নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমোদাচির ব্লগবাড়িতে স্বাগতম!!

তোমোদাচি

শিকড়ের টানে শিকড় গেড়ে বসতে শিকড়ের কাছে ফিরছি .।

তোমোদাচি › বিস্তারিত পোস্টঃ

আধুনিক ব্যস্ত বাবা-মা’রা! প্লীজ বাচ্চা কে সময় দিন !!!

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১০

পরিবার হচ্ছে বাচ্চাদের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান; আর বাবা-মা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক! একটা বাচ্চা বড় হওয়ার সাথে সাথে ভাল-মন্দ যে সব গুণাবলী এবজর্ভ করে তার সিংহভাগ সে পায় তার পরিবার থেকে। বাইরের সমাজে আমরা অনেক সময় ডিপ্লোম্যাসি করে চলে মানুষের কাছে আমাদের স্ট্যাটাস ধরে রাখতে পারি, কিন্তু একটা পরিবারের ভিতরের প্রকৃত অবস্থা কি সেটা বোঝা যায় সেই পরিবারের বাচ্চাদের দেখে। কারন বাচ্চারা শুনে কিছু শিখে না, তারা শিখে দেখে। পৃথিবীর এমন কোন বাবা-মা নেই যে বাচ্চাকে খারাপ হতে বলেন; সকল বাবা-মা ই বাচ্চাকে সব সময় ভাল উপদেশ দিয়ে থাকেন। কিন্তু সব বাচ্চা কি বড় হয়ে ভাল গুনের অধিকারী হয়? এর মুল কারন হচ্ছে, আপনি বাচ্চাকে কি হতে বলছেন সেটা বাচ্চা শিখিবে না, সে শিখবে আপনি তার সামনে কোন পরিস্থিতেতে কি আচরণ করছেন সেটা। জাস্ট একটা উদাহরণ দিই, আপনি অবশ্যই বাচ্চাকে বলে থাকেন, রাগ হলে কখনও বাজে কথা বলবে না; কিন্তু আপনি রেগে গেলে মুখ দিয়ে বাজে কথা বের করেন। তখন দেখবেন আপনার বাচ্চাও রাগ হলে স্পন্টেনিয়াসলী বাজে কথা বলে ফেলছে। এ জন্যই বাচ্চা সুন্দর ভাবে মানুষ করা এত সহজ কাজ নয়! এজন্য বাবা-মা কে নিজেদের চরিত্র পরিবর্তন করতে হয়। মনে রাখবেন বাচ্চাদের কখনও ধোকা দেওয়া যায় না।



বাবা’দের কাছে অনুরোধ! জানি, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে, সংসারের চাকা সচল রাখতে আপনাকে অনেক কষ্ট করতে হয়। কিন্তু আপনি যার জন্য পরিশ্রম করছেন, ক্যারিয়ারের উন্নতি সাধনে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই বাচ্চাই যদি মানুষ না হয় তাহলে আপনার সব পরিশ্রম তো বৃথা! ৪০/৪২ বছরের পর একজন সাধারন মানুষের ক্যারিয়ারে আর বিশাল কোন পরিবর্তন আনা সম্ভব নয়; এর পরে আপনার সফলতা বিফলতা নির্ভর করে আপনার বাচ্চার উপর। তাই নিজের ক্যারিয়ারের পিছনে ছুটতে ছুটতে বাচ্চার প্রতি অবহেলা করবেন না; বাচ্চার কাছে দুরের মানুষ হয়ে যাবে না। আপনি বাইরের জগত থেকে একটু সময় বাঁচিয়ে তা বাচ্চা কে দেওয়ার চেষ্টা করুন। আর দয়াকরে সৎ ভাবে জীবিকা নির্বাহ করতে চেষ্টা করুন! আপনি সৎ উপায়ে সংসার চালাতে গিয়ে বা তার আবদার পুরন করতে গিয়ে আপনার যে কষ্ট হচ্ছে সেটা সন্তানের সাথে শেয়ার করুন। পৃথিবীতে সেই সন্তানের চেয়ে দুর্ভাগা আর কেও নেই যে তার বাবার সততা নিয়ে গর্ব না করতে পারে!



