নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমোদাচির ব্লগবাড়িতে স্বাগতম!!

তোমোদাচি

শিকড়ের টানে শিকড় গেড়ে বসতে শিকড়ের কাছে ফিরছি .।

তোমোদাচি › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট একটা গল্প !!!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩





বাবা অফিস থেকে ফিরে জামা কাপড় ছাড়ছেন। ৫ বছরের ছেলেটা পিছনে এসে দাড়াল।

মুখ ঘুরিয়ে বাবা বললেন, কিছু বলবে??

ছেলেটি আমতা আমতা করে বলল, আচ্ছা বাবা তুমি ১ ঘন্টায় কত টাকা বেতন পাও?

ছোট মুখে বড়দের মত কথা শুনে বাবার মেজাজ খারাপ হয়ে গেল!

কেন? সেটা দিয়ে তুমি কি করবে??

না, একটু বলোনা! দরকার আছে...

সারাদিন পর রাজ্যের ক্লান্তি নিয়ে মাত্র বাসায় ফিরেছেন, বাচ্চার সাথে এখন কোন ঝামেলা করতে ইচ্ছা করল না।

আপদ বিদায় করার জন্য বাবা একটা উত্তর দিলেন, ঘন্টায় ৫০০ টাকার মতো।

সাথে সাথে ছেলেটা বলল, তাহলে আমাকে ১০০ টাকা দাও!

এবার আর বাবা মেজাজ ধরে রাখতে পারলেন না।

তুমি তাহলে আমার কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা থেকে এসব জিজ্ঞাসা করছিলে? ছোট মানুষ টাকা দিয়ে কি করবে! তোমার কি লাগবে সেটা বল!! তোমার মা কে বলব সে তোমাকে কিনে দিবে!!! অনেক রাত হয়েছে; যাও ঘুমাতে যাও!!!!



বাবাকে রাগ করতে দেখে ছেলে ভয়ে রুম থেকে বের হয়ে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল।

বাবার মেজাজ এখনও ঠান্ডা হয়নি! বসে বসে ভাবছেন ... কি অবস্থা! এই বয়সেই টাকা চিনে গেছে!! সারাদিন গাধার মত খাটি এদের জন্য আর ... ... এরা? আর ওর মা’টা কি করে সারাদিন! বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে কোন খেয়াল নেই!! বাচ্চা নিশ্চয় মার্কেটে গিয়ে কোন নতুন খেলনা দেখেছে, এখন সেটা কেনার জন্য টাকা চাচ্ছে। তাই বলে এত ছলচাতুরী করে টাকা চাইতে হবে ...। ছি!!! এদের জন্য এত পরিশ্রম করি আর এরা ... ... !!!!!



বেশ কিছুক্ষন পরে মাথাটা কিছুটা ঠান্ডা হলো ... নাহ, ছেলেটার সাথে এত রাগারাগি করা উচিত হয়নি, সে অন্য কোন প্রয়োজনেও তো টাকা চাইতে পারে। তাছাড়া আমি তো তার কথা ঠিক মত শুনলামই না। নাহ, কাজটা ঠিক হয়নি। দেখি, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে কি না, ওকে টাকাটা দিয়ে আসি।



বাচ্চার রুমে গিয়ে বাবা আদর কন্ঠে ডাক দিলেন, বাবা! ঘুমিয়েছ??

ছেলে চোখ তুলে বল্ল, না।

সরি, তোমার সাথে রাগ করাটা আমার ঠিক হয়নি। সারাদিন অফিসে এত ঝামেলার মধ্যে থাকি!! মাথা ঠিক থাকে না! এই নাও তোমার ১০০ টাকা; তুমি তোমার আম্মুর সাথে মার্কেটে গিয়ে যা খুশি কিনে নিও।

বাবার মুড ভাল দেখে ছেলেটা খুশিতে লাফ দিয়ে উঠে টাকাটা নিল। সেই সাথে বালিশের নিচ থেকে আরো কিছু টাকা বের করে এক এক করে গুনতে লাগলো। ১০০ ... ২০০ ... ৩০০ ... ... ...



এবার আর মেজাজ ধরে রাখা সম্ভব নয়! ছেলে কত বড় ত্যাঁদড় হয়েছে!! এর মধ্যে সে আরো টাকা জোগাড় করে ফেলেছে!!! ওর টাকা গুনার স্টাইল দেখে মনে হচ্ছে কষে একটা থাপ্পড় লাগায়!!!

এই সময় ছেলে মুখে একটা তৃপ্তির মিষ্টি হাসি ফুটিয়ে বলল, এই নাও বাবা তোমার ৫০০ টাকা; কাল অফিস থেকে ১ ঘন্টা আগে বাসায় আসবে। প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি টায়ার্ড হয়ে যায়!!!



বাবা মুহূর্তে অবশ হয়ে গেলেন! অপলক দৃষ্টিতে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন! ঝাপসা চোখে দেখতে পেলেন, তখনোও ছোট্ট দুটি তার দিকে বাড়ানো রয়েছে টাকা গুলো দেওয়ার জন্য ... ... ...

