নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমোদাচির ব্লগবাড়িতে স্বাগতম!!

তোমোদাচি

শিকড়ের টানে শিকড় গেড়ে বসতে শিকড়ের কাছে ফিরছি .।

তোমোদাচি › বিস্তারিত পোস্টঃ

তোমোদাচি এখন ডঃ তোমোদাচি B-) :P

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৭



এত জনের অভিনন্দন পেয়ে খুশিতে আমার পিএইচডি রিসার্স কি নিয়ে ছিল সেটা একটু বলতে ইচ্ছে হলোঃ

আমি রিসার্স করেছি একটা জলপরীকে নিয়ে B:-)



কি বিশ্বাস হয় না??



তাইলে দেখেন ...




Click This Link



সম্ভবত ক্লাশ সেভেন বা এইট এর পাঠ্যবইয়ে ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ’র জীবনী পড়েছিলাম। “ডঃ” শব্দটির সাথে বোধহয় সেই প্রথম পরিচয়; আর একটা স্বপ্নের বীজও সম্ভবত তখনই গোপনে রোপিত হয়ে গিয়েছিল। একটা ফ্যাসিনেশন তৈরি হয়েছিল শিক্ষা জীবনের সর্বোচ্চ এই ডিগ্রীটার প্রতি, যার মূল্য এতটা বেশি যে তা মানুষের নামের সাথে অলঙ্কার হিসাবে ব্যবহৃত হয়!!!



ইন্টারমিডিয়েট পাশ করার পরে আব্বা’র খুব ইচ্ছা ছিল যেন ডাক্তারী পড়ি; কিন্তু কাটা-ছেড়া খুব ভয় পেতাম বলে ডাক্তারী আমার একদম পছন্দ ছিল না। আব্বা মন খারাপ করলে তাকে বলতাম, আচ্ছা ‘ডাক্তার’ না হতে পারি ‘Doctor’ হওয়ার চেষ্টা করব! আমার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার; কিন্তু বুয়েটে চাঞ্চ পেলাম না; খুব কষ্ট পেয়েছিলাম। :(( কিন্তু স্বপ্নটাকে ছাড়িনি ... ... ...



অবশেষে স্বপ্ন পূরণ হলো - এক সাথে দু’টো!

কাঙ্ক্ষিত ডিগ্রীটার নাগাল পেলাম- Doctor of Engineering!!!

এখন থেকে আমিও আমার নামের সাথে অলঙ্কারটি যুক্ত করতে পারি – ডঃ তোমোদাচি ;) ;)



গত পাঁচ বছর ল্যাবে বসে কাটখোট্টা রিসার্স এর কাজ করতে করতে যখন টায়ার্ড হয়ে যেতাম তখন মাথার জ্যাম ছাড়াতে এই সামু ব্লগ খুবই উপকারে এসেছে। এখানে পরিচিত হয়েছি অসংখ্য ভার্চুয়াল বন্ধুর (তোমোদাচির) সাথে! তাই এই খুশির খবরটা ব্লগের তোমোদাচিদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না! :D



মানুষ খুব মউজে থাকলে আবেগের বশে মাঝে মাঝে লজ্জাজনক ছেলেমানুষী করে ফেলে; আমার অবস্থা সম্ভবত এখন সেরকম! ব্যাক্কলের মত নিজের ঢোল নিজে পিটাইলাম!! :-/

মন্তব্য ১৮৫ টি রেটিং +২১/-০

মন্তব্য (১৮৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০২

বৈরাম খাঁ বলেছেন: অভিনন্দন ডঃ তোমোদাচি ভাই !:#P

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

তোমোদাচি বলেছেন: থাঙ্কু থাঙ্কু ... বৈরাম খাঁ ভাই :!>

২| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

মদন বলেছেন: Congratsssssssssssssssssssssssssssssssss

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

তোমোদাচি বলেছেন: Thanksssssssssssssssssssssssssssssssssssssssssss




s সমান সংখ্যক হয়েছে তো?? :-B

৩| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

আমিনুর রহমান বলেছেন:




অভিনন্দন ব্রাদার :)

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

তোমোদাচি বলেছেন: থাঙ্কু ব্রাদার :P

৪| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

নােয়ফ চৌধুরী বলেছেন: স্বপ্নের সিডি বেয়ে সীমাহীন পথ চলায় অভিনন্দন আপনাকে "ডঃ"।

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২০

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ নায়েফ চৌধুরী !

৫| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

শান্তির দেবদূত বলেছেন: আরে, ব্যাপারনা, মাঝেমাঝে নিজের ঢোল নিজেই পেটাতে হয়; অন্যকে দিলে ফাটিয়ে ফেলতে পারে। আর এই আনন্দের দিনে "ঢোল" নিয়ে না চিন্তা করে বরং "পেট" নিয়ে চিন্তা করেন। দেখেন, কিছু মিষ্টি-মিঠায়-মুন্ডা পাঠিয়ে দিতে পারেন কিনা, শান্তির দেবদূতের ঠিকানায়; বহুত শান্তি পাইবেন। B-) B-) B-)

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

তোমোদাচি বলেছেন: কি কলি কাল আইল, দেব দেবীরা এখন মানুষের কাছে মিষ্টি চায় !!
আমরা আদম সন্তান তাইলে কার কাছে যামু???

আইচ্চা, চাইছেন যখন লন জাপানীজ মিষ্টি খান ;)

৬| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

ছাইচাপা আগ্নেয়গিরি বলেছেন: দেশে ব্যাক করবেন, নাকি পোস্টডক?


বাইদ্যাওয়ে, কংগ্রাচুলেশন ডঃ তোমোদাচি ! :)

(কিন্তু তোমোদাচি মানে কি?? :-* )

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

তোমোদাচি বলেছেন: আপাতত দেশে আসব ভাই, ৩ বছর দেশে যায় না, দম বন্ধ হয়ে আসছে!