মা’দের কথা আর কি বলব! মা’হচ্ছে বাচ্চার হৃদ-স্পন্দন! যে সংসারের মা বাচ্চার প্রতি সচেতন সেই সংসারের বাচ্চারা কখনও বিপথে যেতে পারেনা। দয়া করে বাড়ী-গাড়ী-ফ্লাট-শপিং এর কম্পিটিশন একটু কমান, বাচ্চাকে ভাল ভাবে বড় করার কম্পিটিশন করুন! আবার বাচ্চাকে বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করানোর বা বাচ্চা কে ক্লাশে ফাস্ট বানানোর জন্য তার উপর দিয়ে ষ্টীম রোলার চালাবেন না – তাকে বুঝতে চেষ্টা করুন, তাকে ভাল মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করুন। বাচ্চার সামনে হিন্দি চ্যানেলের চরম নৈতিক অধঃপতনের সিরিয়াল দেখবেন না। আপনি বউ-শাশুড়ী, মা-মেয়ের নোংরা দ্বন্দের সিরিয়ালের ভক্ত হবেন আর বাচ্চাকে উপদেশ দিবেন গুরুজন কে সম্মান কর- তা কখনও হবে না। আপনার সন্তান সেই ব্যবহারই শিখবে যেটা আপনি আপনার বাবা-মা বা শশুর-শাশুড়ির সাথে করেন। সবচেয়ে বড় কথা বাচ্চাকে আন্তরিক ভাবে সময় দিন, বাচ্চার সুস্থ-সবাভাবিক বৃদ্ধির জন্য উপায় খুঁজে বের করুন! নইলে আল্লাহ্‌ না করুক, ১৬ বছরের বাচ্চা ইয়াবা নেশার জন্য বাবা-মা কে খুন করে; এটা পত্রিকায় পড়া দুরের কোন পরিবারের ঘটনা আর থাকবে না। আমার আপনার ঘরেই খুনি বাচ্চা বেড়ে উঠছে কিনা সেদিকে খেয়াল রাখুন। একটা বাচ্চা মাদকাসক্ত হওয়ার মূল ব্যর্থতা তার পরিবারের।



খুব বেশী দেশ দেখার সৌভাগ্য হয়নি, তবে জাপানে দেখেছি এদেশের বাচ্চারা কত ভাল পরিবেশে বেড়ে উঠে! বাচ্চাদের আদর্শ মানুষ বানানোর জন্য এদের পরিবারের, স্কুলের বা সরকারের কত আয়োজন! এসব দেখে আমার দেশের বাচ্চাদের জন্য খুব মায়া হয়! সামগ্রিক অবস্থা আমরা চেঞ্জ করতে পারব না, কিন্তু আমরা নিজেরা তো সচেতন হতে পারি! আধুনিক মা’দের কাছে ক্ষমা চেয়ে বলছি, আপনাদের এসব দেশে এসে দেখে যাওয়া উচিৎ বাচ্চা মানুষ করার জন্য মা কে কতটা স্যাক্রিফাইস করতে হয়, কতটা কেয়ারী হতে হয়, কতটা ধর্য্যশীল হতে হয়। সেটা যদি সম্ভব না হয় তাহলে অন্তত আপনার পুরাণ আমলের মায়েদের কাছ থেকে শিখে আসুন তারা ছোট বেলায় আপনাকে মানুষ করতে কতটা স্যাক্রিফাইস করেছেন!!!

মন্তব্য ৬১ টি রেটিং +২৬/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১২

তোমোদাচি বলেছেন: আমার বাচ্চার জন্য দোয়া চাই, যেন তাকে সঠিক ভাবে মানুষ করতে পারি।
সামনে হয়ত দেশে আসছি, পত্রিকায় এক একটা নিউজ পড়ি আর বাচ্চার ভবিষ্যত নিয়ে আতংকিত হই!!
কারন ঐ যে বললাম, লেকচার দেওয়া যতটা সহজ বাচ্চা মানুষ করা ততটা সহজ নয়!!!

২| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৩

মদন বলেছেন: ++++++++++++++++++++++++++++++++

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

৩| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৫

মদন বলেছেন: মায়েরা সারাদিন আছে স্টার জলসা আর স্টার প্লাস নিয়ে। বাপ হয়েছে টাকা বানানোর মেশিন।
সন্তানের দায়িত্ব বলতে আইফোন, ল্যাপটপ আর টিউটর দেয়া।

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৪

তোমোদাচি বলেছেন: সন্তান কে বড় স্কুলে ভর্তি করা বা সন্তানের হাতে আইফোন, ল্যাপটপ তুলে দেওয়া একশ্রেনীর বাবা-মায়ের কাছে স্ট্যাটাস হিসেবে গন্য হচ্ছে। সন্তানের প্রতি আন্তরিক মনোযোগ ধীরে ধীরে লোপ পাচ্ছে।
সন্তানেরা বাবা'র সততা নিয়ে গর্ব করার পরিবর্তে বাবা'র টাকা পয়সা, ক্ষমতা নিয়ে গর্ব করা শিখছে।
তারই প্রতিশোধ নিচ্ছে সন্তানেরা!

ঐশীর ঘটনা আমাদের চোখে আঙ্গুলদিয়ে সেটা দেখিয়ে দিল!!

৪| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৬

সোহানী বলেছেন: আমাদের সচেতন হওয়ার সময় হয়েছে। নিজের সন্তানকে নিলামে কি না তুললেই নয়??? আমরা কি পারি না সামান্য লাভ ছেড়ে দিয়ে ভারতীয় চ্যানেল বন্ধ করতে। কারন এর জন্য উগ্র ভারতীয় সংস্কৃতি ও দায়ী। গুটি কয়েক লোকের পারসোনাল লাভের জন্য আমাদের সংস্কৃতিকে বিসর্জন দিচ্ছি।

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৭

তোমোদাচি বলেছেন: সন্তানের মঙ্গল চেয়ে হলেও আমাদের লোভ সংবরন করতে হবে !

একজন ঘুষ খোরের সন্তান নিশ্চয় তার বাবা কে নিয়ে গর্ব করতে পারে না !

৫| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

সত্যি ব্যাস্ততার কারণে বাচ্চাদের একদমই সময় দেয়া হয়না। :(

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৩

তোমোদাচি বলেছেন: আসলেই বলা যতটা সহজ কাজটা ততটা সহজ নয়; কিন্তু আমাদের একটু সময় বের করতেই হবে, নইলে যাদের জন্য এত পরিশ্রম তারা নষ্ট হয়ে গেলে সর বৃথা!!

৬| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৮

বোকামন বলেছেন:
যথার্থই বলেছেন ! কিন্তু সমস্যা হলো আমলে নেওয়ার মত সময়ও বোধহয় আমাদের নেই .. আমরা এতটাই আধুনিক হয়ে পড়ছি ....

১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৩

তোমোদাচি বলেছেন: শুধু ঠাট-বাটে আধুনিক হলে চলবে না; সময়ের সাথে তাল মিলিয়ে নিজের সারাউডিংস কেও সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে!

৭| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন। +++

১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৪

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ হামা ভাই!

আপনারা যারা সুন্দর গল্প লিখতে পারেন পারেন তারা মানুষ কে এই ধরনের বিষয়ে খুব ভাল সচেতন করতে পারেন আপনাদের লেখনীর মাধ্যমে।
বিষয়টা অবহেলার নয়!

এই ব্যাপার টাকে টাচ করে এমন একটা গল্প কি ভবিষ্যতে আপনার কাছ থেকে আমরা আশা করতে পারি??

৮| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫২

হাফিজুর রহমান মাসুম বলেছেন: ঐশীর ঘটনায় এতকিছু সবার চোখে পড়ছে শুধু চোখে পড়ছে না ঐশীর বাবার সামান্য আয়ের চাকুরীতে তাদের এত অভিজাত জীবন-যাপন কিভাবে সম্ভব হচ্ছে! আমরা সততা বিসর্জনকে ভীষণ গুরুত্বপূর্ণ অর্জন মনে করা সমাজ নৈতিকতার খই ফুটিয়ে চলছি সংবাদপত্র আর ব্লগে!!!ঐশীদের নষ্ট হওয়ার পিছনে যেন কোন দায়ই নেই তার বাবার অর্থনৈতিক অবস্থার!

১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১০

তোমোদাচি বলেছেন: ঐশীর প্রতি আমার কোন ক্ষোভ নেই, বরং মেয়েটার জন্য মায়া হচ্ছে!
এত টুকু একটা মেয়ে এই কাজ করার পিছনে তাঁর পরিবার আর সমাজের দায় পুরাটুকু।

আমাদের সবার সাবধান হতে হবে যেন আমাদের সন্তানেরা ঐশীর মত হয়ে বড় না হয়!

