++++++++++++



Anata wa tadashī watashi no yūjindesu

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

তোমোদাচি বলেছেন: কালোপরী দেখি জাপানীজ ও জানে!!! ;)

সতর্ক থাকুন, আমাদের ব্লগিংয়ের এই সুযোগটা যেন কেও বন্ধ করতে না পারে!!

ধন্যবাদ!

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

বোকামন বলেছেন: সম্মানিত লেখক,

পোস্টের সাথে সহমত । তবে আবেগ সবসময় নিয়ন্ত্রণ করা যায় না এরই সুয়োগে কেউ কেই ইচ্ছাকৃতভাবে সেই আবেগে আঘাত করে । তখন ...... :(

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০১

তোমোদাচি বলেছেন: কোন অজুহাতেই আপনি শালীনতা ক্রস করতে পারেন না। তাহলে তো তার আর আপনার মধ্যে কোন পার্থক্য থাকল না।

সেই কবিতাটা মনে আছে তো ???

কুকুরের কাজ কুকুর করেছে ...

শুভ কামনা বোকামন!

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

ম্যাকানিক বলেছেন: যাহ
পাইছি তোমদাচি ভাই আজকা পরথম কমেন্ট মনে হয় আমারই।
লেখার সাথে শতভাগ সহমত।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২১

তোমোদাচি বলেছেন: হা হা ...
প্রথম দিকে চলে এসেছেন ;)

ধন্যবাদ, সহমত জানানোর জন্য।
৪বছর ধরে ব্লগিং করি সামুতে, এটা এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে।

বর্তমান অবস্থা ব্লগিং এর জন্য মোটেও ভাল মনে হচ্ছে না!!

মনে করেন, সামু যদি না থাকে তাহলে এই আপনার মত একজন অজানা বন্ধুকে সারাজীবনের জন্য হারাব; এটা কি মেনে নেওয়া যায়???

ভাল থাইকেন, ভাই!!

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধু যেন সুদ্ধ চিত্তে
পদধলে সব মিথ্যে
শুভকামনা

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

তোমোদাচি বলেছেন: ভাল বলেছেন!
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা!!

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: আমরা আমাদের লেখালেখির বা মতপ্রকাশের একমাত্র অত্যাধুনিক
স্বাধীন মাধ্যম টিকে , হ,,য,ব,র,ল রাজনীতির উদ্ধে নিয়ে আসার
ভাবনা থাকতে হবে সকলের ।

আমরা মুক্ত , আমরা স্বাধীন
নহে কোন দল , নহে মাথানত
এক হয়ে এস সবে
মিথ্যা অন্যায় করি প্রতিহত ।

আর রাজনীতি যদি করতেই হয় তবে তা যেন ব্লগার পরিচয়ে না হয়ে
ব্যক্তি কেন্ত্রিক হয় ।
সাবধান সময়ের সাথে জীবনের অবমুল্যায়ন বা প্রতিভাকে ভুল
সিদ্ধান্তে অন্ধকারে টেলে দেওয়া , আত্মহত্যার শামিল ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

তোমোদাচি বলেছেন: সাবধান সময়ের সাথে জীবনের অবমুল্যায়ন বা প্রতিভাকে ভুল
সিদ্ধান্তে অন্ধকারে টেলে দেওয়া , আত্মহত্যার শামিল।

এর চেয়ে ভাল কথা আমার ঘটে নেই :(
তাই আপনার কথাটায় কপি-পেষ্ট করলাম!! ;)

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

ম্যাকানিক বলেছেন: হা হা হা হা
ইকটুর লাইগা পরথম হইতে পারলাম না ।
আসলে হইছে কি আমি অনেক সময় কাজের জন্য বাইরে থাকি তখন অফিসের কম্পিউটারে বাংলা সফট থাকে না তাই আপনার লেখা পড়া হইলেও আমি ঘরে ফিরা লিখতে বসতে বসতে দেখা যায় শ' দুয়েক কমেন্ট হইয়া গেছে আপনার লেখায়।তাই আজকে ইকটু প্রথম দিকে কমেন্ট কইরা ভাব লইতে চাইছিলাম।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

তোমোদাচি বলেছেন: বন্ধুত্বের কোন ফাস্ট-সেকেন্ড সিরিয়াল নেই;
সামুর বন্ধুদের মধ্যে আপনি অন্যতম।

অনেকদিন ধরেই আমার প্রতিটা লেখায় আমি কমেন্ট পাচ্ছি; এটা আমার জন্য পরম পাওয়া।
সেই তুলনায় আমি খুব কম ই সময় দিতে পারি।

আজ থেকে আপনাকে অনুসরণে নিলাম!!!

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

শিশেন সাগর বলেছেন: ++++++++++++++ সুন্দর গোছানো লেখা। খুব ভালো লাগলো। বন্ধুত্বের জয় হোক

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ শিশেন সাগর!!

বন্ধুত্বের জয় হোক !!!

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

আসফি আজাদ বলেছেন: শারিরীক সুস্থ্যতার পাশাপাশি মানসিক সুস্থ্যতাও জরুরী...কাজেই আসুন সুস্থ্য ব্লগিং করি। +++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

তোমোদাচি বলেছেন: সুন্দর কথা বলেছেন।

শারীরিক অসুস্থতায় সাফার করে শুধু অসুস্থ মানুষ নিজে, কিন্তু
কারো মানসিক অসুস্থতা থাকলে সে তো সাফার করেই সেই সাথে তার আশেপাশের সব মানুষও তাতে এফেক্টেড হয়।

ব্লগ এখন কিছু অসুস্থ ব্লগারের কবলে পড়েছে।
বাইরের শত্রু তো আছেই, আমরা নিজেরা নিজেদের কম ক্ষতির কারন হচ্ছি না। তাই সাবধান থাকতে হবে, সকলকে।

শুভ কামনা!!