আগে দেশে গিয়ে বুক ভরে একটু নিঃশ্বাস নিয়ে নেই তাঁর পর দেখব কৈ যাওয়া যায়!!

কিন্তু আসছি তো অক্টোবরে!!

হরতালে বিমানবন্দর থেকে বের হতে পারব ত???


(তোমোদাচি মানে বন্ধু! )

৭| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

রিয়াজ৩৬ বলেছেন: শুভেচ্ছা রইল।

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

তোমোদাচি বলেছেন: থাঙ্কু ;)

৮| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

শায়মা বলেছেন: কংগ্রাচুলেশন ভাইয়া।


তোমার জন্য অনেক অনেক শুভকামনা।


তোমার লাফ দেওয়া ছবিটা খুবই সুন্দর!!!


আরও আরও এমন ছবি তুলে পাঠাও আমাদেরকে।

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ শায়মা !

খাড়াও! গুগল মামারে কই আমার আর কয়টা ছবি তুলে দিতে ;)

৯| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

সরকার আলী বলেছেন: Hontoni omedatoo gozaimasu.

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

তোমোদাচি বলেছেন: দোমো আরিগাতো গুজাইমাস !! ;)

১০| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

সুদীপ্ত কর বলেছেন: অভিনন্দন ডক্টর। :)

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

তোমোদাচি বলেছেন: থাঙ্কু সুদীপ্ত কর ;)

১১| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

মাহমুদ। বলেছেন: অভিনন্দন :) :)

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

তোমোদাচি বলেছেন: থাঙ্কু !!


আপনে যেমনে কোপায়ে পরীক্ষা দিতাছেন - ডরাইছি ;)

১২| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

নতুন বলেছেন: অভিনন্দন :)

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

তোমোদাচি বলেছেন: থাঙ্কু নতুন !

১৩| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

শায়মা বলেছেন: হা হা বলো বলো ভাইয়া।

গুগল মামা মনে হচ্ছে তোমার সাফল্যে বড়ই আনন্দিত। ক্যামেরা নিয়ে রেডি।:)

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

তোমোদাচি বলেছেন: গুগল মামা যেখানে
টেনশন নেই সেখানে !! ;)


১৪| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

সবুজ মহান বলেছেন: অভিনন্দন R. MD. M. ভাই ! ;)

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০২

তোমোদাচি বলেছেন: হয় নাই! ডঃ কৈ ??? হা হা হা ... জাস্ট ফান!


ধন্যবাদ মহান ;)

১৫| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

নিম গাছ বলেছেন: কাছে পাইলে আপ্নারে মিষ্টি খাওয়াইতাম, অভিনন্দন ভাই, এখন দেশ ও জাতির সেবায় নেমে পড়ুন।

আপনার লেখা আমি পড়ি অফলাইনে।

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

তোমোদাচি বলেছেন: দোয়া কইরেন ভাই, কিছু একটা যেন করতে পারি!


নিম গাছ খুবই উপকারী গাছ, অফলাইনে থাকলে চলবে???
ব্লগে কিছু সুবাতাস ছাড়ুন!! ;)

১৬| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

বুঝিনাই বলেছেন: অভিনন্দন ডঃ সাব........ !:#P !:#P !:#P

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

তোমোদাচি বলেছেন: আমি ও বুঝিনাই ;)

১৭| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

ম্যানিলা নিশি বলেছেন:

অভিনন্দন ডঃ তোমোদাচি

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১১

তোমোদাচি বলেছেন: থাঙ্কু ম্যানিলা নিশি ;)

১৮| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

গৃহ বন্দিনী বলেছেন: অভিনন্দন তোমদাচি ।

আপনার এই লেখার সাথে আমার ভাবনাগুলোও দারুনভাবে মিলে গেল ।

অদুর ভবিষ্যতে আমিও আপনার মত এই রকম একটা লাফ দেয়া পোষ্ট দিতে চাই ।
দোয়া রাখবেন :#) :#)

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

তোমোদাচি বলেছেন: সেই সুদিনের অপেক্ষায় থাকলাম; আমি পোষ্ট মিস করলেও আমারে জানায়েন কিন্তু!!

১৯| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

একাকী বালক বলেছেন: অভিনন্দন ভাই। :)

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

তোমোদাচি বলেছেন: থাঙ্কু একাকী বালক ভাই ;)

২০| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

চুক্কা বাঙ্গী বলেছেন: অভিনন্দন ডঃ তোমোদাচি! আপনার জীবন আনন্দময় হোক! শুভকামনা আপনার জন্য। :)

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!

শুভ কামনা!

২১| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

েবনিটগ বলেছেন: অভিনন্দন ডাক্তার সাব,

আপনাকে ব্যাক্তিগতভাবে না চিনলে ও খুব ভাল লাগছে কারও সাফল্যর সংবাদ পেয়ে

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

তোমোদাচি বলেছেন: একটা সত্য মজার ঘটনা শুনেন; আমাদের ইউনি থেকে গত বছর পি এইচ ডি ডিগ্রি করে একজন দেশে গেছে।
গ্রামের বাড়ী বেড়াতে গেলে; এক বয়স্ক ভত্রমহিলা তার নাতিকে সাথে করে নিয়ে এসেছে তার সাথে দেখা করতে!
নাতি কে দেখায়ে বলে, তুমি শুনলাম বিদেশ থেকে বড় দাক্তার হয়ে এসেছ; দেহ তো বাপু, আমার নাতির প্যাট টা এমন ফুলা কেন?? কিরমি টিরমি হইছে নাকি?? =p~ =p~

২২| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সবুজ মহান বলেছেন: ব্লগে এখন খুব একটা আসা হয় না। আপনার পোস্ট দেখে কমেন্ট না করে পারি নি।
ছোট মুখে একটা কথা বলি। পিএইচডি শেষ। এখন কিন্ত বসে থাইকেন না। পোস্ট ডক করে ফেলেন। গবেষণাময় একটা জীবন হোক আপনার। ভাল থাকুন।

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

তোমোদাচি বলেছেন: ভাই পড়তে পড়তে বুড়া হয়ে গেলাম! আর কত পড়তে বলেন !!!