মৃত পুলিশ কর্মকর্তার সম্পর্কে না জেনে কিছু মন্তব্য করতে চায় না, শুধু এটি বিশ্বাস করি ...

"পৃথিবীতে সেই সন্তানের চেয়ে দুর্ভাগা আর কেও নেই যে তার বাবার সততা নিয়ে গর্ব না করতে পারে!"

৯| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আধূনিকতা, প্রতিষ্ঠার নামে এই কর্পোরেট ইদুর দৌড়ে যখন সব হারিয়ে যায়- কেবল তখনই হুশ ফেরে আমাদের।

আর হবে নাই বা কেন?

আমরা ধর্মকে বলছি সেকেলে।

ণীতি ণৈতিকতার বরকন্ধাজ সেজে বসার চেষ্টায় আছি যে নিজেই জানে সে কি?

অথচ পৃথিবীর সকল ধর্মই নীতি ণৈতিকতার উপর প্রতিষ্ঠিত। ধার্মিকের ভুলে আমরা ধর্মকে দূরে ঠেল দিয়ে আজ এ কোন পরিণতির পথে।!!!!!?????

আমাদের মিডিয়া এক আজব থিমের উপর চলছে!!!

যার প্রভাবে আজ এত অবিশ্বাস্য দূর্ঘটনা ঘটেই চলছে!!! পরকীয়ায় মা সন্তানকে খুন করছে! (মোহাম্মদপুরে/খিরঘাওয়ের) ঘটনা!
আজ সন্তান পিতা-মাতাকে খুন! করছে!!!

অথচ নিলর্িপ্ত এদেশের মিডিয়া মুঘল রা। তাদের চাই অর্থ। চাই ভোগ!
চাই সানি লিওন!!!!!

ক্ষতে ঔষধ দেবে কে?

১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৪

তোমোদাচি বলেছেন: আপনার মন্তব্য সমর্থন করি!
যে কোন ধর্ম পালন অবশ্যই মানুষের নৈতিকতাকে দৃঢ় করে।

আমরা আমাদের নীতি নৈতিকতার বিসর্জনের ফলে সাময়িক হয়ত লাভবান হই, কিন্তু এর পরিনাম কখনও ভাল হতে পারে না!
আমরা আমাদের চোখের সামনে সেটা দেখতে পাচ্ছি, কিন্তু সতর্ক কি হতে পারছি??

১০| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৪

রাধাচূড়া ফুল বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন। ভালো লাগল। পোস্টে +++++++++

১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩১

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ রাধাচূড়া ফুল

১১| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৯

হাসান মাহবুব বলেছেন: অনেকদিন আগে এই বিষয়ের কাছাকাছি থিমের একটা গল্প লিখেছিলাম। Click This Link

১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩২

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ, সময় নিয়ে পড়ব।

লেখকদের কাছে আমাদের চাওয়া একটু বেশী তাই বলতে চেয়েছিলাম!
ভাল থাকবেন!

১২| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২০

অলওয়েজ ড্রিম বলেছেন: প্রিয় তোমোদাচি (বন্ধু), আপনি বিষয়টা অতি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। প্রিয়তে নিয়ে গেলাম।

ধন্যবাদ আপনাকে, প্রয়োজনীয় একটা বিষয় এত প্রাঞ্জল ভাষায় উপহার দেওয়ার জন্য।

ভাল থাকবেন।

১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৪

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ অলওয়েজ ড্রিম ;

আমাদের সচেতন হওয়ার সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, এখনি সতরক হতে হবে!

১৩| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪০

এম ই জাভেদ বলেছেন: ঐশীর অধঃপতন আমাদেরকে দারুনভাবে নাড়া দিয়ে গেল। আপনার লেখা পাঠক হৃদয়ে ব্যাপক চিন্তার খোরাক যোগাবে। সন্তান মানুষ করা নিয়ে আমিও ভীষণ চিন্তিত। লেখকের উপলব্দির সাথে সহ মত পোষণ করছি।

১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৭

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ জাভেদ ভাই।

ঐশীর প্রতি তার বাবা-মা যে অবহেলা দেখিয়েছেন তা তারা তাদের জীবন দিয়ে শোধ করে গেছেন।

এখন আমাদের সতর্ক হতে হবে আমাদের পরিবারে যেন আর কোন ঐশী সৃষ্টি নয়!