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাল বলেছেন ভাই +++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২

তোমোদাচি বলেছেন: আপনি সামুর পরিচিত ব্লগার, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই ব্যাপারে সবাইকে সতর্ক করার ।

ধন্যবাদ কমেন্টের জন্য!!!

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

ঝুমকু বলেছেন: খুব ভাল লিখেছেন ।সবাই সবার মত প্রকাশ করতে পারে ।তবে নিজের মত প্রকাশের পর তা অন্যের সাথে নাও মিলতে পারে।তাতে কেউ কাউকে শত্রু ভাবার কোন কারন নেই।মত প্রকাশের স্বাধীনতা সকলেরই আছে এটা মনে রাখলেই হয়।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

তোমোদাচি বলেছেন: মনে রাখতে হবে অন্যকে সম্মান না দিলে কখনো সম্মান পাওয়া যায় না।

আর একটা কথা আমি বিশ্বাস করি; সেই সবচেয়ে বোকা যে মনে করে সে যা বুঝে সেটাই শুধু ঠিক অন্য সবাই ভুল!!

ধন্যবাদ!

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

এক্সপেরিয়া বলেছেন: গুছিয়ে বলতে পেরেছেন । প্লাস

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ এক্সপেরিয়া।

আর একটূ সুন্দর করে লেখার দরকার ছিল।

আসলে নীতি কথা শুনতে কারো ভাল লাগে না। বলতেও খুব একটা ভাল লাগে না; নিজেকে আতেল আতেল লাগে। ;)

একটু মজা করে লিখব ভেবেছিলাম, কিন্তু সিরিয়াস একটা পোষ্ট হয়ে গেল!!

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০০

মুহাই বলেছেন: সুন্দর পোস্ট ।মডারেটরদের ভূমিকা সবচে গুরুত্বপূর্ণ ।তাদের সতর্কতা সবচে জরুরি ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

তোমোদাচি বলেছেন: মডারেটরদের উদ্দেশ্যেও কিছু লেখার ইচ্ছা ছিল, কিন্তু পরে ভাবলাম তাদের ব্লগকে রক্ষা করার বিষয়ে নিশ্চয় তারা আমার চেয়ে বেশী বুঝবেন।

সাধারণ ব্লগার হিসাবে আমার মূল দাবী সাধারণ ব্লগার দের কাছে, তাই তাদের উদ্দেশ্যে ই লিখলাম।

ব্লগ মালিক এবং মড়ারেটরদের কাছে অনুরোধ, ব্লগে ২৪ ঘন্টা নিরপেক্ষ নজরে রাখার জন্য ব্যবস্থা গ্রহন করুন! সে কাজে অর্থের যোগান দিতে প্রয়োজন হলে ব্লগের মাধ্যমে আয় বাড়ান।
সামু দেশের সব চেয়ে বড় ব্লগ, একে ঈর্ষা করার লোকের অভাব নেই।
তাছাড়া বড় গাছে ঝড় সবসময় বেশীওই লাগে।

সো, সাবধান থাকুন, নিরপেক্ষ থাকুন!!!

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

শামীম অহাম্মদ মজুমদার বলেছেন: একটা সময় ছিল যখন ছাত্র রাজনীতি করে শুনলে গ্রামের মানুষ তাঁকে সম্মান করত, তাঁর কাছে দেশের ভবিষ্যতের কথা শুনতে আস। আর এখন ছাত্র রাজনীতি করে শুনলে মানুষ তার থেকে চোর ডাকাতের মত দূরত্ব বজায় রাখে।
আসুন আমরা সচেষ্ট হই, সুস্থ ব্লগিং করি। সাধারন মানুষের কাছে ‘ব্লগার’ শব্দটিকে ‘দায়িত্ববান নাগরিক’ এর প্রতিশব্দ হিসাবে পরিচিত করি।
আর কিছু বলার নাই। ১০০% সহমত।+++++++++++++++++++++++++++++্

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

তোমোদাচি বলেছেন: শামীম অহাম্মদ মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ

১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

বোকামন বলেছেন: সম্মানিত লেখক,

আমি ব্লগের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করেছি । যার ফলে অনেক পোস্টেই মন্তব্য করার সাহস করি না

(আমার বিষয়ে নয়......)

বুঝতে পারলেন তো ?

আপনার পোস্টে ভালোলাগা জুড়ে থাকলো

ধন্যবাদ .........

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

তোমোদাচি বলেছেন: কিছু কিছু জিনিষ এড়িয়ে চলাও শিখতে হয় যে ভাই!!!


শুভ কামনা!!

১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

শান্তা273 বলেছেন: আসুন আমরা সচেষ্ট হই, সুস্থ ব্লগিং করি। সাধারন মানুষের কাছে ‘ব্লগার’ শব্দটিকে ‘দায়িত্ববান নাগরিক’ এর প্রতিশব্দ হিসাবে পরিচিত করি।

সহমত।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ শান্তা!!

১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

মুহাম্মাদ আলী বলেছেন: +++++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ মুহাম্মাদ আলী

১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২

ডার্ক হর্স রাইডার বলেছেন: ++++++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ ডার্ক হর্স রাইডার

১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

আমিভূত বলেছেন: উত্তম লেখা ।ভালো লাগা রইল ।শুভ কামনা ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

তোমোদাচি বলেছেন: আপনার জন্য ও শুভ কামনা !

