নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমোদাচির ব্লগবাড়িতে স্বাগতম!!

তোমোদাচি

শিকড়ের টানে শিকড় গেড়ে বসতে শিকড়ের কাছে ফিরছি .।

তোমোদাচি › বিস্তারিত পোস্টঃ

ইহা একটি বিজ্ঞাপন মূলক পোষ্ট :P B-) ;)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪০

সামু'তে জাপান ও জাপানিজদের নিয়ে আমার ১০ পর্বের একটা সিরিজ পোষ্ট ছিল। সেখান থেকে একটা পোষ্ট কিছুটা এডিট করে "প্রথম আলো'তে" পাঠিয়েছিলাম। সেটা ৪/৫ মাস আগের ঘটনা। প্রথম প্রথম একটু খোঁজ নিতাম লেখাটা ছাপা হল কিনা; ধীরে ধীরে আমি এটার কথা ভুলেই গেছিলাম!! আজ ফোনে মা'র সাথে কথা বলতে বলতে হঠাত উনি বললেন পত্রিকায় জাপান নিয়ে একটা লেখা পড়েছেন, আমার নামে লেখা। আমি লিখেছি কি না...; অনেক কষ্টে ঘটনাটা মনে পড়ল! ভাল লাগছে, জাপান ছাড়ার আগ মুহূর্তে জাপানিজদের নিয়ে লেখাটা প্রকাশ হওয়ায়। ধন্যবাদ "প্রথম আলো"!!!



সামুতেই যেহেতু লেখাটা প্রথম প্রকাশিত হয়েছিল তাই তাই সামু'র তোমোদাচি'দের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না!!

জাপানিজরা যেমন!



সিরিজের অন্য লেখা গুলো এই পোস্টে গেলে একটার পর একটা পাওয়া যাবে!!

মন্তব্য ৪৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

ঢাকাবাসী বলেছেন: খুব চমৎকার লিখেছেন, পড়ে জাপানীদের সম্পর্কে একটা ধারনা পাওয়া যায় আর ঐ সমস্ত তথ্যের অনেকগুলিই আমার অজানা। ধন্যবাদ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ;)

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

রোকসানা লেইস বলেছেন: পড়ে নেবো আপনার খুশিতে সামিল হলাম

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

ইমরান হক সজীব বলেছেন: এটাতো সেই কবেই পড়েছি । এটা তাহলে আপনার লেখা ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

তোমোদাচি বলেছেন: হু; সিরিজের অন্য লেখাগুলো পড়ার আমন্ত্রন রইল; ভাল লাগবে আশা করি!!

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

মামুন রশিদ বলেছেন: ভাল লাগল । শুভেচ্ছা :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ ;)

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অভিনন্দন তোমোদাচি ভাই... :)

তবে আপনিতো দেখি ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছেন, একটু সামলে আসুন না ভাই... ;) ;) :P :P

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

তোমোদাচি বলেছেন: হা হা হা ... এটা নিতান্তই যার যার দৃষ্টিভঙ্গি !! এখানে তর্ক করার কিছু নেই! আমি উনাদের দৃষ্টিভঙ্গিকে শ্রদ্ধা করি!

এক এক জনের দেখার দৃষ্টি তো এক এক রকম হবেই; তাছাড়া জাপানের বিভিন্ন জায়গার মানুষ ও তো কিছুটা ভিন্ন!!

নানা মুনির নানা মত আর কি ... :)

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

কেএসরথি বলেছেন: কনগ্রাটস! !:#P

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৮

তোমোদাচি বলেছেন: থ্যাঙ্কু ;)

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

মদন বলেছেন: +

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৯

তোমোদাচি বলেছেন: ;)

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

গরম কফি বলেছেন:

আগ পড়া ছিলো তার পরেও আরকে বার পড়া যাক । ভালোই লেগেছিলো ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

শ্রাবণধারা বলেছেন: আগে ঐ লেখাটা ব্লগে পড়েছিলাম। ভাল লাগলো প্রথম আলোতে পড়ে।

শুভেচ্ছা..............।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ শ্রাবণধারা ;)

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬

এস এইচ খান বলেছেন: প্রথমেই বিজ্ঞাপনমূলক পোষ্টের জন্য আপনাকে মাইনাস B-)

প্রসংগত, আমার এক ছোট ভাই রুয়ান্ডাতে মেডিক্যাল টীমের সংগে কাজ করেছে অনেক দিন। সে বলেছিল, জাতিগত দাঙ্গায় সেখানকার হাত, পা বিছিন্ন লোকজনকে হাসপাতালে আনা হচ্ছে, ক্ষতস্হান থেকে অঝোর ধারায় রক্ত পরছে! অথচ মারাত্বক আহত সে সব লোকজনদের মধ্যে কোন চিৎকার চেচামেচি দেখেনি কখনও বরং তাদেরকে দেখেছে বেশ শান্ত! ওর কথা শুনে সত্যি আশ্চর্য হয়েছিলাম!!

জাপানে গেল বারের সুনামী নিয়ে একটি রিপোর্ট দেখেছিলাম কোন এক চ্যানেলে। সেখানে রিপোর্টার কথা বলছিলেন এক জনের সংগে যার পরিবারের সবাই মৃত্যু বরণ করেছে। কিন্ত কি আশ্চর্য! লোকটি কথা শেষে খাবার সংগ্রহের জন্য পিছনের দিকে শান্ত ভাবে লাইনে দাঁড়িয়ে গেল!!

