নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমোদাচির ব্লগবাড়িতে স্বাগতম!!

তোমোদাচি

শিকড়ের টানে শিকড় গেড়ে বসতে শিকড়ের কাছে ফিরছি .।

তোমোদাচি › বিস্তারিত পোস্টঃ

তোরা যারা বাংলাদেশকে নিয়ে হতাশায় ভুগিস! দেখে যা, বাঙালীর মানবিকতা!! দেখে যা, মানবিকতায় আমরাই বিশ্বের সেরা জাতি !!!

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১২

সাভারের চরম দুর্যোগের মধ্যে সান্ত্বনার কোন কথা বলা বৃথা; কিন্তু এই দুর্যোগের মধ্যে কিছু ঘটনা থেকে আমরা আমাদের নতুন করে চিনলাম; হারানো আত্মবিশ্বাস ফিরে পেলাম। আমরা প্রমান করলাম, আমরা এখনও শেষ হয়ে যায়নি। বিশ্ববাসীকে দেখানোর মত এখনও আমাদের অমুল্য সম্পদ আছে; সেটা হলো আমাদের মানবিকতা! যারা দেশকে নিয়ে প্রতিনিয়ত হতাশায় ভোগে, এই দেশকে ব্যর্থ রাষ্ট্র বলে বিদ্রূপ করে তাদের জন্য এটা চরম শিক্ষা। যারা জাপানের ভূমিকম্পে জাপানিজদের শৃঙ্খলা নিয়ে মুগ্ধ, আমেরিকার টর্নেডো মোকাবেলায় তাদের উন্নত প্রযুক্তির প্রশংশায় পঞ্চমুখ, তারা দেখে যা, আমরাও শেষ হয়ে যায়নি, বিশব্বাসীকে চ্যালেঞ্জ দেওয়ার মত এখনও আমাদের সমর্থ আছে – আমাদের মানবিকতা বিশ্ববাসীর কাছে অনুকরণীয়। সাভারের ধ্বংসযজ্ঞের পাশাপাশি এই ছবিগুলোও শেয়ার করুন, বিশব্বাসীকে দেখিয়ে দিন, মানূষ হিসাবে আমরা এখনও বিশ্ব সেরা!!



ছবি গুলো হয়ত সবাই দেখেছেন, তারপরও আবার দেখুন, যেসকল উদ্ধার কর্মী নিজেরদের জীবন বাজী রেখে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের জন্য স্যালুট !!!



যারা কথায় কথায় আমাদের সেনাবাহিনী নিয়ে তাচ্ছিল্য করিস! ওরা নাকি সকাল-বিকাল লেফট-রাইট করে আর ক্যান্টনমেন্টে আরামে দিন কাটায়! তারা দেখে যা আমাদের সেনাবাহীনীর শৃঙ্খলা আর মানবিকতা!





দুনিয়ার কোথাও কোন সেনা সদস্যকে এভাবে প্রকাশ্যে কাদতে দেখেছিস?? কেন কাদছে জানিস??





সেনাবাহিনীর একজন সিপাহী ৫ জনকে উদ্ধার করে ভিতরে থাকা অবস্থায় প্রায় অচেতন হয়ে পড়েন, বের হয়ে আসছেন এমন সময় তার হাত চেপে ধরে একজন মানুষ- ''ভাই আমাকে বাঁচান''।



সিপাহীটি নিজেই পারছিলেননা শ্বাস নিতে-''আপু আমাকে মাফ করেন, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে,একটু সময় দেন আমি আবার আসছি''। সিপাহীটিকে সুস্থ করার সব পদক্ষেপ নিতে থাকেন ডাক্তার ও ইন্টার্নরা, অচেতন থেকেই প্রলাপ বকতে থাকে সে-''আমি কথা দিয়ে আসছি ওই আপুকে, আমাকে ছাড়েন আপনারা''। তার অবস্থা বেগতিক থাকায় তাকে ডাক্তাররা অনেক বুঝিয়ে দমিয়ে রাখেন।



একজন লোককে উদ্ধার করে আনতে না আনতেই সে স্ট্রেচার থেকে লাফ দিয়ে পড়ে, বলে ওঠে-''আমি ছাড়া আরো দুইজন

ওইখানে আটকা পড়ে আছে, জায়গাটা আমি ছাড়া কেউ

চিনবেনা, আমাকে একবার যেতে দেন আপা, তারা বাইচা আসে, আমি চিকন মানুষ, আমি পারব ওখানে ঢুকতে...