১৪| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৩

মামুন রশিদ বলেছেন: একটা বাচ্চা মাদকাসক্ত হওয়ার মূল ব্যর্থতা তার পরিবারের।


আপনার লেখা প্রতিটা পয়েন্ট এর সাথে একমত পোষণ করি ।

১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৮

তোমোদাচি বলেছেন: হ্যাঁ মামুন ভাই,
আমি বিশ্বাস করি যে বাচ্চার প্রতি তার পরিবার সঠিক ভাবে দায়িত্ব পালন করে সেই বাচ্চা কখনো নেশায় আসক্ত হয়ে ধ্বংস হয়ে যেতে পারে না!

১৫| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

প্রকৌশলী আতিক বলেছেন: ১৫ তম ভাললাগা।

সন্তান মানুষ করতে গেলে বাবা মাকে অবশ্যই তাদের কর্তব্য পালন করতে হবে। সকল বাবা মার উচিত আল্লাহর কাছে দুয়া করা যাতে সন্তানের কর্মের দ্বারা তারা দোজাহানে সম্মানিত হতে পারে।

ধর্মীয় শিক্ষা এক্ষেত্রে সবচাইতে গুরুত্বপুর্ন। ভাল বন্ধুর ভুমিকাও অনেক।

১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ আতিক; ধর্মীয় শিক্ষা অবশ্যই জরুরী।

১৬| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

রিভানুলো বলেছেন: একমত আপনার লেখার সাথে +++++++

১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ রিভানুলো !

১৭| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সুন্দর পোস্ট ।


+++++++

১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

১৮| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৩

টুম্পা মনি বলেছেন: জাস্ট শকড!!!! এত জঘন্য কিছু কোন দিন শুনতে হবে ভাবি নি!

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৩

তোমোদাচি বলেছেন: এখনি সতর্ক হতে হবে নইলে সামনে আরো বড় বিপদ হতে পারে।

১৯| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: বিষয়টি আমাদের সময়ে, বিশেষত বাংলাদেশের মতো দেশে, অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কিছু বিষয় আছে, যা সময়ে না করলে আর সুযোগ থাকে না শুধরাবার।

ধন্যবাদ ডক্টর তোমোদাচি, প্লাস নম্বর ১৮ :)

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৪

তোমোদাচি বলেছেন: ঠিক বলেছেন, ধন্যবাদ মইনুল ভাই

২০| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৬

আলাপচারী বলেছেন: ঐশী মেয়েটাকে নিয়ে প্রসঙ্গটা এসেছে।
মেয়েটা নেশা ধরলো কেন??
আরো আরো মেয়েতো ইংলিশ মিডিয়ামে পড়ে। তারা তো নেশা করে না।

ইংলিশ মিডিয়ামে পড়ার দোষ??

একজন ফোকাস করলেন বাবা - মার লা্ইফ ষ্টাইল। উত্তর সেখানেই।

ধমীর্য় দৃষ্টিতে ব্যাখ্যা আরো সহজ। হে মানুষ তুমি যেমন রুজি করবে তোমার ফলাফল সেরুপ হবে। এ জন্যই আজও ধর্ম প্রাসঙ্গিক।

ভাবুন একজন আইন রক্ষকের পারিবারিক পরিবেশ।

কোথায় যাচ্ছি আমরা ???

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৬

তোমোদাচি বলেছেন: এখানে ইংলিশ মিডিয়ামের দোষ দেওয়া হয়নি; প্রধান দোষ পরিবারের।

পরিবার হচ্ছে বাচ্চাদের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান; আর বাবা-মা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক!

ধন্যবাদ !

২১| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৩

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ++++

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৬

তোমোদাচি বলেছেন: থ্যাঙ্কস!

২২| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো লিখেছেন। সহমত।

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৬

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা !

২৩| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৮

প্রিন্স হেক্টর বলেছেন: সহমত

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৬

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

২৪| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৩

মূর্খ রুমেল বলেছেন: আলাপচারী বলেছেন: ঐশী মেয়েটাকে নিয়ে প্রসঙ্গটা এসেছে।
মেয়েটা নেশা ধরলো কেন??
আরো আরো মেয়েতো ইংলিশ মিডিয়ামে পড়ে। তারা তো নেশা করে না।

ইংলিশ মিডিয়ামে পড়ার দোষ??