২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

মনোজ মুকুট বলেছেন: তোমোদাচি ,
দেখুন, ব্লগ হচ্ছে আমার আপন আয়নার মতো। আমি যা তা এখানে প্রকাম পাবেই। সে সু-জন হোক আর কু-জন হোক। কোনো ঘটনায়-দুর্ঘটনায়, লেখায়-পড়ায় কখনো কখনো প্রতিক্রিয়া এমন হয়, মানুষ তার রাগ-বিরাগ-অনুরাগ, ক্ষোভ-আবেগ-নিরাবেগ সব কিছুই সে প্রকাশ করতে চায় বুক উগরে। অন্য অনেক মাধ্যম আছে যেখানে সে তার প্রতিক্রিয়া বা ভাবনা প্রকাশ করতে পরে না। কিন্তু ব্লগে তা অবলীলায় পারে। ব্লগ ছাড়া সে উপায় খুবই কম। কারণ এতে তার ইন্টারেক্ট টা হয় বেশ ভাল। গালাগাল- সেতা আপন ক্ষোভের- রাগের প্রকাশ। তাই বলে তা অশালিন ভাষায় প্রকাশ করতে হবে-আমি তার পক্ষে নই মোটেও। আবার কখনো এশন শব্দ আছে যা অশালিন বলে মনে হলেও ক্ষেত্রবিশেষে তার প্রয়োগ ভালই শোনায়। উপযুক্ত মনে হয়। পাঠক সেখানে আপত্তি করেন না। সেই গালি বা অশ্রাব্যতাও অনেক সময় ‌আর্ট' হয়ে যাই। আমি সেই ‌‌আর্ট' এর পক্ষে। হুদাই নোংরামির পক্ষে নই। ধন্যবাদ আপনাকে;
আপনার লেখাটির জন্য।
পুনশ্চ: এ ব্লগ বন্ধ হওয়ার ব্যাপারে আপনার আশঙ্কাকে আমি তেমন একটা যৌক্তিক বলে ধরে নিতে পারছি না। তার অনেক কারণ আছে। পরে আরেকদিন আলাপ হবে। ভাল থাকুন। নিরাপদে থাকুন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

তোমোদাচি বলেছেন: মনোজ মুকুট , আপনার মতামতের প্রতি পরিপূর্ণ সমর্থন রইল!

আমিও চাই আমার ব্লগ বন্ধ হওয়ার আশংকা যেন সত্যি না হয়!!

২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

মামুন রশিদ বলেছেন: ব্লগে আমরা বাক-স্বাধীনতার চর্চা করতে গিয়ে বাক-দায়িত্বশীলতার কথা ভূলে যাই ।


চমৎকার পোস্ট ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

তোমোদাচি বলেছেন: ব্লগে আমরা বাক-স্বাধীনতার চর্চা করতে গিয়ে বাক-দায়িত্বশীলতার কথা ভূলে যাই ।

সুন্দর কথা বলেছেন। ধন্যবাদ!

২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: শামীম অহাম্মদ মজুমদার বলেছেন: একটা সময় ছিল যখন ছাত্র রাজনীতি করে শুনলে গ্রামের মানুষ তাঁকে সম্মান করত, তাঁর কাছে দেশের ভবিষ্যতের কথা শুনতে আস। আর এখন ছাত্র রাজনীতি করে শুনলে মানুষ তার থেকে চোর ডাকাতের মত দূরত্ব বজায় রাখে।
আসুন আমরা সচেষ্ট হই, সুস্থ ব্লগিং করি। সাধারন মানুষের কাছে ‘ব্লগার’ শব্দটিকে ‘দায়িত্ববান নাগরিক’ এর প্রতিশব্দ হিসাবে পরিচিত করি।
আর কিছু বলার নাই। ১০০% সহমত।

আমার পক্ষ থেকে +++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ আব্দুল্লাহ সিদ্দিকী !

২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

জাওয়াদ তাহমিদ বলেছেন: দরকারি কথা বলেছেন। ব্লগে অশালীন ভাষা ব্যবহার বন্ধ হওয়া দরকার।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

তোমোদাচি বলেছেন: অশালীন ভাষাতো অবশ্যই বন্ধ করতে হবে সেই সাথে অন্যের উপর নগ্ন আক্রমনও বন্ধ করতে হবে!

ধন্যবাদ আপনাকে !

২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: ++++++++++++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

তোমোদাচি বলেছেন: আপনার ঘর মুখিতা কি কমেছে *কুনোব্যাঙ*

২৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২

শুভ্র গাঙচিল বলেছেন: সহমত প্রকাশ করলাম বন্ধু।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

তোমোদাচি বলেছেন: তোমোদাচির শুভেচ্ছা নিতে ভুলেন না যেন ;)

২৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

সবুজ ভীমরুল বলেছেন: +++++++

একদম সত্য কথা বলেছেন। আসলে নিজেদের বোকামির জন্যই হয়ত কথা বলার প্লাটফর্মটিও বন্ধ হয়ে যেতে পারে।

অনেকে আজকাল দেশপ্রেম প্রকাশের জোশে নোংরা ভাষা ইউজ করে, যাকে তাকে রাজাকার ট্যাগ দেয়!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

তোমোদাচি বলেছেন: যাকে তাকে রাজাকার, ছাগু, ভাদা ... ইত্যাদি ট্যাগ দেওয়া আমাদের অসহিষ্ণু আচরণের বহি প্রকাশ!

ধন্যবাদ আপনাকে!

২৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

আমি শুধুই পাঠক বলেছেন: +++++++++++++++++++++++++++
সম্পুর্ণ সহমত।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

তোমোদাচি বলেছেন: কৈ আপনি শুধু পাঠক ! কমেন্ট করলেন যে??? ;)


ধন্যবাদ কমেন্টের জন্য!

২৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

আতিকুল০৭৮৪ বলেছেন: plus and priyote raklam,,nice..ami ekmot apnar sathe

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

তোমোদাচি বলেছেন: ধন্য হলাম!


শুভ কামনা !

২৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

জুন বলেছেন: +

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ জুন !

৩০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ তোমোদাচি...