অবশ্য; এজীবনে পড়ালেখা আমার পিছু চাড়বে না, বোঝা হয়ে গেছে!! ;)

ধন্যবাদ!

২৩| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: অভিনন্দন ভাই। দোয়া করেন আমিও যেন আপনার মত লাফ দিতে পারি। আমার কেবল এক বছর হয়েছে।

আপনি কোন ইউনির্ভাসিটি থেকে করলেন?

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

তোমোদাচি বলেছেন: ইনশাল্লাহ!!

আমি ওসাকা ইউনি, জাপান থেকে !

২৪| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

poops বলেছেন: কংগ্রাচুলেশন :)

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

তোমোদাচি বলেছেন: থাঙ্কু ;)

২৫| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

হাসান মাহবুব বলেছেন: অভিনন্দন ডঃ তোমোদোচি।

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ হা মা ভাই!

আপনার নতুন গল্প টা পড়া হয় নাই সময়ের অভাবে; খুব তাড়াতাড়ি পরে ফেলব!

২৬| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

খেয়া ঘাট বলেছেন: বর্তমান সময়ে নিজের ঢোল নিজেকেই পিটাতেই হয়। কারণ অন্য যদি পিটায় তবে ভুলভাল পিটিয়ে ফাটিয়ে ফেলতে পারে ;) ;) ;) ;)

ডঃ সাহেব, অনেক অনেক অনেক অভিনন্দন।

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ খেয়াঘাট !!

ভাল থাকবেন !

২৭| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

টুনা বলেছেন: অভিনন্দন ডঃ তোমোদাচি (বন্ধু)।

ভাল থাকবেন নিরন্তর।

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

তোমোদাচি বলেছেন: আপনাকেও অভিনন্দন টুনা !!

২৮| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: এক প্রোফেসর আরেক ডক্টরকে অভিনন্দন জানাচ্ছে:)

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

তোমোদাচি বলেছেন: স্লামালাইকুম স্যার! ;)

ধন্যবাদ !

২৯| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

রসায়ন বলেছেন: ডঃ তোমোদাচি :) ,
আপনাকে জাপানি ভাষায় :P যা বলতে চাই তা হল,

日本から博士号を取得するためのトモダチお祝いの言葉。 あなたのために良い未来を願って。

pronounciation:
Nihon kara hakushigō o shutoku suru tame no TOMODACHI oiwainokotoba. Anata no tame ni yoi mirai o nega~tsu te

;) :D

শুভেচ্ছা নিরন্তর :)

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০০

তোমোদাচি বলেছেন: জাপানে ৫ বছর থেকেও জাপানীজ ভাষাটা ভাল করে রপ্ত করতে পারিনি; তবে আপনার কথা গুলো বুঝেছি। (গুগল মামার কাছ থেকে কনফরম হয়ে নিয়েছি ;) )

অনেক ধন্যবাদ এবং শুভ কামনা আপনার জন্য!

৩০| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১০

জানা বলেছেন:


অভিনন্দন ডঃ তোমোদাচি :) !:#P :) !:#P :) !:#P

এত আনন্দের পোস্টটা চোখে পড়তে এত দেরী হলো আমার!!!


কবে দেশে আসছেন বলুন, একটা পার্টিতো হতেই হবে। আপনার এই অর্জন আপনার একার নয়, আমাদের সবার। আমরা খুবই আনন্দিত। ভাল আর আর প্রার্থনা রইলো ভাই।

:) :) :)

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৪

তোমোদাচি বলেছেন: এবার সত্যি সত্যি লজ্জা পেলাম, জানা'পা !!

আমি এতটা রেসপন্স আশা করে পোষ্ট টি দেইনি; জাষ্ট খুশির খবরটা একটু শেয়ার করতে ছেয়েছি সামু'র তোমোদাচি দের সাথে।

সত্যি বলতে কি, আমার ফেসবুক স্ট্যাটাসেও এতটা উতফুল্য অভিনন্দন পাইনি।
এখন মনে হচ্ছে গত ৪ বছরে আমার মোষ্ট ভিজিটেট সাইট টি আমাকেও কম ঋণী করেনি!! আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সামুর সকল তোমোদাচি (বন্ধু) কে!

দেশে এলে সামু'র সাথে আরো যোগাযোগ বাড়বে আশা করি।
প্রথম অক্টোবরে আসছি ইনশাল্লাহ!

দেখা হবে আশা করছি!
শুভ কামনা সবার জন্য!!

৩১| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১১

জানা বলেছেন:

ভালবাসা আর মঙ্গল প্রার্থনা রইলো সবসময়ের জন্যে :)

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৫

তোমোদাচি বলেছেন: আপনার আর আপনার পরিবারের জন্যও শুভকামনা রইল!

৩২| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৪

ধানের চাষী বলেছেন: অভিনন্দন ভাই :)

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৯

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ ধানের চাষী ভাই!!

৩৩| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৮

ফাহিম আহমদ বলেছেন: আভিনন্দন, মিস্টি কই ? :P :P

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৯

তোমোদাচি বলেছেন: উপরে এক ডালি জাপানীজ মিষ্টি দিয়েছি; ভাগে পান নাই??



থাঙ্কু ;)

৩৪| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৯

ঢাকাবাসী বলেছেন: অভিনন্দন আর শুভেচ্ছা ডঃ তোমোদাচি।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১০

তোমোদাচি বলেছেন: ঢাকাবাসী ; ঢাকাই আইতাছি ...




থাঙ্কু!

৩৫| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৪

আরিল বলেছেন: অভিনন্দন :)

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৪

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ!

এই প্রথম আমার পোস্টে আপনার কমেন্ট পেলাম :!>

আপনার, জাপা'পার আর আমাদের কন্যার জন্য শুভ কামনা!!