আপনার লেখায় উল্লেখ করছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমা মেরে আমেরিকা জাপানের কি পরিমান ক্ষতি করেছিল সেই আমেরিকাই আজ তাদের সব চেয়ে কাছের বন্ধু দেশ! শুধু সরকার নয়, সাধারণ জাপানিরাও আমেরিকা বলতে অজ্ঞান! আসলে তাদের আবেগ ভোঁতা হয়ে গিয়েছে! আমার মনে হয়, বেশী আবেগী অথবা আবেগহীনতা দুটোই মানুষের জন্য শুভ নয়। আমাদের এখানের বাস্তবতার দিকে দৃষ্টিপাত করলে ব্যপারটা সহজেই অনুমেয়!

নিরন্তর শুভ কামনা আপনার জন্য।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

তোমোদাচি বলেছেন: আপনার উল্লেখিত গল্পটা আমি আমার সিরিজের কোথাও ব্যাবহার করেছিলাম।

আসলেই এদের অনুভুতি ভোতা হয়ে গেছে বা আগে থেকেই কম ছিল। এবার হিরোশিমা গিয়েছিলাম সেই ধ্বংসযজ্ঞ দেখতে; সেখানে গিয়ে এই ধারনাটা আরো জোরাল হয়েছে।

অনেক মড়ারেট করে আমার ৬ বছরের ছেলেকে বোমা মারার সেই গল্পটা বলেছি, তাতেই তাঁর যে প্রতিক্রিয়া, কিছুতেই মাথা থেকে সেটা এড়াতে পারছে না। বাসায় ফিরে সে হিরোশিমা বোমা মারার জায়গাটার একটা ছবি একেছে, তাতে বোমায় পুড়ে যাওয়া সেই আওকী গাছের ছবি আছে।

কিন্তু হিরোশিমা সেই স্রিতিসৌধে অনেক জাপানীজ মেয়েকে দেখেছি আমেরিকান বয়ফ্রেন্ড নিয়ে বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলছে !!! X( X(
কোনটা খারাপ কোনটা ভাল সেই বিতর্কে যাব না, কিন্তু একটা দৃশ্য কল্পনা করে দেখেন তো মেনে নিতে পারেন কি না... আমাদের সাভার স্রিতিসৌধে এক বাঙ্গালী মেয়ে তাঁর পাকিস্থানী বয়ফ্রেন্ডের সাথে নানা ঢংয়ে ছবি তুলছে!!
এটা যদি সত্যি ঘটত আপনি তখন কি করতেন!!!

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: পড়ছি.....পড়ছি........পড়ছি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ ... ধন্যবাদ ... ধন্যবাদ ।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

খাটাস বলেছেন: দারুন ব্যাপার। অভিনন্দন ও শুভ কামনা। !:#P

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

গোর্কি বলেছেন:
-অভিনন্দন এবং শুভেচ্ছা জানবেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ গোর্কি

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

হাসান মাহবুব বলেছেন: যাক আপনার আসল নামটা জানা হলো! B-)

অভিনন্দন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০

তোমোদাচি বলেছেন: হ, মিতা ;)

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: বিজ্ঞাপন দেবার জন্য ধন্যবাদ।

জাপান নিয়ে আপনার লেখাগুলোর ভক্ত আমি। জানেন তো!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

তোমোদাচি বলেছেন: হ্যাঁ মইনুল ভাই, মনে আছে; জাপান সিরিজটা অনেকেই পছন্দ করেছিল!!

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

শুভেচ্ছা রইল ভাই।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ কান্ডারী ;)

১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

খেয়া ঘাট বলেছেন: বাহঃ। দারুন। আপনার আসল নামটা জানা হলো।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০০

তোমোদাচি বলেছেন: =p~ =p~

১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২০

মহামহোপাধ্যায় বলেছেন: পড়ে আসলাম। প্রথম আলোর পাঠকদের জন্য কষ্ট হচ্ছে, আমরা তো আরো বিস্তারিতভাবে আরো মজার সব ঘটনা জানি তোমোদাচি ভাইয়ের কাছ থেকে ;)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০১

তোমোদাচি বলেছেন: =p~ =p~

১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০০

প্রোফেসর শঙ্কু বলেছেন: জাপানিদের আবেগের অভাবে আশ্চর্যান্বিত হলাম।

বিজ্ঞাপন দিয়ে ভালো করেছেন। পড়ে দেখব।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০১

তোমোদাচি বলেছেন: !:#P !:#P

২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৮

ইয়ার শরীফ বলেছেন: আমিতো অই লেখা পড়ে ভাব্লাম কেউ আপনার লেখা আবার কপি করে ফেলল কিনা? কারন সবসময় তমাদাচি দেখে অভ্যস্ত।

আপনার আসল নাম দেখে অই ধারনা হয়েছিল।

ধন্যবাদ আপনার চোখে আমাদের জাপানের মানুষদের জানার সুজুগ করে দেবার জন্য।

শুভেচ্ছা নিরন্তর

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০১

তোমোদাচি বলেছেন: :P :P

২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২২

প্রিন্স হেক্টর বলেছেন: আপনার সিরিজটা পড়েছি। সুন্দর লিখেছেন

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০২

তোমোদাচি বলেছেন: :#> :#>

২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

মুহিব বলেছেন: ভাই আপনি এত শরমিন্দা হলে আমরা খবর পাব কেমনে? আজতক আপনার নামটাই জানলাম না।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

তোমোদাচি বলেছেন: :!> :!>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.