অনেক সুন্দর করে লিখেছেন। আমার মনে হয় ব্লগের ৯৯% ব্লগার আপনার কথা বুঝেছে এবং সে মতই চলে।

কিন্তু আপনার লেখা পড়ে একটা প্রবাদও মনে পড়ে গেল। সেটা হল "চোরে না শোনে ধর্মের কাহিনী"।

একটু ব্যাখ্যা করে বলি। যেহেতু আপনি পুরনো ব্লগার, আপনি সব কিছুই জানেন। বলেন দেখি, নাস্তিক নামধারী উগ্র ইসলাম বিদ্বেষী ব্লগারগুলোকে কি আপনার ভদ্র ঘরের সন্তান (আপনার পোস্টের সূত্র ধরে বললাম) বলে মনে হয়?? এরা যে ভাষায় ধর্মকে গালাগালি করেছে?? সামু এদের কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? নাকি প্রশ্রয় দিয়েছে? একটু চিন্তা করে দেখুন।

বলুনতো, কয়জন মুসলিম ব্লগার হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান ধর্মকে গালাগাল করেছে? কয়জন হিন্দু ব্লগার ইসলাম, বৌদ্ধ বা খ্রিস্টান ধর্মকে গালাগাল করেছে? কয়জন খ্রিস্টান/বৌদ্ধ অন্যের ধর্মকে গালিগালাজ করেছে? করেনি, কারণ, কোন ধর্মই অন্য ধর্মকে গালাগাল করতে শেখায় না...

বিরুদ্ধ মত থাকবেই। হতে পারে সেটা রাজনীতি, মতাদর্শ বা ধর্ম বিষয়ে। কিন্তু, নাস্তিকদের কুরুচীপূর্ণ চটি রচনা এবং ইচ্ছাকৃত বিদ্বেষ ছড়ানোই ব্লগকে যে পরিমাণ বিষাক্ত করে তুলেছে, আমার মনে হয় অন্য কোন বিরোধ সে পরিমাণ করেনি। এর জন্য ওই ব্লগার নামক অসুস্থ কীটগুলো ছাড়াও ব্লগ কর্তৃপক্ষের দ্বায় আছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সামুকেই উদ্যোগ নিতে হবে।

এ প্রসংগে ফিফার স্টিকি পোস্টে ব্লগার ক্ষ্যাপা বালকের করা মন্তব্যটি তুলে না দিয়ে পারছি না।

ক্ষ্যাপা বালক বলেছেন: বর্তমান পরিস্থিতির দায় সামু কোনভাবেই এড়াতে পারে না।
সামু বাক স্বাধীনতার নামে ইসলাম বিরোধী যে কুরুচীপুর্ণ লেখাসমুহ প্রকাশ করেছে তার দায় দায়িত্ব অবশ্যই সামুকে নিতে হবে। আমরা বহুবার আবেদন জানিয়েছি কিন্তু সামু তাতে কর্ণপাত করেনি, অবশেষে আমরাই আমাদের প্রিয় সামু ব্লগ ছেড়ে যেতে বাধ্য হয়েছি। সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রযুক্তিজ্ঞানের দুর্বলতার সুযোগ নিয়ে সামু ধর্মানুভুতিতে আঘাত করে এমন যাচ্ছেতাই লেখা প্রকাশ করেছে যা সংবিধানের ৩৮ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। সুতরাং আইন লংঘনের দায়ে সামু কর্তৃপক্ষকে আইনের আওতায় আনা উচিৎ। দৈনিক ''আমার দেশ'' পত্রিকার প্রকাশিত রিপোর্টটি উদ্দেশ্য প্রণোদিত কিন্তু মিথ্যা নয় এটা সামুর সকল ব্লগারই জানে। সুতরাং একজন সচেতন মুসলিম বাংলাদেশী নাগরিক হিসেবে আমি চাই সামু বিচারের আওতায় আসুক।


আশা করি আমরা সবাই সচেতন হব। ব্লগার হিসেবে আমাদের দ্বায়বোধ এবং মনুষ্যত্বকে যেন ভুলে না যাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ মুহাম্মদ জহিরুল ইসলাম ভাই।

ভুল ত্রুটি হয়ত আমাদের সকলের মধ্যেই কিছু কিছু আছে, আসলে আমি সকলকে দায়িত্বশীল আচরণের অনুরোধ করছি।

ক্ষতি যদি হয়ে যায় তাহলে কিন্তু আস্তিক - নাস্তিক সবাই তাতে সাফার করব!!

মডারেটরদের কাছে আমরা আরো নিরপেক্ষ অবস্থান আশা করছি!!

৩১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

সায়েম মুন বলেছেন: উগ্রপন্থী কিছু ব্লগারের দায়িত্বশীলতার অভাবে ব্লগার নামটি এখন ভিন্নভাবে উচ্চারিত হতে যাচ্ছে বোধয়! এখানে খাবে দাবে আবার এই ব্লগের বিরুদ্ধেই কুৎসা রটাবে। মাঠে নামবে। সেইম...

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

তোমোদাচি বলেছেন: আমাদের সম্মান রক্ষার্থে আমাদের সচেতন হতে হবে; উগ্রপন্থীদের রুখতে হবে আমাদের স্বার্থেই!

শুভ কামণা !

৩২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

মনিরা সুলতানা বলেছেন: ব্লগটিকে পাবলিক টয়লেটের দেওয়াল মনে করবেন না – নিজের পরিচয় আড়াল করা যায় বলে এখানে যা খুশি তাই লিখবেন না।

কেন যেন মনে হয় এই পরিচয় আড়াল টা অনেক বেশি দায়িত্বহীন করে তোলে :( এবং অবশ্যয়ই এই কথা টা সবার জন্য প্রযোজ্য নয় :|


শুভ ব্লগিং :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

তোমোদাচি বলেছেন: ব্লগাররা পরিচয় আড়াল থাকার পরও ব্লগে বাজে জিনিষ লিখে না, কিন্তু রাস্তার পোলাপান সুযোগ পেলেই বাথরুমের দেওয়ালে নোংরা কথা লিখে।

এটাই ব্লগার আর রাস্তার পোলাপানের মধ্যে পার্থক্য!!

কোন ব্লগার যদি নিজেকে ঐ পর্যায়ে নামিয়ে নিয়ে যায় তাহলে তার জায়গাও হবে ঐখানে, ব্লগে নয়!!!