-

-

-

-



গল্পটি ফেসবুকে পেলাম, ইংলিশে লেখা। সেখান থেকে নিজের মত করে লিখলাম। আগেও হয়ত শুনে থাকবেন, তারপরও আবার শুনুন! কারন আমরা সবই জানি কিন্তু ভুলে যায় ............ বাচ্চাদের কাছে বাবা-মায়ের সান্যিধের চেয়ে মূল্যবান আর কিছু নেই !!!

মন্তব্য ৫২ টি রেটিং +২৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

লাবনী আক্তার বলেছেন: বাচ্চাদের কাছে বাবা-মায়ের সান্যিধের ছেয়ে মূল্যবান আর কিছু নেই !!!

খুব সুন্দর গল্প। ভালো লাগল অনেক। প্রথম ভালোলাগা রইল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ !

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

ইনকগনিটো বলেছেন: গল্পটা চোখের কোনায় পানি নিয়ে আসার মতো।


ভালো থাকবেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

তোমোদাচি বলেছেন: :((

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

অনীনদিতা বলেছেন: বাচ্চাদের কাছে বাবা-মায়ের সান্যিধের ছেয়ে মূল্যবান আর কিছু নেই !!! :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

তোমোদাচি বলেছেন: আমরা সবই জানি কিন্তু ভুলে যায় ........

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

রাখালিয়া বলেছেন: ভাল লাগল...

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

মনিরা সুলতানা বলেছেন: আমার মেয়ে টা প্রতিরাত জেগে বসে থাকত কখন বাবা আসবে তারপর ঘুমাবে , ছেলেটা খুব ভোরে ঘুম থেকে উঠে ,যদি বাবা আগে ই অফিস চলে যায় সেই ভয়ে :(


বাচ্চাদের কাছে বাবা-মায়ের সান্যিধের ছেয়ে মূল্যবান আর কিছু নেই !!!

এটা সর্ব সত্য ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

তোমোদাচি বলেছেন: ডেকেয়ারের নিয়ম অনুযায়ী আমার বাচ্চার ঘুমানোর কথা রাত ৯ টার মধ্যে। আমি অকে সন্ধ্যার সময় ওকে বাসায় রেখে আসি, সেই সাথে এক সাথে ডিনার করে আবার ল্যাবে আসি।
ওর মা ওকে নিয়ে রাত ১০টার ভিতর বিছানায় যাওয়ার চেষ্টা করে। তখন থেকে চলে তাকে ঘুম পাড়ানোর যুদ্ধ। মায়ের ভয়ে অনেক দিন ই সে ঘাপটি মেরে পড়ে থাকে। ছেলে ঘুমিয়েছে চিন্তা করে ওর মা ঘুমিয়ে পড়ে।
অনেক দিন ই এমন হয়, রাত ১২ টার দিকে আমি যখন বাসায় ফিরে ওর পাশে ঘুমাতে যায় ও চোখ পিটি পিটি করে আমার দিকে চায় আর মিষ্টি হাসে।
আমি বলি, কি রে তুই ঘুমাস নি!!! মা জানতে পারলে ধরে প্যাদাবে তাড়াতাড়ি ঘুমা!! ৫/৭ মিনিটের মধ্যে ও ঘুমিয়ে পড়ে ...
বুঝতে পারি ও আসলে আমার জন্য ই অপেক্ষা করে ছিল।
চেষ্টা করি বাচ্চাকে যথেষ্ট সময় দিতে, কিন্তু সবসময় কি সেটা সম্ভব হয়!! :(

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:

বাচ্চাদের কাছে বাবা-মায়ের সান্যিধের ছেয়ে মূল্যবান আর কিছু নেই !!!

একটু সম্পাদনার প্রয়োজন রয়েছে।

পোস্টে ++++++++++++++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

তোমোদাচি বলেছেন: এমন একটা ছিলি ভুল করলাম তাও সবচেয়ে ইম্পরট্যান্ট লাইনে!!!
উফ! আমাকে দিয়ে কিছু হবে না !!! X( X( X(


ধন্যবাদ ভাই!

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

নকি৬৯ বলেছেন: খুব সুন্দর গল্প।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

প্রাচীন মানব বলেছেন: খুব ভাল লাগলো। কর্পোরেট কালচার মানুষকে যন্ত্রে পরিনত করছে কিন্তু ভবিষ্যতের প্রজন্মদের জন্য তাদের বাবা মার সান্নিধ্যের কোন বিকল্প নেই। পোস্টে ++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

তোমোদাচি বলেছেন: অনলি প্যারেন্টস ফ্যামিলি গুলোর ক্ষেত্রে এই সমস্যা আরো প্রকট!!

জয়েন্ট ফ্যামিলিতে থাকলে বাচ্চারা এতটা একাকীত্বে ভুগে না।

ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য !