৩৬| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৯

জুন বলেছেন: অভিনন্দন ডঃ তোমোদাচি :)

অটঃ আমার ছেলে ১৪ দিন টোকিও ইউনির এক ওয়ার্কশপে অংশ নিয়ে আগামী কাল ভোরে টোকিও থেকে ব্যাংকক আসছে। আগে জানলে আপনার কথা বলা যেত উইথ ইউর পারমিশন।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৭

তোমোদাচি বলেছেন: ইশ মিস হয়ে গেল!!



ধন্যবাদ আপা।

৩৭| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৯

চিমা মস্তকে হুল হুল বলেছেন: আমার পরিচিত এর মধ্যে সবাই জাপানের ওকায়ামা ইউনি থেকে ডঃ করেছেন
এই ডিগ্রী নেবার খুব আশা ছিল ( এখনো আছে ...... ) কিন্তু মাশটার্সের রেজাল্ট সুবিধার না বিধায় কখনো সম্ভব হবে না জানি :(
তবে একটা জিনিস জানার ছিল এইযে প্যাচ সাত বছর গবেষণা করেন কি গবেষণা করেন যে ৫ বছর লাগে??
নিরক্ষরের মত কথা বললাম, আমিও মাস্টার্সের থিসিস ৮ মাস করছি
প্রতিদিন রিডিং নেও এইচপইএলসি মেশিনে কিসব হাবিজাবি ছাতার মাথা করছি আমি জানি বাস্তবে এগুলো ব্যবহার সুদূর পরাহত
যা হোক আমি জানতে চাচ্ছিলাম কিভাবে শুরু হয় কিভাবে শেষ হয়
কাজের প্যাটার্ন কেমন?? মানে ফ্লোচার্ট কেমন?? সবই মৌলিক??
কিছু ম্নে করবেন না কোনদিন করতে পারব না শুধু জেনে রাখার জন্য যে এটা কেমন? কিভাবে হয় এই আরকি!!!

তবে আমার টিচার বড় ভাই যারা জাপানে ডঃ করেছেন তারা বলেছেন চিন জাপানের টিচার খুব খাটায়...... কাজই নাকি দ্বিতীয় স্ত্রী
তবে ৫ বছর কাজে এমনও হয়েছে সুপারের বাড়িতে একবেলা দাওয়াত পায়নি!!!

ভাই আমাকে বলিয়েন তো কিভাবে বাইরে ডঃ করা যায়...... দূর্বল রেজাল্ট নিয়ে??

তবে ডঃ করতে সুখ নাকি মিডিল-ইস্টের কোন দেশে......
ফান্ডের ঝামেলা নাই, কাজের চাপ নাই। সরকার করতে বলে তাই তারা করে। নিজেদের টিচার নেই ...... হাঃ হাঃ

ভাই আমাকে এই ডঃ এর ফ্লোচার্ট বিরক্ত না হলে জানাইয়েন
যেমন
১। বিষয় পছন্দ
২।
..
...
...
.

১২। ডিফেন্ড
১৩। পাবলিশ

ওহ আসল কথা বলা হয়নি ডঃ হবার জন্য ও জাপানের সুন্দর গল্প অভিজ্ঞতা জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ



১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৭

তোমোদাচি বলেছেন: আপনার নিকটাত্মীরা যেহেতু জাপান থেকে পি এইচ ডি করেছেন তাদের কাছ থেকে আপনি অনেক ভাল জানতে পারবেন।
আপনি জাপানে চেষ্টা করে যান; আপনার ফিল্ডের প্রফেসরদের কাছে মেইল করতে থাকুন; অনেক সময় ভাল রেজান্ট এর চেয়ে আপনার পেপার এর কুয়ালিটি বা সংখ্যা বা প্রফেসরের কাজের সাথে আপনার রিসারস প্রপোজাল মিল প্রাধান্য পায়। কোন প্রফেসরের কাছে লেখার আগে তাঁর ফিল্ড সম্পকে জেনে তারপর লিখুন।
আসলে এক এক ফিল্ডের রিসারস এক এক রকম; যেমন আমি আন্ডার ওয়াটার রোবট নিয়ে কাজ করেছি; আমি একা রোবোট বানিয়েছি বল্লে ভুল হবে আমি একটা টীম এর একজন সদস্য ছিলাম। কাজ করেছি প্রফেসরের গাইড মত।

আপনার ভাই কিছুটা ঠিক বলেছে, কাজ জাপানিজ প্রফেসরদের কাছে প্রথম বউ, দ্বিতীয় নয় ;)

জাপানীজ প্রফেসর আপনাকে ঠিকই খাটাই কিন্তু সে আপনার চেয়ে কোন অংশে ই কম পরিশ্রম করে না।

আর মানুষ টু মানুষ তো ভ্যারী করেই; আমি প্রতি বছর আমার প্রফেসরের বাসায় কমপক্ষে একটা দাওয়াত পাই। যেমন আমার বিদায় উপলক্ষে উনি আজ আমাকে দাওয়াত করলেন ফ্যামিলি সহ। অবশ্য এ দিক থেকে আমি একটু লাকি ই মনে হয়।

জাপান/ জাপানীজ নিয়ে ১০ পরবের আমার একটা সিরিজ পোষ্ট আছে; ওখানে জাপান সম্পর্কে আমার অব্জারভেশন জানতে পারবেন।

আপনার জন্য শুভ কামনা!

৩৮| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
অনেক অভিনন্দন আর শুভকামনা :) ||

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৮

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ ইমরাজ!

৩৯| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫০

মামুন রশিদ বলেছেন: অভিনন্দন ডঃ তোমোদাচি !:#P !:#P


শুভেচ্ছা জানবেন । শুধু ব্লগার হিসেবেই নয়, প্রাক্তন জাবি'র ছাত্র হিসাবেও । আমি ২০তম রসায়ন, এবি হল ।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩০

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই!

জাবি'র বাধন রক্তের বাধন থেকে কোন অংশে কম নয়!