শুভ ব্লগিং

৩৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১

শারদ শিশির (এ.বাংলাদেশী) বলেছেন: স্বাধীনতার কথা রাজাকারের কথা উঠলেই যারা আঙ্গুল নিচে নামিয়ে চুষতে বসে যায় তারা সরকর গঠন করা মাত্রই জামাত শিবিরের প্রথম কোপটি বসবে আমাদের এই মুক্ত চিন্তার উন্মুক্ত প্লাটফর্ম সামু ব্লগটিতে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০

তোমোদাচি বলেছেন: আপনার উপমা পুরাটা বুঝিনি;

আর একটু সুন্দর করে মনে হয় লেখা যেত!

যাই হোক, আপনাকে ধন্যবাদ কমেন্টের জন্য!

৩৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক বার চিন্তা করেছি আপনাকে জিজ্ঞাস করবো, তোমোদাচি অর্থ কী? কেন যেন জিজ্ঞাস করা হয়নি। আজ জানলাম। বন্ধু। সত্যিতো আমরা, এই যে এতো এতো বন্ধু (অন্য কেউ মনে না করুক, আমি মনে করি) পেয়েছি এটা কি কম? এই সুযোগকে হেলা করা একদম উচিত নয়।

সবচেয়ে ভালো লাগলো এই কথাটা, 'সাধারন মানুষের কাছে ‘ব্লগার’ শব্দটিকে ‘দায়িত্ববান নাগরিক’ এর প্রতিশব্দ হিসাবে পরিচিত করি'

আমি মনে প্রানে বিশ্বাস করি যারা যারা আপনার এই লেখা পড়বেন তারা অন্ততঃ এটা মেনে চলবে। আসলে চালের মধ্যে তো শুধু চালই থাকে না, কিছু খুদ-কুড়াও থাকে। সবাইকে দৃষ্টিদিতে হবে বড় অংশের দিকে, ছোট অংশের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেয়া উচিত নয়।

কফি আনান যখন অনেক ছোট ৪-৫ ক্লাসে পড়েন, তখন তার শিক্ষক হোয়াইট বোর্ডে একটা বিন্দু এঁকে, এক এক ছাত্রকে জিজ্ঞাস করেন তোমরা কি দেখতে পাচ্ছ, সকলেই উত্তর দেয়, একটা বিন্দু। কফি আনান উত্তর দেন, একটা বিন্দুর চারপাশে সাদা অংশ দেখছি। তার শিক্ষক সাথে সাথে বলেন, 'আনান তুমি অনেক বড় হবে।'

আনান অনেক বড় হয়েছিলেন। জাতিসঙ্ঘের মহাসচিব।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২

তোমোদাচি বলেছেন: অনেক ভাল লাগল মোঃ সাইফুল ইসলাম সজীব, আপনার কমেন্ট।

সব জায়গাতেই অধিকংশ মানুষ থাকে ভাল আর দু'চারজন খারাপ। কিন্তু ওই খারাপ মানুষ গুলো পুরা সমাজ কে নষ্ট করে ফেলে কারন তারা খুব এক্টিভ থাকে আর ভাল মানুষ গুলো সাধারণত গা বাচিয়ে চলে।

ব্লগে তেমনটি হওয়া উচিৎ নয়, কারন ব্লগে ভাল মানুষ গুলো যথেষ্ট ভোকাল এবং সবাই এখানে সচেতন!

শুভ কামনা!

৩৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

শারদ শিশির (এ.বাংলাদেশী) বলেছেন: পরের বার যারা সরকারে আসতেছে,মাহমুদুর রহমান যাদের তথ্যমন্ত্রী হতে যাচ্ছে তারা এলেই সামু বন্ধ করবে আগে আমার সেটাই মনে হচ্ছে। 'এটা পড়ে আসুন বুঝতে পারবেন আমি কি উপমা দিয়েছি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৯

তোমোদাচি বলেছেন: এবার কিন্তু ঠিকই বুঝেছি!! ;)

কিছু মনে করবেন না, আপনার কমেন্ট নিয়েই উদাহরন দিই। আপনার উদ্দেশ্য ছিল আমাকে বা অন্য ব্লগার কে আপনার বক্তব্য বুঝানো। কিন্তু আগের কমেন্টে কিছুটা অন্য ইঙ্গিত থাকায় অনেকেই তা বুঝতে পারেনি; এবার সবার কাছে ক্লিয়ার। তাহলে ব্লগে আমাদের মতামত প্রকাশের জন্য কোন উপায় টা বেশী কার্যকরী? অবশ্যই পরের টা।

এবার আসি আপনার কমেন্টে!!
আমি আপনার সাথে সম্পূর্ণ সহমত! আমি পোষ্টে এটা উল্লেখ করতে চাচ্ছিলাম। কিন্তু ভাবলাম দেখি কেও এই ব্যাপারটি তোলে কি না।
এই ব্যাপারে মডুদের সজাগ থাকা উচিৎ। কারন তারা এখন যদি সাম্প্রতিক অবস্থা সামাল দেওয়ার জন্য একপক্ষকে খুশি রাখে অন্য পক্ষের প্রতি অন্যায় করে তাহলে এই সরকার যখন চেঞ্জ হয়ে যাবে তখন নিশ্চিত ভাবে তারা এর প্রতিশোধ নিবে।
সো, কারো প্রতি পক্ষপাতিত্ব না করে ব্লগের পরিবেশ ঠিক রাখতে মড়ুদের কঠোর হতে হবে, সেই সাথে ব্লগারদের ও সাবধান থাকতে হবে।

৩৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

একুশে২১ বলেছেন: হক কথা বলেছেন। তবে ব্লগারদের পাশাপাশি সামুর মডারেটরদের আরও কঠোর হতে হবে উল্টাপাল্টা পোষ্টের প্রতি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫০

তোমোদাচি বলেছেন: আগের কমেন্টের কিছু অংশ কপি-পেষ্ট করলামঃ

এই ব্যাপারে মডুদের সজাগ থাকা উচিৎ। কারন তারা এখন যদি সাম্প্রতিক অবস্থা সামাল দেওয়ার জন্য একপক্ষকে খুশি রাখে অন্য পক্ষের প্রতি অন্যায় করে তাহলে এই সরকার যখন চেঞ্জ হয়ে যাবে তখন নিশ্চিত ভাবে তারা এর প্রতিশোধ নিবে।
সো, কারো প্রতি পক্ষপাতিত্ব না করে ব্লগের পরিবেশ ঠিক রাখতে মড়ুদের কঠোর হতে হবে, সেই সাথে ব্লগারদের ও সাবধান থাকতে হবে।

ধন্যবাদ!