এই না হলে বাংলাদেশের সেনাবাহিনী ! সাবাশ হে বীর!!!



যারা প্রাইভেট হাসপাতালের মালিকদের রক্ত চোষা বলে গালি দিস! দেখে যা, তাদের সবাই নষ্ট হয়ে যায় নি! এখনও কিছু মানূষ আছে, যাদের প্রতি সম্মানে মাথা নিচু হয়ে আসে!!





প্রাইভেট মেডিকেলের ছাত্রছাত্রীদের নিয়ে যারা অবজ্ঞায় নাক সিটকাস; পাব্লিক-প্রাইভেট বিতর্কে নিজেদের মধ্যে কাদাছুড়া ছুড়ি করিস! তারা চেয়ে দেখ, যাদেরকে তোরা ফার্মের মুরগী বলে তাচ্ছিল্য করিস, তারাও সময়ের প্রয়োজনে ঝলসে উঠতে পারে; সেবা কি জিনিস, সেটা বিশব্বাসীকে শিখিয়ে দেওয়ার ক্ষমতা রাখে!!





চেয়ে দেখ! কোন প্রশিক্ষণ নেই, নিজের কোন স্বজনও ভিতরে চাঁপা পড়েনি তারপরও মৃত্যুকে তুচ্ছ জ্ঞ্যান করে কেমনে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে!





চোখ মেলে দেখ, এ্যাম্বুলেন্সের অপেক্ষা করার সময় নেই; আগে প্রান বাঁচাতে হবে, তাই আপন ভায়ের মত মমতায় অপরিচিত বোনকে আকড়ে ধরে কেমনে ছুটে যায় ...





এখন থেকে তোর কাছে কেও কোন মহাবীরের নাম জানতে চাইলে তুই কি আর আলেকজেন্ডারের নাম বলবি?? নাকি আমাদের বাবু’র নাম বলবি???





দেখ, এই বৃদ্ধ লোকটা তেমন কিছুই করতে পারছেনা। গায়ে শক্তি নেই, পকেটেরও উল্লেখ করার মত তেমন সমর্থ নেই, তারপরও শুধু মানবিকতার টানে যা পেরেছে তাই নিয়ে এগিয়ে এসেছে!





আমাদের তরুন প্রজন্ম নিয়ে যাদের অভিযোগের শেষ নেই, তারা কি এই তরুণদের কাছ কিছু থেকে কিছু শিখবে?? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবেই ওরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে মানুষ কে একটু সাহায্য করার জন্য!





কেও বসে নেই, সামাজিক যোগাযোগ সাইট গুলোতে অভুত পূর্ব সাড়া; মানুষের পাশে দাড়ানোর! আমরা প্রমান করেছি মানুষ মানুষের জন্য! আমরা আবারও দেখিয়ে দিলাম মানবিকতায় এখনও আমরা বিশ্বে উদাহরণ দেওয়ার মত এক জাতি!





সাভার ট্রাজেডির ক্ষতিগ্রস্থ সকল কে আল্লাহ্‌ এই ক্ষতি কাটিয়ে ঊঠার ক্ষমতা দিক! তোমরা একা নও, এই বাংলার সকল মানুষ তোমাদের পাশে আছে। সাভারে মানুষের মানবিকতার যে পরিচয় পাওয়া গেছে সেই তুলনায় এই পোষ্ট খুবই সামান্য। আপনাদের কাছে কোন ছবি বা ঘটনা থাকলে শেয়ার করুন; তাদের প্রতি সশ্রদ্ধ সালাম! উদ্ধার কর্মী ছাড়াও, যে যেখান থেকে যে যেভাবে এদের পাশে দাড়াচ্ছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্দা! সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন!!



(বি দ্রঃ ‘তুই’ শব্দটা আমরা সাধারণত দুই ক্ষেত্রে ব্যবহার করি; একটা হচ্ছে তাচ্ছিল্য প্রকাশে, আর আরেকটা হচ্ছে অতি আপন সম্পর্ক বুঝাতে। এই পোষ্টে কোন ভাবেই প্রথমটির জন্য ব্যবহৃত হয়নি)

মন্তব্য ৭৬ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

সাইফ হাসনাত বলেছেন: কেদেই দিলাম...