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

না পারভীন বলেছেন: ভাল লেগেছে ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ না পারভীন ;)

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

সম্রাট খান বলেছেন: খুব ভাল লাগল । ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ আপনাকও ।

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

আজিজ বাংলাদেশী বলেছেন: নতুন পুরাতন যাই হোক কথাটা সত্যি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

তোমোদাচি বলেছেন: আমরা সবই জানি কিন্তু ভুলে যায় ....

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

প্রিন্স হেক্টর বলেছেন: একাদশ পিলাচ :)

ভাল্লাগছে :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

তোমোদাচি বলেছেন: ধইন্যা ;)

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

রানিং ফ্ল্যাশ বলেছেন:




ভাই

ছবিটা দুর্দান্ত.... অনেক কিছুতে ভরপুর
গল্পটা সুন্দর...

ভালো থাকুন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

তোমোদাচি বলেছেন: ভাই ছবিটা কপি-পেষ্ট করা ছাড়া আমার আর কোন কৃতিত্ব নেই !! =p~

ধন্যবাদ আপনাকে !!

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

সোহানী বলেছেন: এটা কি করলেন !!!!.....এই সময় বাচ্চাদের কথা মনে করিয়ে দিলেন....নাহ আজ এক ঘন্টা আগেই বাসায় যেতে হবে......

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

তোমোদাচি বলেছেন: যাক গল্পটা তাহলে একজনের একদিনের হলেও কাজে লেগেছে!! ;)

শুভ কামনা আপনাদের জন্য !

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

খাটাস বলেছেন: সুন্দর গল্প শেয়ারের জন্য ও সুন্দর মানসিকতা দরকার। তাই আপনাকে ও ধন্যবাদ। একটা প্লাস দিয়ে গেলাম। ভাল থাকবেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

তোমোদাচি বলেছেন: আপনাকেও ধন্যবাদ !!

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭

রাসেল ভাই বলেছেন: সুন্দর উপস্থাপনা । মনের অজান্তেই নিজেকে নাড়া দেয় । চোখের কোনে জল আসে ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

সজল৯৫ বলেছেন:
এই সময় ছেলে মুখে একটা তৃপ্তির মিষ্টি হাসি ফুটিয়ে বলল, এই নাও বাবা তোমার ৫০০ টাকা; কাল অফিস থেকে ১ ঘন্টা আগে বাসায় আসবে। প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি টায়ার্ড হয়ে যায়!!!

বাবা মুহূর্তে অবশ হয়ে গেলেন! অপলক দৃষ্টিতে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন! ঝাপসা চোখে দেখতে পেলেন, তখনোও ছোট্ট দুটি তার দিকে বাড়ানো রয়েছে টাকা গুলো দেওয়ার জন্য


খুব ভাল লেগেছ, ধন্যবাদ অবশ করে দেয়া একটা লেখার জন্য।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ অবশ করে দেয়া একটা লেখার জন্য। হা হা হা ...

আপনাকেও ধন্যবাদ !

১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

বাতায়ন এ আমরা কজন বলেছেন:
কি বলবো?

প্রতিটাদিন ভাবি আজ একটু আগে বাসায় যাব,
কিন্তু কর্পোরেট দুনিয়ায় চাইলেও অনেক কিছু হয়ে ওঠেনা।

আমার দুই বছরের মেয়েটা বারবার ফোন দেয়,
বাবা কখন আসবে, তাড়াতাড়ি আইসো ............
কিন্তু পারিনা।

ব্যস্ততা আমাদের মানুষের চেয়ে বেশি যন্ত্র বানিয়ে দিয়েছে।

পোষ্টের জন্য আনলিমিটেড প্লাস।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

তোমোদাচি বলেছেন: আপনার অনুভূতিটা আমাকে ছুঁয়ে গেল!

শুভ কামনা!!

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

জাকারিয়া মুবিন বলেছেন:
অসাধারণ।

আমার চোখটাও ঝাপসা হয়ে গেলো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

তোমোদাচি বলেছেন: শুভ কামনা !

২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

htusar বলেছেন: হুম ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

তোমোদাচি বলেছেন: #:-S

২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

তাল্‌হা বলেছেন: সিরাম হইসে :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০০

তোমোদাচি বলেছেন: ;)

২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

হাবিব০৪২০০২ বলেছেন: বাচ্চাদের কাছে বাবা-মায়ের সান্যিধের চেয়ে মূল্যবান আর কিছু নেই !!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০১

তোমোদাচি বলেছেন: কথাটা আমরা সবই জানি কিন্তু ভুলে যায় .......

২৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

ডি মুন বলেছেন: ভালো লাগলো :) :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০

তোমোদাচি বলেছেন: ;)

২৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

প্রকৌশলী আতিক বলেছেন: অসাধারন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

২৫| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪

মুহিব বলেছেন: গল্পটা খুবই ভাল লেগেছে। আগেও পড়েছিলাম।

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৭

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ!

২৬| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৪

ইন্টারনেট জায়ান্ট বলেছেন: Jothesto bastob and joktik golpo. Share korar jonno thanks.

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

তোমোদাচি বলেছেন: thanks.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.