৩৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

তামীল০০৯৬ বলেছেন: あなたは良いに言った。良き友人に欲しい物

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩

তোমোদাচি বলেছেন: হা হা ... ভাই আমার জাপানীজের অবস্থা খুবই করুণ!!! :(( :((

তবে আপনার বক্তব্য টুকু বুঝেছি!

ধন্যবাদ; সামুতে আমরা সবাই সবার বন্ধু; ব্লগার বন্ধু!!

৩৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

শিশু বিড়াল বলেছেন: সম্পুর্ন একমত।+++++++++++
ভাল থাকবেন :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ ... বিড়াল ;)

৩৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

সোহাগ সকাল বলেছেন: ব্লগ আমাদের মিলনমেলা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩

তোমোদাচি বলেছেন: আমরা সবাই সবার বন্ধু; ব্লগার বন্ধু!!

৪০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার পোষ্ট। বাক স্বাধীনতার সাথে সাথে বাক দায়িত্বশীলতারো প্রয়োজন আছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৪

তোমোদাচি বলেছেন: বাক স্বাধীনতার সাথে সাথে বাক দায়িত্বশীলতারো প্রয়োজন আছে।

অনেক ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা ;)

৪১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই আপনিও আমার একজন প্রিয় ব্লগার। আজ থেকে প্রায় চার বছর আগে একটি পোষ্ট দিয়েছিলাম;

Click This Link

কিন্তু সামু কর্তৃপক্ষ এই নিয়ে তাদের এ্যাকশন প্রত্যাশার চেয়ে অনেক কম। আমি সব সময় সত্য তথ্য, যুক্তির ভিত্তিতে পোষ্ট দেওয়া ও কমেন্ট করলেও আমাকে ভিন্নমতের অনেকেই গালাগালি করে। আমি নিজের পোষ্টতো বটেই অন্যের পোষ্টেও বলি যে লেখার উপরই আলোচনা বা তর্ক হৌক কেন একজন লেখক অথবা মন্তব্যকারীকে গালাগালি ও ব্যাক্তি আক্রমণ করা হবে? কিন্তু অনেকেই তা শুনে না। তাই ক্যাচালে খুব কমই যাই। অনেকের পোষ্ট ও কমেন্টের বিরুদ্ধে রিপোর্ট করলেও আজও সেগুলো বহাল তবিয়তে আছে। যেহেতু বাংলাদেশের সকল মিডিয়া ও ব্লগ সরকারের প্রভাব আছে তাই চাইলেও এদের মালিকরা কিছুই করতে পারে না। ব্যাক্তি বিশেষের কাছে জিম্মি। সামুও এর বাইরে নয়।

ধন্যবাদ ভাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০১

তোমোদাচি বলেছেন: পুলকিত হইলাম, সেই সাথে কিঞ্চিত লজ্জা পাইলাম!! :#> :#>

বাংলাদেশের সকল মিডিয়া ও ব্লগ সরকারের প্রভাব আছে তাই চাইলেও এদের মালিকরা কিছুই করতে পারে না।

কথাটা হয়ত সত্য, তবে ব্লগে মনে হয় এতটা দলীয় প্রভাব পড়ে নাই। এখন থেকে ব্লগার+ কত্রিপক্ষ সচেতন থাকলে এটি একটি নিরপেক্ষ শক্তিশালী মাধ্যম হতে পারে।

আমি একটু বাড়িয়েই বলতে চাই, ব্লগ তার স্বতন্ত্র এবং নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে পারলে আগামীতে পত্রিকার চেয়ে ব্লগ শক্তিশালী মাধ্যম হবে।



৪২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: ঠিক !

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ দায়িত্ববান নাগরিক !

৪৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১২

রাফা বলেছেন: আমাদের ব্লগারদেরই দ্বায়িত্ব ব্লগের পরিবেশ সুস্থ রাখার।এখানে ভিন্ন মতের মানুষের সমাবেশ।তাই কঠোর সমালোচনা হোতেই পারে।কিন্তু তার অর্থ এই নয় সমালোচনা করতে গিয়ে অশ্লীল শব্দ প্রয়োগ করতে হবে।অশ্লীলতা পরিহার করেও তির্যক মন্তব্য করা যায়।কিন্তু অনেকেরই সেই মন্তব্য গ্রহণ করার মানসিকতা নেই।এবং তখনই শুরু হোয়ে যায় খিস্তি,খেউর।শধু তাই নয় আপনার একটি লেখার সাথে হয়তো আমি একমত হোলামন. দেখা গেলো পরবর্তি লেখায় আপনি আমার মন্তব্যকে সহজে গ্রহণ করতে পারছেননা।শুধু এই কারনেই দেখা যায় অনেকেই অনেকের লেখাতে মন্তব্য করেনা।

সামুর কোন ক্ষতি হোক মনেপ্রাণে চাইনা।

ধন্যবাদ,সুন্দর করে লেখার জন্য।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩

তোমোদাচি বলেছেন: সামুর কোন ক্ষতি হোক মনেপ্রাণে চাইনা।

ধন্যবাদ,সুন্দর মন্তব্যের জন্য!