একজন ফোকাস করলেন বাবা - মার লা্ইফ ষ্টাইল। উত্তর সেখানেই।

ধমীর্য় দৃষ্টিতে ব্যাখ্যা আরো সহজ। হে মানুষ তুমি যেমন রুজি করবে তোমার ফলাফল সেরুপ হবে। এ জন্যই আজও ধর্ম প্রাসঙ্গিক।

ভাবুন একজন আইন রক্ষকের পারিবারিক পরিবেশ।

কোথায় যাচ্ছি আমরা ???

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৭

তোমোদাচি বলেছেন: :|

২৫| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৫

ভিয়েনাস বলেছেন: একটা বাচ্চা মাদকাসক্ত হওয়ার মূল ব্যর্থতা তার পরিবারের। খুব বাস্তব কথা।

পোস্টে স হমত ...... অনেক ভালো লিখেছেন।

প্লাস

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৭

তোমোদাচি বলেছেন: আমাদের এখনি সতর্ক হতে হবে!

ধন্যবাদ ভিয়েনাস!

২৬| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৬

দি সুফি বলেছেন: আজকালকার মা-বাবারা বাচ্চাদের পরীক্ষায় বেশি নাম্বার পাওয়াটাকেই বেশি মুল্যবান মনে করে। আপথচ বাচ্চাটি সত্যিকারের মানুষ হয়ে উঠছে কিনা সেই দিকে খেয়াল রাখতে ভুলে যান। একটা বাচ্চাকে কোনক্রমেই হিন্দী সিরিয়াল বা মুভি দেখতে দেয়া উচিত নয়। এতে করে নৈতিক অবক্ষ্যয় ঘটবেই!
আরেক জিনিস এখন কেউ কেয়ারই করে না! সেটা হল ধর্মীয় মূল্যবোধ। ধর্মীয় শিক্ষার প্রতি উদাসীনতাও খুবই সহজে একটা মানুষকে খারাপের পথে নিয়ে যেতে পারে।
পোষ্টের প্রতিটি কথার সাথেই একমত।
+++++++++++++++++++++

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০২

তোমোদাচি বলেছেন: সহমত দি সুফি

২৭| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫

পলক শাহরিয়ার বলেছেন: চমৎকার লিখেছেন ভাই। ফেবুতে শেয়ার দিলাম।আপনার ফেবু আইডি দেয়া যাবে?

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৫

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ শাহরিয়ার ভাই! ফেবুতে শেয়ার দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের সচেতন হওয়ার সময় এসেছে!




আমি আমার ফেবু শুধুমাত্র খুব কাছের কিছু পরিচিত জনের সাথে শেয়ার করি; এমন কি আমি সামুতে আমার কোন লেখা আমার ফেবুতে শেয়ার করিনা। দুইটা জায়গা একটু আলাদা রেখেছি।
সরি, ভাই কিছু মনে করবেন না! এখানেই যোগাযোগ হবে!

২৮| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৮

সমুদ্র কন্যা বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট। ভাল লিখেছেন।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩৩

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ সমুদ্র কন্যা !

২৯| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৬

রোমেন রুমি বলেছেন: ভাল লাগা রইল ।
এবং সহমত ।

২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৮

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ রুমি

৩০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫২

খেয়া ঘাট বলেছেন: এক গুচ্ছ প্লাস। যদিও বাটনটা কাজ করছেনা।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

তোমোদাচি বলেছেন: বাটন না কাজ করতেই এতগুলা !!! ভাগ্যিস কাজ করেনা, নইলে ... ;)

৩১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

রুপ।ই বলেছেন: লেখাটা অনেক চিন্তার খোরাক জুগিয়েছে। ব্যস্ততার কারনে বাবা মা কেউ সন্তানকে কোয়ালিটি সময় দিতে পারছেন না। বাচ্চা মনের নানা অজানা কৌতুহল মেটাচ্ছে কুসজ্ঞে পড়ে। সন্তানের বন্ধু হতে পারা কঠিন কাজ। পরিবারে ধর্মচর্চা না থাকলে বিপথে যাওয়ার রাস্তাগুলোতে কোনো অবরোধ থাকে না। আপনার লেখাটা ভাল হয়েছে ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ রুপ।ই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.