আমরা মহান।

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২১

তোমোদাচি বলেছেন: মানবিকতায় আমরাই সেরা জাতি !!!

এদের জন্যই এই দেশটা এখনও টিকে আছে !!

২| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২১

সৌমেন্দ্র বলেছেন: আজ নেই কোন ভেদাভেদ। যে যেভাবে পারছে সাহায্য করছে। এই আমার দেশ

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২২

তোমোদাচি বলেছেন: এই আমার দেশ !! এটা হলো আমার দেশের মানুষের আসল চেহারা!

৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

ইয়ার শরীফ বলেছেন:

স্যালুট আমাদের এই সত্যিকারের বীরদের যাদের উসিলায় আর মহান আল্লাহ্‌র রহমতে বেচে গেছেন অনেকে, আর স্বজনরা শেষ বারের জন্য পেয়েছেন তাদের কাছের মানুষের নিথর দেহ।

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ আপনাকে ছবিটি শেয়ার করার জন্য!
স্যালুট ওদের জন্য !!

৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

পত্রদূত বলেছেন: খুব ভালো লাগল,এ জাতি একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

তোমোদাচি বলেছেন: এ জাতি একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই !

ইনশাল্লাহ !

৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

আশরাফ উদ্দিন বলেছেন: কেদেই দিলাম...পায়ে ধরে সালাম করতে ইচ্ছে করছে, খোদার কসম বলছি।

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

তোমোদাচি বলেছেন: সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন!

৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

এসএমফারুক৮৮ বলেছেন: যারা নিজের জীবন বাজী রেখে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে তাদের সত্যিই তারা বীর। তাদের স্যালুট হাজার বার।

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

তোমোদাচি বলেছেন: অবশ্যই ওরা বীর!
তার চেয়ে বড় পরিচয় ওরা মানুষ; মানবিকতায় পরিপূর্ণ আদর্শ মানুষ !!

৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

সেফানুয়েল বলেছেন: জীবনে চলার পথের আসল বীরদের ছবি দেখে সত্যিই খুব ভালো লাগছে। এই রকম লোকদেরকেই নেতৃত্বের সামনের সারিতে দেখতে চাই।
৭১-এর শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না।

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

তোমোদাচি বলেছেন: এই মানুষ গুলোর জন্য আমরা এখনও টিকে আছি, এদের দেখলেই মনে হয় এখনও আমরা শেষ হয়ে যায় নি! হাজার সালাম ওদের জন্য!

৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

হতাশ নািবক বলেছেন: কেদেই দিলাম...

আমরা মহান।

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

তোমোদাচি বলেছেন: আমরা বিশ্ব বাসীকে মানবিকতা শিক্ষা দিতে পারি ! অবশ্যই আমরা মহান!

৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

সুমন জেবা বলেছেন: মানবিকতায় আমরাই বিশ্বের সেরা জাতি !!!

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

তোমোদাচি বলেছেন: মানবিকতায় আমরাই বিশ্বের সেরা জাতি !!!

১০| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

ছাসা ডোনার বলেছেন: হ্যা অতি সত্য কথা , আমরা বাংগালী আমাদের মহব্বত, ভালবাসা, সারা বিশ্বের শ্রেয়। সকল বীরপুরুষ ভাইবোনদের প্রতি রইল আমার শতকোটি সালাম ও আন্তরিক ভালবাসা। আপনারা সুখে থাকুন।

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ ভাই

১১| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

লাল চাঁন বলেছেন: মানবতার মহামিলন এখন সাভারে, শ-শরীরে না গেলে অনুভূতি বোঝানো যাবে না।

ফ্রি মোবাইল কল এর ব্যাপারটা বেশ চোখে পড়েছে

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

তোমোদাচি বলেছেন: মানবতার মহামিলন এখন সাভার !

১২| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

এ সামাদ বলেছেন: হ্যাঁ আমরা রাস্তায় লাঠি দিয়েও জ্যান্ত মানুষ সাপের মত করে মারতে উস্তাদ। আসলে আমরা সবই পারি।

হাজার হাজার কোটি টাকা ঘূষ খেতে পারি ও দিতে পারি।

৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য করতে পারি।

হ্যাঁ আমরা পারি অনেক কিছু। এখানে এত তালিকা দেওয়া সম্ভব নয়।

তবে আশায় বুক বেধে আছি কবে আমরা নোংরা রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশের জন্য আসলে দেশের জন্য কিছু করতে পারব।

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

তোমোদাচি বলেছেন: ভাই, সারাক্ষন ই তো বদনাম করেন; এখন না হয় থাকুক!!!