৪৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯

হাবিব০৪২০০২ বলেছেন: লেখক বলেছেন: কোন অজুহাতেই আপনি শালীনতা ক্রস করতে পারেন না। তাহলে তো তার আর আপনার মধ্যে কোন পার্থক্য থাকল না
+++

সংগৃহীত: সব কল্যাণকর মতের প্রতি শ্রদ্ধাশীল হও ,তাহলেই তুমি সিদ্ধি লাভ করতে পারবে

তুমি তোমার মতাদর্শে বিশ্বাসী আর আমি আমার মতাদর্শে , তুমি বড়জোর আমাকে তোমার মত বিশ্বাস করার পরামর্শ দিতে পার কিন্তু এ ব্যাপারে শক্তি প্রয়োগ করার অধিকার তোমার নেই ,তুমি তোমার মতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অন্যের মতের অপপ্রচার করো না.
সব মতের ইতিবাচক দিক নিয়ে ভাব এবং নেতিবাচককে মুছে ফেলে ইতিবাচককে প্রচার কর ,তোমার মতের সাথে অন্যের মতকেও শ্রদ্ধাভরে প্রচার কর.

যে মতটা সবার জন্য ভাল ,সাধারণ মানুষ সেটিই গ্রহণ করুক

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য!!!

৪৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

হাঁড় = ঘাঁড় বলেছেন: +++++++++++++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ !

৪৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

জুল ভার্ন বলেছেন: প্রিয় তোমোদাচি,

আপনার পোস্টের সাথে শতভাগ সহমত জানাই। আপনারমত লক্ষ লক্ষ ব্লগারদের একই প্রত্যাশা সামুর কাছে। এই প্রত্যাশা পূরণেই আমি, আপনি এবং অজস্র আমরা প্রচেষ্টা চালাচ্ছি দীর্ঘদিন যাবত। গত ছয় বছরে আমি বিভিন্ন ভাবে সমালোচিত হয়েছি, আলোচিত হয়েছি-সামুতে সুন্দর একটা পরিবেশে ভিন্নমতকে শ্রদ্ধা জানিয়ে নিজের মত প্রকাশের স্বাধীনতা/অধিরকার রক্ষায়। এই প্রত্যাশা পূরণেই আমি সামুর সামুর অনেক সমালোচনা করে মন্তব্য করি-যার জন্যই আমি শেষ পর্যন্ত কয়েকজন চিনহিত ব্লগারদের দ্বারা বিভিন্ন ট্যাগিং এর শিকার হয়েছি বারবার। একই কারনে বেশ কয়েকবার সামুতে লেখা লেখি বন্ধ করেছি। কখনও ব্যাক্তি ব্লগার হিসেবে কর্তিপক্ষের সহানুভূতি পেয়েছি-কখনও পাইনি। তারপরেও বারবার সামুতে ফিরে আসি-সামুর প্রতি অনেক ভালোবাসার টানে।

আমাদের প্রিয় সামু তথা সুস্থ্য ধারার ব্লগারগন আজ সত্যিই এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে-যার জন্য দায়ী মাত্র ১৫/২০ জন চিনহিত সুবিধাবাদী, সুযোগ সন্ধানী ব্লগার।সেই চিনহিত সুবিধাবাদী, সুযোগ সন্ধানী ১৫/২০ জন বিতর্কিত ব্লগারদের মধ্যে আজ সামুর কঠিন সময়ে, ব্লগারদের দূঃসময়ে একজনকে ছাড়া আর কাউকে সামুর মাঠে, সামুর পাশে দেখছিনা! নিশ্চয়ই সামু কর্তিপক্ষ বুঝবেন-“পোষা প্রানী শিকারী হয়না”! পোষা প্রানীরা আক্রান্ত হলে রুখে দাড়ায়না বরং দৌড়ে পালায়। সামুর পোষা ব্লগারেরাও পালিয়েছে।

কিন্তু সামুর প্রান অজস্র সাধারন ব্লগার আজও সামুর পাশে আছেন এবং সব সময় সামুর সাথেই থাকবেন। অজস্র সাধারন ব্লগাগনই সামুকে রক্ষা করবে সকল অপশক্তি মোকাবেলা করে। সামু হোক সকল সুস্থ্য চিন্তা ধারার, সত, শৃজনশীল লেখক-পাঠকদের তীর্থ স্থান।

সকল ব্লগারদের কাছে একটা মিনতি-ব্লগের পরিবেশ নিয়ে অন্তত জানা-আরিলদের যেনো আমরা কখনোই বিব্রত নাকরি। কারন, সামহ্যোয়ারইন ব্লগ ওনাদের দ্বিতীয় সন্তান-অন্তত কেউ কারো সন্তানের অকল্যাণ চাননা। ওনাদের অনেক শ্রম আর ত্যাগের বিনিময় আমরা বাংলা ভাষায় প্রথম ব্লগিং করার সুযোগ পেয়েছি, দুনিয়ার সকল বাংলা ভাষা ভাষীদের একই প্লাটফরমে একত্রিত হয়ে মুক্তবুদ্ধির চর্চার পথের সন্ধান পেয়েছি। ভাষা আন্দোলনের শহীদের এবং ভাষা আন্দোলন সংশ্লিষ্ট সকলকে যেমন আমরা “ভাষা সৈনিক” অভিধায় অভিহিত করে সম্মান দেই-তেমন বাংলা ভাষায় ব্লগিং এর পথিকৃত হিসেবে আমরা সব সময়ই যেনো জানা-আরিলদের সম্মান করেতে সচেষ্ট হই।

সামু বেঁচে থাকুক লক্ষ লক্ষ বাংলা ভাষাভাষীর মুক্তবুদ্ধি চর্চার আলোক বর্তিকা হয়ে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

তোমোদাচি বলেছেন: প্রিয় জুল ভার্ন,
আমার তো বলার কিছু বাকি রাখলেন না, সবই তো আপনি বলে দিলেন।
অনেক ভাল লাগল আপনার কথা গুলো!!!

৪৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

হাসান মাহবুব বলেছেন: একমত।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব

৪৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

নির্ভীক আহসান বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!