ভাল থাকবেন!!

৪০| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০০

আহাদিল বলেছেন: অভিনন্দন ডঃ তোমোদোচি।

মাস্টার্স ৩ টা?
কেমন করে সম্ভব হলো!!

হ্যাটস অফ টু ইউ!

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩২

তোমোদাচি বলেছেন: ভাই আপ্নেরে আসল কথাডা কই ...

আসলে খুব একটা ভাল ছাত্র ছিলাম না; তবে নাছোড়বান্দা টাইপের ছাত্র ছিলাম!!


তাই ৩/৪ টা ডিগ্রি করে নিজেরে পাকাইছি আর কি ;)


থাঙ্কু!

৪১| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০১

খারাপ ছাত্র কিন্তু মানুষ ভালো বলেছেন: অভিনন্দন আপনাকে।। !:#P !:#P !:#P

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৫

তোমোদাচি বলেছেন: আপনার নিক টা জটিল !!

আমাদের দেশে ভাল ছাত্র অনেক আছে ভাল মানুষ দরকার খুব !!

আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি হঠাত একদিন আমি যদি দেশের হরতা কর্তা কিছু একটা হয়ে যায়;
তাহলে প্রথম যে কাজ করব তা হলো দেশ চালানোর সৎ মানুষের জন্য একটা বিজ্ঞাপন দিব১

৪২| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১০

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: যাক কমেন্ট খুলে দিয়েছেন জানা আপু।
৩২ বছরে পিএচডি শেষ করলাম বলে মেজাজটাও খিচরে আছে, পোলাপান ২৬-২৭ বছরে পিএচডি শেষ করতেছে ঐসব দেশে ( বয়স্কও আছে, কম)
দেখা হবে আশা করি

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৭

তোমোদাচি বলেছেন: সত্যি খুব ভাল লাগছে আপনাকে মুক্ত দেখে ...
আপনার কাছে তো আমার মিষ্টি পাওনা হয়ে গেল!!!



জী, আমি আপনার থেকেও অনেক বুড়া ডঃ !! ;)

৪৩| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৫

দি সুফি বলেছেন: শুরুতে ভাবছিলাম আর এক জন নাক-কান-গলার ডাক্তারের সার্টিফিকেট পাইছে, পরে দেখলাম না এই ডাক্তার সেই ডাক্তার না :D


অনেক অভিনন্দন রইল !:#P !:#P


মিষ্টি কই?? X(( X((

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৯

তোমোদাচি বলেছেন: সুফি সাহেব মিষ্টি পান নাই??
উপরে জাপানীজ মিষ্টি দিয়েছিলাম তো!!

খাড়ান, আবার অর্ডার দিতাছি !

৪৪| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৮

হাছন রাধা করিম বলেছেন: নিজের ঢোল নিজে কোথায় পিটালেন? আরে ভাই আপনি যদি আমাদেরকে না জানাতেন তাহলে আমরা জানতাম কিভাবে?

আলহামদুলিল্লাহ! কংগ্রাচুলেশনস। আল্লাহ রাব্বুল আ'লামিন আপনাকে আরো সাফল্য দান করুন।

১৪ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:২৪

তোমোদাচি বলেছেন: কিছু ভাল মানুষের দোয়া আমার সাথে ছিল বলেই হয়ত স্বপ্ন পূরন সম্ভব হয়েছে!!

ধন্যবাদ আপনাকে ভাই!

৪৫| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০০

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাই আপনি আমার থেকে তো খুব বেশি দুরে থাকেন না। আগে জানলে দেখা করার চেস্টা করতাম। ওসাকায় আমি ৩বার গেছি। আমি কেয়োটোর কাছে থাকি। শহরের নাম ওতসু। আমি Ritsemikan University পিএইচডি করতেছি।

১৪ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:২৬

তোমোদাচি বলেছেন: মাহমুদুর রহমান ভাই, আমি আছি এখনও দেড় মাস মত, চলে আসুন আমাদের ক্যাম্পাসে!


আপনার জন্য শুভ কামনা!

৪৬| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: নিজের ঢোলই তো পিটাইলেন মন্দ কী। লোকজন নোবেল পাওনের আশায় ঘুষ দিয়াও গোপন রাখে না। আর এইটা তো আপনার শ্রমের সার্থক ফসল।

অভিনন্দন আপনাকে ড. তোমোদাচি।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০১

তোমোদাচি বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ সিদ্দিকী ভাই ;)

৪৭| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৭

শ্রাবণধারা বলেছেন: অনেক অনেক অভিনন্দন ডঃ তোমোদাচি ভাই.......।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০২

তোমোদাচি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রাবণ ;)

৪৮| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৫

তিক্তভাষী বলেছেন: ডঃ তোমোদাচি, আমার অভিনন্দন গ্রহণ করুন।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০৩

তোমোদাচি বলেছেন: গ্রহন করলাম এবং কৃতার্থ হলাম ;)

৪৯| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩

তামীল০০৯৬ বলেছেন: কংগ্রাচুলেশন ডঃ তোমোদাচি।
এখন দেশে এসে কাজে লেগে পড়ুন। দেশে আপনাদের খুব প্রয়োজন।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০৫

তোমোদাচি বলেছেন: দেশের আমাকে কোন প্রয়োজন আছে কিনা জানি না, কিন্তু আমার দেশ কে খুব প্রয়োজন!!

যেখানেই থাকি শিকড়ের টান সবসময় ই অনুভব করি!


ধন্যবাদ তামীল !!

৫০| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:

ও মোর আল্লাহ !
অনেক অনেক অনেক অভিনন্দন !:#P !:#P !:#P

আমি মনে হচ্ছে খুশির চোটে কেঁদেই ফেলবো ।

আহারে একটিভ ব্লগার থাকতে থাকতেই এমন একটা পোস্ট যদি দিতে পারতাম !