শুধু ইমোশন দিয়েই বলছিনা। সাভারে আমার দেশের মানুষ যে মানবিকতা দেখিয়েছে তা সত্যিই অতুলনীয়!

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

হতাশ নািবক বলেছেন: slam amar vir vaider

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

হতাশ নািবক বলেছেন: slam amar vir vaider

১৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

হতাশ নািবক বলেছেন: slam amar vir vaider.munna

১৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

ঢাকাবাসী বলেছেন: ফ্রি মোবাইল কলের ব্যানার নিয়ে দাড়িয়ে থাকাটা অতূলনীয়।

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

তোমোদাচি বলেছেন: আসলেই অতুলনীয় !

১৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

আমিনুর রহমান বলেছেন:
শুধু এতটুকুই বলি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আমি গর্বিত আমি একজন বাঙালী ও বাংলাদেশী ।

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

তোমোদাচি বলেছেন: শুধু এতটুকুই বলি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আমি গর্বিত আমি একজন বাঙালী ও বাংলাদেশী ।

১৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

ভুং ভাং বলেছেন: মানবিকতায় আমরাই বিশ্বের সেরা জাতি !!! কোন সন্দেহ নেই এতে। কোন সন্দেহ নেই ।দিলেন তো চোখটা ভিজায়া ,ভিজুক চোখ এই ভিজায় শান্তি আছে। ধন্যবাদ আপনাকে ।

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

তোমোদাচি বলেছেন: আপনাকেও ধন্যবাদ !!

১৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

মতিচূর বলেছেন:
তাদের জন্য গর্ব হচ্ছে
নিজে কিছুই করতে পারিনি বলে ছোট মনে হত .......
আবার ভাল লাগছে মানুষ হিসেবে আমার অপূর্ণতা
ঐ সব মহান ভাইয়েরা ঢেকে দিয়েছে বলে .....
আজ সত্যিই তাদের জন্য গর্ব হচ্ছে.....

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ আপনাকে!

২০| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

উড়োজাহাজ বলেছেন: আমার পোস্টটিতে কিছু বলে আসার অনুরোধ রইলো। এখানে ক্লীক করুন।

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৬

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

২১| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

এল এইচ, জুয়েল বলেছেন: কোন শালা বলবি “বাংলাদেশের কিসস্যু হবে না”? আয় আমার সামনে এসে বল!View this link

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৬

তোমোদাচি বলেছেন: আপনার পোষ্ট টি দেখলাম, ভাল লিখেছেন !

২২| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

আকরাম বলেছেন: শ্রদ্বায় মাথা নীচু হয়ে যাচ্ছে ফায়ার কর্মী, সাধারন মানুষ, আর্মী, পুলিশ, র‌্যাব সহ সবাইকে দেখে।কি প্রানান্ত চেষ্টা করছেন আটকে পড়া মানুষগুলোকে উদ্বার করার জন্য। লাইভ দেখে চোখে জল এসে যাচ্ছে বারবার।
এইতো মাত্র ক`দিন আগে ও শাহবাগ, হেফাজতে ইসলাম, যুদ্ব অপরাধী জামাতে ইসলাম, বিএনপি, আওয়ামী লীগের ধোয়া তুলে দেশ এবং মানুষের মধ্যে ভাগ করেছিলেন, আজ কোথায় তারা ? আমরা বিপদে আসলেই সবাই এক হতে পারি। এটা প্রমানিত হয়েছে।

আমি জানিনা ঢাকায়/ বাংলাদেশে কেউ তাদের জন্য থেরাপীর কথা চিন্তা/ব্যবস্হা করছেন কিনা?আমার নিজেকে দূর্ভাগা মনে করছি, কারন এই উদ্বার কাজে আমি অংশ নিতে পারিনি। তাই বাংলাদেশে কেউ যদি এদের থেরাপীর দায়িত্ব নিতে চান, তাহলে আমি স্কাইপে থেরাপী দিতে পারবো। আল্লাহ সবাইকে ভালো রাখুন।
আমার ব্লগ দেখুনঃ http://ptohelp.blogspot.se

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৭

তোমোদাচি বলেছেন: আপনার আগ্রহের জন্য ধন্যবাদ !

২৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

বাংলার হাসান বলেছেন: আজ আমি গর্বিত একজন বাঙালী বাংলাদেশী হিসেবে। ঠিক লজ্জিতও এমন কিছু জানায়োরের জন্য যাদের কারনে এই গনহত্য।

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮

তোমোদাচি বলেছেন: সহমত !

২৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: এই পোস্ট পড়তে পড়তে কখন যে চোখের পানি চলে আসলো বুঝিই নাই!
নাহ আজকে আর আমাদের মধ্যে ভোদভেদ নাই! আমরা সবাই এক!
খুব গর্বিত বোধ করছি!

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯

তোমোদাচি বলেছেন: আমরা প্রমান করেছি, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই!!

২৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪১

অদ্বিতীয়া আমি বলেছেন: মানবিকতায় আমরাই বিশ্বের সেরা । গর্বিত একজন বাঙালী হিসেবে ।

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭

তোমোদাচি বলেছেন: মানবিকতায় আমরাই বিশ্বের সেরা । গর্বিত একজন বাঙালী হিসেবে

সহমত

২৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশের মানুষরাই সবচেয়ে মানবিক তারা মানুষদের ভাল বাসতে জানে

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮

তোমোদাচি বলেছেন: ঠিক বলেছেন সেলিম ভাই!

২৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪

এই আমি সেই আমি বলেছেন: বাবুর নাম বলব ।

ওরা কোটি টাকা খরচ এড দিতে পারে আর ১০ টা ফ্রি কলের বুথ দিতে পারল না । তরণ রা বেনিয়া নয় , এটাই পার্থক্য ।


এই দুই তরুণের ছবির কাছে কোটি টাকা খরচ করে মানবতার শ্লোগান ফেরি করা বেনিয়া মোবাইল ফোন কোম্পানির এ্যাড গুলি ম্লান হয়ে যায় ।

চোখে পানি এসে যায় । বাংলাদেশ টিকে আছে , বাংলাদেশ টিকে থাকবে ।

২৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৮

তোমোদাচি বলেছেন: বাংলাদেশ টিকে আছে , বাংলাদেশ টিকে থাকবে

এই মানুষ গুলোর জন্য বাংলাদেশ এগিয়ে যাবে!

২৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০১

তন্দ্রা বিলাস বলেছেন: আমি গর্বিত আমি বাংলাদেশী। আমি আনন্দিত আমি এ দেশে জন্মেছি বলে। আমি আরো গর্বিত কারণ ওরা আমার স্বদেশী ভাই। আমরা গরীব হতে পারি কিন্তু আমরা মানবিকতায় বিশ্বের সেরা জাতি।
আমরা করব জয়... একদিন।


চোখের পানি ধরে রাখতে পারলাম না।

২৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৫

তোমোদাচি বলেছেন: আমি গর্বিত আমি বাংলাদেশী।

২৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১

সাইফ বারী বলেছেন: বাংলাদেশি হিসেবে গর্বিত

২৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:১২

তোমোদাচি বলেছেন: বাংলাদেশি হিসেবে গর্বিত

৩০| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪

বইয়ের পোকা বলেছেন: আমিও সেই হতাশাবাদীদের একজন ছিলাম। কিন্তু গত বুধবারের পর থেকে আমার ধারনা পাল্টে গেছে। এখন আমি জানি, "এ জাতি মাথা নোয়াবার নয়।"

২৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৮

তোমোদাচি বলেছেন: "এ জাতি মাথা নোয়াবার নয়।"

৩১| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৮

দিগন্ত রবি বলেছেন: আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আমি গর্বিত আমি একজন বাংলাদেশী ।

২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৪

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

৩২| ২৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪০

প্রকৌশলী আতিক বলেছেন: দায়িত্ব যেহেতু সরকারের নাই, তাই জন গনকেই দায়ীত্ব নিতে হয়।

দুই দিন আগে বাইক চালাচ্ছি, পিছনে বান্ধবী বসা। হঠাৎ করে সামনে দিয়ে এত জোরে মাতালের মতন একটা গাড়ি চলে গেল,দুই জনেই ভয় পাইয়া গেলাম। একটু সামনে যাইয়া দেখি গাড়িয়া অন্য একটা বাইককে চাপা দিয়া আসছে। মহিলাটা রাস্তায় পড়ে ছটফট করছে। আমি বাইক থামাইলাম। দৌড়াইয়া ধরতে মন চাইল, পানি দিতে মন চাইল, বাট দাড়াই দাড়াই দেখা আর পুলিশ/হসপিটালে কল করা ছাড়া কিছুই করতে পারলাম না।