৪৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

মদন বলেছেন: আরিগাতো।
চমৎকার লিখেছেন।
নাস্তিক, ধর্মান্ধ, গালিবাজ নয়, ব্লগিং হোক সু্স্থ এবং মুক্ত চিন্তার শষ্যক্ষেত্র।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

তোমোদাচি বলেছেন: নাস্তিক, ধর্মান্ধ, গালিবাজ নয়, ব্লগিং হোক সু্স্থ এবং মুক্ত চিন্তার শষ্যক্ষেত্র

ধন্যবাদ মদন!

৫০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

মনিরুজ্জামান স্বপন বলেছেন: সহমত

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫০

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

৫১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৯

ফরটি ইজ দা নিউ থারটি বলেছেন: ভাই
চমৎকার লিখেছেন, আল্লাহ আমাদের সবাইকে সুপথে চলবার নেয়ামত দান করুন। আমিন

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫০

তোমোদাচি বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে সুপথে চলবার নেয়ামত দান করুন। আমিন !


ধন্যবাদ

৫২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

ইকবাল পারভেজ বলেছেন: ভাই একটা সত্যি কথা বলি, সামুতে প্রচুর সুশীল ব্লগার আছে যারা এ ধরণের পোস্টে এসে একমত/সহমত বলে প্লাস দিয়ে কমেন্ট করে যায়; কিন্তু বাইরে যেয়ে যেসব পোস্টের সাথে তাদের ভিন্নমত হয় সেখানে যেয়ে করে উগ্রভাবে গালিগালাজ, এমনকি ব্যক্তিগত আক্রমণ করতেও তাদের বাধে না। ভারচুয়াল লাইফের সুযোগ নিয়ে এরা অন্য ব্লগারদের নির্দ্বিধায় গালি দেয়, যেখানে হুট করে কাউকে তুই বলা দূরে থাক তুমি বলাও শোভন না। এই মানসিকতার পরিবর্তন না আসলে, আসলে কোন লাভই হবে না /:)

যাই হোক, আমি ভাই শুধু বলে যাচ্ছি পোস্ট ভাল হয়েছে, পোস্টে প্লাস। সবার মনে শুভ চেতনার উদয় হোক।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৫

তোমোদাচি বলেছেন: ইকবাল ভাই,
এই জন্যই আমি অনুরোধ করেছি,
ব্লগটিকে পাবলিক টয়লেটের দেওয়াল মনে করবেন না – নিজের পরিচয় আড়াল করা যায় বলে এখানে যা খুশি তাই লিখবেন না।

নিজের পরিচয় লুকিয়ে সুশীলতা করুক আর নোংরামী করুক নিজের কাছে তো নিজে ছোট হয়ে যেতে হবে। এটুকু দায়িত্ববোধ কি একজন শিক্ষিত সচেতন ব্লগারের কাছে আশা করতে পারি না??

ধন্যবাদ আপনার কমেন্টের জন্য!!

৫৩| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৪১

আদম_ বলেছেন: কমেন্ট করার সময় এই একই জিনিস বলে ছিলাম এক বল্গারকে। উক্ত বল্গারটি তার রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে অতি বিকৃত, নোংরা ভাষায় এক কাল্পনিক গল্প ফেদেছিল।আমি শুধু বলেছিলাম প্রতিপক্ষ হলেও উনি একজন মানুষ, এবং অনেক ভদ্রলোক এই বল্গ পড়ে, গালাগালি করে ব্লগের সুনাম নষ্ট করবেন না। জবাবে উনি আমাকে উদ্দেশ্য করে যা লিখলেন (গালি) তা পড়ে আমি লজ্জিত, মর্মাহত হয়েছিলাম..................

তারপর থেকে কাউকে কিছু লিখতে আগে দেখি সে গালিবাজ কিনা।ব্লগ পড়তে এসে নিজেকে বেজন্মা শোনাটা নিশ্চয় সুখকর কিছু নয়।

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭

তোমোদাচি বলেছেন: ভাই ব্লগে হোক আর যেখানেই হোক মানুষ তার জন্মপরিচয়কে ঠাকতে পারে না, কোন না কোন ভাবে বের হয়ে আসেই।

যে যেটা বলে আসলে সেই তেমন।

৫৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৭

শেরজা তপন বলেছেন: কি মহামুল্যবান মানুষের একটা জীবন-আমরা কত চরম অবহেলায় তাকে নিয়ে ছেলেখেলা করি।সবাই একবার ভাবুন, একটা শিশূ জন্মের পরে তাকে ঘিরে প্রাপ্ত বয়স্ক কিছু আপনজনের কত সপ্ন কত ত্যাগ নিঃস্বার্থ ভালবাসা আরেকটা তেমনই মানুষের শুধু একটা আঘাতে মূহুর্তের মধ্যে সবকিছু ধুলিস্যাৎ হয়ে যায়। আর তাই নিয়ে আরো কিছু মানুষ উল্লাস করে! কিজন্য? শুধু ধর্ম ও মত পার্থক্যের জন্য... ভয়ঙ্কর!!!
আপনাকে ধন্যবাদ ভাই, এত সুন্দর একটা লেখার জন্য। ভাল থাকুন সবসময়।

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:০৮

তোমোদাচি বলেছেন: ভাই এত কম কথায় এত সুন্দর করে সব কিছু বলে দিলেন, আপনার এই পোষ্টের কমেন্ট টা আমি আমার নতুন পোষ্টে এড করলাম। ভাল থাকবেন!!

৫৫| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩০

ইন্টারনেট জায়ান্ট বলেছেন: Amader sobar e blog er rules mane chola uchit. Shuvokamona thaklo tomodaci.

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

তোমোদাচি বলেছেন: শুভ কামণা

৫৬| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

অজানিতা বলেছেন: অনেক ভালো লিখেছেন। ধন্যবাদ সময় উপযোগী লেখার জন্য।

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫২

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ অজানিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.