নিজেকে অনুপ্রাণিত করতে পোস্টটা প্রিয়তে নিয়ে যাচ্ছি :!>

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০৯

তোমোদাচি বলেছেন: যাক, কয়েক জন কে যে অনুপ্রাণিত করতে পেরেছি এতেই আমার অনেক ভাল লাগছে !!

আমার লাফ দেওয়া ছবিটা রেখে দিয়েন; আপনার ও এমন লাফ দেওয়া একটা ছবি দেখার অপেক্ষায় রইলাম !! আমি সেই পোষ্ট মিস যেন না করি; আমাকে জানাবেন!!

শুভ কামনা আরজুপনি ;)

৫১| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৫

জানা বলেছেন:



ভাই তোমোদাচি,

আপনার পাঠানো এক বাক্স মিষ্টি পাওয়ার সাথে সাথেই আমি আমার পছন্দেরটা আগেভাগে খেয়ে ফেল্লাম B-) । এখন পড়েছি বিপদে। এখানেতো আপনার ডক্টরেটের মিষ্টি নিয়ে ব্লগ বাড়িতে হাতাহাতি মারামারি শুরু হয়ে গেছে :-/ । কে কোনটা নেবে, কার ভাগে কতটুকু বেশী হয়ে গেল তাই নিয়ে হুলুস্থুল কান্ড :(( । আপনি বুদ্ধি করে মিষ্টির সাথে একটা কাঁটা কম্পাস পাঠালে আর আমাকে এই ঝামেলায় পড়তে হতো না ;) । ব্লগে নানাবিধ ক্যাচাল সামলাতেই আমি বৃদ্ধ হয়ে গেলাম :P........।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:২৫

তোমোদাচি বলেছেন: হায় হায় মিষ্টির সট পড়ছে আগে কইবেন না!!
আর আপ্নে বুড়া হয়ে গেলে সামুর এত গুলা ব্লগার সাম্লাইবে কে???
লন আরো কিছু দিলাম ! অরিজিনাল জাপানীজ মিষ্টি!! ;)

আর আপ্নে টেনশন লইয়েন না, মিষ্টি আরো লাগলে জাষ্ট একটু আওয়াজ দিয়েন ... দরকার হয় গুগল মামার দোকানের সব জাপানীজ মিষ্টি কিনে পাঠামু সামু'র তোমোদাচি দের জন্য ;)





৫২| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসা আর মঙ্গল প্রার্থনা রইলো সবসময়ের জন্যে । অভিনন্দন আপনাকে।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:২৬

তোমোদাচি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সেলিম ভাই ;)

৫৩| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১২

অলওয়েজ ড্রিম বলেছেন: ব্লগের কোনো বন্ধুর যে কোনো ভাল খবর শুনলেই মন ভাল হয়ে যায়। আর এই সন্দেশটা (সংবাদ) তো সন্দেশের চেয়েও মিষ্টি। খুব ভাল লাগছে।

আমি এখন আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি - আপনি আরও বড় বড়, গুরুত্বপূর্ণ সব গবেষণা করতে শুরু করেছেন; আপনার একেকটা গবেষণার বিস্তারিত বিবরণ আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে বের হচ্ছে আর বিজ্ঞানীরা অবাক হচ্ছে। বিজ্ঞানীদের ভির্মি খাওয়া মুখ কল্পনা করে আমি খুব গর্বিত হচ্ছি এখনি।

কোনো বাংলাদেশি কোথাও উল্লেখযোগ্য কিছু করলে এই গরিব দেশের মানুষ কী যে খুশি হয়! দোয়া করি অচিরেই আপনি আমাদের জন্য আরও খুশির সন্দেশ নিয়ে আসবেন।

আর আমাদেরকে এভাবে আনন্দিত করার জন্য আপনাকে অভিনন্দন, ডক্টর। ভাল থাকবেন সব সময়। এবং অবশ্যই বেশি বেশি স্বপ্ন দেখবেন। আপনি যত স্বপ্ন দেখবেন আপনার সম্ভাবনা তত বেড়ে যাবে।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৯

তোমোদাচি বলেছেন: আপনার স্বপ্ন সত্যি হোক!! ;)



ভাইরে! এত বড় স্বপ্ন আমি দেখতে পারিনা; আমি ছোট মানুষ ছোট ছোট স্বপ্ন দেখি আর তা বাস্তবায়ন করতে নাছড়বান্দার মত লেগে থাকি!

৫৪| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৪

বায়স বলেছেন: 慶賀 ( :| গুগল মামা আবার "ভুল ভাল" কিছু ধরিয়ে দিলো না তো please checkout , Doctor. :D )

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১০

তোমোদাচি বলেছেন: নাহ! মামার উপর আমার অগাধ আস্থা! ;)

৫৫| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৭

চতুষ্কোণ বলেছেন: অভিনন্দন প্রিয় ব্লগার ডঃ তোমোদাচি :)

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১১

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ চতুষ্কোণ !

৫৬| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২১

কলাবাগান১ বলেছেন: অভিনন্দন ড: তোমোদাচি....... from the bottom of my heart...........

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৩

তোমোদাচি বলেছেন: I feel your warmest congratulations! Thanks!! ;)

৫৭| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অভিনন্দন তো আগেই জানিয়েছি। পোস্ট দেখে এলাম এচিভমেন্ট সেলিব্রেট করতে। মন্তব্য পড়ে পড়ে মনে হচ্ছে, ইশ, আমি ও যদি ডঃ হতে পারতাম।

তমোদাচি ভাই, একটা জিনিস আপনার সাথে মিলে গেছে। আমিও মনে হয় ডঃ শব্দটার সাথে পরিচিত হই ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ এর মাধ্যমেই। তখন তাকে অবশ্য ডাক্তার মনে করতাম। এর আসল মানে বুঝতে আরো কয়েক বছর লেগেছিলো। হাঃ হাঃ হাঃ

ভালো থাকবেন সব সময়।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২০

তোমোদাচি বলেছেন: হ্যাঁ, আপনার অভিনন্দন পেয়েই তো মনে হলো সংবাদ টা সবার সাথে শেয়ার করি!

ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ আমার খুব কাছের এক কলিগ+ বন্ধুর দাদা ছিলেন; আমি মাত্র সেদিন সেটা জানলাম।

স্কুলের পাঠ্য বইয়ে আরো বেশী মনিষীদের জীবনী অন্তর্ভুক্ত হওয়া উচিৎ; স্বপ্নের বীজ রোপন করার এটাই উপযুক্ত স্থান!

৫৮| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভিনন্দন ডঃ তোমোদাচি ভাই

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২১

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ;)



আপনার নিক এবং প্রফাইল পিক দুটোই সুন্দর!

৫৯| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৩

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক আভিনন্দন তোমোদাচি ... :)

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২২

তোমোদাচি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ মনিরা সুলতানা ;)

৬০| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৬

ভিয়েনাস বলেছেন: অভিনন্দন ড: তোমোদাচি :)
ঢোল না পিটালে বুঝতাম কিভাবে যে আপনি এতো ভালো ঢোল বাজান ( ঢোলি) B-)

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৪

তোমোদাচি বলেছেন: তাই তো দেখছি ভালই ঢোলি হয়ে গেছি! ;)

৬১| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫২

এ.এ.এম বিপ্লব বলেছেন: তোমোদাচির রোজনামচায় আজ বোধহয় সবছেয়ে খুশির প্যারাটি যুক্ত হতে যাচ্ছে । অভিনন্দন ড. তোমোদাচি ভাই ।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৬

তোমোদাচি বলেছেন: হ্যাঁ, অনেক খুশির প্যারা ! B-)

দোয়া করেন এই প্যারাটিকে কাজে লাগিয়ে যেন বাকী জীবনে সুন্দর একটা গল্প লিখতে পারি ;)

ধন্যবাদ ভাই!

৬২| ১৪ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৭

প্রকৌশলী আতিক বলেছেন: কন গ্রাচুলেশন ভাইজান।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৭

তোমোদাচি বলেছেন: থাংকস আতিক !
আপনার খবর কি??

৬৩| ১৪ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৫০

ডাব্বা বলেছেন: Congrats! নিরাপদে থাকুন, যেখানেই থাকুন। আরো সাফল্য কামনা করছি।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৮

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ তোমোদাচি (বন্ধু) ;)

৬৪| ১৪ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ওয়াও!!!!

ডক্টর তোমোদাচিকে অভিনন্দন।
আমি কিন্তু আপনার জাপান বিষয়ক লেখার ডাই-হার্ড ভক্ত।
কথাটি খেয়াল রাখবেন ;)

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩০

তোমোদাচি বলেছেন: আমি মনে রেখেছি আপনাকে ... ;)

জাপান নিয়ে সিরিজ টা আমার ও খুব পছন্দ ছিল; এখনও অনেক কমেন্ট পাই ওই পোষ্ট গুলোতে।

আর কয়েকটা লিখব ভাবছি!

থাঙ্কু মইনুল ভাই!

৬৫| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৫২

অকপট পোলা বলেছেন: কনগ্রাচুলেশনস!!! অনেক শুভ কামনা রইলো।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩০

তোমোদাচি বলেছেন: থাঙ্কু মিঃ ওবামা !!

ওহ, সরি ... অকপট পোলা !! ;)

৬৬| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:০৪

বাঁধলেই বাঁধন বলেছেন: অভিনন্দন

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩১

তোমোদাচি বলেছেন: থাঙ্কু !

বাঁধলেই বাঁধন ...
তাহলে বেঁধে ফেলুন ;)

৬৭| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৭

কাউন্সেলর বলেছেন:

অভিনন্দন ডঃ তোমোদাচি ।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩১

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ কাউন্সেলর !!

৬৮| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৫

শেরশাহ০০৭ বলেছেন: অভিনন্দন

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩২

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ শেরশাহ ;)

৬৯| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমিও একদিন হতে চাই। অভিনন্দন।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৩

তোমোদাচি বলেছেন: নিশ্চয়!
আপনি আরও বড় ইউনি থেকে ডিগ্রি নিবেন; এট লিস্ট বড় দেশে থেকে তো নিশ্চয়! ;)

৭০| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৭

সায়েদা সোহেলী বলেছেন: ডঃ তোমোদাচি র ছবিটা কিন্তু দারুন হয়েছে! !! কে তুলে দিল? ? :P

।অভিনন্দন

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৫

তোমোদাচি বলেছেন: গুলগ মামা ছবি তুলে দিয়েছে ... ;)



আপনার চেহারাটা ভাল, তবে ছবি তোলা ভাল হয় নাই !! :|

মন খারাপ করা পোজ পছন্দ করি না!! :P

৭১| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩১

উপপাদ্য বলেছেন: ড. তমোদাচি,

অভিনন্দন আপনাকে

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৬

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ উপপাদ্য !

৭২| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাগে একটিও মিষ্টি পেলাম না :| :| :|

যাক অভিনন্দন রইল তয় ডঃ হইছেন ভালা কথা আমাগের কথা আবার ভুইলা যাইবেন নাতো :(

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৪

তোমোদাচি বলেছেন: তাড়াতাড়ি জানা'পার সাথে যোগাযোগ করেন; মাত্র উনার কাছে অনেক গুলো মিষ্টি পাঠিয়েছি ;)

আরে! তোমোদাচি (বন্ধু) কখনও ডঃ তোমোদাচি (বন্ধু) হয় নাকি ...

তোমোদাচি তোমোদাচি-ই আছে ... থাকবে ও ... ;)

ধন্যবাদ কান্ডারী !

৭৩| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অভিননন্দন!

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৬

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ !

৭৪| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৫

আফসিন তৃষা বলেছেন: অভিনন্দন ডক্টর। :)
আপনার জলপরীর গল্প পড়েছিলাম আগে। তাকে নিয়ে সুখে শান্তিতে ঘর করবেন এই কামনা থাকলো :)

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৭

তোমোদাচি বলেছেন: আমাদের জন্য দোয়া করার জন্য ধন্যবাদ ! ;)

৭৫| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৫

এস এইচ খান বলেছেন: কেবল মাত্র কনগ্রাচুলেশনস জানানোর জন্যই লগ ইন করলাম!!! দোয়া রইল।

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৮

তোমোদাচি বলেছেন: ধন্য হইলাম এবং ধন্যবাদ জানাইলাম!

৭৬| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫০

সুপান্থ সুরাহী বলেছেন:
অভিনন্দন...!!!


আসুক সময় আরো সুখময়...

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৮

তোমোদাচি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুপান্থ সুরাহী ;)

৭৭| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অভিনন্দন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৯

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ্দদ্দদ্দদ্দদ্দদ্দদ্দদ্দদ্দদ বর্ষণ ;)

৭৮| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৩

সমুদ্র কন্যা বলেছেন: আরে অভিনন্দন!

আপনার কেস দেখি পুরাই আমার মত। মেডিকেলে চান্স না পেয়ে মনের দুঃখে ভাবছিলাম ডাক্তার হইতে পারি নাই তো কি হইসে! ডক্টর হবো। কিন্তু আফসুস শেষ পর্যন্ত তা হইতে পারি নাই। আপনি ভাগ্যবান যে স্বপ্ন পূরণ করতে পেরেছেন।

অনেক অনেক শুভকামনা।

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২০

তোমোদাচি বলেছেন: এখনও হয় নাই তাতে কি হয়েছে ... স্বপ্ন টাকে লালন করে যান, পূরণ হতেও পারে।

শুভ কামনা আপনার জন্য !

৭৯| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

জাহিদ ফারুকী বলেছেন: অভিনন্দন ডঃ তোমোদাচি।
উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১০

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ জাহিদ ফারুকী

৮০| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৩

বিষের বাঁশী বলেছেন: অভিনন্দন তোমোদাচি ভাই! বেশ ভাল লাগলো জেনে এই লম্বা জার্নি সফলভাবে শেষ করেছেন। :)

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৬

তোমোদাচি বলেছেন: হ্যাঁ জার্নি কিছুটা লম্বা-ই!

তবে জার্নির কি আর শেষ আছে ! এটা একটা মাইল ফলক পেরোলাম মাত্র...

জার্নি চলতে থাকবে!

ধন্যবাদ বিষের বাঁশী

৮১| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৮

সাদা পাখি বলেছেন: অভিনন্দন আপনাকে।

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৩

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ সাদা পাখি ;)

৮২| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অভিনন্দন... :)

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৪

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ জহিরুল ভাই

৮৩| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

কালোপরী বলেছেন: :)

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৭

তোমোদাচি বলেছেন: এত দিনে ... কালোপরী :||

৮৪| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

নীল-দর্পণ বলেছেন: অভিনন্দন অভিনন্দন :)

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৮

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ;)

৮৫| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫২

কালোপরী বলেছেন: আমি আমার ল্যাপি থেকে সামুতে কেন জানি ঢুকতে পারছি না। আজকে টর ইনস্টল করে সামুতে ঢুকলাম। তাই একটু দেরি হয়ে গেল।


দুঃখিত

অনেক অনেক অভিনন্দন, স্যার :)

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:১১

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ কালোপরী ;)

৮৬| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৩

ইউসুফ আলী রিংকূ বলেছেন: অভিনন্দন !:#P !:#P !:#P


আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:০৯

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ রিংকু

৮৭| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৯

মুহিব বলেছেন: ডঃ তোমোদাচি, আমাদের অভিনন্দন গ্রহন করুন। আমার নামের আগে কিছুই নাই। তাই আমি জানি নামের আগে কোন সম্মানিত উপাধি যোগ করতে কতটা জ্ঞান এবং ধৈর্যের প্রয়োজন। আপনার কষ্ট স্বার্তক হয়েছে এবং স্বপ্নও পূরন হয়েছে।

১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ মুহিব;
শুভ কামনা!

৮৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

এই আমি রবীন বলেছেন: বেশ দেরী হয়ে গেল, তবু অভিনন্দন!

খুবই খুশি হলাম ডঃ সাহেব!!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

তোমোদাচি বলেছেন: ল্যাটার ইজ বেটার দ্যান নেভার ;)
থাঙ্কু

৮৯| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:২৬

আমি ইহতিব বলেছেন: এই পোস্টটি আগে দেখা হয়নি। অভিনন্দন ভাইয়া।

আনন্দের খবর শেয়ার করলে আনন্দ বেড়ে যায় বহুগুণ, তাই আপনার এই পোস্ট দেয়াটা অবশ্যই যৌক্তিক ও জায়েজ আছে। :)

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১১

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১১

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ

৯০| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৪

নাহিদ হাকিম বলেছেন: ডঃ এই শব্দটি দেখলে ঐ লোকটির কাছ থেকে স্বভাবত দূরে থাকার তাড়না কাজ করে। এঁদের প্রচুর জ্ঞানী মনে হয় । আর আমি ত এক বোকার হাড্ডি

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৩

তোমোদাচি বলেছেন: আমি সাদামাঠা টাইপের ডঃ; আমার পোস্ট গুলো পড়লেই বুঝতে পারবেন। সহজসরল কথা বার্তা !

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৩

তোমোদাচি বলেছেন: আমি সাদামাঠা টাইপের ডঃ; আমার পোস্ট গুলো পড়লেই বুঝতে পারবেন। সহজসরল কথা বার্তা !

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৩

তোমোদাচি বলেছেন: আমি সাদামাঠা টাইপের ডঃ; আমার পোস্ট গুলো পড়লেই বুঝতে পারবেন। সহজসরল কথা বার্তা !

৯১| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২০

ধুমধাম বলেছেন: অভিনন্দন!

২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

তোমোদাচি বলেছেন: এটা এক বছর আগের ঘটনা ;) ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.