অনেক লোক জমা হইল, বাট কেউ হাত দিয়া স্পর্শ পর্যন্ত করল না।

এসব মানবিক দিকে অবশ্যই আমরা এগিয়ে। পোষ্টে প্লাস।

২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৫

তোমোদাচি বলেছেন: আতিক ভাই, আপনি যে ঘটনাটি বললেন, উন্নত দেশে ভুক্তভুগি ছাড়া এই ঘটনা কেও বিশ্বাস করতে চাইবে না। কেও এক্সিডেন্ট করে রাস্তায় ছটফট করলেও তাহে স্পর্শ করা যাবে না, শুধু পুলিশ কে ফোন দেওয়া ছাড়া এটা আমাদের দেশের মানুষ বিশ্বাস করবে না।

হয়ত আমরা পরিস্থিতির প্রয়োজনে এমনটি করে থাকি, আমাদের দেশের পুলিশ কে ফোন দিলে পুলিশ আসতে আসতে রুগি মারা যাবে কিন্তু যায় হোক না কেন; আমাদের দেশের সাধারন মানুষের এই মানবিকতাকে কোন ভাবেই খাট করে দেখার সুযোগ নেই!

৩৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫১

দায়িত্ববান নাগরিক বলেছেন: আপনার লেখাটা অনেকের হতাশা কাটিয়ে দেবে আশা করি। একটি উন্নত জাতি হিসেবে গর্ব করার মত সবকিছুই আমাদের আছে, আছে মহান মানবিকতার মানুষেরা। শুধু দরকার কিছু নরপশুদের মধ্যে একটু শুদ্ধি অভিযান।

ভালো লাগলো অনেক।

২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৯

তোমোদাচি বলেছেন: যে দেশে মহান মানবিকতার এত এত মানুষের বসবাস সে দেশে সুদিন একদিন অবশ্যই আসবে;
আমাদের দুর্ভাগ্যের মূল কারন আমাদের উপর জেকে বসা কিছু নষ্ট মানুষের শাসন।
এই অবস্থা থেকে একদিন অবশ্যই মুক্তি আসবে!!

সেই সুদিনের অপেক্ষায়!

৩৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: ভাই চোখে পানি আইসা পড়ছে...

এই শোক কে এখন শক্তিতে পরিণত করতে হবে......।

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৫

তোমোদাচি বলেছেন: ঠিক বলেছেন!

৩৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭

হাসান মাহবুব বলেছেন: এমন মানুষ খুব কম খুঁজে পাওয়া যাবে যে সাভারের জন্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন অবদান রাখেনি। ভাবতে অবাক লাগে এই আমরা এত মানবিক, অথচ ক্ষেত্রবিশেষে আমরাই কী ভয়াবহ নিষ্ঠুরতা দেখাই! এই মানবিক বোধ বেঁচে থাকুক চিরকাল।

৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫১

তোমোদাচি বলেছেন: এই মানবিক বোধ বেঁচে থাকুক চিরকাল।

৩৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: বাংলাদেশ ব্যাংকের আদেশ অনুযায়ী দেশের সব ব্যাংকাররা তাদের একদিনের বেতন দিচ্ছেন......একটা ভাল এমাউন্ট হওয়া উচিত।

৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫১

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

৩৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৪

মনিরা সুলতানা বলেছেন: আমাদের মানবিক বোধ গুলি বেচে থাক চিরকাল ।।

৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৯

তোমোদাচি বলেছেন: আমি ও সেটাই কামনা করি!

৩৮| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ইনশাল্লাহ এভাবে আমরা আরো এগিয়ে যাব...

৩৯| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪২

প্রত্যাবর্তন@ বলেছেন: ++

৪০| ০৮ ই মে, ২০১৪ বিকাল ৪:০৪

ঈশান হাওয়া বলেছেন: আশাহত বুকে আশার বানী হয়ে রইল আপনার পোস্ট . অনেক ভালো থাকুন.

৪১| ০৮ ই মে, ২০১৪ বিকাল ৪:০৪

ঈশান হাওয়া বলেছেন: আশাহত বুকে আশার বানী হয়ে রইল আপনার পোস্ট . অনেক ভালো থাকুন.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.